Your Message here

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

যেভাবে আপনার অ্যান্ড্রোয়েড ফোনকে অবিকল Apple iOS এর মতো করবেন! A-Z সচিত্র মেগাটিউন!

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অ্যান্ড্রোয়েড ফোনকে অবিকল Apple iOS এর মতো ব্যবহারের উপায় সম্বলিত আমার আজকের টিউন।
বর্তমান সময়ে প্রযুক্তিপণ্যের তালিকায় অ্যাপলের পণ্যগুলো যে সবার আগে রয়েছে এ ব্যাপারে আমাদের কারও বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয়। কারণ সুন্দর ডিজাইন, অদ্বিতীয় ইউজার ইন্টারফেইস, স্পিড সবকিছু মিলিয়ে অ্যাপলের প্রোডাক্টের কোন তুলনা চলে না। তবে প্রোডাক্টের বিচারে অ্যাপল যতোই এগিয়ে থাক দামের কথা চিন্তা করলে আমাদের অধিকাংশের অ্যাপলের প্রোডাক্ট কেনার সামর্থ্য হয় না। উদাহরণ হিসাবে iPhone এর কথায় ধরুন না। আমাদের কয় জনের হাতে iPhone রয়েছে? অথচ ভালো একটা আইফোনের স্বপ্ন আমরা কমবেশি সবাই দেখি। কথায় আছে, যারে পছন্দ করি তার বাড়ির কুকুরও দেখতে সুন্দর লাগে। আর iPhone পছন্দ করার কারণে এর স্টাইলগুলো আমরা আমাদের ফোনগুলোতে পেতে চাই। এ কারণে অনেকে বিভিন্ন ধরনের Launcher ব্যবহার করে থাকে। তবে দুধের সাধ মাঝে মাঝে ঘোলে মিটানোর সামান্য উপায় থাকলেও আমাদের মনে শান্তি আসে না। কারণ অ্যান্ড্রোয়েড এর Launcher পরিবর্তন হলেও অধিকাংশ প্রোগ্রাম অ্যান্ড্রোয়েড এর মতোই থেকে যায়। আজ আমরা দেখবো কীভাবে অ্যান্ড্রোয়েড ফোনকে অবিকল iPhone এর মতো করতে হবে। মানে অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমকে Apple iOS এর মতো। এর জন্য প্রয়োজন হবে আমাদের একাধিক অ্যাপ্লিকেশন। তাদের কোনটা পেইড ভার্সন আবার কোনটা ফ্রি। তবে সবকিছু মিলিয়ে আজ পুরোটাই ফ্রিতেই পাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক।

iPhone এর মতো লকস্ক্রিন - iPhone Lockscreen APK

প্রথমেই বলেছি অ্যান্ড্রোয়েডকে iPhone এর মতো করতে হবে তার সবকিছুই পরিবর্তন করতে হবে। এ কারণেই লকস্ক্রিণ দিয়ে শুরু করলাম। অ্যাপলের মতো লকস্ক্রিণ পেতে হলে আপনার প্রয়োজন হবে iPhone Lockscreen অ্যাপটি। প্লেস্টোর কিংবা ইউজার ক্লাউড থেকে অ্যাপটি নামিয়ে নিয়ে প্রথমেই ইনস্টল করে ফেলুন। সম্পূর্ণ ফ্রিতেই পাবেন বলে সারা জীবন আপডেটও ফ্রি।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফ্রি ভার্সন)

iLauncher – অ্যান্ড্রোয়েডকে বানিয়ে ফেলুন iOS

এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। অ্যান্ড্রোয়েডকে সম্পূর্ণরূপে iOS এ রূপান্তরের জন্য এবার প্রয়োজন হবে iLauncher। এটা ইনস্টল করার মানেই হলো আপনার ৬০ ভাগ কাজ সম্পন্ন হওয়া। কিন্তু দুঃখের কথা অ্যাপটি ফ্রি না। এটা ব্যবহার করতে হলে আপনাকে মাত্র ২.৭ ডলার গুনতে হবে (মজা করলাম!)। যাহোক, প্রয়োজন হলে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে iLauncher টি ঝটপট নামিয়ে ফেলুন। তারপর স্বাভাবিক ভাবেই ইনস্টল করে ফেলুন।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (প্রো ভার্সন) | ইউজারস ক্লাউড লিঙ্ক (পেইড)
যাদের ফোনে iLauncher অ্যাপটি ভালোভাবে কাজ করবে না কিংবা যারা পাইরেটেড অ্যাপ ব্যবহার করতে উৎসাহী না তাদের জন্য একই রকম আরও একটি অ্যাপ হলো One Luancher। এতে আপনি iLauncher এর অনুরূপ অপশনগুলো পাবেন। সুতরাং ডাউনলোড করতে চাইলে নিচের লিঙ্কে খিঁইচ্চা ক্লিক মারেন।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফ্রি ভার্সন)

iNoty – পরিবর্তন করুন স্ট্যাটাসবার

এবার অ্যান্ড্রোয়েড এর ডিফল্ট স্ট্যাটাসবার বদলে ফেলে iPhone লুক তৈরী করার পালা। এর জন্য আপনার ডাউনলোড করতে হবে iNoty অ্যাপটি। এটাও একটা পেইড অ্যাপ তবে আপনারা ফ্রিতেই পাবেন। iNoty অ্যাপটি অতিরিক্ত নোটিফিকেশন কাউন্টার হিসাবেও কাজ করবে। যা সত্যিকার অর্থেই iPhone এর মতো অনুভুতি দিবে।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (প্রো ভার্সন) | ইউজারস ক্লাউড (পেইড)

iPhone Control Center – একের ভেতর অনেক কিছু

iPhone Control Center হলো অ্যান্ড্রোয়েড ডিভাইসের আর্মি নাইফ টুলের মতো টুলস। মানে প্রয়োজনীয় সবকিছু একসাথে পাবেন কন্ট্রোল সেন্টারে। সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যপস, সেটিংস, ইনস্টল অ্যাপস সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন iPhone Control Center দিয়ে।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফ্রি ভার্সন)

iPhone Keyboard – টাইপ করুন আইফোনের মতো করে

iPhone Keyboard অ্যাপটি আপনার অ্যান্ড্রোয়েড এর ডিফল্ট কিবোর্ডকে আইফোনের কীবোর্ড দিয়ে বদলে দিবে। তবে খুশির কথা হলো আপনারা যারা জনপ্রিয় Ridmik কিবোর্ড ব্যবহার করেন তাদের জন্য এই অ্যাপটি লাগবে না। এর পরিবর্তনে রিদ্মিক কীবোর্ডের থিম থেকে আইফোন সিলেক্ট করে দিলেই কাজ হয়ে যাবে। তবে এই কীবোর্ড ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবেন এটা দিয়ে কেবল ইংরেজি লেখা যাবে।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফ্রি ভার্সন)

iPhone Camera – ছবি তুলুন আইফোনের মতো করে!

iPhone Camera অ্যাপটি আপনাকে অবিকল আইফোনের মতো করে ছবি তুলতে সাহায্য করবে। যদিও ছবির কোয়ালিটি নির্ভর করে কতো ভালো মানের হার্ডওয়্যার ব্যবহার করছেন তার উপর। তারপরেও এই ক্যামেরা আপনাকে তুলনামূলক ভালো ছবি তুলতে সাহায্য করবে।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফ্রি ভার্সন)

Quick Touch – একের ভেতর অনেক কিছু

আপনি যদি আগে iPhone ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয় জানেন আইফোনে Quicktouch বাটন আছে। আমার অ্যান্ড্রোয়েড কিটকাট ফোনেও একই ধরনের Quicktouch বাটন থাকলেও সেটা দেখতে আইফোনেরটার মতো লাগে না। এই বাটনের সাহায্যে কিছু প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন, উইজেট ব্যবহার করতে পারবেন হোমস্ক্রিণ থেকেই।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফ্রি ভার্সন)
সবগুলো অ্যাপস এর সাইজ খুবই কম। এবং এগুলো ফোনের র‍্যামের উপর অন্যান্য Launcher গুলোর মতো অতিরিক্ত চাপ ফেলে না। আপনার ফোনে যদি কমপক্ষে ১ জিবি র‍্যাম থাকে তাহলে খুব সুন্দর এবং স্মুথভাবে উপরোক্ত অ্যাপসগুলোর সাহায্যে অ্যান্ড্রোয়েডে আইফোনের মতো ফ্লেভার পাবেন (Waltion Primo RX2 তে পরীক্ষিত!)। একটা জিনিস মনে রাখবেন কোন কিছুই অন্য কিছুর মতো করে হয় না। আমি শুধু চেষ্টা করেছি যতোটা সম্ভব অবিকল আইফোনের মতো করে করার। সবারই কিছুটা সীমাবদ্ধতা থাকে। আমার টিউনেরও রয়েছে। সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
অনেকে অভিযোগ/ অভিমান করেছে আমি নাকি বহুদিন থেকে অ্যান্ড্রোয়েড নিয়ে কোন টিউন করি না। এবারের টিউন দেখে তো বুঝতে পারলেন আমার অ্যান্ড্রোয়েড বিষয়ক টিউনগুলো কতো বাজে হয়। এরপর কেউ এমন অভিযোগ/ অভিমান বা এমন টিউন আশা করবেন না যেন।

সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

যেভাবে আপনার অ্যান্ড্রোয়েড ফোনকে অবিকল Apple iOS এর মতো করবেন! A-Z সচিত্র মেগাটিউন!

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অ্যান্ড্রোয়েড ফোনকে অবিকল Apple iOS এর মতো ব্যবহারের উপায় সম্বলিত আমার আজকের টিউন।
বর্তমান সময়ে প্রযুক্তিপণ্যের তালিকায় অ্যাপলের পণ্যগুলো যে সবার আগে রয়েছে এ ব্যাপারে আমাদের কারও বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয়। কারণ সুন্দর ডিজাইন, অদ্বিতীয় ইউজার ইন্টারফেইস, স্পিড সবকিছু মিলিয়ে অ্যাপলের প্রোডাক্টের কোন তুলনা চলে না। তবে প্রোডাক্টের বিচারে অ্যাপল যতোই এগিয়ে থাক দামের কথা চিন্তা করলে আমাদের অধিকাংশের অ্যাপলের প্রোডাক্ট কেনার সামর্থ্য হয় না। উদাহরণ হিসাবে iPhone এর কথায় ধরুন না। আমাদের কয় জনের হাতে iPhone রয়েছে? অথচ ভালো একটা আইফোনের স্বপ্ন আমরা কমবেশি সবাই দেখি। কথায় আছে, যারে পছন্দ করি তার বাড়ির কুকুরও দেখতে সুন্দর লাগে। আর iPhone পছন্দ করার কারণে এর স্টাইলগুলো আমরা আমাদের ফোনগুলোতে পেতে চাই। এ কারণে অনেকে বিভিন্ন ধরনের Launcher ব্যবহার করে থাকে। তবে দুধের সাধ মাঝে মাঝে ঘোলে মিটানোর সামান্য উপায় থাকলেও আমাদের মনে শান্তি আসে না। কারণ অ্যান্ড্রোয়েড এর Launcher পরিবর্তন হলেও অধিকাংশ প্রোগ্রাম অ্যান্ড্রোয়েড এর মতোই থেকে যায়। আজ আমরা দেখবো কীভাবে অ্যান্ড্রোয়েড ফোনকে অবিকল iPhone এর মতো করতে হবে। মানে অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমকে Apple iOS এর মতো। এর জন্য প্রয়োজন হবে আমাদের একাধিক অ্যাপ্লিকেশন। তাদের কোনটা পেইড ভার্সন আবার কোনটা ফ্রি। তবে সবকিছু মিলিয়ে আজ পুরোটাই ফ্রিতেই পাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক।

iPhone এর মতো লকস্ক্রিন - iPhone Lockscreen APK

প্রথমেই বলেছি অ্যান্ড্রোয়েডকে iPhone এর মতো করতে হবে তার সবকিছুই পরিবর্তন করতে হবে। এ কারণেই লকস্ক্রিণ দিয়ে শুরু করলাম। অ্যাপলের মতো লকস্ক্রিণ পেতে হলে আপনার প্রয়োজন হবে iPhone Lockscreen অ্যাপটি। প্লেস্টোর কিংবা ইউজার ক্লাউড থেকে অ্যাপটি নামিয়ে নিয়ে প্রথমেই ইনস্টল করে ফেলুন। সম্পূর্ণ ফ্রিতেই পাবেন বলে সারা জীবন আপডেটও ফ্রি।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফ্রি ভার্সন)

iLauncher – অ্যান্ড্রোয়েডকে বানিয়ে ফেলুন iOS

এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। অ্যান্ড্রোয়েডকে সম্পূর্ণরূপে iOS এ রূপান্তরের জন্য এবার প্রয়োজন হবে iLauncher। এটা ইনস্টল করার মানেই হলো আপনার ৬০ ভাগ কাজ সম্পন্ন হওয়া। কিন্তু দুঃখের কথা অ্যাপটি ফ্রি না। এটা ব্যবহার করতে হলে আপনাকে মাত্র ২.৭ ডলার গুনতে হবে (মজা করলাম!)। যাহোক, প্রয়োজন হলে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে iLauncher টি ঝটপট নামিয়ে ফেলুন। তারপর স্বাভাবিক ভাবেই ইনস্টল করে ফেলুন।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (প্রো ভার্সন) | ইউজারস ক্লাউড লিঙ্ক (পেইড)
যাদের ফোনে iLauncher অ্যাপটি ভালোভাবে কাজ করবে না কিংবা যারা পাইরেটেড অ্যাপ ব্যবহার করতে উৎসাহী না তাদের জন্য একই রকম আরও একটি অ্যাপ হলো One Luancher। এতে আপনি iLauncher এর অনুরূপ অপশনগুলো পাবেন। সুতরাং ডাউনলোড করতে চাইলে নিচের লিঙ্কে খিঁইচ্চা ক্লিক মারেন।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফ্রি ভার্সন)

iNoty – পরিবর্তন করুন স্ট্যাটাসবার

এবার অ্যান্ড্রোয়েড এর ডিফল্ট স্ট্যাটাসবার বদলে ফেলে iPhone লুক তৈরী করার পালা। এর জন্য আপনার ডাউনলোড করতে হবে iNoty অ্যাপটি। এটাও একটা পেইড অ্যাপ তবে আপনারা ফ্রিতেই পাবেন। iNoty অ্যাপটি অতিরিক্ত নোটিফিকেশন কাউন্টার হিসাবেও কাজ করবে। যা সত্যিকার অর্থেই iPhone এর মতো অনুভুতি দিবে।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (প্রো ভার্সন) | ইউজারস ক্লাউড (পেইড)

iPhone Control Center – একের ভেতর অনেক কিছু

iPhone Control Center হলো অ্যান্ড্রোয়েড ডিভাইসের আর্মি নাইফ টুলের মতো টুলস। মানে প্রয়োজনীয় সবকিছু একসাথে পাবেন কন্ট্রোল সেন্টারে। সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যপস, সেটিংস, ইনস্টল অ্যাপস সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন iPhone Control Center দিয়ে।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফ্রি ভার্সন)

iPhone Keyboard – টাইপ করুন আইফোনের মতো করে

iPhone Keyboard অ্যাপটি আপনার অ্যান্ড্রোয়েড এর ডিফল্ট কিবোর্ডকে আইফোনের কীবোর্ড দিয়ে বদলে দিবে। তবে খুশির কথা হলো আপনারা যারা জনপ্রিয় Ridmik কিবোর্ড ব্যবহার করেন তাদের জন্য এই অ্যাপটি লাগবে না। এর পরিবর্তনে রিদ্মিক কীবোর্ডের থিম থেকে আইফোন সিলেক্ট করে দিলেই কাজ হয়ে যাবে। তবে এই কীবোর্ড ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবেন এটা দিয়ে কেবল ইংরেজি লেখা যাবে।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফ্রি ভার্সন)

iPhone Camera – ছবি তুলুন আইফোনের মতো করে!

iPhone Camera অ্যাপটি আপনাকে অবিকল আইফোনের মতো করে ছবি তুলতে সাহায্য করবে। যদিও ছবির কোয়ালিটি নির্ভর করে কতো ভালো মানের হার্ডওয়্যার ব্যবহার করছেন তার উপর। তারপরেও এই ক্যামেরা আপনাকে তুলনামূলক ভালো ছবি তুলতে সাহায্য করবে।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফ্রি ভার্সন)

Quick Touch – একের ভেতর অনেক কিছু

আপনি যদি আগে iPhone ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয় জানেন আইফোনে Quicktouch বাটন আছে। আমার অ্যান্ড্রোয়েড কিটকাট ফোনেও একই ধরনের Quicktouch বাটন থাকলেও সেটা দেখতে আইফোনেরটার মতো লাগে না। এই বাটনের সাহায্যে কিছু প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন, উইজেট ব্যবহার করতে পারবেন হোমস্ক্রিণ থেকেই।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (ফ্রি ভার্সন)
সবগুলো অ্যাপস এর সাইজ খুবই কম। এবং এগুলো ফোনের র‍্যামের উপর অন্যান্য Launcher গুলোর মতো অতিরিক্ত চাপ ফেলে না। আপনার ফোনে যদি কমপক্ষে ১ জিবি র‍্যাম থাকে তাহলে খুব সুন্দর এবং স্মুথভাবে উপরোক্ত অ্যাপসগুলোর সাহায্যে অ্যান্ড্রোয়েডে আইফোনের মতো ফ্লেভার পাবেন (Waltion Primo RX2 তে পরীক্ষিত!)। একটা জিনিস মনে রাখবেন কোন কিছুই অন্য কিছুর মতো করে হয় না। আমি শুধু চেষ্টা করেছি যতোটা সম্ভব অবিকল আইফোনের মতো করে করার। সবারই কিছুটা সীমাবদ্ধতা থাকে। আমার টিউনেরও রয়েছে। সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
অনেকে অভিযোগ/ অভিমান করেছে আমি নাকি বহুদিন থেকে অ্যান্ড্রোয়েড নিয়ে কোন টিউন করি না। এবারের টিউন দেখে তো বুঝতে পারলেন আমার অ্যান্ড্রোয়েড বিষয়ক টিউনগুলো কতো বাজে হয়। এরপর কেউ এমন অভিযোগ/ অভিমান বা এমন টিউন আশা করবেন না যেন।

কোন মন্তব্য নেই: