আই
ফোন এ অ্যাপ কিনে ব্যাবহার করতে পারছেন না, কিন্তু এই মুহূর্তে অ্যাপটি
খুব দরকার।অথবা ভাবছেন টাকা খরচ করে কেনার মত অ্যাপ এটি কিনা আগে যাচাই করে
নিতে পারলে খুব ভাল হতো। এক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান হল আপনার আইফোন
যেইল ব্রেক করা। কারন এক বার যেইল ব্রেক করলে হেন আপ নেই যা আপনি ছাইদিয়া
তে পাবেন না।
আজ তাই আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সফটওয়্যার যার দ্বারা যেইল ব্রেক না করে পেইড অ্যাপ ব্যবহার করতে পারবেন।
অ্যাপটির নাম হল কুয়াইওং। এটি একটি চাইনিজ অ্যাপ। তাহলে শুরু করা যাকঃ
প্রথমেই অ্যাপ টি ডাউনলোড করে নিন এখান থেকেঃ
কুয়াইওং ২০১৩ বেটা
কুয়াইওং ২০১২ বেটা
(যে কোন একটি ডাউনলোড করলেই হবে)
যেহেতু অ্যাপ টি চাইনিজ ভাষাই তাই আমি ইন্সটল করার নিওম ছবি সহ দিইয়ে দিচ্ছি
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
ধরে নিচ্ছি আপনারা অ্যাপ টি ইন্সটল করে ফেলেছেন। এর পর এর অংশটুকু অনন্যা আর দশটি অ্যাপ এর মতই। সার্চ করুন এবং অ্যাপ ইন্সটল করুন। যদি কোন সমস্যা হয় কমেন্ট এ যানান, আমিতো আছিই।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন