IDM ছাড়াই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই !!!
আসসালামু আলাইকুম,
সবাইকে আমার শুভেচ্ছা রইলো। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের জন্য সুন্দর একটা সল্যুশন নিয়ে হাজির হইছি। কাল একজন আমার কাছে জানতে চাইলো, IDM ছাড়া কিভাবে ফেসবুক থেকে ডাউনলোড করা যায়? আমি তখন ভাবলাম, বিভিন্ন সফটওয়্যার বাজারে পাওয়া যায় এবং সেগুলো ব্যবহার করাও বেশ ঝামেলার!! তাই সবার জন্য একটা নিখুঁত সল্যুশন চাই, যেটা সবার জন্য কার্যকরী। যেন সবাই সেই পদ্ধতি অনুসরণ করে সহজেই ফেসবুক থেকে ডাউনলোড করতে পারে। তাই সেটার উপায় খুঁজতে-খুঁজতে একটা জটিল ওয়েবসাইট পেলাম, যা দ্বারা সকলেই সহজে ফেসবুক থেকে ডাউনলোড করতে পারবে। এতে IDM বা অন্য কোন সফটওয়্যার লাগবে না!!

DM ছাড়াই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে নিচের পদ্ধতি দেখুন—
১. প্রথমে এই ওয়েবসাইটে ঢুকুন– http://www.downvids.net

২. এখন উপরের ছবির মত আপনার ফেসবুক ভিডিও লিঙ্কটা পেস্ট করুন।
Example:
https://www.facebook.com/photo.php?v=10151450377278042৩. যদি HD কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চান, তাহলে নিচে টিক চিহ্ন দিন, আর নরমাল ভিডিওর জন্য টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই।
https://www.facebook.com/video/video.php?v=10151450377278042
৪. তারপর DOWNLOAD এ ক্লিক করুন।
৫. কিছুক্ষণ অপেক্ষা করুন।

৬. ওপরের ছবির মত আপনার ফেসবুক ভিডিওটি বার কোড সহ রেডি হয়ে যাবে।
৭. এখন শুধু ডাউনলোড করার পালা, “Download this Video” তে ক্লিক করুন।
৮. তারপর নতুন একটি পেজ ওপেন হবে।

৯. নতুন পেজে আপনি আপনার ভিডিওটা দেখতে পারবেন, তখন ডান ক্লিক করুন।
১০. Right click করার পর ” Save Video As…” এ ক্লিক করুন।
১১. এখন আপনি মনের মত যেকোনো ডাউনলোডার বা কোন কিছু ছাড়াই ফেসবুক ভিডিও ডাউনলোড করুন>>

১২. “ফেসবুক ভিডিও ডাউনলোড ও উপভোগ করুন” পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন