আসসালামু আলাইকুম।
আসা করি আপনারা সবাই আল্লাহর দোয়ায় ভালো আছেন। আমিও ভালো আছে।
টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়াল কি নিয়ে। এনড্রয়েড
User দের বেশির ভাগই তাদের মোবাইল রুট করেন। রুট করে ভেবে পাননা কি করবেন
অথবা কিভাবে Customize করতে হয় etc। তাদের জন্য আজকে আমার এই পোস্ট।
আসুন কাজে নেমেপরি :
যা লাগবে :-
1)Rooted android device
এবার উপর দেয়া লিনক থেকে সব পাইল Download করে ইনস্টল করেন। Just সবগুলো install করেন open করার দরকার নাই।
এবার ধাপে ধাপে কাজ করুন :
1) xpose installer apps open করেন তারপর Screen shoot এর মত framework options এ Click করেন।

এবার screen shoot এর মত install and update এ click করে okk দিন।
তারপর আপনার সেট reboot দিন।

2)Reboot দেওয়ার পর মোবাইল open হলে আবার xposed app এ প্রবেশ করুন। এবার Modules option যান।
Screen shoot দেখুন।

এরপর xtheme engine এ টিকমারক দিয়ে দিন।
3) এবার xtheme engine app প্রবেশ করুন।
Screen shoot এর মত Chosen theme এ click করে আপনার install করা theme select করেন।

তারপর screen shoot এর মত apply Theme এ click করুন।

এবার সেট রিবুট দিয়ে মেজিক দেখুন।

Theme Change এর পর আমার Screen shoot দেখুন। Theme এর Download লিনক একদম উপরে আছে:



।আরো অনেক 54 Theme free Download করুন click here
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন