


টেকটিউনস এর বড় ছোট ভাই সকলকে জানাই আমার হৃদয়ের অন্তস্থল থেকে উষ্ণ শান্তির বার্তা আসসালামু আলাইকুম।
আমি এতদিন যাবৎ সাহস করে আপনাদের মত বস পাবলিকদের সামনে ক্ষুদ্র কিছু তুলে ধরার সাহস পাইনি। যদিও টেকটিউনস এর মত বৃহৎ ব্লগের সাথে বছর খানেক আগেই পরিচিত।
যাই হোক আমি আমার প্রথম ছোট্ট টিউনের মাধ্যমে আপনাদের আজ জনপ্রিয় সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব। যদিও আপনারা সবাই এর সফটওয়্যার এর সাথে দীর্ঘদিন ধরে পরিচিত। সফটওয়্যারটির নাম - INTERNET SPEED METER PREMIUM
আজ তাই অনেক খুঁজে সমাধান নিয়ে হাজির হলাম। রুটেড, আনরুটেড সকল এন্ড্রয়েড ভার্শন এ চলবে কোন রকম প্যাচ এর ঝামেলা ছাড়া। তবে হ্যাঁ অবশ্যই এই এপ্স লাইসেন্স চেক করার জন্য আপনাকে একটি জিমেইল আইডি দিয়ে প্লে স্টোরে লগিন ইনেবল করা থাকতে হবে।
DOWNLOAD করুন সফটওয়্যার টি
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন