Your Message here

সোমবার, ৯ মে, ২০১৬

কি ভাবে ইমেইল অথবা ফোন নম্বর ছাড়া ফেসবুক আইডিতে লগইন করবেন।

সবাই কেমন আছেন..? ভালো থাকেন আর নাই থাকেন বেঁচে আছেন এইটাই বড় কথা। কারণ সারাদেশে এখন লাশ আর লাশ। পেপার পত্রিকা আর টিভিতে এখন শুধু লাশের ছবি। যয় হোক ওই প্রসঙ্গ বাদ দিই। আসল কথায় আসি। হেডিং দেখ হয়ত কিছুটা বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। ফেসবুক ব্যবহার করেন না এমন লোক এই যুগে হয়ত খুব কমই আছেন। আজ দেখাবো কি ভাবে ফেসবুক আইডিতে ইমেইল অথবা মোবাইল নম্বর ছাড়া লগইন করবেন। বিষয়টি হয়ত অনেকেই জানেন তারপরও যারা জানেন না তারা দেখেনিন।
ফেসবুকে লগইন করতে প্রথম বক্সে যেইটা দিয়ে আপনার ফেসবুক Account খুলেছেন সেই ইমেইল অথবা মোবাইল নম্বর দিতে হয়। আর একটা বক্সে পাসওয়ার্ড দিতে হয়। তারপর লগইন করতে হয়। আপনি চাইলে এই ইমেইল অথবা মোবাইল নম্বর দেওয়ার বক্সে আপনার “USER NAME” দিয়েও লগইন করতে পারেন। যেমন আমার User Name: “Nowagish” তো আমি ওই বক্সে আমার ইমেইল অথবা মোবাইল নম্বর না দিয়ে শুধু Nowagish দিয়ে আর Password এর ঘরে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারি।
কি ভাবে USER NAME পাবো ?

আপনার প্রফাইলের About এ দেখুন Contact Info তে FacebooK: /UserName দেওয়া আছে। /এই চিহ্নের পরের টুকাই আপনার User Name. এখন কথা হইলো প্রফাইল সম্পূর্ণ আপডেট করা না থাকার কারনে অনেকের User Name দেওয়া থাকেনা। User Name না থাকলে দেখে নিন কি ভাবে সেট করবেন ইউজার নেম। তবে সাবধান। এটি দুইবারের বেশি পরিবর্তন করা যায় না।  আর এই ক্ষেত্রে কম্পিউটার থেকে করতে হবে। প্রথমে Account Settings এ গিয়ে General এ গেলে দেখবেন দ্বিতীয় ধাপে  Username আছে ডন পাশের Edit এ ক্লিক করুন। এবার Username এর বক্সে যে Username দিতে চান সেইটা দিয়ে Save Changes এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ। বুঝতে না পারলে চিত্র দেখুন।

আমার আগের টিউন: ফেসবুক এর Messenger‬ দিয়ে একসাথে দুইটা আইডি চালান। (কোন ভিডিও দেখা লােগবে না) 

Related Posts:

সোমবার, ৯ মে, ২০১৬

কি ভাবে ইমেইল অথবা ফোন নম্বর ছাড়া ফেসবুক আইডিতে লগইন করবেন।

সবাই কেমন আছেন..? ভালো থাকেন আর নাই থাকেন বেঁচে আছেন এইটাই বড় কথা। কারণ সারাদেশে এখন লাশ আর লাশ। পেপার পত্রিকা আর টিভিতে এখন শুধু লাশের ছবি। যয় হোক ওই প্রসঙ্গ বাদ দিই। আসল কথায় আসি। হেডিং দেখ হয়ত কিছুটা বুঝতে পেরেছেন কি বলতে চাইছি। ফেসবুক ব্যবহার করেন না এমন লোক এই যুগে হয়ত খুব কমই আছেন। আজ দেখাবো কি ভাবে ফেসবুক আইডিতে ইমেইল অথবা মোবাইল নম্বর ছাড়া লগইন করবেন। বিষয়টি হয়ত অনেকেই জানেন তারপরও যারা জানেন না তারা দেখেনিন।
ফেসবুকে লগইন করতে প্রথম বক্সে যেইটা দিয়ে আপনার ফেসবুক Account খুলেছেন সেই ইমেইল অথবা মোবাইল নম্বর দিতে হয়। আর একটা বক্সে পাসওয়ার্ড দিতে হয়। তারপর লগইন করতে হয়। আপনি চাইলে এই ইমেইল অথবা মোবাইল নম্বর দেওয়ার বক্সে আপনার “USER NAME” দিয়েও লগইন করতে পারেন। যেমন আমার User Name: “Nowagish” তো আমি ওই বক্সে আমার ইমেইল অথবা মোবাইল নম্বর না দিয়ে শুধু Nowagish দিয়ে আর Password এর ঘরে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারি।
কি ভাবে USER NAME পাবো ?

আপনার প্রফাইলের About এ দেখুন Contact Info তে FacebooK: /UserName দেওয়া আছে। /এই চিহ্নের পরের টুকাই আপনার User Name. এখন কথা হইলো প্রফাইল সম্পূর্ণ আপডেট করা না থাকার কারনে অনেকের User Name দেওয়া থাকেনা। User Name না থাকলে দেখে নিন কি ভাবে সেট করবেন ইউজার নেম। তবে সাবধান। এটি দুইবারের বেশি পরিবর্তন করা যায় না।  আর এই ক্ষেত্রে কম্পিউটার থেকে করতে হবে। প্রথমে Account Settings এ গিয়ে General এ গেলে দেখবেন দ্বিতীয় ধাপে  Username আছে ডন পাশের Edit এ ক্লিক করুন। এবার Username এর বক্সে যে Username দিতে চান সেইটা দিয়ে Save Changes এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ। বুঝতে না পারলে চিত্র দেখুন।

আমার আগের টিউন: ফেসবুক এর Messenger‬ দিয়ে একসাথে দুইটা আইডি চালান। (কোন ভিডিও দেখা লােগবে না) 

কোন মন্তব্য নেই: