Your Message here

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

দেখে নিন কিভাবে আপনার কম্পিউটারের স্ক্রীন রেকর্ড করে ভিডিও টিউটরিয়াল তৈরী করবেন।

আমরা সবাই প্রায়ই ইউটিউবে বিভিন্ন ভিডিও টিউটরিয়াল দেখি,কিন্তু কখনো কি নিজ থেকে ভিডিও টিউটরিয়াল তৈরী করতে ইচ্ছে করে না ?

আপনার মধ্যে লুকায়িত সৃজনশীলতা  সবার সামনে সহজে তোলে ধরার এক সহজ মাধ্যম হতে পারে ইউটিউব তবে সেক্ষেত্রে আপনাকেও সঠিক দিক নির্দেশনার প্রয়োজন পরবে। তার পাশাপাশি অবশ্যই সঠিক সফটওয়ারও  😛


আসসালামুয়ালাইকুম আমি ইঙ্ক্রিয়েডেভল হালক (হাসবেন না), আপনাদের সামনে উপস্থাপিত হওয়ার চেষ্টা করেছি আজকে "কিভাবে ভিডিও টিউটরিয়াল তৈরী করতে হয়।" হুম সাথে নতুনদের জন্য একটা ভাল সফটওয়ার আর দিক নির্দেশনা, সেটা দেওয়ার যোগ্যতা আমার এখন হয়নি পরিপূর্ণভাবে তবে একটা ভাল কথা বলতে পারি "ধৈর্যশীল আপনাকে হতেই হবে "।


কান টানলে মাথা আসে, হ্যা ইউটিউবের ক্ষেত্রেও অনেকটা এরকম। ভাল মানসম্মত ভিডিও এক্ষেত্রে কান এবং মাথাটা হচ্ছে ভিউয়াররা, আর প্রথম দিকে আপনি নিজেই নিজের কানকে টানতে হবে অর্থাৎ যত পারেন ভিডিও শেয়ার করতে হবে এবং ভাল করে এস ই ও করতে হবে। আর একসময় সেটা ভাল অবস্থানে যাওয়ার পর আপনার শুধুই ভাল একটা কান তৈরী করে দিতে হবে, টানাটানির কাজ তখন সাভস্ক্রাইভাররাই করবে আর আপনার ভিউ বারবে যথেষ্ট দ্রুত গতিতে।


আসা করি ভাল করে ভিডিও তৈরী করা এবং সেটা আকর্ষণীয় ভাবে এডিট করা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে।আর হ্যা স্পষ্ট না হলে টিউমেন্ট বক্স তো আছেই সবার জন্য।
তো আজকে যে সফটওয়ারটা আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে সেটা নতুনদের জন্য একেবারে পারফেক্ট।কামতাসিয়া স্টুডিও ৮, এই  সফটওয়ার দ্বারা নতুনরা ভাল মানসম্মত ভিডিও তৈরী করতে পারবে নিঃসন্দেহেে। এমনকি সফটওয়ারটা ভিডিও এডিটিং এর জন্যেও পারফেক্ট।সিনিয়র ভাইয়েরা মাইন্ড কইরেন না, আমরা তো নতুন তাই অ্যাডবি প্রিমিয়ার আমাদের জন্য না। কয়েকদিন ঘাটাঘাটির পর না হয় অ্যাডবির দিকে ঝুঁকব।

এই ভিডিওটি থেকে দেখেনিন কিভাবে কামতাসিয়া স্টুডিও এর মাধ্যমে ভিডিও টিউটরিয়াল তৈরী করতে হয়।
সফটওয়ারটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

দেখে নিন কিভাবে আপনার কম্পিউটারের স্ক্রীন রেকর্ড করে ভিডিও টিউটরিয়াল তৈরী করবেন।

আমরা সবাই প্রায়ই ইউটিউবে বিভিন্ন ভিডিও টিউটরিয়াল দেখি,কিন্তু কখনো কি নিজ থেকে ভিডিও টিউটরিয়াল তৈরী করতে ইচ্ছে করে না ?

আপনার মধ্যে লুকায়িত সৃজনশীলতা  সবার সামনে সহজে তোলে ধরার এক সহজ মাধ্যম হতে পারে ইউটিউব তবে সেক্ষেত্রে আপনাকেও সঠিক দিক নির্দেশনার প্রয়োজন পরবে। তার পাশাপাশি অবশ্যই সঠিক সফটওয়ারও  😛


আসসালামুয়ালাইকুম আমি ইঙ্ক্রিয়েডেভল হালক (হাসবেন না), আপনাদের সামনে উপস্থাপিত হওয়ার চেষ্টা করেছি আজকে "কিভাবে ভিডিও টিউটরিয়াল তৈরী করতে হয়।" হুম সাথে নতুনদের জন্য একটা ভাল সফটওয়ার আর দিক নির্দেশনা, সেটা দেওয়ার যোগ্যতা আমার এখন হয়নি পরিপূর্ণভাবে তবে একটা ভাল কথা বলতে পারি "ধৈর্যশীল আপনাকে হতেই হবে "।


কান টানলে মাথা আসে, হ্যা ইউটিউবের ক্ষেত্রেও অনেকটা এরকম। ভাল মানসম্মত ভিডিও এক্ষেত্রে কান এবং মাথাটা হচ্ছে ভিউয়াররা, আর প্রথম দিকে আপনি নিজেই নিজের কানকে টানতে হবে অর্থাৎ যত পারেন ভিডিও শেয়ার করতে হবে এবং ভাল করে এস ই ও করতে হবে। আর একসময় সেটা ভাল অবস্থানে যাওয়ার পর আপনার শুধুই ভাল একটা কান তৈরী করে দিতে হবে, টানাটানির কাজ তখন সাভস্ক্রাইভাররাই করবে আর আপনার ভিউ বারবে যথেষ্ট দ্রুত গতিতে।


আসা করি ভাল করে ভিডিও তৈরী করা এবং সেটা আকর্ষণীয় ভাবে এডিট করা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে।আর হ্যা স্পষ্ট না হলে টিউমেন্ট বক্স তো আছেই সবার জন্য।
তো আজকে যে সফটওয়ারটা আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে সেটা নতুনদের জন্য একেবারে পারফেক্ট।কামতাসিয়া স্টুডিও ৮, এই  সফটওয়ার দ্বারা নতুনরা ভাল মানসম্মত ভিডিও তৈরী করতে পারবে নিঃসন্দেহেে। এমনকি সফটওয়ারটা ভিডিও এডিটিং এর জন্যেও পারফেক্ট।সিনিয়র ভাইয়েরা মাইন্ড কইরেন না, আমরা তো নতুন তাই অ্যাডবি প্রিমিয়ার আমাদের জন্য না। কয়েকদিন ঘাটাঘাটির পর না হয় অ্যাডবির দিকে ঝুঁকব।

এই ভিডিওটি থেকে দেখেনিন কিভাবে কামতাসিয়া স্টুডিও এর মাধ্যমে ভিডিও টিউটরিয়াল তৈরী করতে হয়।
সফটওয়ারটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে।

কোন মন্তব্য নেই: