Your Message here

শনিবার, ১৫ মার্চ, ২০১৪

চুরি হওয়া অ্যান্ড্রয়েড ফোন খুঁজে বের করুন ।


এত টাকা খরচ করে স্মার্টফোন কেনার পর কোন কারণে যদি সেটি হারিয়ে যায় বা চুরি যায় তাহলে নিশ্চয়ই ভাল লাগবে না। এই বিড়ম্বনা থেকে বাঁচাতে অ্যান্ড্রয়েডের আছে নিজস্ব টুলস ‘অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার’ যেটি আপনাকে সাধের স্মার্টফোন খুঁজে পেতে সাহায্য করবে। এমনকি আপনি এই টুলস ব্যবহার করে ডিভাইসের সব ব্যক্তিগত ডাটাও মুছে দিতে পারবেন।

অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার এনাবল করতে নেভিগেট করুন Settings -> Security ->Device Administrators -> Android Device Manager, এবং সার্ভিসটি চালু করুন।
এখন ধরুন আপনার ফোন হারিয়ে গেল। আপনি তা খুঁজে পাবেন কিভাবে? কম্পিউটার থেকে ব্রাউজ করুন- www.google.com/android/devicemanager অবস্থান খুঁজে বের করুন বা সব ব্যক্তিগত ডাটাও মুছে ফেলুন- সব এখন আপনার হাতে।

Related Posts:

শনিবার, ১৫ মার্চ, ২০১৪

চুরি হওয়া অ্যান্ড্রয়েড ফোন খুঁজে বের করুন ।


এত টাকা খরচ করে স্মার্টফোন কেনার পর কোন কারণে যদি সেটি হারিয়ে যায় বা চুরি যায় তাহলে নিশ্চয়ই ভাল লাগবে না। এই বিড়ম্বনা থেকে বাঁচাতে অ্যান্ড্রয়েডের আছে নিজস্ব টুলস ‘অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার’ যেটি আপনাকে সাধের স্মার্টফোন খুঁজে পেতে সাহায্য করবে। এমনকি আপনি এই টুলস ব্যবহার করে ডিভাইসের সব ব্যক্তিগত ডাটাও মুছে দিতে পারবেন।

অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার এনাবল করতে নেভিগেট করুন Settings -> Security ->Device Administrators -> Android Device Manager, এবং সার্ভিসটি চালু করুন।
এখন ধরুন আপনার ফোন হারিয়ে গেল। আপনি তা খুঁজে পাবেন কিভাবে? কম্পিউটার থেকে ব্রাউজ করুন- www.google.com/android/devicemanager অবস্থান খুঁজে বের করুন বা সব ব্যক্তিগত ডাটাও মুছে ফেলুন- সব এখন আপনার হাতে।

কোন মন্তব্য নেই: