Your Message here

বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

স্কুল-কলেজ ওয়েব সাইট ও সফটওয়্যার এর আইডি,পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন

সালাম সবাইকে, আশা করি ভাল আছেন। আজ একটি টিউটরিয়াল দিচ্ছি। তবে ইউটিউবে দিচ্ছি না, কারণ ইউটিউবে দিলে অনেক ভাই আছেন যাদের ২জি নেট ওখানে লোডিং লোডিং আরও ৫০ বার লোডিং হতে হতে ৫ সেকেন্ড দেখে আবার, তাই ছবি দিয়ে বুঝিয়ে দিব কিভাবে আপনার ওয়েব সাইট ও একাত্তর স্কুল মেনেজম্যান্ট অথবা এরকম সাইট গুলোর আপনার কোন তথ্যই মনে নেই সে ক্ষেত্রে কি করবেন? হে সেই উত্তর নিয়েই আমার আজকের টিউন।
প্রথমে আপনার সি-প্যানেলে প্রবেশ করুন। নাকি এটিও হারিয়ে ফেলেছেন সমস্যা নাই যে কম্পানি থেকে নিছেন সেই কম্পানির ক্লাইন্ট এরিয়া থেকে নিতে পারবেন। নাকি এটিও অজানা ঠিক তাহলে ঐ কম্পানির নাম্বারে কল দিয়ে আপনার সকল তথ্য জেনে নিন। নাকি ঐ কম্পানির নাম্বার হারিয়ে ফেলেছেন!!!!!!!! আমার কিছু করার নাই গুগুলকে বলেন। যাক শুরু করা যাক

কন্ট্রোল প্যানেল এ অংশে Databases এ phpMyAdmin এ ক্লিক করুন, নতুন উইন্ডোনিয়ে নিচের মত অপেন হবে। (তীর চিহ্ন দিয়ে দেখানো আছে)

আপনার ডাটাবেজটি যে নামে আছে তাতে ক্লিক করুন, আমারটি আছে pjmpedub_school নামে, এবার + চিহ্নে ক্লিক করুন নিচের ছবির মত আসবে। (তীর চিহ্ন দিয়ে দেখানো আছে)

এবার দেখুন user_info নামে একটি আছে সবার শেষে, ওটার উপর ক্লিক করুন + এ ক্লিক করার প্রয়োজন নাই, নিচের ছবির মত আসবে। (তীর চিহ্ন দিয়ে দেখানো আছে)

এবার তীর চিহ্নে দেখানো অংশে আপনার কাংখিত আইডি,পাসওয়ার্ড,ব্যবরূত ইমেইল দেখানো হচ্ছে। কাজ শেষ।

ধন্যবাদ সবাইকে।

Related Posts:

বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

স্কুল-কলেজ ওয়েব সাইট ও সফটওয়্যার এর আইডি,পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন

সালাম সবাইকে, আশা করি ভাল আছেন। আজ একটি টিউটরিয়াল দিচ্ছি। তবে ইউটিউবে দিচ্ছি না, কারণ ইউটিউবে দিলে অনেক ভাই আছেন যাদের ২জি নেট ওখানে লোডিং লোডিং আরও ৫০ বার লোডিং হতে হতে ৫ সেকেন্ড দেখে আবার, তাই ছবি দিয়ে বুঝিয়ে দিব কিভাবে আপনার ওয়েব সাইট ও একাত্তর স্কুল মেনেজম্যান্ট অথবা এরকম সাইট গুলোর আপনার কোন তথ্যই মনে নেই সে ক্ষেত্রে কি করবেন? হে সেই উত্তর নিয়েই আমার আজকের টিউন।
প্রথমে আপনার সি-প্যানেলে প্রবেশ করুন। নাকি এটিও হারিয়ে ফেলেছেন সমস্যা নাই যে কম্পানি থেকে নিছেন সেই কম্পানির ক্লাইন্ট এরিয়া থেকে নিতে পারবেন। নাকি এটিও অজানা ঠিক তাহলে ঐ কম্পানির নাম্বারে কল দিয়ে আপনার সকল তথ্য জেনে নিন। নাকি ঐ কম্পানির নাম্বার হারিয়ে ফেলেছেন!!!!!!!! আমার কিছু করার নাই গুগুলকে বলেন। যাক শুরু করা যাক

কন্ট্রোল প্যানেল এ অংশে Databases এ phpMyAdmin এ ক্লিক করুন, নতুন উইন্ডোনিয়ে নিচের মত অপেন হবে। (তীর চিহ্ন দিয়ে দেখানো আছে)

আপনার ডাটাবেজটি যে নামে আছে তাতে ক্লিক করুন, আমারটি আছে pjmpedub_school নামে, এবার + চিহ্নে ক্লিক করুন নিচের ছবির মত আসবে। (তীর চিহ্ন দিয়ে দেখানো আছে)

এবার দেখুন user_info নামে একটি আছে সবার শেষে, ওটার উপর ক্লিক করুন + এ ক্লিক করার প্রয়োজন নাই, নিচের ছবির মত আসবে। (তীর চিহ্ন দিয়ে দেখানো আছে)

এবার তীর চিহ্নে দেখানো অংশে আপনার কাংখিত আইডি,পাসওয়ার্ড,ব্যবরূত ইমেইল দেখানো হচ্ছে। কাজ শেষ।

ধন্যবাদ সবাইকে।

কোন মন্তব্য নেই: