Your Message here

This is Montis blog

This is montis blog you can see all solution

This is montis blog you can see all solutioon

This is montis blog you can see all solution

This is

This is montis blog you can see all solution

This is montis blog you can see all solution

This is montis blog .you can see all solution

This is montis blog you can see all solution

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

ডাউনলোড করুন PDF Converte করার দারুন একটি সফটওয়্যার আপনার ১০০% ভালো লাগবেই

আশা করি সবাই ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে সফটওয়্যার শেয়ার করবো তার নাম হল - PDF Converter Elite এটি একটি শক্তিশালী পিডিএফ কনভার্টার সফটওয়্যার এটা দ্বারা কোন ধরনের ঝামেলা ছারা  পিডিএফ থেকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, প্রকাশকে কনভার্ট করতে পারবেন। এর ফলে আপনার ও আপনার প্রতিষ্ঠানের মূল্যবান সময় এবং অর্থ বেচে যাবে। বড় কথা হলো এটা ব্যবহার করা খুবই সহজ ও নিরাপদ।

পিডিএফ কনভার্টার এলিট এর বৈশিষ্ট্যঃ

* পিডিএফ তৈরি করুনঃ ৩০০+ বিভিন্ন মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপ্লিকেশন থেকে পিডিএফ ফাইল তৈরি করুন. সহজেই যেমন অ্যাডোবি রিডার, অ্যাক্রোব্যাট এবং Foxit হিসেবে জনপ্রিয় পিডিএফ দর্শকদের মধ্যে দেখা যাবে যে 100% সামঞ্জস্যপূর্ণ পিডিএফ ফাইল তৈরি করুন।
* রূপান্তর পিডিএফঃ একটি পিডিএফ আউট ইমেজ এবং টেক্সট নিয়ে যান এবং ফাইল একটি ভিন্ন ধরনের মধ্যে স্থানান্তর করতে পারবেন. ওয়ার্ড থেকে পিডিএফ রূপান্তর এবং সম্পাদনাযোগ্য শব্দ চিত্র এবং টেক্সট বজায় রাখা।
* স্ক্যান করা পিডিএফ হ্যান্ডলিংঃ স্ক্যান বা ইমেজ প্রতিটি পিডিএফ ফাইলের শেষে সঙ্গে কাজ করেন? অনায়াসে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট থেকে স্ক্যান করা এবং ইমেজ পিডিএফ থেকে টেক্সট রূপান্তর।

* নিরাপদ এবং পিডিএফ রক্ষাঃ অন্যদের আপনার পিডিএফ এনক্রিপ্ট এবং তাদের সঙ্গে কাজ করা যেতে পারে কিভাবে তারা ব্যবহার করা হয় এবং তার উপর নিষেধাজ্ঞা স্থাপন দ্বারা আপনার পিডিএফ ব্যবহার সীমাবদ্ধ।
* সম্পাদনা করুন এবং পরিবর্তন পিডিএফঃ ওয়াটারমার্ক, সংখ্যা, হেডার, ফুটার এবং আরও ড্রাইভে ঢোকাতে আপনার পিডিএফ নথি rework. সার, আবর্তিত এবং বিভক্ত পিডিএফ পেজ, যোগ মুছে দিন।
* এক ক্লিক রূপান্তরঃ একটি ক্লিকেই সঙ্গে এবং আউট প্রতিটি PDF ফাইলের শেষে তথ্য নিন।
"সফটওয়্যারটি প্রথমে ডাউনলোড করার পর জার ফাইল খুল্লেই ফুল ভার্সন করার নিয়ম দেওয়া আছে"

দেখে নিন কিভাবে আপনার কম্পিউটারের স্ক্রীন রেকর্ড করে ভিডিও টিউটরিয়াল তৈরী করবেন।

আমরা সবাই প্রায়ই ইউটিউবে বিভিন্ন ভিডিও টিউটরিয়াল দেখি,কিন্তু কখনো কি নিজ থেকে ভিডিও টিউটরিয়াল তৈরী করতে ইচ্ছে করে না ?

আপনার মধ্যে লুকায়িত সৃজনশীলতা  সবার সামনে সহজে তোলে ধরার এক সহজ মাধ্যম হতে পারে ইউটিউব তবে সেক্ষেত্রে আপনাকেও সঠিক দিক নির্দেশনার প্রয়োজন পরবে। তার পাশাপাশি অবশ্যই সঠিক সফটওয়ারও  😛


আসসালামুয়ালাইকুম আমি ইঙ্ক্রিয়েডেভল হালক (হাসবেন না), আপনাদের সামনে উপস্থাপিত হওয়ার চেষ্টা করেছি আজকে "কিভাবে ভিডিও টিউটরিয়াল তৈরী করতে হয়।" হুম সাথে নতুনদের জন্য একটা ভাল সফটওয়ার আর দিক নির্দেশনা, সেটা দেওয়ার যোগ্যতা আমার এখন হয়নি পরিপূর্ণভাবে তবে একটা ভাল কথা বলতে পারি "ধৈর্যশীল আপনাকে হতেই হবে "।


কান টানলে মাথা আসে, হ্যা ইউটিউবের ক্ষেত্রেও অনেকটা এরকম। ভাল মানসম্মত ভিডিও এক্ষেত্রে কান এবং মাথাটা হচ্ছে ভিউয়াররা, আর প্রথম দিকে আপনি নিজেই নিজের কানকে টানতে হবে অর্থাৎ যত পারেন ভিডিও শেয়ার করতে হবে এবং ভাল করে এস ই ও করতে হবে। আর একসময় সেটা ভাল অবস্থানে যাওয়ার পর আপনার শুধুই ভাল একটা কান তৈরী করে দিতে হবে, টানাটানির কাজ তখন সাভস্ক্রাইভাররাই করবে আর আপনার ভিউ বারবে যথেষ্ট দ্রুত গতিতে।


আসা করি ভাল করে ভিডিও তৈরী করা এবং সেটা আকর্ষণীয় ভাবে এডিট করা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে।আর হ্যা স্পষ্ট না হলে টিউমেন্ট বক্স তো আছেই সবার জন্য।
তো আজকে যে সফটওয়ারটা আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে সেটা নতুনদের জন্য একেবারে পারফেক্ট।কামতাসিয়া স্টুডিও ৮, এই  সফটওয়ার দ্বারা নতুনরা ভাল মানসম্মত ভিডিও তৈরী করতে পারবে নিঃসন্দেহেে। এমনকি সফটওয়ারটা ভিডিও এডিটিং এর জন্যেও পারফেক্ট।সিনিয়র ভাইয়েরা মাইন্ড কইরেন না, আমরা তো নতুন তাই অ্যাডবি প্রিমিয়ার আমাদের জন্য না। কয়েকদিন ঘাটাঘাটির পর না হয় অ্যাডবির দিকে ঝুঁকব।

এই ভিডিওটি থেকে দেখেনিন কিভাবে কামতাসিয়া স্টুডিও এর মাধ্যমে ভিডিও টিউটরিয়াল তৈরী করতে হয়।
সফটওয়ারটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে।

ডাউনলোড করে নিন Avast Premier 2015 10.3.2225 + License Keys 57

ডাউনলোড করে নিন Avast Premier 2015 10.3.2225 + License Keys
Avast_Premier_20158976c.jpg

Avast অ্যান্টিভাইরাস সম্পর্কে বেশি কিছু বলার নেই।এটি সেরা অ্যান্টিভাইরাসগুলির মধ্যে একটি।
তাই আজকে আমি Avast অ্যান্টিভাইরাস প্রেমীদের জন্য নিয়ে এসেছি এর প্রিমিয়াম ভারসান লাইসেন্সকি সহ। এর ফিচারসগুলি  দেখে নেওয়া যাক এক ঝলক।
তাহলে দেখে নেওয়া যাক কি কি সুবিধা আছে এতেঃ-
Avast Premier 2015 Final includes a powerful firewall, protects router from DNS hijacking that could redirect you to a password-harvesting website. Software Updater that update Windows necessary security applications and offers an interesting tool called “AccessAnywhere” used to remotely monitor and control computer from distance. It includes numerous protection modules to ensure maximum system security with an optimized Memory usage to keep your PC running smooth and fast. Avast Premier 2015 10.3.2223 Final Full Crack has an interactive interface, more friendly and intuitive, easy-to-use and install in few-clicks.

তাহলে আর দেরি না করে ডাউনলোড  করে নিন :-
Avast Premier 2015 v10.3.2225 Incl License Keys: ডাউনলোড করুন

তাহলে একটা ধ্যন্যবাদ তো আমার প্রাপ্য তাই না!!!

আপনার পিসির জন্য ডাউনলোড করে নিন WebcamMax 7.9.4.8+keygen+patch [Instruction included]: :[ আপনার ওয়েবক্যামে ভিডিও রেকর্ডিং, ফটো তোলা,ভিডিও ও ফটো শেয়ার সহ আরো অনেক কিছু করা যাবে] 3

ডাউনলোড করে নিন WebcamMax 7.9.4.8+keygen+patch [Instruction included]
আমরা অনেকেই তো চ্যাট করতে ভালবাসি তাইনা? আর সেটা যদি হয় ভিডিও চ্যাট তাহলে সেটাতো আরো উপভোগ্য হবে। তবে তার জন্য চাই একটি ভাল মানের ওয়েবক্যাম সফটওয়্যার যাতে থাকবে বিভিন্ন ইমোশান এফেক্ট।আর তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এমনই একটি ভাল মানের সফটওয়্যার যার নাম হল WebcamMax আজকে আমি এটির ফুল ভারসান কি-জেন+প্যা-চ সহ শেয়ার করছি। যার সাহায্যে আপনি আপনার পিসি বা ল্যাপটপের  ওয়েবক্যাম ব্যবহার করে রেকর্ডিং সহ [ICQ, AIM, MSN, Camfrog, Skype, Paltalk, Yahoo, ANYwebcam, Stickam] এই সমস্ত ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার গুলিতে ভিডিও চ্যাট করতে পারবেন।
তাহলে দেখে নেওয়া যাক কি কি সুবিধা আছে এতেঃ-
তাহলে আর দেরি না করে ডাউনলোড  করে নিন :-
WebcamMax 7.9.4.8:  ডাউনলোড করুন
WebcamMax 7.9.4.8Patch/Keygen:   ডাউনলোড করুন

তাহলে একটা ধ্যন্যবাদ তো আমার প্রাপ্য তাই না!!!

আজ এই পর্যন্ত আগামী টিউনে আবার দেখা হবে।অসুবিধা হলে বলবেন সাহায্যের জন্য আমি সদা প্রস্তুত। ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি।
ভাল লাগলে লাইক ও শেয়ার করুন।আর একটা কথা টিউমেন্ট করে ফিডব্যাক দিন!!! টিউমেন্ট করলে টিউনার আরো নতুন টিউন করার উৎসাহ পায়।

বাংলাদেশের মোবাইল কোম্পানীগুলো গুরত্বপুর্ন USSD কোড যা প্রাইয় খুঁজে ফেরেন কিন্তু সময়মত পান না।

সিমের বিভিন্ন অফার, প্যাকেজ, ডাটা প্যাকেজ, ডাটা মেয়াদ, একাউন্ট চেক ইত্যাদি বিষয়গুলির জানার জন্য কোড জানার দরকার হয়। তাই আজ আমি আপনাদর নিকট বাংলাদেশের বিভিন্ন মোবাইল কোম্পানীগুলোর সিমের USSD কোড ও এগুলোর কোনটি কোন কোন প্রয়োজনে কাজে লাগবে তা নিয়ে হাজির হলাম।
 আমাদের এই সামান্য প্রচেষ্টাটুকু আপনাদের কাজে আসলেই আমাদরে স্বার্থ কতা্। তো আসুন আর দেরী না করে আমরা দেখে নিই কোন কোডটি কোন কাজের জন্য।

বাংলাদেশের সকল সিমের ইউএসএসডি কোড

1- Grameen Phone

Balance Check : *566#
Show SIM Number : *2#
Package Check : *111*7*2#
Minute Check : *566*24#, *566*20#
SMS Check : *566*2#
MMS Check : *566*14#
Data (MB) Check : *566*10#, *567#
Call Me Back : *123*Number#
Net Setting Request : *111*6*2#
Miss Call Alert (On) : type START MCA & Send to 6222
Miss Call Alert (Off) : Type STOP MCA & Send to 6222
2- Banglalink

Balance Check : *124#
Show SIM Number : *511#
Package Check : *125#
Minute Check : *124*2#
SMS Check : *124*3#
MMS Check : *124*2#
Data (MB) Check : *124*5#, *222*3#
Call Me Back : *126*Number#
Net Setting Request : Type ALL & Sent to 3343
Miss Call Alert (On) : Type START & Send to 622
Miss Call Alert (Off) : Type STOP & Send to 622
3- Robi:
Balance Check : *222#
Show SIM Number : *140*2*4#
Package Check : *140*14#
Minute Check : *222*3#
SMS Check : *222*11#
MMS Check : *222*13#
Data (MB) Check : *222*81#, 8444*88#
Net Setting Request : *140*7#
Miss Call Alert (On) : Type ON & Send to 8272
Miss Call Alert (Off) : Type OFF & Send to 8272
4-     Airtel

Balance Check : *778#
Show SIM Number : *121*6*3#
Package Check : *121*8#
Minute Check : *778*5# or *778*8#
SMS Check : *778*2#
MMS Check : *222*13#
Data (MB) Check : *778*39# or *778*4#
Call Me Back : *121*5#
Net Setting Request : *140*7#
Miss Call Alert (On) : *121*3*4#
5-   Teletalk

Balance Check : *152#
Show SIM Number : Type “Tar” & send to 222
Package Check : unknown
Minute Check : *152#
SMS Check : *152#
MMS Check : *152#
Data (MB) Check : *152#
Net Setting Request : Type SET & Send to 738
Miss Call Alert (On) : Type REG & Send to 2455
Miss Call Alert (Off) : Type CAN & Send to 245

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

জেইল ব্রেক ছাড়া আইফোন এ পেইড অ্যাপ ব্যাবহার করতে চান?

আই ফোন এ অ্যাপ কিনে ব্যাবহার করতে পারছেন না, কিন্তু এই মুহূর্তে অ্যাপটি খুব দরকার।অথবা ভাবছেন টাকা খরচ করে কেনার মত অ্যাপ এটি কিনা আগে যাচাই করে নিতে পারলে খুব ভাল হতো। এক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান হল আপনার আইফোন যেইল ব্রেক করা। কারন এক বার যেইল ব্রেক করলে হেন আপ নেই যা আপনি ছাইদিয়া তে পাবেন না।
কিন্তু যেইল ব্রেক করা কি সবার পছন্দের অপশন? অনেকেরই যেইল ব্রেক করার ব্যাপারে আছে আপত্তি কারন তাতে ফোন ধীর হয়ে যায়। অ্যাপ ক্রাশ করে নিয়মিত। অনেকে আবার যেইল ব্রেক করতে পারছেন না কারন এখন যে ভারসন এর আই ও এস ব্যাবহার করছেন তার জন্য যেইল ব্রেক রিলিজ হয়নি।
আজ তাই আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সফটওয়্যার যার দ্বারা যেইল ব্রেক না করে পেইড অ্যাপ ব্যবহার করতে পারবেন।
অ্যাপটির নাম হল কুয়াইওং। এটি একটি চাইনিজ অ্যাপ। তাহলে শুরু করা যাকঃ
প্রথমেই অ্যাপ টি ডাউনলোড করে নিন এখান থেকেঃ
কুয়াইওং ২০১৩ বেটা
কুয়াইওং ২০১২ বেটা
(যে কোন একটি ডাউনলোড করলেই হবে)
যেহেতু অ্যাপ টি চাইনিজ ভাষাই তাই আমি ইন্সটল করার নিওম ছবি সহ দিইয়ে দিচ্ছি







ধরে নিচ্ছি আপনারা অ্যাপ টি ইন্সটল করে ফেলেছেন। এর পর এর অংশটুকু অনন্যা আর দশটি অ্যাপ এর মতই। সার্চ করুন এবং অ্যাপ ইন্সটল করুন। যদি কোন সমস্যা হয় কমেন্ট এ যানান, আমিতো আছিই।

শুধুই আইফোন [পর্ব-০৩] :: Cydia তে Source যোগ করার পদ্ধতি।

► Source যোগ করা কেন প্রয়োজন।
আপনার আইফোনের Cydia তে যদি Source যোগ করা না থাকে তবে আপনি আপনার পছন্দের আপস টি খুজে নাও পেতে পারেন। কিংবা পেলেও ফ্রীতে পাবেন না।
একটি আপস যদি এক Source এ কিনতে বলে তবে এটাই আবার অন্য Source এ ফ্রীতে পাবেন। তাই  Source যোগ করা প্রয়োজন।
► Source যোগ করার পদ্ধতি
১. Cydia তে যান।

২. Home এ যান

৩. More Package Sources এ যান

৪. এখানে অনেক গুলো Source দেখতে পারবেন।

৫. আপনার পছন্দের যে কোনটিতে ঢুকুন।

৬. এবার Install এ ট্যাপ করুন

৭. Confirm এ ট্যাপ করুন।

৮. এবার ডাউনলোড হবে। ডাউনলোড শেষ হলে Return to Cydia  দিয়ে বেড় হয়ে আসুন।

ব্যাস Source Add হয়ে গেল।
► Manually Source Add করার পদ্ধতি।
১. Cydia ওপেন করে Manage এ ঢূকুন

২. এবার Source এ ঢূকুন

৩. এবার Edit ট্যাপ করুন

৪। এবার Add এ ট্যাপ করুন।

৫. এবার পপ আপ বারে আপনার পছন্দের Source এর নাম লিখুন ও Add Source এ ট্যাপ করুন।

৬. এবার ডাউনলোড হবে। ডাউনলোড শেষ হলে Return to Cydia  দিয়ে বেড় হয়ে আসুন।

এবার আপনার পছন্দের Source Add হয়ে গেল।

আইফোন এ ব্লুটুথ শেয়ারিং!!! ব্লুটুথ এর মাধ্যমে শেয়ার করুন ফাইল!!!

আমরা অনেকেই আইফোন ব্যবহার করি কিন্তু আইফোনে কোন ব্লুটুথ শেয়ারিং অপশন না থাকায় অনেক সময় সমস্যায় পরি। বন্ধুর ফোন থেকে কিছু নিতে চাইলে নিতে পারি না। আশাকরি আপনারা আমার এই পোস্টে এই সমস্যার সমাধান পাবেন।
বিঃদ্রঃ অবশ্যই আপনার আইফোন jailbreak করতে হবে এবং এটি সুধুমাত্র IOS 5.1.1 বা তার নিচের ভার্সন এর ক্ষেত্রে প্রযোজ্য। (IOS 6 not supported)
১/ cydia source এ অ্যাড করুন http://iphone.gsm.vn
২/ এরপর সার্চ করুন airblue shearing লিখে।
৩/ airblue shearing সফটওয়্যারটি ইন্সটল করুন।
৪/ সেটিং এ যেয়ে activation setting ঠিক করে নিন। এর জন্য আপনার ফোনে activator সফটওয়্যার ইন্সটল থাকতে হবে।জদি না ইন্সটল করা থাকে তাহলে cydia তে activator লিখে সার্চ দিলেই পেয়ে জাবেন।
৫/ ব্যাস! এখন আপনি চাইলেই অন্য যেকোনো মোবাইল এর শাথে ফাইল আদান-প্রদান করতে পারবেন।
সমস্যা ও সমাধানঃ
  • এই সফটওয়্যার দিয়ে আপনি ছবি সেন্ড করতে পারবেন।অন্য অন্য ফাইল সেন্ড করার জন্য iFile সফটওয়্যারটি ইন্সটল করতে হবে যা আপনি cydia তে পাবেন।
  • যদি সেন্ড হয় কিন্তু রিছিভ এর ক্ষেত্রে সমস্যা হয় তাইলে airblue stack downgrade করতে হবে। http://www.mediafire.com/?oc0toiir4ei6qu7 এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার পিসি তে diskaid সফটওয়্যার এর সাহায্যে আপনার আইফোন এর যেকোনো ফোল্ডার এ পেস্ট করুন এবং iFile দিয়ে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।

খুব ফাস্ট একটি অ্যাপস শুধুই আইফোনের জন্য ।

আমারা সকলে জানি এক এক সফটও্যারের কার্যপ্রণালী এক এক রকম । আমি কয়েক দিন আগে আপনাদের কে zeusmos নামের একটি সফটওয়ারের কথা বলেছিলাম । সেই সফটওয়ার টি অনেক স্লো কাজ করে এবং সকল সফটওয়ারের লিঙ্ক পাওয়া যায়না । তাই আমি আপনাদের মাঝে আই ফোনে কিভাবে ফ্রি paid apps খুব তাড়াতাড়ি ডাউনলোড এবং সকল সফটওয়ার ডাউনলোড এর লিঙ্ক পাওয়া যায় তেমন একটি সফটওয়ার শেয়ার করব ।
সফটওয়ারটির নাম app cake 5+ ।
সফটওয়ারটি পেতে প্রথমে আপনাকে cydia তে যেতে হবে । cydia তে যাওয়ার পর manage option select করতে হবে । manage option select করার পর sources option select করে উপরের ডান পাশে edit এ ক্লিক করে বাম পাশে add এ ক্লিক করতে হবে । তারপর http://ihacksrepo.com লিখে add source এ ক্লিক করে লিঙ্ক টি source option এ add করে নিতে হবে । পরে search option এ গিয়ে app cake 5+ লিখে সফটওয়ারটি install করুন । সবশেষে enjoy করুন ফ্রি paid apps । সবাইকে অসংখ্য ধন্যবাদ । সবাই ভালো থাকবেন ।

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন

আপনি যদি আপনার Laptop বা iPad নিয়ে কোথাও বাহির হন বা ভ্রমণ করেন এবং সেখানে কোন WiFi সংযোগ সুবিধা নাই কিন্তু সাথে iPhone আছে তাহলে আপনার আইফোন টি একটি মোবাইল মডেম এ রূপান্তরিত করা সম্ভব এবং আপনার iPhone এর Internet Access আপনার Laptop/PC বা iPad এ use করতে পারেন।
Warning: আপনার iPhone এ Unlimited data plan কাছে কি? কারন এটি ব্যয়বহুল, যদি আপনি iPhone সংযোগ দিয়ে কোন software ডাউনলোড করেন।
Instructions

Step 1
আপনার iPhone ''Setting'' আইকন এ Click করেন
তারপর উপর থেকে তৃতীয় বা চতুর্থ নম্বর এ আপনি দেথতে পরবেন ''Personal Hotspot''
Or
যদি আপনি তা না দেথতে পান তাহলে
Scroll down করে ''General'' এ ক্লিক করে ''Network’' এ Click করুন
তারপর স্ক্রল করে নিচে দেখুন ''Personal Hotspot'' এর জন্য
এটাকে ''ON'' করুন এবং নিচে দেখতে পারবেন যে ''Password'' দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এটাকে Change করতে পারেন (যাতে করে অন্যরা আপনার iPhone এর সাথে সংযোগ করে Data ব্যবহার করতে না পারে।
Step 2

2a. WiFi এর মাধ্যমে সংযোগ করুন
আপনার iPhone এর WiFi কে ON করুন
এখন আপনার Laptop, iPad বা PC তে যান এবং ''WiFi'' আইকন বা ইন্টারনেট সংযোগ এ ক্লিক করুন
তারপর আপনি আপনার Laptop বা PC তে WiFi তালিকায় আপনার iPhone নামটি দেখতে পারবেন
সুতরাং এটি Select করুন ও 'Password' টি টাইপ করুন (iPhone এর Personal Hotspot
অনুযায়ী)
2b. USB এর মাধ্যমে সংযোগ করুন
যদি আপনার Laptop এ ওয়াইফাই না থাকে
আপনার iPhone কে ল্যাপটপ সঙ্গে USB তার দ্বারা সংযোগ করুন
তারপর Laptop এর "Network Preferences" এ Click করে আপনার iPhone কে Select করুন (as a internet connection)
শেষে ''Apply'' তে Click করে Internet Connect করুন।
2c. Bluetooth এর মাধ্যমে সংযোগ করুন
Mac OS X এর জন্য
'‘System Preferences’' এ click করুন
''Bluetooth'' আইকনটিতে ক্লিক করুন
"+" বাটন ক্লিক করুন এবং ডিভাইসের তালিকা থেকে আপনার iPhone ক্লিক করুন
"Continue" তে Click করুন Bluetooth password প্রদর্শন টা দেখার জন্য
তারপর প্রদর্শনীয় Password টা আপনার iPhone এ টাইপ করে এটিকে Device এর সাথে সংযোগ করুন।
Windows এর জন্য
Laptop এ ''Start'' এ Click করে ''Network'' এ click করুন
Select "Hardware and Sound" এবং ‘Bluetooth Devices’ ক্লিক করুন
"Add" এ ক্লিক করুন এবং "My device is set up and ready to be found." ক্লিক করুন
Select "Next," "iPhone" এবং "Next." S
Elect "Choose a passkey for me" এবং "Next'' এ চাপোন
আপনার iPhone সম্মুখের passkey টি লিখুন এবং আপনার ডেস্কটপে "Finish" নির্বাচন করুন।
Thanks Everybody

জেইলব্রেক ছাড়া প্রায় সকল পেইড আইফোন অ্যাপস ফ্রীতে ইন্সটল করতে চাইলে দেখুন।

আসুন জেনে নেই কিভাবে জেইলব্রেক ছাড়াই আইফোনে পেইড অ্যাপস ফ্রী ইন্সটল করবেন। এটা একটা চাইনিজ সফটওয়্যার। এটার কোন ইংলিশ ভার্সন নাই। এটা iOS7 সাপোর্ট করে। এই সফটওয়্যার থেকে অ্যাপস ডাউনলোড করে এখান থেকেই ইন্সটল করতে হয়। সফটওয়্যারটি এখানে ক্লিক করে আপনার কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন। যা মাত্র ৫ মেগাবাইট। সম্পূর্ণ পোস্ট ১০০% বুঝে নিয়ে তারপর কাজ করুন। কোন সমস্যা হলে PP25 দিয়ে ইন্সটল করা অ্যাপস ডিলিট করে ফেলুন।
iPhone এর সকল সমস্যার সমাধান পেতে এখানে ক্লিক করুন।
যে যে সমস্যায় পড়বেনঃ
* এই সফটওয়্যার দিয়ে ইন্সটল করা অ্যাপস কপি করে অন্য কেউ ইন্সটল করতে পারবেন না। এই সফটওয়্যার দিয়ে অ্যাপস ইন্সটল করলে iTunes দিয়ে আর কোন অ্যাপস Install or Sync করতে পারবেন না। তার মানে iTunes দিয়ে আর ঠিকমত কিছুই Sync হবে না। এক্ষেত্রে iTools ব্যাবহার করতে পারেন।
* যেকোনো সময় অ্যাপস ওপেন নাও হতে পারে বা ওপেন হলেও অ্যাপেল আইডি পাসওয়ার্ড চাইবে। এক্ষেত্রে আপনি আপনার অ্যাপেল আইডি বা পাসওয়ার্ড দিবেন না, এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিবার PP25 দিয়ে কম্পিউটার থেকে Sync করতে হবে। নিচ থেকে স্টেপ ২ দেখে নিন কিভাবে Sync করবেন।
* সব পেইড অ্যাপস ফ্রী ইন্সটল করা যাবে না। শুধু যেগুলো এই পিপি থেকে খুজে পারেন সেইগুলো ইন্সটল করতে পারবেন।
* যদি কোন কিছুতেই ঠিক না হয় তাহলে অ্যাপস ডিলিট করে ফেলুন। খুব দরকার না হলে এই সফটওয়্যার ব্যাবহার করা উচিৎ নয়।
যা যা লাগবেঃ
* কম্পিউটার লাগবে। কম্পিউটারে iTunes ইন্সটল থাকতে হবে।
* ইন্টারনেট লাগবে।

Step 1: যেহেতু এটা চাইনিজ ভাষার সফটওয়্যার তাই আমি যেভাবে বলব সেভাবে করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করে নিন। এবার আপনার আইফোন কম্পিউটারের সাথে সংযোগ দিয়ে দেখুন এই সফটওয়্যারে আপনার আইফোন দেখায় কিনা। এবার বামদিকে প্রথম অপশন থেকে যে লাল রঙের (উপর থেকে ৩ নাম্বার) অপশন আছে তাতে ক্লিক করুন। যেটা একটা অ্যাপেল হাত দিয়ে ধরে রাখা লোগো। এবার এখান থেকে উপরের দিকে যে বক্স আছে তাতে আপনি যে অ্যাপস ইন্সটল করবেন তা ইংলিশে লিখে সার্চ দিন। এখন দেখুন আপনার কাঙ্ক্ষিত অ্যাপস দেখায় কিনা। যদি দেখায় তাহলে সেই অ্যাপসের উপর মাউস রেখে বাম দিকের অপশনে ক্লিক করুন।

এবার দেখবেন ২য় বক্সের প্রথম অপশনে ১ লেখা হয়ে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হবার পর যেখানে ডাউনলোড হল তার ঠিক নিচের ঘরে গেলে দেখবেন সেখানে ফাইলটি দেখাচ্ছে।

যে ফাইলটি দেখাচ্ছে তার সর্বডানে যে ইংলিশে আইফোন লেখা তার নিচে অথবা সবার ডানদিকে যে বাটন আছে তাতে ক্লিক করে অপেক্ষা করুন। এবার দেখুন আপনার আইফোনে অ্যাপসটি চলে এসেছে। অ্যাপসটি ওপেন করলে নাও কাজ করতে পারে। তাই স্টেপ ২ দেখুন। যখনি না চলবে তখনি স্টেপ ২ দেখে ঠিক করে নিতে হবে।
স্টেপ ১ ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক দেখতে এখানে ক্লিক করুন।
Step 2: PP25 দিয়ে ইন্সটল করার পর অ্যাপস চালাতে যেকোন সমস্যা যেমন অ্যাপেল আইডি,পাসওয়ার্ড চাওয়া অথবা ওপেন হবার সাথে সাথে বন্ধ হয়ে যাওয়া এমন হলে প্রথমে কম্পিউটারে PP25 সফটওয়্যার ওপেন করে আইফোন সংযোগ করে বামদিকে প্রথম অপশন থেকে যে লাল রঙের (উপর থেকে ৩ নাম্বার) অপশন আছে তাতে ক্লিক করে উপরে ডানে যে নীল কালারের বাটন আছে তাতে একবার ক্লিক করে Sync করে নিলেই এমন সমস্যা হবার কথা না। তারপরও না চললে আপনি অ্যাপস ডিলিট করে দিন। তাহলে আপনার অন্য কোন সমস্যা আছে যার কারণে কাজ করছে না।

স্টেপ ২ ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক দেখতে এখানে ক্লিক করুন।

ক্রেডিট কার্ড ছাড়াই অ্যাপেল আইডি বানান খুব সহজে (এড্রেস+ফোন নাম্বার সহ দেয়া)

Apple ID ছাড়া কোন অ্যাপস সেটা ফ্রী হলেও ইন্সটল করা যায় না। আর বাংলাদেশের এড্রেস দিয়ে Apple ID বানানো গেলেও সেই অ্যাপেল আইডি দিয়ে কিছুই ইন্সটল করতে পারবেন না ক্রেডিট বা ডেবিট কার্ড ছাড়া। এই পোস্ট দেখে US Store এর জন্য Apple ID বানাতে পারবেন সেটা আপনি যে দেশেই থাকেন না কেন। অন্য কোন দেশের জন্য অ্যাপেল আইডি বানাতে চাইলে এই নিয়ম দেখে লাভ নেই। সবগুলো স্টেপ খুব ভালভাবে দেখুন। অবশ্যই ইন্টারনেট লাগবে। পোস্ট থেকে কোন কিছু নিজে বদলায়া বা না দিয়ে অ্যাপেল আইডি বানালে অ্যাপেল আইডি হয়ত হবে কিন্তু পরে ক্রেডিট বা ডেবিট কার্ড চাইবে, তাই দয়া করে সকল অংশ ভাল করে ফলো করে করবেন।
iPhone এর সকল সমস্যার সমাধান পেতে এখানে ক্লিক করুন।
Step 1: প্রথমে আপনার আইফোনের Settings এ গিয়ে Store অথবা iTunes & App Stores থেকে কোন Apple ID যদি Sign In থাকে তাহলে তা Sign Out করে নিন। Apple ID তে ক্লিক করলেই Sign Out অপশন আসবে। কারণ কোন আইডি Sign In থাকলে নতুন আইডি বানানো যাবে না। এখানে Create New Apple ID অপশন আছে যা দিয়ে Apple ID বানাতে যাবেন না। তাহলে আপনার Credit or Debit Card এর ইনফর্মেশন চাইবে। যদি অ্যাপেল আইডি সাইন ইন না থাকে তাহলে পরের স্টেপ দেখুন।

Step 2: আপনার আইফোন এর App Store অ্যাপস ওপেন করে Search এ গিয়ে Speedtest বা যেকোনো ফ্রী অ্যাপসের নাম লিখে সার্চ দিয়ে ঐ অ্যাপস এর Free তে(Free লেখা না থাকলে হবে না) টাচ করে Install App এ টাচ করলে কয়েকটা অপশন আসবে তা থেকে Create New Apple ID তে ক্লিক করুন।

Step 3: এখানে Country or Region থেকে Store United States থাকলে Next চাপার পর Send by Email না চেপে নিচের দিকে Agree তারপর আবার Agree তে চাপুন। যদি United States না থাকে তাহলে এই নিয়মে অ্যাপেল আইডি বানাতে পারবেন না। কারণ যে দেশ থাকবে সেই দেশের এড্রেস দিতে হবে। অন্য দেশ থাকলে তা বদলিয়ে United States সিলেক্ট করে নিন।

Step 4: এখানে আপনার নিজের ইমেইল এড্রেস দিন যেটা আগে কখনো অ্যাপেল আইডি বানানোর জন্য ব্যাবহার করা হয় নি (সেই ইমেইল এর পাসওয়ার্ড জানা থাকতে হবে যাতে কোন ইমেইল পাঠালে দেখতে পারেন) এবার Apple ID এর জন্য নতুন পাসওয়ার্ড (যার মধ্যে একটা বড় হাতের এবং একটা ছোট হাতের English Letter এবং একটা নাম্বার থাকতে হবে) দিন। পরের লাইনে ঐ একই পাসওয়ার্ড আবার দিন।

Step 5: এখানে আপনার পছন্দমত প্রশ্ন বাছাই করে উত্তর দিতে পারেন। আর তা না হলে
প্রথম সিকিউরিটি প্রশ্ন What was the name of your first pet? সিলেক্ট করে উত্তর লিখুন cat
দ্বিতীয় সিকিউরিটি প্রশ্ন What was the model of your first car? সিলেক্ট করে উত্তর লিখুন bmw
তৃতীয় সিকিউরিটি প্রশ্ন What is the name of your favourite sports team? সিলেক্ট করে উত্তর লিখুন bangladesh
এই উত্তর গুলো অবশ্যই মনে রাখবেন আপনার পাসওয়ার্ড ভুলে গেলে এই উত্তর চাইবে তাই কোথাও লিখে রাখুন। Optional Rescue Email কেউ দিতে চাইলে আপনার অন্য কোন ইমেইল এড্রেস দিন, না দিলে খালি রাখুন তাতে কোন সমস্যা নেই।

Step 6: এবার আপনার জন্ম তারিখ দিন। প্রথমে মাস তারপর দিন তারপর জন্মসাল দিন। এখন নিচের যে দুইটা Subcribe অপশন অন করা আছে তা অফ করে দিন। কারণ এই দুইটা অন থাকলে আপনার ইমেইলে তারা ইমেইল পাঠাবে কোন অ্যাপেল নিউজ থাকলে যা তেমন একটা দরকার নেই।

Step 7: এখান থেকে Next চাপার পর এখানে None এ আগে থেকেই টিক দেয়া থাকবে। আর Code এর জায়গায় কিছু লিখতে হবে না। তারপর নিচের গুলো আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে পুরন করুন। আর যদি কারো আমেরিকার অন্য কোন এড্রেস জানা থাকে তাও ব্যাবহার করতে পারেন।
Title: Mr or Mrs (এখানে কোন কিছু সিলেক্ট না করলে হবে না, তাহলে পরে ক্রেডিট কার্ড চাইবে)
First Name: আপনার নামের প্রথম অংশ (যেমনঃ MD বা Mohammad)
Last Name: আপনার নামের শেষ অংশ (যেমনঃ Hossain)
Address: 230 Montgomery Mall (যেভাবে লেখা আছে সেভাবে লিখুন)
Address: কিছু দিতে হবে না।
City: North Wales (যেভাবে লিখা আছে সেভাবে লিখুন)
State: PA মানে পেনসিলভানিয়া স্টেট
Zip Code: 19454
Phone: 201 429-3560 (এটা আমার Pinger App এর নাম্বার, তাই কেউ কল করবেন না, করলেও কাজ হবে না)
দিয়ে Next চাপলেই আপনার ইমেইল Verification এর জন্য আপনার ইমেইল এ আপনাকে একটা ইমেইল পাঠাবে।

Step 8: এবার আপনি যে ইমেইল এড্রেস দিয়ে অ্যাপেল আইডি খুলেছেন তা ওপেন করুন। দেখবেন আপনার ইমেইলে অ্যাপেল থেকে একটা ইমেইল এসেছে। সেই ইমেইল ওপেন করে Verify Now এ ক্লিক করলে আপনাকে যে পেজে নিয়ে যাবে বা যে পেজ ওপেন হবে তাতে আপনি যে ইমেইল দিয়ে অ্যাপেল আইডি বানাইছেন সেই ইমেইল এড্রেস আর অ্যাপেল আইডির জন্য যে পাসওয়ার্ড বানিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে Verify করলেই হয়ে গেল আপনার নতুন অ্যাপল আইডি। এখন App Store অ্যাপস থেকে একটা ফ্রী অ্যাপস ইন্সটল করে দেখেন অ্যাপেল আইডি দিয়ে অ্যাপস ইন্সটল করতে পারছেন কিনা।

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

ডাউনলোড করুন PDF Converte করার দারুন একটি সফটওয়্যার আপনার ১০০% ভালো লাগবেই

আশা করি সবাই ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে সফটওয়্যার শেয়ার করবো তার নাম হল - PDF Converter Elite এটি একটি শক্তিশালী পিডিএফ কনভার্টার সফটওয়্যার এটা দ্বারা কোন ধরনের ঝামেলা ছারা  পিডিএফ থেকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, প্রকাশকে কনভার্ট করতে পারবেন। এর ফলে আপনার ও আপনার প্রতিষ্ঠানের মূল্যবান সময় এবং অর্থ বেচে যাবে। বড় কথা হলো এটা ব্যবহার করা খুবই সহজ ও নিরাপদ।

পিডিএফ কনভার্টার এলিট এর বৈশিষ্ট্যঃ

* পিডিএফ তৈরি করুনঃ ৩০০+ বিভিন্ন মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপ্লিকেশন থেকে পিডিএফ ফাইল তৈরি করুন. সহজেই যেমন অ্যাডোবি রিডার, অ্যাক্রোব্যাট এবং Foxit হিসেবে জনপ্রিয় পিডিএফ দর্শকদের মধ্যে দেখা যাবে যে 100% সামঞ্জস্যপূর্ণ পিডিএফ ফাইল তৈরি করুন।
* রূপান্তর পিডিএফঃ একটি পিডিএফ আউট ইমেজ এবং টেক্সট নিয়ে যান এবং ফাইল একটি ভিন্ন ধরনের মধ্যে স্থানান্তর করতে পারবেন. ওয়ার্ড থেকে পিডিএফ রূপান্তর এবং সম্পাদনাযোগ্য শব্দ চিত্র এবং টেক্সট বজায় রাখা।
* স্ক্যান করা পিডিএফ হ্যান্ডলিংঃ স্ক্যান বা ইমেজ প্রতিটি পিডিএফ ফাইলের শেষে সঙ্গে কাজ করেন? অনায়াসে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট থেকে স্ক্যান করা এবং ইমেজ পিডিএফ থেকে টেক্সট রূপান্তর।

* নিরাপদ এবং পিডিএফ রক্ষাঃ অন্যদের আপনার পিডিএফ এনক্রিপ্ট এবং তাদের সঙ্গে কাজ করা যেতে পারে কিভাবে তারা ব্যবহার করা হয় এবং তার উপর নিষেধাজ্ঞা স্থাপন দ্বারা আপনার পিডিএফ ব্যবহার সীমাবদ্ধ।
* সম্পাদনা করুন এবং পরিবর্তন পিডিএফঃ ওয়াটারমার্ক, সংখ্যা, হেডার, ফুটার এবং আরও ড্রাইভে ঢোকাতে আপনার পিডিএফ নথি rework. সার, আবর্তিত এবং বিভক্ত পিডিএফ পেজ, যোগ মুছে দিন।
* এক ক্লিক রূপান্তরঃ একটি ক্লিকেই সঙ্গে এবং আউট প্রতিটি PDF ফাইলের শেষে তথ্য নিন।
"সফটওয়্যারটি প্রথমে ডাউনলোড করার পর জার ফাইল খুল্লেই ফুল ভার্সন করার নিয়ম দেওয়া আছে"

দেখে নিন কিভাবে আপনার কম্পিউটারের স্ক্রীন রেকর্ড করে ভিডিও টিউটরিয়াল তৈরী করবেন।

আমরা সবাই প্রায়ই ইউটিউবে বিভিন্ন ভিডিও টিউটরিয়াল দেখি,কিন্তু কখনো কি নিজ থেকে ভিডিও টিউটরিয়াল তৈরী করতে ইচ্ছে করে না ?

আপনার মধ্যে লুকায়িত সৃজনশীলতা  সবার সামনে সহজে তোলে ধরার এক সহজ মাধ্যম হতে পারে ইউটিউব তবে সেক্ষেত্রে আপনাকেও সঠিক দিক নির্দেশনার প্রয়োজন পরবে। তার পাশাপাশি অবশ্যই সঠিক সফটওয়ারও  😛


আসসালামুয়ালাইকুম আমি ইঙ্ক্রিয়েডেভল হালক (হাসবেন না), আপনাদের সামনে উপস্থাপিত হওয়ার চেষ্টা করেছি আজকে "কিভাবে ভিডিও টিউটরিয়াল তৈরী করতে হয়।" হুম সাথে নতুনদের জন্য একটা ভাল সফটওয়ার আর দিক নির্দেশনা, সেটা দেওয়ার যোগ্যতা আমার এখন হয়নি পরিপূর্ণভাবে তবে একটা ভাল কথা বলতে পারি "ধৈর্যশীল আপনাকে হতেই হবে "।


কান টানলে মাথা আসে, হ্যা ইউটিউবের ক্ষেত্রেও অনেকটা এরকম। ভাল মানসম্মত ভিডিও এক্ষেত্রে কান এবং মাথাটা হচ্ছে ভিউয়াররা, আর প্রথম দিকে আপনি নিজেই নিজের কানকে টানতে হবে অর্থাৎ যত পারেন ভিডিও শেয়ার করতে হবে এবং ভাল করে এস ই ও করতে হবে। আর একসময় সেটা ভাল অবস্থানে যাওয়ার পর আপনার শুধুই ভাল একটা কান তৈরী করে দিতে হবে, টানাটানির কাজ তখন সাভস্ক্রাইভাররাই করবে আর আপনার ভিউ বারবে যথেষ্ট দ্রুত গতিতে।


আসা করি ভাল করে ভিডিও তৈরী করা এবং সেটা আকর্ষণীয় ভাবে এডিট করা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে।আর হ্যা স্পষ্ট না হলে টিউমেন্ট বক্স তো আছেই সবার জন্য।
তো আজকে যে সফটওয়ারটা আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে সেটা নতুনদের জন্য একেবারে পারফেক্ট।কামতাসিয়া স্টুডিও ৮, এই  সফটওয়ার দ্বারা নতুনরা ভাল মানসম্মত ভিডিও তৈরী করতে পারবে নিঃসন্দেহেে। এমনকি সফটওয়ারটা ভিডিও এডিটিং এর জন্যেও পারফেক্ট।সিনিয়র ভাইয়েরা মাইন্ড কইরেন না, আমরা তো নতুন তাই অ্যাডবি প্রিমিয়ার আমাদের জন্য না। কয়েকদিন ঘাটাঘাটির পর না হয় অ্যাডবির দিকে ঝুঁকব।

এই ভিডিওটি থেকে দেখেনিন কিভাবে কামতাসিয়া স্টুডিও এর মাধ্যমে ভিডিও টিউটরিয়াল তৈরী করতে হয়।
সফটওয়ারটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে।

ডাউনলোড করে নিন Avast Premier 2015 10.3.2225 + License Keys 57

ডাউনলোড করে নিন Avast Premier 2015 10.3.2225 + License Keys
Avast_Premier_20158976c.jpg

Avast অ্যান্টিভাইরাস সম্পর্কে বেশি কিছু বলার নেই।এটি সেরা অ্যান্টিভাইরাসগুলির মধ্যে একটি।
তাই আজকে আমি Avast অ্যান্টিভাইরাস প্রেমীদের জন্য নিয়ে এসেছি এর প্রিমিয়াম ভারসান লাইসেন্সকি সহ। এর ফিচারসগুলি  দেখে নেওয়া যাক এক ঝলক।
তাহলে দেখে নেওয়া যাক কি কি সুবিধা আছে এতেঃ-
Avast Premier 2015 Final includes a powerful firewall, protects router from DNS hijacking that could redirect you to a password-harvesting website. Software Updater that update Windows necessary security applications and offers an interesting tool called “AccessAnywhere” used to remotely monitor and control computer from distance. It includes numerous protection modules to ensure maximum system security with an optimized Memory usage to keep your PC running smooth and fast. Avast Premier 2015 10.3.2223 Final Full Crack has an interactive interface, more friendly and intuitive, easy-to-use and install in few-clicks.

তাহলে আর দেরি না করে ডাউনলোড  করে নিন :-
Avast Premier 2015 v10.3.2225 Incl License Keys: ডাউনলোড করুন

তাহলে একটা ধ্যন্যবাদ তো আমার প্রাপ্য তাই না!!!

আপনার পিসির জন্য ডাউনলোড করে নিন WebcamMax 7.9.4.8+keygen+patch [Instruction included]: :[ আপনার ওয়েবক্যামে ভিডিও রেকর্ডিং, ফটো তোলা,ভিডিও ও ফটো শেয়ার সহ আরো অনেক কিছু করা যাবে] 3

ডাউনলোড করে নিন WebcamMax 7.9.4.8+keygen+patch [Instruction included]
আমরা অনেকেই তো চ্যাট করতে ভালবাসি তাইনা? আর সেটা যদি হয় ভিডিও চ্যাট তাহলে সেটাতো আরো উপভোগ্য হবে। তবে তার জন্য চাই একটি ভাল মানের ওয়েবক্যাম সফটওয়্যার যাতে থাকবে বিভিন্ন ইমোশান এফেক্ট।আর তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এমনই একটি ভাল মানের সফটওয়্যার যার নাম হল WebcamMax আজকে আমি এটির ফুল ভারসান কি-জেন+প্যা-চ সহ শেয়ার করছি। যার সাহায্যে আপনি আপনার পিসি বা ল্যাপটপের  ওয়েবক্যাম ব্যবহার করে রেকর্ডিং সহ [ICQ, AIM, MSN, Camfrog, Skype, Paltalk, Yahoo, ANYwebcam, Stickam] এই সমস্ত ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার গুলিতে ভিডিও চ্যাট করতে পারবেন।
তাহলে দেখে নেওয়া যাক কি কি সুবিধা আছে এতেঃ-
তাহলে আর দেরি না করে ডাউনলোড  করে নিন :-
WebcamMax 7.9.4.8:  ডাউনলোড করুন
WebcamMax 7.9.4.8Patch/Keygen:   ডাউনলোড করুন

তাহলে একটা ধ্যন্যবাদ তো আমার প্রাপ্য তাই না!!!

আজ এই পর্যন্ত আগামী টিউনে আবার দেখা হবে।অসুবিধা হলে বলবেন সাহায্যের জন্য আমি সদা প্রস্তুত। ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি।
ভাল লাগলে লাইক ও শেয়ার করুন।আর একটা কথা টিউমেন্ট করে ফিডব্যাক দিন!!! টিউমেন্ট করলে টিউনার আরো নতুন টিউন করার উৎসাহ পায়।

বাংলাদেশের মোবাইল কোম্পানীগুলো গুরত্বপুর্ন USSD কোড যা প্রাইয় খুঁজে ফেরেন কিন্তু সময়মত পান না।

সিমের বিভিন্ন অফার, প্যাকেজ, ডাটা প্যাকেজ, ডাটা মেয়াদ, একাউন্ট চেক ইত্যাদি বিষয়গুলির জানার জন্য কোড জানার দরকার হয়। তাই আজ আমি আপনাদর নিকট বাংলাদেশের বিভিন্ন মোবাইল কোম্পানীগুলোর সিমের USSD কোড ও এগুলোর কোনটি কোন কোন প্রয়োজনে কাজে লাগবে তা নিয়ে হাজির হলাম।
 আমাদের এই সামান্য প্রচেষ্টাটুকু আপনাদের কাজে আসলেই আমাদরে স্বার্থ কতা্। তো আসুন আর দেরী না করে আমরা দেখে নিই কোন কোডটি কোন কাজের জন্য।

বাংলাদেশের সকল সিমের ইউএসএসডি কোড

1- Grameen Phone

Balance Check : *566#
Show SIM Number : *2#
Package Check : *111*7*2#
Minute Check : *566*24#, *566*20#
SMS Check : *566*2#
MMS Check : *566*14#
Data (MB) Check : *566*10#, *567#
Call Me Back : *123*Number#
Net Setting Request : *111*6*2#
Miss Call Alert (On) : type START MCA & Send to 6222
Miss Call Alert (Off) : Type STOP MCA & Send to 6222
2- Banglalink

Balance Check : *124#
Show SIM Number : *511#
Package Check : *125#
Minute Check : *124*2#
SMS Check : *124*3#
MMS Check : *124*2#
Data (MB) Check : *124*5#, *222*3#
Call Me Back : *126*Number#
Net Setting Request : Type ALL & Sent to 3343
Miss Call Alert (On) : Type START & Send to 622
Miss Call Alert (Off) : Type STOP & Send to 622
3- Robi:
Balance Check : *222#
Show SIM Number : *140*2*4#
Package Check : *140*14#
Minute Check : *222*3#
SMS Check : *222*11#
MMS Check : *222*13#
Data (MB) Check : *222*81#, 8444*88#
Net Setting Request : *140*7#
Miss Call Alert (On) : Type ON & Send to 8272
Miss Call Alert (Off) : Type OFF & Send to 8272
4-     Airtel

Balance Check : *778#
Show SIM Number : *121*6*3#
Package Check : *121*8#
Minute Check : *778*5# or *778*8#
SMS Check : *778*2#
MMS Check : *222*13#
Data (MB) Check : *778*39# or *778*4#
Call Me Back : *121*5#
Net Setting Request : *140*7#
Miss Call Alert (On) : *121*3*4#
5-   Teletalk

Balance Check : *152#
Show SIM Number : Type “Tar” & send to 222
Package Check : unknown
Minute Check : *152#
SMS Check : *152#
MMS Check : *152#
Data (MB) Check : *152#
Net Setting Request : Type SET & Send to 738
Miss Call Alert (On) : Type REG & Send to 2455
Miss Call Alert (Off) : Type CAN & Send to 245

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫

জেইল ব্রেক ছাড়া আইফোন এ পেইড অ্যাপ ব্যাবহার করতে চান?

আই ফোন এ অ্যাপ কিনে ব্যাবহার করতে পারছেন না, কিন্তু এই মুহূর্তে অ্যাপটি খুব দরকার।অথবা ভাবছেন টাকা খরচ করে কেনার মত অ্যাপ এটি কিনা আগে যাচাই করে নিতে পারলে খুব ভাল হতো। এক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান হল আপনার আইফোন যেইল ব্রেক করা। কারন এক বার যেইল ব্রেক করলে হেন আপ নেই যা আপনি ছাইদিয়া তে পাবেন না।
কিন্তু যেইল ব্রেক করা কি সবার পছন্দের অপশন? অনেকেরই যেইল ব্রেক করার ব্যাপারে আছে আপত্তি কারন তাতে ফোন ধীর হয়ে যায়। অ্যাপ ক্রাশ করে নিয়মিত। অনেকে আবার যেইল ব্রেক করতে পারছেন না কারন এখন যে ভারসন এর আই ও এস ব্যাবহার করছেন তার জন্য যেইল ব্রেক রিলিজ হয়নি।
আজ তাই আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সফটওয়্যার যার দ্বারা যেইল ব্রেক না করে পেইড অ্যাপ ব্যবহার করতে পারবেন।
অ্যাপটির নাম হল কুয়াইওং। এটি একটি চাইনিজ অ্যাপ। তাহলে শুরু করা যাকঃ
প্রথমেই অ্যাপ টি ডাউনলোড করে নিন এখান থেকেঃ
কুয়াইওং ২০১৩ বেটা
কুয়াইওং ২০১২ বেটা
(যে কোন একটি ডাউনলোড করলেই হবে)
যেহেতু অ্যাপ টি চাইনিজ ভাষাই তাই আমি ইন্সটল করার নিওম ছবি সহ দিইয়ে দিচ্ছি







ধরে নিচ্ছি আপনারা অ্যাপ টি ইন্সটল করে ফেলেছেন। এর পর এর অংশটুকু অনন্যা আর দশটি অ্যাপ এর মতই। সার্চ করুন এবং অ্যাপ ইন্সটল করুন। যদি কোন সমস্যা হয় কমেন্ট এ যানান, আমিতো আছিই।

শুধুই আইফোন [পর্ব-০৩] :: Cydia তে Source যোগ করার পদ্ধতি।

► Source যোগ করা কেন প্রয়োজন।
আপনার আইফোনের Cydia তে যদি Source যোগ করা না থাকে তবে আপনি আপনার পছন্দের আপস টি খুজে নাও পেতে পারেন। কিংবা পেলেও ফ্রীতে পাবেন না।
একটি আপস যদি এক Source এ কিনতে বলে তবে এটাই আবার অন্য Source এ ফ্রীতে পাবেন। তাই  Source যোগ করা প্রয়োজন।
► Source যোগ করার পদ্ধতি
১. Cydia তে যান।

২. Home এ যান

৩. More Package Sources এ যান

৪. এখানে অনেক গুলো Source দেখতে পারবেন।

৫. আপনার পছন্দের যে কোনটিতে ঢুকুন।

৬. এবার Install এ ট্যাপ করুন

৭. Confirm এ ট্যাপ করুন।

৮. এবার ডাউনলোড হবে। ডাউনলোড শেষ হলে Return to Cydia  দিয়ে বেড় হয়ে আসুন।

ব্যাস Source Add হয়ে গেল।
► Manually Source Add করার পদ্ধতি।
১. Cydia ওপেন করে Manage এ ঢূকুন

২. এবার Source এ ঢূকুন

৩. এবার Edit ট্যাপ করুন

৪। এবার Add এ ট্যাপ করুন।

৫. এবার পপ আপ বারে আপনার পছন্দের Source এর নাম লিখুন ও Add Source এ ট্যাপ করুন।

৬. এবার ডাউনলোড হবে। ডাউনলোড শেষ হলে Return to Cydia  দিয়ে বেড় হয়ে আসুন।

এবার আপনার পছন্দের Source Add হয়ে গেল।

আইফোন এ ব্লুটুথ শেয়ারিং!!! ব্লুটুথ এর মাধ্যমে শেয়ার করুন ফাইল!!!

আমরা অনেকেই আইফোন ব্যবহার করি কিন্তু আইফোনে কোন ব্লুটুথ শেয়ারিং অপশন না থাকায় অনেক সময় সমস্যায় পরি। বন্ধুর ফোন থেকে কিছু নিতে চাইলে নিতে পারি না। আশাকরি আপনারা আমার এই পোস্টে এই সমস্যার সমাধান পাবেন।
বিঃদ্রঃ অবশ্যই আপনার আইফোন jailbreak করতে হবে এবং এটি সুধুমাত্র IOS 5.1.1 বা তার নিচের ভার্সন এর ক্ষেত্রে প্রযোজ্য। (IOS 6 not supported)
১/ cydia source এ অ্যাড করুন http://iphone.gsm.vn
২/ এরপর সার্চ করুন airblue shearing লিখে।
৩/ airblue shearing সফটওয়্যারটি ইন্সটল করুন।
৪/ সেটিং এ যেয়ে activation setting ঠিক করে নিন। এর জন্য আপনার ফোনে activator সফটওয়্যার ইন্সটল থাকতে হবে।জদি না ইন্সটল করা থাকে তাহলে cydia তে activator লিখে সার্চ দিলেই পেয়ে জাবেন।
৫/ ব্যাস! এখন আপনি চাইলেই অন্য যেকোনো মোবাইল এর শাথে ফাইল আদান-প্রদান করতে পারবেন।
সমস্যা ও সমাধানঃ
  • এই সফটওয়্যার দিয়ে আপনি ছবি সেন্ড করতে পারবেন।অন্য অন্য ফাইল সেন্ড করার জন্য iFile সফটওয়্যারটি ইন্সটল করতে হবে যা আপনি cydia তে পাবেন।
  • যদি সেন্ড হয় কিন্তু রিছিভ এর ক্ষেত্রে সমস্যা হয় তাইলে airblue stack downgrade করতে হবে। http://www.mediafire.com/?oc0toiir4ei6qu7 এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার পিসি তে diskaid সফটওয়্যার এর সাহায্যে আপনার আইফোন এর যেকোনো ফোল্ডার এ পেস্ট করুন এবং iFile দিয়ে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।

খুব ফাস্ট একটি অ্যাপস শুধুই আইফোনের জন্য ।

আমারা সকলে জানি এক এক সফটও্যারের কার্যপ্রণালী এক এক রকম । আমি কয়েক দিন আগে আপনাদের কে zeusmos নামের একটি সফটওয়ারের কথা বলেছিলাম । সেই সফটওয়ার টি অনেক স্লো কাজ করে এবং সকল সফটওয়ারের লিঙ্ক পাওয়া যায়না । তাই আমি আপনাদের মাঝে আই ফোনে কিভাবে ফ্রি paid apps খুব তাড়াতাড়ি ডাউনলোড এবং সকল সফটওয়ার ডাউনলোড এর লিঙ্ক পাওয়া যায় তেমন একটি সফটওয়ার শেয়ার করব ।
সফটওয়ারটির নাম app cake 5+ ।
সফটওয়ারটি পেতে প্রথমে আপনাকে cydia তে যেতে হবে । cydia তে যাওয়ার পর manage option select করতে হবে । manage option select করার পর sources option select করে উপরের ডান পাশে edit এ ক্লিক করে বাম পাশে add এ ক্লিক করতে হবে । তারপর http://ihacksrepo.com লিখে add source এ ক্লিক করে লিঙ্ক টি source option এ add করে নিতে হবে । পরে search option এ গিয়ে app cake 5+ লিখে সফটওয়ারটি install করুন । সবশেষে enjoy করুন ফ্রি paid apps । সবাইকে অসংখ্য ধন্যবাদ । সবাই ভালো থাকবেন ।

iPhone থেকে Laptop/PC তে Internet ব্যবহার করুন

আপনি যদি আপনার Laptop বা iPad নিয়ে কোথাও বাহির হন বা ভ্রমণ করেন এবং সেখানে কোন WiFi সংযোগ সুবিধা নাই কিন্তু সাথে iPhone আছে তাহলে আপনার আইফোন টি একটি মোবাইল মডেম এ রূপান্তরিত করা সম্ভব এবং আপনার iPhone এর Internet Access আপনার Laptop/PC বা iPad এ use করতে পারেন।
Warning: আপনার iPhone এ Unlimited data plan কাছে কি? কারন এটি ব্যয়বহুল, যদি আপনি iPhone সংযোগ দিয়ে কোন software ডাউনলোড করেন।
Instructions

Step 1
আপনার iPhone ''Setting'' আইকন এ Click করেন
তারপর উপর থেকে তৃতীয় বা চতুর্থ নম্বর এ আপনি দেথতে পরবেন ''Personal Hotspot''
Or
যদি আপনি তা না দেথতে পান তাহলে
Scroll down করে ''General'' এ ক্লিক করে ''Network’' এ Click করুন
তারপর স্ক্রল করে নিচে দেখুন ''Personal Hotspot'' এর জন্য
এটাকে ''ON'' করুন এবং নিচে দেখতে পারবেন যে ''Password'' দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এটাকে Change করতে পারেন (যাতে করে অন্যরা আপনার iPhone এর সাথে সংযোগ করে Data ব্যবহার করতে না পারে।
Step 2

2a. WiFi এর মাধ্যমে সংযোগ করুন
আপনার iPhone এর WiFi কে ON করুন
এখন আপনার Laptop, iPad বা PC তে যান এবং ''WiFi'' আইকন বা ইন্টারনেট সংযোগ এ ক্লিক করুন
তারপর আপনি আপনার Laptop বা PC তে WiFi তালিকায় আপনার iPhone নামটি দেখতে পারবেন
সুতরাং এটি Select করুন ও 'Password' টি টাইপ করুন (iPhone এর Personal Hotspot
অনুযায়ী)
2b. USB এর মাধ্যমে সংযোগ করুন
যদি আপনার Laptop এ ওয়াইফাই না থাকে
আপনার iPhone কে ল্যাপটপ সঙ্গে USB তার দ্বারা সংযোগ করুন
তারপর Laptop এর "Network Preferences" এ Click করে আপনার iPhone কে Select করুন (as a internet connection)
শেষে ''Apply'' তে Click করে Internet Connect করুন।
2c. Bluetooth এর মাধ্যমে সংযোগ করুন
Mac OS X এর জন্য
'‘System Preferences’' এ click করুন
''Bluetooth'' আইকনটিতে ক্লিক করুন
"+" বাটন ক্লিক করুন এবং ডিভাইসের তালিকা থেকে আপনার iPhone ক্লিক করুন
"Continue" তে Click করুন Bluetooth password প্রদর্শন টা দেখার জন্য
তারপর প্রদর্শনীয় Password টা আপনার iPhone এ টাইপ করে এটিকে Device এর সাথে সংযোগ করুন।
Windows এর জন্য
Laptop এ ''Start'' এ Click করে ''Network'' এ click করুন
Select "Hardware and Sound" এবং ‘Bluetooth Devices’ ক্লিক করুন
"Add" এ ক্লিক করুন এবং "My device is set up and ready to be found." ক্লিক করুন
Select "Next," "iPhone" এবং "Next." S
Elect "Choose a passkey for me" এবং "Next'' এ চাপোন
আপনার iPhone সম্মুখের passkey টি লিখুন এবং আপনার ডেস্কটপে "Finish" নির্বাচন করুন।
Thanks Everybody

জেইলব্রেক ছাড়া প্রায় সকল পেইড আইফোন অ্যাপস ফ্রীতে ইন্সটল করতে চাইলে দেখুন।

আসুন জেনে নেই কিভাবে জেইলব্রেক ছাড়াই আইফোনে পেইড অ্যাপস ফ্রী ইন্সটল করবেন। এটা একটা চাইনিজ সফটওয়্যার। এটার কোন ইংলিশ ভার্সন নাই। এটা iOS7 সাপোর্ট করে। এই সফটওয়্যার থেকে অ্যাপস ডাউনলোড করে এখান থেকেই ইন্সটল করতে হয়। সফটওয়্যারটি এখানে ক্লিক করে আপনার কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন। যা মাত্র ৫ মেগাবাইট। সম্পূর্ণ পোস্ট ১০০% বুঝে নিয়ে তারপর কাজ করুন। কোন সমস্যা হলে PP25 দিয়ে ইন্সটল করা অ্যাপস ডিলিট করে ফেলুন।
iPhone এর সকল সমস্যার সমাধান পেতে এখানে ক্লিক করুন।
যে যে সমস্যায় পড়বেনঃ
* এই সফটওয়্যার দিয়ে ইন্সটল করা অ্যাপস কপি করে অন্য কেউ ইন্সটল করতে পারবেন না। এই সফটওয়্যার দিয়ে অ্যাপস ইন্সটল করলে iTunes দিয়ে আর কোন অ্যাপস Install or Sync করতে পারবেন না। তার মানে iTunes দিয়ে আর ঠিকমত কিছুই Sync হবে না। এক্ষেত্রে iTools ব্যাবহার করতে পারেন।
* যেকোনো সময় অ্যাপস ওপেন নাও হতে পারে বা ওপেন হলেও অ্যাপেল আইডি পাসওয়ার্ড চাইবে। এক্ষেত্রে আপনি আপনার অ্যাপেল আইডি বা পাসওয়ার্ড দিবেন না, এই সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিবার PP25 দিয়ে কম্পিউটার থেকে Sync করতে হবে। নিচ থেকে স্টেপ ২ দেখে নিন কিভাবে Sync করবেন।
* সব পেইড অ্যাপস ফ্রী ইন্সটল করা যাবে না। শুধু যেগুলো এই পিপি থেকে খুজে পারেন সেইগুলো ইন্সটল করতে পারবেন।
* যদি কোন কিছুতেই ঠিক না হয় তাহলে অ্যাপস ডিলিট করে ফেলুন। খুব দরকার না হলে এই সফটওয়্যার ব্যাবহার করা উচিৎ নয়।
যা যা লাগবেঃ
* কম্পিউটার লাগবে। কম্পিউটারে iTunes ইন্সটল থাকতে হবে।
* ইন্টারনেট লাগবে।

Step 1: যেহেতু এটা চাইনিজ ভাষার সফটওয়্যার তাই আমি যেভাবে বলব সেভাবে করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করে নিন। এবার আপনার আইফোন কম্পিউটারের সাথে সংযোগ দিয়ে দেখুন এই সফটওয়্যারে আপনার আইফোন দেখায় কিনা। এবার বামদিকে প্রথম অপশন থেকে যে লাল রঙের (উপর থেকে ৩ নাম্বার) অপশন আছে তাতে ক্লিক করুন। যেটা একটা অ্যাপেল হাত দিয়ে ধরে রাখা লোগো। এবার এখান থেকে উপরের দিকে যে বক্স আছে তাতে আপনি যে অ্যাপস ইন্সটল করবেন তা ইংলিশে লিখে সার্চ দিন। এখন দেখুন আপনার কাঙ্ক্ষিত অ্যাপস দেখায় কিনা। যদি দেখায় তাহলে সেই অ্যাপসের উপর মাউস রেখে বাম দিকের অপশনে ক্লিক করুন।

এবার দেখবেন ২য় বক্সের প্রথম অপশনে ১ লেখা হয়ে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হবার পর যেখানে ডাউনলোড হল তার ঠিক নিচের ঘরে গেলে দেখবেন সেখানে ফাইলটি দেখাচ্ছে।

যে ফাইলটি দেখাচ্ছে তার সর্বডানে যে ইংলিশে আইফোন লেখা তার নিচে অথবা সবার ডানদিকে যে বাটন আছে তাতে ক্লিক করে অপেক্ষা করুন। এবার দেখুন আপনার আইফোনে অ্যাপসটি চলে এসেছে। অ্যাপসটি ওপেন করলে নাও কাজ করতে পারে। তাই স্টেপ ২ দেখুন। যখনি না চলবে তখনি স্টেপ ২ দেখে ঠিক করে নিতে হবে।
স্টেপ ১ ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক দেখতে এখানে ক্লিক করুন।
Step 2: PP25 দিয়ে ইন্সটল করার পর অ্যাপস চালাতে যেকোন সমস্যা যেমন অ্যাপেল আইডি,পাসওয়ার্ড চাওয়া অথবা ওপেন হবার সাথে সাথে বন্ধ হয়ে যাওয়া এমন হলে প্রথমে কম্পিউটারে PP25 সফটওয়্যার ওপেন করে আইফোন সংযোগ করে বামদিকে প্রথম অপশন থেকে যে লাল রঙের (উপর থেকে ৩ নাম্বার) অপশন আছে তাতে ক্লিক করে উপরে ডানে যে নীল কালারের বাটন আছে তাতে একবার ক্লিক করে Sync করে নিলেই এমন সমস্যা হবার কথা না। তারপরও না চললে আপনি অ্যাপস ডিলিট করে দিন। তাহলে আপনার অন্য কোন সমস্যা আছে যার কারণে কাজ করছে না।

স্টেপ ২ ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক দেখতে এখানে ক্লিক করুন।

ক্রেডিট কার্ড ছাড়াই অ্যাপেল আইডি বানান খুব সহজে (এড্রেস+ফোন নাম্বার সহ দেয়া)

Apple ID ছাড়া কোন অ্যাপস সেটা ফ্রী হলেও ইন্সটল করা যায় না। আর বাংলাদেশের এড্রেস দিয়ে Apple ID বানানো গেলেও সেই অ্যাপেল আইডি দিয়ে কিছুই ইন্সটল করতে পারবেন না ক্রেডিট বা ডেবিট কার্ড ছাড়া। এই পোস্ট দেখে US Store এর জন্য Apple ID বানাতে পারবেন সেটা আপনি যে দেশেই থাকেন না কেন। অন্য কোন দেশের জন্য অ্যাপেল আইডি বানাতে চাইলে এই নিয়ম দেখে লাভ নেই। সবগুলো স্টেপ খুব ভালভাবে দেখুন। অবশ্যই ইন্টারনেট লাগবে। পোস্ট থেকে কোন কিছু নিজে বদলায়া বা না দিয়ে অ্যাপেল আইডি বানালে অ্যাপেল আইডি হয়ত হবে কিন্তু পরে ক্রেডিট বা ডেবিট কার্ড চাইবে, তাই দয়া করে সকল অংশ ভাল করে ফলো করে করবেন।
iPhone এর সকল সমস্যার সমাধান পেতে এখানে ক্লিক করুন।
Step 1: প্রথমে আপনার আইফোনের Settings এ গিয়ে Store অথবা iTunes & App Stores থেকে কোন Apple ID যদি Sign In থাকে তাহলে তা Sign Out করে নিন। Apple ID তে ক্লিক করলেই Sign Out অপশন আসবে। কারণ কোন আইডি Sign In থাকলে নতুন আইডি বানানো যাবে না। এখানে Create New Apple ID অপশন আছে যা দিয়ে Apple ID বানাতে যাবেন না। তাহলে আপনার Credit or Debit Card এর ইনফর্মেশন চাইবে। যদি অ্যাপেল আইডি সাইন ইন না থাকে তাহলে পরের স্টেপ দেখুন।

Step 2: আপনার আইফোন এর App Store অ্যাপস ওপেন করে Search এ গিয়ে Speedtest বা যেকোনো ফ্রী অ্যাপসের নাম লিখে সার্চ দিয়ে ঐ অ্যাপস এর Free তে(Free লেখা না থাকলে হবে না) টাচ করে Install App এ টাচ করলে কয়েকটা অপশন আসবে তা থেকে Create New Apple ID তে ক্লিক করুন।

Step 3: এখানে Country or Region থেকে Store United States থাকলে Next চাপার পর Send by Email না চেপে নিচের দিকে Agree তারপর আবার Agree তে চাপুন। যদি United States না থাকে তাহলে এই নিয়মে অ্যাপেল আইডি বানাতে পারবেন না। কারণ যে দেশ থাকবে সেই দেশের এড্রেস দিতে হবে। অন্য দেশ থাকলে তা বদলিয়ে United States সিলেক্ট করে নিন।

Step 4: এখানে আপনার নিজের ইমেইল এড্রেস দিন যেটা আগে কখনো অ্যাপেল আইডি বানানোর জন্য ব্যাবহার করা হয় নি (সেই ইমেইল এর পাসওয়ার্ড জানা থাকতে হবে যাতে কোন ইমেইল পাঠালে দেখতে পারেন) এবার Apple ID এর জন্য নতুন পাসওয়ার্ড (যার মধ্যে একটা বড় হাতের এবং একটা ছোট হাতের English Letter এবং একটা নাম্বার থাকতে হবে) দিন। পরের লাইনে ঐ একই পাসওয়ার্ড আবার দিন।

Step 5: এখানে আপনার পছন্দমত প্রশ্ন বাছাই করে উত্তর দিতে পারেন। আর তা না হলে
প্রথম সিকিউরিটি প্রশ্ন What was the name of your first pet? সিলেক্ট করে উত্তর লিখুন cat
দ্বিতীয় সিকিউরিটি প্রশ্ন What was the model of your first car? সিলেক্ট করে উত্তর লিখুন bmw
তৃতীয় সিকিউরিটি প্রশ্ন What is the name of your favourite sports team? সিলেক্ট করে উত্তর লিখুন bangladesh
এই উত্তর গুলো অবশ্যই মনে রাখবেন আপনার পাসওয়ার্ড ভুলে গেলে এই উত্তর চাইবে তাই কোথাও লিখে রাখুন। Optional Rescue Email কেউ দিতে চাইলে আপনার অন্য কোন ইমেইল এড্রেস দিন, না দিলে খালি রাখুন তাতে কোন সমস্যা নেই।

Step 6: এবার আপনার জন্ম তারিখ দিন। প্রথমে মাস তারপর দিন তারপর জন্মসাল দিন। এখন নিচের যে দুইটা Subcribe অপশন অন করা আছে তা অফ করে দিন। কারণ এই দুইটা অন থাকলে আপনার ইমেইলে তারা ইমেইল পাঠাবে কোন অ্যাপেল নিউজ থাকলে যা তেমন একটা দরকার নেই।

Step 7: এখান থেকে Next চাপার পর এখানে None এ আগে থেকেই টিক দেয়া থাকবে। আর Code এর জায়গায় কিছু লিখতে হবে না। তারপর নিচের গুলো আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে পুরন করুন। আর যদি কারো আমেরিকার অন্য কোন এড্রেস জানা থাকে তাও ব্যাবহার করতে পারেন।
Title: Mr or Mrs (এখানে কোন কিছু সিলেক্ট না করলে হবে না, তাহলে পরে ক্রেডিট কার্ড চাইবে)
First Name: আপনার নামের প্রথম অংশ (যেমনঃ MD বা Mohammad)
Last Name: আপনার নামের শেষ অংশ (যেমনঃ Hossain)
Address: 230 Montgomery Mall (যেভাবে লেখা আছে সেভাবে লিখুন)
Address: কিছু দিতে হবে না।
City: North Wales (যেভাবে লিখা আছে সেভাবে লিখুন)
State: PA মানে পেনসিলভানিয়া স্টেট
Zip Code: 19454
Phone: 201 429-3560 (এটা আমার Pinger App এর নাম্বার, তাই কেউ কল করবেন না, করলেও কাজ হবে না)
দিয়ে Next চাপলেই আপনার ইমেইল Verification এর জন্য আপনার ইমেইল এ আপনাকে একটা ইমেইল পাঠাবে।

Step 8: এবার আপনি যে ইমেইল এড্রেস দিয়ে অ্যাপেল আইডি খুলেছেন তা ওপেন করুন। দেখবেন আপনার ইমেইলে অ্যাপেল থেকে একটা ইমেইল এসেছে। সেই ইমেইল ওপেন করে Verify Now এ ক্লিক করলে আপনাকে যে পেজে নিয়ে যাবে বা যে পেজ ওপেন হবে তাতে আপনি যে ইমেইল দিয়ে অ্যাপেল আইডি বানাইছেন সেই ইমেইল এড্রেস আর অ্যাপেল আইডির জন্য যে পাসওয়ার্ড বানিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে Verify করলেই হয়ে গেল আপনার নতুন অ্যাপল আইডি। এখন App Store অ্যাপস থেকে একটা ফ্রী অ্যাপস ইন্সটল করে দেখেন অ্যাপেল আইডি দিয়ে অ্যাপস ইন্সটল করতে পারছেন কিনা।