এবার মূল কথায় আসা যাক। মূল কথা বলতে কিছুই নেই শুধু সফটওয়্যারটি
ডাউনলোড করুন আর ইউজ শুরু করুন। সফটওয়্যারটি নিয়ে আমি বিস্তারিত কিছুই
বলবোনা কারণ এটার ইউজ খুবি সহজ যার এন্টারপেজটা দেখলে আপনি সহজে কাজ করতে
পারবেন। সফটওয়্যারটি দিয়ে আমার তৈরী একটি ভিডিও দেখুন। যদিও সুন্দর হয়নি
তবে ডেমু হিসাবে ইউজতো করা যেতে পারে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। তাপরও একটি ছবির মাধ্যমে সামান্য বুঝাতে চেষ্টা করবো। প্রথমে সফটওয়্যারটি এখানে ক্লিক করে ডাউনলোড
করে নিন। তারপর ইনস্টল করে ফেলুন অন্য আট-দশটা সফটওয়্যারের মতই্। ইনস্টল
করার পর সফটওয়্যারটি স্টার্ট মেনু থেকে অপেন করুন, নিচের মত দেখবেন্।

1 নাম্বার ঘরে থেকে পিকছার ইম্পোর্ট করে 2 নাম্বার ঘরে টেনে এনে ছেড়ে দিন। 3 নাম্বার ঘর থেকে বিভিন্ন ইফেক্ট বা এনিমেশন থেকে যেটি আপনার পছন্দ সেটি সিলেক্ট করে দিন। আপনি যে অডিও গানটিকে ভিডিওতে রুপান্তর করতে চান সেটি 1 নাম্বার ঘর থেকে ইম্পোর্ট অডিওতে ক্লিক করে ইম্পোর্ট করে তা আবার পিকছারের মত 2 নাম্বার ঘরে টেনে এনে ছেড়ে দিন। এভাবে নিজের মত করে এডযাস্ট করে সর্বশেষ 4 নাম্বার ঘরে অর্থাৎ পাবলিশ মুভি বাটনে ক্লিক করে ভিডিওটি সেভ করে নিন। সেভ হতে একটু সময় লাগবে। ব্যাস আপনার কাজও শেষ।
তাহলে আজকের মত বিদায়।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন।

1 নাম্বার ঘরে থেকে পিকছার ইম্পোর্ট করে 2 নাম্বার ঘরে টেনে এনে ছেড়ে দিন। 3 নাম্বার ঘর থেকে বিভিন্ন ইফেক্ট বা এনিমেশন থেকে যেটি আপনার পছন্দ সেটি সিলেক্ট করে দিন। আপনি যে অডিও গানটিকে ভিডিওতে রুপান্তর করতে চান সেটি 1 নাম্বার ঘর থেকে ইম্পোর্ট অডিওতে ক্লিক করে ইম্পোর্ট করে তা আবার পিকছারের মত 2 নাম্বার ঘরে টেনে এনে ছেড়ে দিন। এভাবে নিজের মত করে এডযাস্ট করে সর্বশেষ 4 নাম্বার ঘরে অর্থাৎ পাবলিশ মুভি বাটনে ক্লিক করে ভিডিওটি সেভ করে নিন। সেভ হতে একটু সময় লাগবে। ব্যাস আপনার কাজও শেষ।
তাহলে আজকের মত বিদায়।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন