Your Message here

This is Montis blog

This is montis blog you can see all solution

This is montis blog you can see all solutioon

This is montis blog you can see all solution

This is

This is montis blog you can see all solution

This is montis blog you can see all solution

This is montis blog .you can see all solution

This is montis blog you can see all solution

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫

যে কোন ফ্রি blog বা website সাইট থেকে আয় করুন ১০০-১৫০ ডলার প্রতি মাসে (Trust Me) – like blogger

Ads by Techtunes - tAds
আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আসাকরি ভাল আছেন আমি আল্লাহর রহমতে ভাল। আজ অনেক দিন পরে টিউন লিখতে বসলাম। আমি এর আগে অনেক আইটি বিষয়ক টিউন করেছি আমার ব্লগের মধ্যে, আপনারা আমার ব্লগটি ঘুরলে দেখতে পারবেন। আমি আজকে আইটি বিষয়ক কোন টিউন লিখতে বসিনি। আমি আজকে বসলাম, অনলাইনে আয় সম্পর্কিত টিউন লিখতে। যারা এই online earning যগতে নতুন তারা একটু কস্ট করে সম্পূর্ন টিউনি পড়ুন। তো চলুন শুরু করি,
প্রিয় ভিজিটর আমার আজকের এই টিউন একবারে নতুনদের জন্য। আমার এই টিউন টি পড়ে আপনি যে কোন ফ্রি ব্লগ থেকে মাসে ১০০% ডলার আয় করতে পারবেন। ১০০% গ্যারেন্টেড। (যদি আপনার ব্লগে মাসে ৫-১০ হাজার বিজিটর আনতে পারেন।) ৫-১০ হাজার ভিজিটর প্রতিদিনেও আনতে পারেন, এটি খুবই সিম্পল।
প্রথমে কিছু কথা বলি, আপনি ব্লগারের মধ্যে একটি ফ্রি ব্লগ খুলেছেন এডসেন্স এর জন্য। (এডসেন্স সমপর্কে বিস্তারিত সবাই জানেন।) কিন্তু ৬ মাস বসে পরিশ্রম করার পরেও এডসেন্স পেলেন না। কারন এডসেন্স এর জন্য কোয়ালিটি সম্পুর্ণ ব্লগ বা ওয়েব সাইট দরকার হয়। কিন্তু আপনি হয়ত ঐ রমক মান সম্মত ব্লগ বা ওয়েব সাইট তৈরি করতে পারেন নি, তাই আপনি এডসেন্স পাননি। তাই বলে কি আপনি ইনকাম করতে পারবেন না, আপনার ইনকাম বসে থাকবে, আপনি অনলাইন থেকে আয় করার সপ্ন ছেড়ে দিবেন। কখনই না।
প্রিয় ভিজিটর একটি ফ্রি ব্লগ দিয়ে ও আপনি অনলাইন থেকে ভিবিন্ন ভাবে ইঙ্কাম করতে পারেন। তো আমি আজকে আপনাদের সাথে একটি ইনকামের পথ শেয়ার করব। পথটি হচ্ছে পপ-আপ এডস(pop up adds) হয়ত অনেকেই ব্যাপারটি বুঝতে পারেন নি। তো চলুন একটু বুঝিয়ে বলি। আপনি কোন একটি ওয়েব সাইটে গেলেন এবং সেখানে কোন একটি লিঙ্কের উপরে আপনি ক্লিক করলেন, সাথে সাথে দেখবেন একটি নতুন উইন্ডো ওপেন হয়। এটি হচ্ছে পপ-আপ এডস।{এখনো যারা বুঝতে পারেন নি, এসাইটে প্রবেশ করুন কোন একটি লিঙ্কের উপরে ক্লিক করুন তাহলে বুঝতে পারবেন।} আপনার ব্লগের যে কোন এডের সাথে আপনি এটি ব্যবহার করতে পারবেন।
এই পপ-আপ এডস ব্যবহার করার নিয়ম।
প্রথমে http://popcash.net এই সাইটে গিয়ে সাইন-আপ করুন। নিচের চিত্রের মত সব তথ্য সঠিক ভাবে দিন,
http://seobanglabd.blogspot.com
এবং IM এখানে আপনার Skype ID সিলেক্ট করুন। সব শেষে submit করুন। এখন আপনার মেইল বক্স চেক করুন, এবং মেইলে দেয়া লিঙ্কে ক্লিক করে আপনার একাউন্ট এক্টিভ করুন।
(নোটঃ full name দিবেন আপনার মাস্টার কার্ড এর মধ্যে যে নাম দিয়েছেন সেটা। না হলে টাকা তুলতে সমস্যা হতে পারে।) মাস্টার কার্ড না থাকলে এখানে ক্লিক করুন।
তারপর আপনার একাউন্টে লগইন করুন।  তারপর নিচের মত একটি ড্যাসবোর্ড আসবে।

এখান থেকে website ক্লিক করুন। add a new website এ ক্লিক করুন। এখন আপনি যে সাইট গুলিতে তাদের স্ক্রিপ্টি (এড) বসাতে চান সে সাইটের এড্রেস এখানে যোগ করুন। category থেকে আপনার ব্লগ যে রিলেটেড তা সিলেক্ট করুন। যদি আপনি adult কোন পপ-আপ দেখতে না চান তাহলে disallow তে ক্লিক করুন।

সব শেষে add website এ ক্লিক করুন।
এভাবে আপনার যত গুলি ওয়েব সাইট আছে সব গুলি এখানে যোগ করে দিন। ১-২ ঘন্টার মধ্যে তারা আপনার সাইট কে এপ্রুভ করবে। কোন সময় এক দিন লাগতে পারে।
এপ্রুভ হলে ড্যাস বোর্ড থেকে get code এ ক্লিক করুন। যে কোডটি পাবেন সেটি কপি করুন।
এবং আপনার ব্লগের মধ্যে এড করে দিন। ব্লগে কোড এড করতে blogger এর ড্যাসবোর্ড থেকে layout এ ক্লিক করুন তারপর add a getget এ ক্লিক করুন। html/JavaScript সিলেক্ট করুন  এবং যে কোডটি কপি করেছেন তা পেস্ট করুন। সেব এ ক্লিক করুন।
এখন আপনার কাজঃ
ব্লগে নিয়মিত ভিজিটর পাঠান। আপনার ব্লগের টিউন গুলিকে ভিবিন্ন ফেসবুক গ্রুপে টিউন করুন।এতে ভিজিটর বাড়বে। ফেসবুক,টুইটার, এর মত সোসাল সাইট গুলিতে শেয়ার করুন। এতে ভিজিটর বাড়বে।

নাম হল Text Ticker : এটির দ্বারা অফলাইনে টিভিতে যে রকম হেড লাইন যাই ঐ রকম হেড লাইন কম্পিউটারে করা যায়।

কেমন আছেন সবাই, আসাকরি ভাল আছেন আমি আল্লাহর রহমতে ভালই আছি।কিন্তু একটা ‍সফটওয়ার নিয়ে অনেক দিন হল ঝামেলায় আছি।সফটওয়ার টির নাম হল Text Ticker : এটির দ্বারা অফলাইনে টিভিতে যে রকম হেড লাইন যাই ঐ রকম হেড লাইন কম্পিউটারে করা যায়।কিন্তু সমস্যা হল সফটওয়ার টি ১৫ দিনের Trial ভার্ষন।কারো নিকট যদি এটির  (Serial key) সিরিয়াল কী অথবা (crack file)  থাকে তবে আমাকে শেয়ার করবেন।আমি নেট থেকে অনেক crack file নামিয়েছি কাজ হয় না।কারো নিকট যদি এটির ফুল ভার্ষস থাকে তবে শেয়ার করেন। শেয়ার করলে আমার খুব উপকার হয়।

Wondershare Video Editor সফটওয়ারে বাংলা লিখুন সহজেই (ভিডিও) আর আপনার ভিডিওকে করুন আরো গ্রহনযোগ্য।

আমরা অনেকেই চাই আমাদের করা যেকোন ভিডিও  এডিটিং এর সাথে বাংলা লিখা জুড়ে দিতে। যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি  তাই বাংলা ভাষা যদি ভিডিও এর সাথে জুড়ে  দেয়া  যায় তবে তার ইফেক্ট অনেক বেশি পরিমানে পড়বে এটাই স্বাভাবিক। ভিডিও এডিটিং যারা করেন তাদের মধ্যে যারা বিগিনিং লেভেলে আছেন তাদের মধ্যে Wondershare Video Editor সফটওয়ারটি খুবই জনপ্রিয়। কিন্তু আমরা অনেকেই এই  সফটওয়ারটি দিয়ে বাংলা লিখতে যেয়ে সমস্যায় পড়ি। সাধারনত যারা 'অভ্র কি বোর্ড' এর সাহায্যে বাংলা লিখতে চাই Wondershare Video Editor সফটওয়ারটিতে তারাই বেশি সমস্যায় পড়ি। দেখা যায় যা লিখতে চাচ্ছি তা সঠিকভাবে সফটওয়ার এর ডিসপ্লেতে শো করছে না। তো এই সমস্যার সমাধান হিসেবে আমার এই টিউটোরিয়ালটি। যদি এটা আপনাদেরকে সামান্য সাহায্য করে থাকে তবেই আমার স্বার্থকতা।
যদি বিষয়টা নিয়ে আগে টিউন করা হয়েই থাকে তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমি নিজে অনেক যায়গা ঘুরেও এই সসমস্যার সমাধান পাই নাই। তাই সবার জন্য একটা সাহায্য মূলক টিটোরিয়াল নিজেই বানিয়ে ফেললাম। নিচে আমি সরাসরি টিটোরিয়ালটির ইউটিউব লিং দিয়ে দিয়েছি। খুব সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি বিষয়টা। আশা করি আপনাদের উপকারে আসবে।
যদি কোন বিষয় বুঝতে সমস্যা হয় তবে আমাকে ইমেইল করতে পারেন। আমার ইমেইল fozlerabbishafi@gmail.com 
তো আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফিয।
How to write bangla in wondershare video editor by using bijoy bayanno.

★৫০ জিবি DROPBOX একাউন্ট নিন ফ্রিতে যত ইচ্ছা যত বার। টাইম টু আপগ্রেড ইউর ড্রপবক্স একাউন্ট। সবাই পারবেন এবার ফ্রিতে লুফে নিন আর দেরি কেন????

যারা জানেন তারা দেখলে দেখতে পারেন আমার ভুল হচ্ছে কিনা। যারা জানেন না তারা অবশ্যই দেখবেন কারণ আজকাল অনলাইনে বিভিন্ন প্রয়োজনীয় বা গোপন নথিপত্র রাখার জন্য আমাদের মধ্যের অনেকেই নিরাপদ ফাইল স্টোরেজ খুঁজছেন বা খুঁজে পেলেও হাজার পলেছি। যেমন :- ড্রপবক্স।

ড্রপবক্সের নাম শুনেন নি এমন কম পাবলিক আমার এই টিউন পড়ছেন। ড্রপবক্স অনলাইন ক্লাউড  স্টোরেজ। এটি আমার দেখা বেষ্ট ক্লাউড স্টোরেজ। এখানে আপনি আপনার যাবতীয় দরকারি ফাইল আপলোড দিয়ে রাখতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে ফ্রি ইউজার দের জন্য মাত্র ২ জিবি ফাইল স্টোরেজ দেয়। প্রব্লেম ইজ হেয়ার! :p


এখন আমি ২ জিবি থেকে ৫০ জিবিতে আপগ্রেড করা শিখাবো তাও আবার ফ্রিতে কোন রেফারাল লিংক ছাড়াই। এমনি ৫০ জিবি আছে তাই আপনাদের আর হয়রানি করলাম না। :p

যা যা লাগবে :-

১. রুটেড Android ফোন

২. কাস্টম রিকোভারি ইন্সটলেড। (যেমন :twrp,cwm,carliv touch recovery, cot, ইত্যাদি)

৩. Dropbox.apk, dropbox cwm.zip এই দুইটি ফাইল।


বেশির ভাগ মদনটেক থুক্কু মিডিয়াটেক ডিভাইজ আমরা ইউজ করে থাকি তাই রুট এর জন্য framroot,kingroot ইউজ করতে পারি। আর কাস্টম রিকোভারির জন্য আমরা মোবাইল চাচা মানে আংকেল টুল আপ + মিডিয়াটেক চিপসেট ভার্শন অনুযায়ী (চেক করবেন cpu z.apk দিয়ে)  স্কেটার ফাইল টি নামিয়ে মিয়ে রুট ফোল্ডারে রেখে recovery. img file ফ্লাশ করতে পারি অথবা sp flash tool দিয়ে ও কাজ তা সহজে করতে পারি। একটু গুগল করলেই পারব। তা না হলে টিউনমেন্ট করেন আমি বলে দেয়ার চেষ্টা করব।


আর অন্য সব ডিভাইজের একেক নিয়ম তাই দু:খিত উল্লেখ করা গেলনা।
download dropbox.apk
dropbox cwm flashable.zip

DROPBOX.APK, FLASHABLE DROPBOX.ZIP FOR CWM এপ্স দুইটি ডাউলোড করে আপনার ফোনের রুট ফোল্ডার (মানে সব ফোল্ডারের বাইরে sd card এর)

তারপর dropbox.apk ইন্সটল দিন। ডান দিন ওপেন করবেন না। আগের কোন ড্রপবক্স এর জড়গুষ্টি থাকলে তাদের সাফ করে নিবেন।

তারপর ফোন টি রিকোভারি মোডে অন করুন। এক এক ডিভাইজের রিকোভারি মোডে যাবার নিয়ম একেক রকম।  বেশিরভাগ ডিভাইজ এ (vol up)+ (home) + (power) button চাপলে হয়।

যাবার পর install বা install zip from sd card সিলেক্ট করে dropbox cwm.zip ফাইল টা দেখিয়ে দিন তার পর ফ্লাশ হয়ে গেলে REBOOT, REBOOT NOW দিয়ে ফোন রিবুট করুন।

Android is upgrading দেখাবে নো প্রব্লেম একটা সিস্টেম আপ বৃদ্ধির জন্য প্রদর্শিত হবে এই লেখা টি। তারপর আপনি আপনার একাউন্ট দিয়ে sing in করুন। যাদের নেই তারা  মেইল, নেইম,পাসওয়ার্ড sing up করুন।

তারপর যে মেইল দিয়ে sing in  করলেন সেই মেইলের ইনবক্স এ  গিয়ে দেখুন আপনি একটা মেইল পেয়েছেন উপরের ছবির মত। 50gb free storage ক্লেয়িম এর জন্য। ক্লেয়িম এ ক্লিক করুন।



একটা ব্রাউজার দিয়ে Dropbox.com/gs এরকম এড্রেসে যাবে। আপনি যে কোন পাঁচটি কাজ complete করুন।

১.আপনার কম্পিউটারে ড্রপবক্স ইন্সটল দিয়ে লগিন করুন ঐ একাউন্ট দিয়ে।

২.একটি ফোল্ডার তৈরি করুন কিছু ফাইল আপলোড দিন তাতে।

৩. ফোল্ডার টি সেয়ার করুন ফ্রেন্ডদের সাথে।

৪.কিছু ফ্রেন্ড দের ইনভাইট করুন। যে কোন দুই জন আপনার রেফারাল লিংক থেকে ড্রপবক্স ইন্সটল করে লগিন করলেই হবে।
উপরে আমি আমার মেইলের ড্রাফট থেকে আপনাদের রেফারাল লিংক সেয়ারের ছবি দিয়েছি বোঝার সুবিধার জন্য।

ব্যাস এই ৪ টি ধাপ অনুসরণ করলেই ৫ টি কাজ সম্পূর্ণ হবে।


তারপর ফিরতি মেইলে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনি ৫০ জিবি ফ্রি স্টোরেজ earn করেছেন।
যে ব্রাউজার টি দিয়ে যাবেন সেই ব্রাউজার দিয়ে লগিন করা থাকতে হবে আপনার ড্রপবক্স একাউন্ট টি।

ব্যাস!!! আপনি এভাবেই আপনার যে কোন ড্রপবক্স একাউন্ট আপগ্রেড করতে পারবেন।



বিশেষ দ্র:ষ্টব্য: আপনি এই কাজ গুলো করার সময় dropbox app টি আপডেট দিবেন না বা ইন্সটল করবেন না। খুব সাবধানে কাজ গুলো করুন। সাধারণ জিপ ফাইল ফ্লাশ করতে গিয়ে আপনার ফোন ব্রিক করাইয়া আমায় দায়ি কইরেন না। নিজ দায়িত্বে করুন।

আপনার কম্পিউটারের HD Screen Record করুন মাএ ৫ এমবির সফটওয়্যার দিয়ে

আশা করি সবাই ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের মাজে যে সফটওয়ার শেয়ার করবো তার নাম হল Apowersoft Screen Recorder এই সফটওয়ারটি স্ক্রিন রেকর্ড করার জন্য খুবই কার্যকারী। সফটওয়ারটি একদম ফ্রি।তাই কোন সিরিয়াল কি এর দরকার পরে না। আপনারা শুধু ডাউনলোড করবেন সেটাপ দিবেন আর ব্যবহার করবেন এতটুকুই কাজ।

Apowersoft অনলাইন স্ক্রিন রেকর্ডার আপনি বিনামূল্যে জন্য উইন্ডোজ এর ভিডিও এবং অডিও রেকর্ড করতে পারবেন! এটা ব্যবহার করা খুবই সহজ এবং আপনি অডিও ক্যাপচার ও ভিডিও স্কাইপ এবং Gchat মত প্রোগ্রাম থেকে সরাসরি রেকর্ড করতে পারবেন। Apowersoft স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি আপনার ডেস্কটপ রেকর্ড স্ক্রিনশট নিতে, বা অডিও রেকর্ড করতে পারবেন।

আপনি সম্পূর্ণ পর্দা, নির্দিষ্ট অঞ্চলে রেকর্ডিং থেকে নির্বাচন করতে পারেন পর্দা রেকর্ড বিকল্প, মাউস ইত্যাদি প্রায় ফোকাস, বা ওয়েব ক্যাম ইনপুট নিতে, অডিও জন্য আপনি রেকর্ড ডেস্কটপ শব্দ বাছাই করতে পারেন। এছাড়া আপনার মাইক্রোফোন মাধ্যমে কথা বলে, বা উভয় একত্রিত. আপনি অডিও MP3 জন্য, OGG, WMA, বা WAV নির্বাচন করা যাবে যখন, HD, WMV, MP4, MKV, এবং FLV সহ রেকর্ড করতে নয়টি বিভিন্ন ভিডিও ফরম্যাটে মধ্যে নির্বাচন করতে পারবেন।

প্রধান কার্যাবলী:

  • একটি বোতাম ক্লিক সঙ্গে আপনার কম্পিউটারের পর্দায় রেকর্ড
  • ভিডিও এবং অডিও রেকর্ড সীমাহীন পরিমাণে
  • সিস্টেম এবং মাইক্রোফোন সাউন্ড উভয় ক্যাপচার
  • যাহা চান স্ক্রিনশট নিন
  • তার শক্তিশালী সহজ সম্পাদনা ফাংশন দ্বারা পোলিশ ভিডিও
  • যে কোন ফরম্যাটে আপনার ভিডিও রূপান্তর
কোন ধরনের ভ্যাজাল ছারা সফটওয়্যারটি ডাউনলোড করুন

টাকা খরচ করে মোবাইল ফোনে কথা বলবেন কেন? এখন থেকে ফ্রি আনলিমিটেড কল করুন দেশে বিদেশে সবখানে!!! ২৪ ঘন্টা এবং ৩৬৫ দিন!! :-D দেশজুড়ে যেকোনো মোবাইলে/ল্যান্ডফোনে ফ্রিতে যেকোন সময় যতখুশি তত কথা বলুন!! টাকার সাশ্রয় করুন। :-D এবার হবেই বাজিমাত!!!!!

আমরা আজকাল অনেকেই ইন্টারনেট ব্যবহার করার উপর বেশ জোড় দিয়েছি কিন্তু যদি ইন্টারনেট থেকে ফ্রি কল করা যেত অনেকটা লাভ হত। কারন আমাদের তো ইন্টারনেট ব্যবহার করতেই হয়। পাশাপাশি কল করার সুবিধাটা পাওয়া গেলে অনেক লাভ হত।
আমি অনেকদিন খোজ করার পর আজ একটি ওয়েব সাইটের দেখা পেলাম যে টা থেকে সত্যিই ফ্রি কল করা যায়। আরো অনেক সাইটের খোজ পেয়েছি কিন্তু ফ্রি বটে আগে তাদের একটা প্যাকেজ কিনতে হয়। এটা আমাদের জন্য ঝামেলা কারন কিনতে চাইলেও আমাদের ক্রেডিট কার্ড আছে কয়জনের।
এই টিপসটি প্রথম আমি পেয়েছিলাম অন্য একটি ব্লগে।কিন্তু তখন আমি নিজেই টিপসটি প্রয়োগ করতে পারিনি।কত চেষ্টা করেছি তাও ফ্রি কল যায় না।আমি ভাবলাম যে এটি ভুল টিপস।কিছুদিন আগে কি মনে করে যেন আবার ট্রাই করলাম।ওমা! এবার দেখি ঠিকঠাক সব হলো !!আসলে ফ্রি কলের সেবাগুলো মোবাইল অপারেটরগুলো টের পেয়ে ব্লক করে দেয়।যার কারনে অনেক সময় ইন্টারনেট থেকে ফ্রি কল করতে গেলে আমরা অনেক সময় বাধাপ্রাপত হই আর ভাবি আসলে এটি ভুয়া
যাই হোক এবার বলি কিভাবে ফ্রি কল করা যায়। আমি এটা আগে পরীক্ষা করে নিয়েছি। প্রথমে ওয়েলিংটনে আমি কল করেছি এর জন্য।
ফ্রি কল করার জন্য প্রথমে নিচের লিঙ্ক থেকে Software টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড (ক্লিক করুন)
এবার ফাইলটিতে ডাবল ক্লিক করে ইন্সটল করুন।
নোট: এটি সম্পুর্ণ ভা-ইরাস মুক্ত। (টেস্টেড) তবুও যদি সেটাপ দিতে সমস্যা হয় অথবা প্রোগ্রাম ওপেন না হয়, তাহলে এন্টি-ভা-ইরাস অফ করে রাখুন অথবা আন-ইন্সটল করে ফেলুন :)। কারণ সফটওয়্যারটি প্যাচ (Patch) করা এবং BTRC এর লাইন ব্লকের কারণে ঝামেলা হতে পারে। :)

ইন্সটল করার পর স্টার্ট মেনু থেকে PirateBOXcall এপ্লিকেশন ওপেন করুন এবং মজা লুটেন!! 😀 😀
যে নাম্বারে কল করতে চান সে নাম্বার লিখে এন্টার করুন। পিসিতে মাইক্রোফোন না থাকলে From Number এর জায়গায় আপনার একটা ফোন নাম্বার এবং To Number এর জায়গায় যাকে কল করতে চান তার নাম্বার লিখে Call বাটনে ক্লিক করুন। ৫ মিনিটের মধ্যে আপনার ফোনে একটা কল যাবে। কল রিসিভ করে যাকে কল করতে চান তার নাম্বার আবারও ডায়াল করুন। সর্বোচ্চ ৩০ মিনিট কথা বলা যাবে। এরপর আবার কল করে কথা বলতে পারবেন। 😀
পরের টিউনে দেখা হবে! :) সবাই ভালো থাকবেন! :*
সমস্যা হলে নিচের টিউন ফলো করুনঃঃ
কয়েকদিন আগে আমি একটা টিউন করেছিলাম ফ্রিতে কল করার উপর। কিন্তু অনেক মানুষ একসাথে ট্রাই করার ফলে বাংলাদেশিদের জন্য এটি বন্ধ করে দেয়া হয়। :(
এজন্য অনেকে ট্রাই করে হতাশ হন। আবার Failed to Extract file সমস্যারও মুখোমুখি হন। অনেকের আবার ব্রাউজারে সমস্যা হয়েছে। তাঁদের সবার জন্য আমি সমাধান নিয়ে এসেছি। 😀 😀
এ সমস্যার সমাধানের জন্য প্রথমে নিচের লিঙ্ক থেকে DNS changer ডাউনলোড করুন।
লিঙ্ক
এবার ফাইলটি ওপেন করুন।
Select Network Adapter : All Network Adapter
Choose a DNS Server : 1. US - Google Public DNS
এইরকম সিলেক্ট করে তারপর বামদিকে Apply DNS এ চাপুন। 😀
নিচের ছবি ফলো করবেন।

ফ্রী!! জলদি করুন, ফ্রীতে নিয়ে নিন ১০০ জিবি অনলাইন স্পেস, যা বাড়াতে পারবেন ৬০০ জিবি পর্যন্ত


যেকোন সময় আপনার হার্ডডিস্ক নষ্ট হতে পারে, হারাতে পারেন অতি মূল্যবান ডকুমেন্টস, ফাইল, সফটওয়ার। অনেকে আবার গেমস ও মুভি সংগ্রহ করেন, হারাতে পারেন সেগুলোও। তাই, বুদ্ধিমানের কাজ হলো সেগুলোকে অনলাইনে তুলে রাখা। কিন্তু আপনারা জানেন জনপ্রিয় অনলাইন স্টোরেজ কপি দেয় মা্ত্র ১৫ জিবি যা অনেকের জন্যেই যথেষ্ট নয়, আবার কপির চাইতে জনপ্রিয় সাইট ড্রপবক্স দেয় মা্ত্র ২ জিবি। তাই প্রয়োজন বিকল্প খোজা। এভাবে খুজতে খুজতেই পেয়ে গেলাম Degoo। ডিগু দেয় ফ্রী ১০০ জিবি অনলাইন স্পেস যা অনেকের জন্যেই যথেষ্ট হবে, যদি না হয় - আপনি ফ্রীতেই স্পেস বাড়িয়ে নিতে পারবেন ৬০০ জিবি পর্যন্ত। এটার একটা অন্যতম সুবিধা হলো ড্রপবক্স বা কপির মত নির্দিষ্ট ফোল্ডারে রাখতে হয় না। আপনি পিসির যেকোন ড্রাইভ থেকেই আপলোড দিতে পারবেন।
রেজিস্ট্রেসন করে নিন এখান থেকে: Click Here
ইমেল-পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেসন করুন। রেজিস্ট্রেসন শেষে ডাউনলোড করে নিন, ইনস্টল করে লগইন করুন। এরপর যে ফাইল বা ফোল্ডার আপলোড করতে চান সেটা দেখিয়ে দিন। ব্যাস! হয়ে গেল!

ডাউনলোড করে নিন INTERNET SPEED METER PREMIUM (WORKING) রুট আনরুট সবার জন্য

Ads by Techtunes - tAds






টেকটিউনস এর বড় ছোট ভাই সকলকে জানাই আমার হৃদয়ের অন্তস্থল থেকে উষ্ণ শান্তির বার্তা আসসালামু আলাইকুম।

আমি এতদিন যাবৎ সাহস করে আপনাদের মত বস পাবলিকদের সামনে ক্ষুদ্র কিছু তুলে ধরার সাহস পাইনি। যদিও টেকটিউনস এর মত বৃহৎ ব্লগের সাথে বছর খানেক আগেই পরিচিত।



যাই হোক আমি আমার প্রথম ছোট্ট টিউনের মাধ্যমে আপনাদের আজ জনপ্রিয় সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব। যদিও আপনারা সবাই এর সফটওয়্যার এর সাথে দীর্ঘদিন ধরে পরিচিত। সফটওয়্যারটির  নাম - INTERNET SPEED METER PREMIUM



টেকটিউনস সহ বিভিন্ন ছোট বড় ব্লগ সাইট যেমন : এপিকে মানিয়া, অনহেক্স ইত্যাদিতে এই সফটওয়্যার টা অনেকেই খুঁজে পাবেন। আমি শিকার করছি এই নিয়ে বহুত টিউনার ভাইয়া অসংখ্য টিউনও করেছেন। তবে আমি নিজেই হয়রানির শিকার হয়েছি। LUCKY PETCHER দিয়ে petch করে আগে চালাইতাম। এখন সব পথ বন্ধ। তাদের সার্ভার আপগ্রেড এর কারণে অনেকেই আমরা LITE ভারশন টি ব্যবহার করি যা অতি বিরক্তিকর এবং কোন রকম কাস্টমাইজেশন ছাড়া। সারাক্ষণ উঠেই থাকে স্পিড মেটারের ওই জিরো।


আজ তাই অনেক খুঁজে সমাধান নিয়ে হাজির হলাম। রুটেড, আনরুটেড সকল এন্ড্রয়েড ভার্শন এ চলবে কোন রকম প্যাচ এর ঝামেলা ছাড়া। তবে হ্যাঁ অবশ্যই এই এপ্স লাইসেন্স চেক করার  জন্য আপনাকে একটি জিমেইল আইডি দিয়ে প্লে স্টোরে লগিন ইনেবল করা থাকতে হবে।

DOWNLOAD করুন সফটওয়্যার টি

ডাউনলোড় করুন Aurora 3D Text & Logo Maker (Portable Version) এবার আপনিও হন একজন লগো ডিজাইনার 2

আশা করি সবাই ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের মাজে যে সফটওয়ার শেয়ার করবো তার নাম হল - Aurora 3D Text & Logo Maker এবং এটি পোর্টেবল ভার্সন। আমাদের যাদের ওয়েবসাইট বা ব্লগ আছে তাদের জন্য আমি মনে করি খুবই দরকারি। কারন এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগ বা ফেইসবুকের জন্য লগো তৈরি করতে পারবেন। ইচ্ছা করলে Fiverr এ কাজ করতে পারবেন।

Aurora 3D Maker দ্রুত ও অনায়াসে তৈরি করতে পারবেন অদ্ভূত সুন্দর ও চিত্তাকর্ষক 3D গ্রাফিক্স, উচ্চ মানের পাঠ্য এবং লোগো এমনকি টেকনিক্যালি অনভিজ্ঞরা ও পারবেন 3D লেখা ও লোগো তৈরি করতে। এই সফ্টওয়্যার মধ্যে রয়েছে কম্পানির নির্মিত শত শত টেমপ্লেট,যা দিয়ে আপনি প্রতিচ্ছবি এবং অঙ্গবিকৃতি অঙ্গবিন্যাস মত আকর্ষণীয় প্রভাব একটি অগণ্য সুবিধা গ্রহণ করতে সক্ষম হবেন। অথবা আপনি যদি চান, আপনি আপনার নিজের ছবি ইনপুট ও তার পরিবর্তন করুন এবং আপনার অনন্য নকশা চাহিদা পূরণ করতে পারবে।এছড়া ওয়েবসাইট এবং আপনার সিনেমা জন্য মিনিটের মধ্যে 3D টেক্সট ইফেক্ট এবং লোগো অ্যানিমেশন তৈরি করতে পারবেন।

3D লেখা ও লোগো মেকার স্বনির্ধারিত. সামঞ্জস্যবিধান মাপ এবং আকার, ছবি, এবং জুম আউট, আলো পরিবর্তন করা যাবে। অবার 3D লেখা ও লোগো মেকার আপনি PNG, JPG, BMP, XPM, পিপিএম, এবং সর্বাধিক নমনীয়তার জন্য TIFF ফাইল হিসাবে আপনার ফলাফল রপ্তানি করতে দেয়, এবং অ্যানিমেশন আপনি ভিডিও, GIF, SWF এবং ছবিটি ক্রম থেকে রপ্তানি করতে পারেন .
"কোন ধরনের ভ্যাজাল ছারা সফটওয়্যারটি ডাউনলোড করুন"

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

মোবাইল ফোন পানিতে ভিজে গেলে যা করণীয় আপনার!

সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম।আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশা করি ভালই আছেন।ভাল থাকুন,সুস্থ থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের টিউন শুরু করছি।
বর্ষাকাল তো বটেই, অন্য সময়েও কিন্তু বিভিন্নভাবে সাধের মোবাইল ফোনটি পানিতে ভিজে যেতে পারে। দামি স্মার্টফোন পানিরোধি হলেও অধিকাংশ স্মার্টফোন কিংবা ফিচার ফোনেই এই সুবিধা নেই। আর তাই একবার পানিতে ভিজলে ফোনটির ভেতর পানি প্রবেশের সম্ভাবনাও প্রবল। তবে পানিতে ভিজে গেলে দ্রুতই যদি কিছু ব্যবস্থা নেওয়া যায়, তাহলে সাধের মোবাইল ফোনটিকে অকেজো হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব। কী সেগুলো? চলুন দেখে নেওয়া যাক-
১. ফোন বন্ধ করুন: স্মার্টফোনই হোক আর ফিচার ফোনই হোক, পানিতে ভিজে গেলে প্রথমেই ফোনটি বন্ধ করে ফেলুন। এর কারণ হলো ফোন চালু থাকলে এর ভেতরের সার্কিটগুলো সক্রিয় থাকে যার মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করে। তবে সেখানে পানি প্রবেশ করলে শর্ট সার্কিট হয়ে পুরো মাদারবোর্ড নষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে। আর এরকমটি হলে ফোনটি একেবারেই অচল হয়ে যাবে। তবে ফোনের ডিসপ্লে বন্ধ থাকা অবস্থায় যদি পানিতে ভিজে যায়, তাহলে পানি থেকে সরিয়ে প্রথমেই পাওয়ার বাটন চেপে ডিসপ্লে অন করুন এবং এরপর ফোন বন্ধ করুন।
২. বাতাসে শুকাতে দিন: ফোনের ব্যাটারি অপসারণযোগ্য হলে ব্যাটারিটি খুলে ফেলুন। এরপর ফোনটি বাতাসে শুকাতে দিন। সিম কার্ড কিংবা মাইক্রোএসডি কার্ড থাকলে তাও খুলে ফেলুন। অন্যান্য কাভার কিংবা ব্যাকপার্টটিও সরিয়ে নিন যাতে করে ফোনে বাতাস প্রবেশ করতে পারে।
৩. ড্রায়ার ব্যবহার করে শুকাবেন না: ফোনের ভেতরটা দ্রুত শুকাতে ড্রায়ার ব্যবহার করবেন না। এতে করে ড্রায়ারের গরম বাতাসে ভেতরর কমপোনেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে।
৪. চাল এবং সিলিকা ব্যবহার করুন: জলীয় পদার্থ শুষে নিতে চাল এবং সিলিকা জেল দারুণ কার্যকরী। তাই আপনার আর্দ্র ফোনটি এক বাটি চালের ভেতর গুঁজে রাখতে পারেন। এতে করে ফোনের ভেতরে থাকা পানি চাল শুষে নেবে। আর ভেতরে একেবারেই পানি থাকবে না। চালের পাশাপাশি চাইলে সিলিকা জেলও ব্যবহার করতে পারেন। চালের তুলনায় এটি এটি একটু বেশি কার্যকরী। উভয়ক্ষেত্রেই ভাল ফল পেতে চাইলে ২-৩ দিন ধরে চাল কিংবা সিলিকা জেলের মধ্যে ফোনটিকে রাখতে হবে।
৫. ফোন চালু করুন: ফোনের ভেতরের কোন কমপোনেন্ট যদি ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে এবার আপনার ফোনটি চালু হবে। আর যদি চালু না হয়, সেক্ষেত্রে ফোনটি সার্ভিসিংয়ের মাধ্যমে ঠিক করা যেতে পারে।

তৈরি করুন সুন্দর একটি ফ্রি ব্লগস্পট সাইট

আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি সাইট বানাবেন, যারা সি এস এস, আর এস এস, এইচ টি এম এল যানেন না তারাও খুব সুন্দরভাবে সাইট বানাতে পারবেন। আর এইসব কিছুর যতটুকু দরকার হবে ততটুকু আপনারা আশা করি আমার ধাপ বাই ধাপ টিউন পরলেই বুঝতে পারবেন।
এর যেহেতু আমি প্রথম থেকে শুরু করছি তাই আজ কে থাকছে কিভাবে আপনারা এইটি সাইট এর ফ্রি ডোমেইন নেবেন আর আপনার ফ্রি ওয়য়েবসাইট বানাবেন।

সাইট নির্বাচন 

আমরা যখন একটা ফ্রী সাইট বানাবো তখন আমাদের কে এটা নির্বাচন করতে হবে কোথায় থেকে আমরা এটা বানাবো। blogspot নাকি  wordpress ?
আগে এই দুই সাইট এর কিছু তুলনা দেখি
১। blogspot আর  wordpress দুটাই ফ্রী
২। দুটাই খুব জনপ্রিও
৩। wordpress এ অনেক ফিচার বেশি আর এটা বেশীর ভাগ ভাল সাইট ইউস করে। কিন্তু ফ্রি সাইট এর ক্ষেত্রে এটা কাস্টম টেমপ্লেট ডাউনলোড করতে দেয় না। আর সাথে আমরা ফ্রি সাইটে এইচ টী এম এল ইডিট করতে পারবো না।
৪। blogspot ফ্রি সাইট এর ক্ষেত্রে এটা কাস্টম টেমপ্লেট ডাউনলোড করতে দেয়। আর সাথে আমরা ফ্রি সাইটে এইচ টী এম এল ইডিট করতে পারবো।
আমি যেহেতু বেসিক html ইউস করে সুন্দর সাইট বানানো দেখাবো তাই আমি blogspot সাইট থেকেই বানানো দেখাবো।

সাইট বানানোর নিয়ম 

এর জন্য একটা জিমেইল একাউন্ট খুলুন। আশা করি যারা সাইট বানাবেন তাদের জিমেইল একাউন্ট আছে। থাকলে একাউন্ট করে নিন।

এখন অই একাউন্ট থেকে লগ ইন করে  ব্লগার একাউন্ট  এ প্রবেশ করুন। চিত্রের মত যায়গায় গিয়ে ইংলিশ english  সিলেক্ট করুন


create a limited profie picture এ ক্লিক করুন
এবারে আপনি যা নাম, মানে লেখকের নাম কি দিতে চান তা লিখে  continue এ ক্লিক করন, আমি আমার নাম দিলাম
এবারে new blog  এ ক্লিক করুন
এইবারে যে পেজ টি আসবে আপনারা সেখানে একটা title  set করুন। তারপর পরের  ঘরে address দিন। এটাই হবে আপনার সাইট এর address . যে address দেবেন তার সাথে  .blogspot.com যুক্ত হবে। এর পর  simple tamplate select করে create blog  এ ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ। আপনার সাইট তৈরি আমার সাইট টি কেমন দেখাবে তা দেখার জন্য যে address  দিয়েছিলেন সেই লিঙ্ক এ প্রবেশ করলেই দেখতে পারবেন। এছাড়া অপশন আসলে কিছু টিউন করতে পারেন
তো আজ এই পর্যন্ত।

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫

iPhone'এর গ্রুপে Download iOS firmware file for iPhone

http://www.iphonehacks.com/download-iphone-ios-firmware
http://www.ipswdownloader.com/
https://www.facebook.com/groups/186817654821230/

Advance Level এর ওয়েব পেইজ ডিজাইন করুন! খুব সহজেই Wireframing Tools এর সাথে।

আসালামওলাইকুম!
আশাকরি সবাই ভাল আছেন। এটা আমার প্রথম টিউন। ভুলগুলো ক্ষমার নজরে দেখবেন।
আমি শিখছি আর তা থেকে সবার সাথে শেয়ার করার চেষ্টা করছি। জানিনা এই টিউন আপনাদের কতটা
উপকারে আসবে। আর যদি এই রকম টিউন আগে কেউ করে থাকেন, তাহকে আমি তার কাছে ক্ষমাপার্তি।
আর কথা বাড়াচ্ছিনা, কাজের কথায় আসি।
Google এ search দিলে অনেক wireframe পাওয়া।
আমি আপনাদের একটা wirefram tools সাথে পরিচয় করিয়ে দেব, যেটা দিয়ে আপনারা খুব সহজেই একটি
সুন্দর এবং সেরা ওয়েব পেইজ বানিয়ে পেলতে পারেন।
Wireframe এর নাম হল Mockflow। Mockflow এখানে গিয়ে রেজিস্টেশন করে নিন।
Mockflow একটি Wireframe যেখানে আপনি আপনার চিন্তা-ভাবনা প্রয়োগ করে করে আপনিও বানাতে পারেন সেরা ওয়েব পেইজ।
Mockflow দিয়ে দুই ভাবে পেজ তৈ্রী করতে পারবেনঃ
  1. Mockflow >htm
Mockflow দিয়ে আপনার চিন্তা ভাবনাকে সরাসরি html এ coding করে রূপান্তর করেতে পারেন।
2.mockflow >photoshop >html
আপনার পেইজ কে আরো দৃষ্টিনন্দন করার জন্যে এ পদ্দতি আবল্মবন করতে পারেন।
প্রথমে mockflow দিয়ে আপনার সৃষ্টিকৃ্ত সব পটো, আইকন, লগো, বেনার ইত্যাতি দিয়ে সুন্দর একটি পেইজ আকবেন।
পরে photoshop দিয়ে আপনার সৃষ্টিকৃ্ত সব পটো, আইকন, লগো, বেনার ইত্যাতি add করে সেটা PSD file তৈ্রী করবেন। এর পর সেটাকে html এ রুপান্ত্ করবেন।
আপনেকে অবশ্যই PSD to HTML জানতে হবে।
Step By Step:

Login

লগইন করার পর। add project এ জান…

অল্প লোড করবে।

এখানে আপনার চিন্তা ভাবনা প্রয়োগ করুন…

আমার তৈরী করা wirefram and PSD file....




ব্যবহার করেন দেখুন ওয়েব পেইজ ডিজাইন আপনার কাছে কেমন সহজ লাগছে।
ভাল পেইজ বানাতে হলে আপনাকে HTML,CSS,CSS3,HTML5 and Bootstrap ভালভাবে জানতে হবে।
শুভকামনা রইল……

ফেসবুক থেকে খুব সহজে নিজের বা বন্ধুদের ফটো অ্যালবাম ডাউনলোড করুন 19

আপনি হয়ত বলবেন ফেসবুক থেকে ছবি ডাউনলোড করা এ আবার নতুন কি জিনিস !!! ছবির নিচে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করলেই তো হয় !! এভাবে আপনি হয়ত ফেসবুক অ্যালবাম এর প্রত্যেকটা ছবি আলাদা আলাদা ডাউনলোড করতে পারেন !!!  কিন্তু আপনি কি পুরো ফেসবুক ফটো অ্যালবাম একসাথে ডাউনলোড করতে পারেন ???   যারা পারেন না তাদের জন্য আমার আজকের টিপসটি ।
আসুন তাহলে দেড়ি না করে টিপস টি জেনে নেই । প্রথমে আপনাকে  facebook2zip.com নামে ওয়েবসাইট এ যেতে হবে ।
তারপর Login with facebook বাটন এ ক্লিক করুন । নিচের ছবি গুলোতে ধাপে ধাপে দেখানো হলঃ
তারপর ফেসবুক এ লগ ইন করে Go to app এ ক্লিক করুন ।
তারপর আপনি Choose a friend নামে একটি অপশন পাবেন । আপনার নিজের ফেসবুক অ্যালবাম পিকচার ডাউনলোড করতে নিজের নাম এ ক্লিক করুন ।
আর অন্য কোন বন্ধু দের ফটো অ্যালবাম ডাউনলোড করতে one your friends  এ আপনার ফেসবুক ফ্রেন্ড এর নাম লিখুন । তারপর Next এ ক্লিক করুন ।
তারপর আপনার অ্যালবাম সিলেক্ট করুন ।
CTRL চেপে একাধিক অ্যালবাম সিলেক্ট করতে পারবেন । অথবা Select all of your friends অপশন এ ক্লিক করে সব অ্যালবাম একত্রে সিলেক্ট করতে পারবেন । তারপর ডাউনলোড এ ক্লিক করুন ।
তারপর আপনার ডাউনলোড লিংক process হতে একটু সময় নিবে ।
অল্প সময়ের ভিতরে আপনার ডাউনলোড লিংক তৈরি হবে । তারপর Download এ ক্লিক করুন ।
তারপর আপনার কম্পিউটার এ সেভ করুন । সব অ্যালবাম একটি zip ফাইল আকারে সেভ হবে । তারপর Unzip করে নিন ।

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫

যে কোন ফ্রি blog বা website সাইট থেকে আয় করুন ১০০-১৫০ ডলার প্রতি মাসে (Trust Me) – like blogger

Ads by Techtunes - tAds
আচ্ছালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই, আসাকরি ভাল আছেন আমি আল্লাহর রহমতে ভাল। আজ অনেক দিন পরে টিউন লিখতে বসলাম। আমি এর আগে অনেক আইটি বিষয়ক টিউন করেছি আমার ব্লগের মধ্যে, আপনারা আমার ব্লগটি ঘুরলে দেখতে পারবেন। আমি আজকে আইটি বিষয়ক কোন টিউন লিখতে বসিনি। আমি আজকে বসলাম, অনলাইনে আয় সম্পর্কিত টিউন লিখতে। যারা এই online earning যগতে নতুন তারা একটু কস্ট করে সম্পূর্ন টিউনি পড়ুন। তো চলুন শুরু করি,
প্রিয় ভিজিটর আমার আজকের এই টিউন একবারে নতুনদের জন্য। আমার এই টিউন টি পড়ে আপনি যে কোন ফ্রি ব্লগ থেকে মাসে ১০০% ডলার আয় করতে পারবেন। ১০০% গ্যারেন্টেড। (যদি আপনার ব্লগে মাসে ৫-১০ হাজার বিজিটর আনতে পারেন।) ৫-১০ হাজার ভিজিটর প্রতিদিনেও আনতে পারেন, এটি খুবই সিম্পল।
প্রথমে কিছু কথা বলি, আপনি ব্লগারের মধ্যে একটি ফ্রি ব্লগ খুলেছেন এডসেন্স এর জন্য। (এডসেন্স সমপর্কে বিস্তারিত সবাই জানেন।) কিন্তু ৬ মাস বসে পরিশ্রম করার পরেও এডসেন্স পেলেন না। কারন এডসেন্স এর জন্য কোয়ালিটি সম্পুর্ণ ব্লগ বা ওয়েব সাইট দরকার হয়। কিন্তু আপনি হয়ত ঐ রমক মান সম্মত ব্লগ বা ওয়েব সাইট তৈরি করতে পারেন নি, তাই আপনি এডসেন্স পাননি। তাই বলে কি আপনি ইনকাম করতে পারবেন না, আপনার ইনকাম বসে থাকবে, আপনি অনলাইন থেকে আয় করার সপ্ন ছেড়ে দিবেন। কখনই না।
প্রিয় ভিজিটর একটি ফ্রি ব্লগ দিয়ে ও আপনি অনলাইন থেকে ভিবিন্ন ভাবে ইঙ্কাম করতে পারেন। তো আমি আজকে আপনাদের সাথে একটি ইনকামের পথ শেয়ার করব। পথটি হচ্ছে পপ-আপ এডস(pop up adds) হয়ত অনেকেই ব্যাপারটি বুঝতে পারেন নি। তো চলুন একটু বুঝিয়ে বলি। আপনি কোন একটি ওয়েব সাইটে গেলেন এবং সেখানে কোন একটি লিঙ্কের উপরে আপনি ক্লিক করলেন, সাথে সাথে দেখবেন একটি নতুন উইন্ডো ওপেন হয়। এটি হচ্ছে পপ-আপ এডস।{এখনো যারা বুঝতে পারেন নি, এসাইটে প্রবেশ করুন কোন একটি লিঙ্কের উপরে ক্লিক করুন তাহলে বুঝতে পারবেন।} আপনার ব্লগের যে কোন এডের সাথে আপনি এটি ব্যবহার করতে পারবেন।
এই পপ-আপ এডস ব্যবহার করার নিয়ম।
প্রথমে http://popcash.net এই সাইটে গিয়ে সাইন-আপ করুন। নিচের চিত্রের মত সব তথ্য সঠিক ভাবে দিন,
http://seobanglabd.blogspot.com
এবং IM এখানে আপনার Skype ID সিলেক্ট করুন। সব শেষে submit করুন। এখন আপনার মেইল বক্স চেক করুন, এবং মেইলে দেয়া লিঙ্কে ক্লিক করে আপনার একাউন্ট এক্টিভ করুন।
(নোটঃ full name দিবেন আপনার মাস্টার কার্ড এর মধ্যে যে নাম দিয়েছেন সেটা। না হলে টাকা তুলতে সমস্যা হতে পারে।) মাস্টার কার্ড না থাকলে এখানে ক্লিক করুন।
তারপর আপনার একাউন্টে লগইন করুন।  তারপর নিচের মত একটি ড্যাসবোর্ড আসবে।

এখান থেকে website ক্লিক করুন। add a new website এ ক্লিক করুন। এখন আপনি যে সাইট গুলিতে তাদের স্ক্রিপ্টি (এড) বসাতে চান সে সাইটের এড্রেস এখানে যোগ করুন। category থেকে আপনার ব্লগ যে রিলেটেড তা সিলেক্ট করুন। যদি আপনি adult কোন পপ-আপ দেখতে না চান তাহলে disallow তে ক্লিক করুন।

সব শেষে add website এ ক্লিক করুন।
এভাবে আপনার যত গুলি ওয়েব সাইট আছে সব গুলি এখানে যোগ করে দিন। ১-২ ঘন্টার মধ্যে তারা আপনার সাইট কে এপ্রুভ করবে। কোন সময় এক দিন লাগতে পারে।
এপ্রুভ হলে ড্যাস বোর্ড থেকে get code এ ক্লিক করুন। যে কোডটি পাবেন সেটি কপি করুন।
এবং আপনার ব্লগের মধ্যে এড করে দিন। ব্লগে কোড এড করতে blogger এর ড্যাসবোর্ড থেকে layout এ ক্লিক করুন তারপর add a getget এ ক্লিক করুন। html/JavaScript সিলেক্ট করুন  এবং যে কোডটি কপি করেছেন তা পেস্ট করুন। সেব এ ক্লিক করুন।
এখন আপনার কাজঃ
ব্লগে নিয়মিত ভিজিটর পাঠান। আপনার ব্লগের টিউন গুলিকে ভিবিন্ন ফেসবুক গ্রুপে টিউন করুন।এতে ভিজিটর বাড়বে। ফেসবুক,টুইটার, এর মত সোসাল সাইট গুলিতে শেয়ার করুন। এতে ভিজিটর বাড়বে।

নাম হল Text Ticker : এটির দ্বারা অফলাইনে টিভিতে যে রকম হেড লাইন যাই ঐ রকম হেড লাইন কম্পিউটারে করা যায়।

কেমন আছেন সবাই, আসাকরি ভাল আছেন আমি আল্লাহর রহমতে ভালই আছি।কিন্তু একটা ‍সফটওয়ার নিয়ে অনেক দিন হল ঝামেলায় আছি।সফটওয়ার টির নাম হল Text Ticker : এটির দ্বারা অফলাইনে টিভিতে যে রকম হেড লাইন যাই ঐ রকম হেড লাইন কম্পিউটারে করা যায়।কিন্তু সমস্যা হল সফটওয়ার টি ১৫ দিনের Trial ভার্ষন।কারো নিকট যদি এটির  (Serial key) সিরিয়াল কী অথবা (crack file)  থাকে তবে আমাকে শেয়ার করবেন।আমি নেট থেকে অনেক crack file নামিয়েছি কাজ হয় না।কারো নিকট যদি এটির ফুল ভার্ষস থাকে তবে শেয়ার করেন। শেয়ার করলে আমার খুব উপকার হয়।

Wondershare Video Editor সফটওয়ারে বাংলা লিখুন সহজেই (ভিডিও) আর আপনার ভিডিওকে করুন আরো গ্রহনযোগ্য।

আমরা অনেকেই চাই আমাদের করা যেকোন ভিডিও  এডিটিং এর সাথে বাংলা লিখা জুড়ে দিতে। যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি  তাই বাংলা ভাষা যদি ভিডিও এর সাথে জুড়ে  দেয়া  যায় তবে তার ইফেক্ট অনেক বেশি পরিমানে পড়বে এটাই স্বাভাবিক। ভিডিও এডিটিং যারা করেন তাদের মধ্যে যারা বিগিনিং লেভেলে আছেন তাদের মধ্যে Wondershare Video Editor সফটওয়ারটি খুবই জনপ্রিয়। কিন্তু আমরা অনেকেই এই  সফটওয়ারটি দিয়ে বাংলা লিখতে যেয়ে সমস্যায় পড়ি। সাধারনত যারা 'অভ্র কি বোর্ড' এর সাহায্যে বাংলা লিখতে চাই Wondershare Video Editor সফটওয়ারটিতে তারাই বেশি সমস্যায় পড়ি। দেখা যায় যা লিখতে চাচ্ছি তা সঠিকভাবে সফটওয়ার এর ডিসপ্লেতে শো করছে না। তো এই সমস্যার সমাধান হিসেবে আমার এই টিউটোরিয়ালটি। যদি এটা আপনাদেরকে সামান্য সাহায্য করে থাকে তবেই আমার স্বার্থকতা।
যদি বিষয়টা নিয়ে আগে টিউন করা হয়েই থাকে তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমি নিজে অনেক যায়গা ঘুরেও এই সসমস্যার সমাধান পাই নাই। তাই সবার জন্য একটা সাহায্য মূলক টিটোরিয়াল নিজেই বানিয়ে ফেললাম। নিচে আমি সরাসরি টিটোরিয়ালটির ইউটিউব লিং দিয়ে দিয়েছি। খুব সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি বিষয়টা। আশা করি আপনাদের উপকারে আসবে।
যদি কোন বিষয় বুঝতে সমস্যা হয় তবে আমাকে ইমেইল করতে পারেন। আমার ইমেইল fozlerabbishafi@gmail.com 
তো আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফিয।
How to write bangla in wondershare video editor by using bijoy bayanno.

★৫০ জিবি DROPBOX একাউন্ট নিন ফ্রিতে যত ইচ্ছা যত বার। টাইম টু আপগ্রেড ইউর ড্রপবক্স একাউন্ট। সবাই পারবেন এবার ফ্রিতে লুফে নিন আর দেরি কেন????

যারা জানেন তারা দেখলে দেখতে পারেন আমার ভুল হচ্ছে কিনা। যারা জানেন না তারা অবশ্যই দেখবেন কারণ আজকাল অনলাইনে বিভিন্ন প্রয়োজনীয় বা গোপন নথিপত্র রাখার জন্য আমাদের মধ্যের অনেকেই নিরাপদ ফাইল স্টোরেজ খুঁজছেন বা খুঁজে পেলেও হাজার পলেছি। যেমন :- ড্রপবক্স।

ড্রপবক্সের নাম শুনেন নি এমন কম পাবলিক আমার এই টিউন পড়ছেন। ড্রপবক্স অনলাইন ক্লাউড  স্টোরেজ। এটি আমার দেখা বেষ্ট ক্লাউড স্টোরেজ। এখানে আপনি আপনার যাবতীয় দরকারি ফাইল আপলোড দিয়ে রাখতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে ফ্রি ইউজার দের জন্য মাত্র ২ জিবি ফাইল স্টোরেজ দেয়। প্রব্লেম ইজ হেয়ার! :p


এখন আমি ২ জিবি থেকে ৫০ জিবিতে আপগ্রেড করা শিখাবো তাও আবার ফ্রিতে কোন রেফারাল লিংক ছাড়াই। এমনি ৫০ জিবি আছে তাই আপনাদের আর হয়রানি করলাম না। :p

যা যা লাগবে :-

১. রুটেড Android ফোন

২. কাস্টম রিকোভারি ইন্সটলেড। (যেমন :twrp,cwm,carliv touch recovery, cot, ইত্যাদি)

৩. Dropbox.apk, dropbox cwm.zip এই দুইটি ফাইল।


বেশির ভাগ মদনটেক থুক্কু মিডিয়াটেক ডিভাইজ আমরা ইউজ করে থাকি তাই রুট এর জন্য framroot,kingroot ইউজ করতে পারি। আর কাস্টম রিকোভারির জন্য আমরা মোবাইল চাচা মানে আংকেল টুল আপ + মিডিয়াটেক চিপসেট ভার্শন অনুযায়ী (চেক করবেন cpu z.apk দিয়ে)  স্কেটার ফাইল টি নামিয়ে মিয়ে রুট ফোল্ডারে রেখে recovery. img file ফ্লাশ করতে পারি অথবা sp flash tool দিয়ে ও কাজ তা সহজে করতে পারি। একটু গুগল করলেই পারব। তা না হলে টিউনমেন্ট করেন আমি বলে দেয়ার চেষ্টা করব।


আর অন্য সব ডিভাইজের একেক নিয়ম তাই দু:খিত উল্লেখ করা গেলনা।
download dropbox.apk
dropbox cwm flashable.zip

DROPBOX.APK, FLASHABLE DROPBOX.ZIP FOR CWM এপ্স দুইটি ডাউলোড করে আপনার ফোনের রুট ফোল্ডার (মানে সব ফোল্ডারের বাইরে sd card এর)

তারপর dropbox.apk ইন্সটল দিন। ডান দিন ওপেন করবেন না। আগের কোন ড্রপবক্স এর জড়গুষ্টি থাকলে তাদের সাফ করে নিবেন।

তারপর ফোন টি রিকোভারি মোডে অন করুন। এক এক ডিভাইজের রিকোভারি মোডে যাবার নিয়ম একেক রকম।  বেশিরভাগ ডিভাইজ এ (vol up)+ (home) + (power) button চাপলে হয়।

যাবার পর install বা install zip from sd card সিলেক্ট করে dropbox cwm.zip ফাইল টা দেখিয়ে দিন তার পর ফ্লাশ হয়ে গেলে REBOOT, REBOOT NOW দিয়ে ফোন রিবুট করুন।

Android is upgrading দেখাবে নো প্রব্লেম একটা সিস্টেম আপ বৃদ্ধির জন্য প্রদর্শিত হবে এই লেখা টি। তারপর আপনি আপনার একাউন্ট দিয়ে sing in করুন। যাদের নেই তারা  মেইল, নেইম,পাসওয়ার্ড sing up করুন।

তারপর যে মেইল দিয়ে sing in  করলেন সেই মেইলের ইনবক্স এ  গিয়ে দেখুন আপনি একটা মেইল পেয়েছেন উপরের ছবির মত। 50gb free storage ক্লেয়িম এর জন্য। ক্লেয়িম এ ক্লিক করুন।



একটা ব্রাউজার দিয়ে Dropbox.com/gs এরকম এড্রেসে যাবে। আপনি যে কোন পাঁচটি কাজ complete করুন।

১.আপনার কম্পিউটারে ড্রপবক্স ইন্সটল দিয়ে লগিন করুন ঐ একাউন্ট দিয়ে।

২.একটি ফোল্ডার তৈরি করুন কিছু ফাইল আপলোড দিন তাতে।

৩. ফোল্ডার টি সেয়ার করুন ফ্রেন্ডদের সাথে।

৪.কিছু ফ্রেন্ড দের ইনভাইট করুন। যে কোন দুই জন আপনার রেফারাল লিংক থেকে ড্রপবক্স ইন্সটল করে লগিন করলেই হবে।
উপরে আমি আমার মেইলের ড্রাফট থেকে আপনাদের রেফারাল লিংক সেয়ারের ছবি দিয়েছি বোঝার সুবিধার জন্য।

ব্যাস এই ৪ টি ধাপ অনুসরণ করলেই ৫ টি কাজ সম্পূর্ণ হবে।


তারপর ফিরতি মেইলে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনি ৫০ জিবি ফ্রি স্টোরেজ earn করেছেন।
যে ব্রাউজার টি দিয়ে যাবেন সেই ব্রাউজার দিয়ে লগিন করা থাকতে হবে আপনার ড্রপবক্স একাউন্ট টি।

ব্যাস!!! আপনি এভাবেই আপনার যে কোন ড্রপবক্স একাউন্ট আপগ্রেড করতে পারবেন।



বিশেষ দ্র:ষ্টব্য: আপনি এই কাজ গুলো করার সময় dropbox app টি আপডেট দিবেন না বা ইন্সটল করবেন না। খুব সাবধানে কাজ গুলো করুন। সাধারণ জিপ ফাইল ফ্লাশ করতে গিয়ে আপনার ফোন ব্রিক করাইয়া আমায় দায়ি কইরেন না। নিজ দায়িত্বে করুন।

আপনার কম্পিউটারের HD Screen Record করুন মাএ ৫ এমবির সফটওয়্যার দিয়ে

আশা করি সবাই ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের মাজে যে সফটওয়ার শেয়ার করবো তার নাম হল Apowersoft Screen Recorder এই সফটওয়ারটি স্ক্রিন রেকর্ড করার জন্য খুবই কার্যকারী। সফটওয়ারটি একদম ফ্রি।তাই কোন সিরিয়াল কি এর দরকার পরে না। আপনারা শুধু ডাউনলোড করবেন সেটাপ দিবেন আর ব্যবহার করবেন এতটুকুই কাজ।

Apowersoft অনলাইন স্ক্রিন রেকর্ডার আপনি বিনামূল্যে জন্য উইন্ডোজ এর ভিডিও এবং অডিও রেকর্ড করতে পারবেন! এটা ব্যবহার করা খুবই সহজ এবং আপনি অডিও ক্যাপচার ও ভিডিও স্কাইপ এবং Gchat মত প্রোগ্রাম থেকে সরাসরি রেকর্ড করতে পারবেন। Apowersoft স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি আপনার ডেস্কটপ রেকর্ড স্ক্রিনশট নিতে, বা অডিও রেকর্ড করতে পারবেন।

আপনি সম্পূর্ণ পর্দা, নির্দিষ্ট অঞ্চলে রেকর্ডিং থেকে নির্বাচন করতে পারেন পর্দা রেকর্ড বিকল্প, মাউস ইত্যাদি প্রায় ফোকাস, বা ওয়েব ক্যাম ইনপুট নিতে, অডিও জন্য আপনি রেকর্ড ডেস্কটপ শব্দ বাছাই করতে পারেন। এছাড়া আপনার মাইক্রোফোন মাধ্যমে কথা বলে, বা উভয় একত্রিত. আপনি অডিও MP3 জন্য, OGG, WMA, বা WAV নির্বাচন করা যাবে যখন, HD, WMV, MP4, MKV, এবং FLV সহ রেকর্ড করতে নয়টি বিভিন্ন ভিডিও ফরম্যাটে মধ্যে নির্বাচন করতে পারবেন।

প্রধান কার্যাবলী:

  • একটি বোতাম ক্লিক সঙ্গে আপনার কম্পিউটারের পর্দায় রেকর্ড
  • ভিডিও এবং অডিও রেকর্ড সীমাহীন পরিমাণে
  • সিস্টেম এবং মাইক্রোফোন সাউন্ড উভয় ক্যাপচার
  • যাহা চান স্ক্রিনশট নিন
  • তার শক্তিশালী সহজ সম্পাদনা ফাংশন দ্বারা পোলিশ ভিডিও
  • যে কোন ফরম্যাটে আপনার ভিডিও রূপান্তর
কোন ধরনের ভ্যাজাল ছারা সফটওয়্যারটি ডাউনলোড করুন

টাকা খরচ করে মোবাইল ফোনে কথা বলবেন কেন? এখন থেকে ফ্রি আনলিমিটেড কল করুন দেশে বিদেশে সবখানে!!! ২৪ ঘন্টা এবং ৩৬৫ দিন!! :-D দেশজুড়ে যেকোনো মোবাইলে/ল্যান্ডফোনে ফ্রিতে যেকোন সময় যতখুশি তত কথা বলুন!! টাকার সাশ্রয় করুন। :-D এবার হবেই বাজিমাত!!!!!

আমরা আজকাল অনেকেই ইন্টারনেট ব্যবহার করার উপর বেশ জোড় দিয়েছি কিন্তু যদি ইন্টারনেট থেকে ফ্রি কল করা যেত অনেকটা লাভ হত। কারন আমাদের তো ইন্টারনেট ব্যবহার করতেই হয়। পাশাপাশি কল করার সুবিধাটা পাওয়া গেলে অনেক লাভ হত।
আমি অনেকদিন খোজ করার পর আজ একটি ওয়েব সাইটের দেখা পেলাম যে টা থেকে সত্যিই ফ্রি কল করা যায়। আরো অনেক সাইটের খোজ পেয়েছি কিন্তু ফ্রি বটে আগে তাদের একটা প্যাকেজ কিনতে হয়। এটা আমাদের জন্য ঝামেলা কারন কিনতে চাইলেও আমাদের ক্রেডিট কার্ড আছে কয়জনের।
এই টিপসটি প্রথম আমি পেয়েছিলাম অন্য একটি ব্লগে।কিন্তু তখন আমি নিজেই টিপসটি প্রয়োগ করতে পারিনি।কত চেষ্টা করেছি তাও ফ্রি কল যায় না।আমি ভাবলাম যে এটি ভুল টিপস।কিছুদিন আগে কি মনে করে যেন আবার ট্রাই করলাম।ওমা! এবার দেখি ঠিকঠাক সব হলো !!আসলে ফ্রি কলের সেবাগুলো মোবাইল অপারেটরগুলো টের পেয়ে ব্লক করে দেয়।যার কারনে অনেক সময় ইন্টারনেট থেকে ফ্রি কল করতে গেলে আমরা অনেক সময় বাধাপ্রাপত হই আর ভাবি আসলে এটি ভুয়া
যাই হোক এবার বলি কিভাবে ফ্রি কল করা যায়। আমি এটা আগে পরীক্ষা করে নিয়েছি। প্রথমে ওয়েলিংটনে আমি কল করেছি এর জন্য।
ফ্রি কল করার জন্য প্রথমে নিচের লিঙ্ক থেকে Software টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড (ক্লিক করুন)
এবার ফাইলটিতে ডাবল ক্লিক করে ইন্সটল করুন।
নোট: এটি সম্পুর্ণ ভা-ইরাস মুক্ত। (টেস্টেড) তবুও যদি সেটাপ দিতে সমস্যা হয় অথবা প্রোগ্রাম ওপেন না হয়, তাহলে এন্টি-ভা-ইরাস অফ করে রাখুন অথবা আন-ইন্সটল করে ফেলুন :)। কারণ সফটওয়্যারটি প্যাচ (Patch) করা এবং BTRC এর লাইন ব্লকের কারণে ঝামেলা হতে পারে। :)

ইন্সটল করার পর স্টার্ট মেনু থেকে PirateBOXcall এপ্লিকেশন ওপেন করুন এবং মজা লুটেন!! 😀 😀
যে নাম্বারে কল করতে চান সে নাম্বার লিখে এন্টার করুন। পিসিতে মাইক্রোফোন না থাকলে From Number এর জায়গায় আপনার একটা ফোন নাম্বার এবং To Number এর জায়গায় যাকে কল করতে চান তার নাম্বার লিখে Call বাটনে ক্লিক করুন। ৫ মিনিটের মধ্যে আপনার ফোনে একটা কল যাবে। কল রিসিভ করে যাকে কল করতে চান তার নাম্বার আবারও ডায়াল করুন। সর্বোচ্চ ৩০ মিনিট কথা বলা যাবে। এরপর আবার কল করে কথা বলতে পারবেন। 😀
পরের টিউনে দেখা হবে! :) সবাই ভালো থাকবেন! :*
সমস্যা হলে নিচের টিউন ফলো করুনঃঃ
কয়েকদিন আগে আমি একটা টিউন করেছিলাম ফ্রিতে কল করার উপর। কিন্তু অনেক মানুষ একসাথে ট্রাই করার ফলে বাংলাদেশিদের জন্য এটি বন্ধ করে দেয়া হয়। :(
এজন্য অনেকে ট্রাই করে হতাশ হন। আবার Failed to Extract file সমস্যারও মুখোমুখি হন। অনেকের আবার ব্রাউজারে সমস্যা হয়েছে। তাঁদের সবার জন্য আমি সমাধান নিয়ে এসেছি। 😀 😀
এ সমস্যার সমাধানের জন্য প্রথমে নিচের লিঙ্ক থেকে DNS changer ডাউনলোড করুন।
লিঙ্ক
এবার ফাইলটি ওপেন করুন।
Select Network Adapter : All Network Adapter
Choose a DNS Server : 1. US - Google Public DNS
এইরকম সিলেক্ট করে তারপর বামদিকে Apply DNS এ চাপুন। 😀
নিচের ছবি ফলো করবেন।

ফ্রী!! জলদি করুন, ফ্রীতে নিয়ে নিন ১০০ জিবি অনলাইন স্পেস, যা বাড়াতে পারবেন ৬০০ জিবি পর্যন্ত


যেকোন সময় আপনার হার্ডডিস্ক নষ্ট হতে পারে, হারাতে পারেন অতি মূল্যবান ডকুমেন্টস, ফাইল, সফটওয়ার। অনেকে আবার গেমস ও মুভি সংগ্রহ করেন, হারাতে পারেন সেগুলোও। তাই, বুদ্ধিমানের কাজ হলো সেগুলোকে অনলাইনে তুলে রাখা। কিন্তু আপনারা জানেন জনপ্রিয় অনলাইন স্টোরেজ কপি দেয় মা্ত্র ১৫ জিবি যা অনেকের জন্যেই যথেষ্ট নয়, আবার কপির চাইতে জনপ্রিয় সাইট ড্রপবক্স দেয় মা্ত্র ২ জিবি। তাই প্রয়োজন বিকল্প খোজা। এভাবে খুজতে খুজতেই পেয়ে গেলাম Degoo। ডিগু দেয় ফ্রী ১০০ জিবি অনলাইন স্পেস যা অনেকের জন্যেই যথেষ্ট হবে, যদি না হয় - আপনি ফ্রীতেই স্পেস বাড়িয়ে নিতে পারবেন ৬০০ জিবি পর্যন্ত। এটার একটা অন্যতম সুবিধা হলো ড্রপবক্স বা কপির মত নির্দিষ্ট ফোল্ডারে রাখতে হয় না। আপনি পিসির যেকোন ড্রাইভ থেকেই আপলোড দিতে পারবেন।
রেজিস্ট্রেসন করে নিন এখান থেকে: Click Here
ইমেল-পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেসন করুন। রেজিস্ট্রেসন শেষে ডাউনলোড করে নিন, ইনস্টল করে লগইন করুন। এরপর যে ফাইল বা ফোল্ডার আপলোড করতে চান সেটা দেখিয়ে দিন। ব্যাস! হয়ে গেল!

ডাউনলোড করে নিন INTERNET SPEED METER PREMIUM (WORKING) রুট আনরুট সবার জন্য

Ads by Techtunes - tAds






টেকটিউনস এর বড় ছোট ভাই সকলকে জানাই আমার হৃদয়ের অন্তস্থল থেকে উষ্ণ শান্তির বার্তা আসসালামু আলাইকুম।

আমি এতদিন যাবৎ সাহস করে আপনাদের মত বস পাবলিকদের সামনে ক্ষুদ্র কিছু তুলে ধরার সাহস পাইনি। যদিও টেকটিউনস এর মত বৃহৎ ব্লগের সাথে বছর খানেক আগেই পরিচিত।



যাই হোক আমি আমার প্রথম ছোট্ট টিউনের মাধ্যমে আপনাদের আজ জনপ্রিয় সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব। যদিও আপনারা সবাই এর সফটওয়্যার এর সাথে দীর্ঘদিন ধরে পরিচিত। সফটওয়্যারটির  নাম - INTERNET SPEED METER PREMIUM



টেকটিউনস সহ বিভিন্ন ছোট বড় ব্লগ সাইট যেমন : এপিকে মানিয়া, অনহেক্স ইত্যাদিতে এই সফটওয়্যার টা অনেকেই খুঁজে পাবেন। আমি শিকার করছি এই নিয়ে বহুত টিউনার ভাইয়া অসংখ্য টিউনও করেছেন। তবে আমি নিজেই হয়রানির শিকার হয়েছি। LUCKY PETCHER দিয়ে petch করে আগে চালাইতাম। এখন সব পথ বন্ধ। তাদের সার্ভার আপগ্রেড এর কারণে অনেকেই আমরা LITE ভারশন টি ব্যবহার করি যা অতি বিরক্তিকর এবং কোন রকম কাস্টমাইজেশন ছাড়া। সারাক্ষণ উঠেই থাকে স্পিড মেটারের ওই জিরো।


আজ তাই অনেক খুঁজে সমাধান নিয়ে হাজির হলাম। রুটেড, আনরুটেড সকল এন্ড্রয়েড ভার্শন এ চলবে কোন রকম প্যাচ এর ঝামেলা ছাড়া। তবে হ্যাঁ অবশ্যই এই এপ্স লাইসেন্স চেক করার  জন্য আপনাকে একটি জিমেইল আইডি দিয়ে প্লে স্টোরে লগিন ইনেবল করা থাকতে হবে।

DOWNLOAD করুন সফটওয়্যার টি

ডাউনলোড় করুন Aurora 3D Text & Logo Maker (Portable Version) এবার আপনিও হন একজন লগো ডিজাইনার 2

আশা করি সবাই ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের মাজে যে সফটওয়ার শেয়ার করবো তার নাম হল - Aurora 3D Text & Logo Maker এবং এটি পোর্টেবল ভার্সন। আমাদের যাদের ওয়েবসাইট বা ব্লগ আছে তাদের জন্য আমি মনে করি খুবই দরকারি। কারন এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগ বা ফেইসবুকের জন্য লগো তৈরি করতে পারবেন। ইচ্ছা করলে Fiverr এ কাজ করতে পারবেন।

Aurora 3D Maker দ্রুত ও অনায়াসে তৈরি করতে পারবেন অদ্ভূত সুন্দর ও চিত্তাকর্ষক 3D গ্রাফিক্স, উচ্চ মানের পাঠ্য এবং লোগো এমনকি টেকনিক্যালি অনভিজ্ঞরা ও পারবেন 3D লেখা ও লোগো তৈরি করতে। এই সফ্টওয়্যার মধ্যে রয়েছে কম্পানির নির্মিত শত শত টেমপ্লেট,যা দিয়ে আপনি প্রতিচ্ছবি এবং অঙ্গবিকৃতি অঙ্গবিন্যাস মত আকর্ষণীয় প্রভাব একটি অগণ্য সুবিধা গ্রহণ করতে সক্ষম হবেন। অথবা আপনি যদি চান, আপনি আপনার নিজের ছবি ইনপুট ও তার পরিবর্তন করুন এবং আপনার অনন্য নকশা চাহিদা পূরণ করতে পারবে।এছড়া ওয়েবসাইট এবং আপনার সিনেমা জন্য মিনিটের মধ্যে 3D টেক্সট ইফেক্ট এবং লোগো অ্যানিমেশন তৈরি করতে পারবেন।

3D লেখা ও লোগো মেকার স্বনির্ধারিত. সামঞ্জস্যবিধান মাপ এবং আকার, ছবি, এবং জুম আউট, আলো পরিবর্তন করা যাবে। অবার 3D লেখা ও লোগো মেকার আপনি PNG, JPG, BMP, XPM, পিপিএম, এবং সর্বাধিক নমনীয়তার জন্য TIFF ফাইল হিসাবে আপনার ফলাফল রপ্তানি করতে দেয়, এবং অ্যানিমেশন আপনি ভিডিও, GIF, SWF এবং ছবিটি ক্রম থেকে রপ্তানি করতে পারেন .
"কোন ধরনের ভ্যাজাল ছারা সফটওয়্যারটি ডাউনলোড করুন"

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

মোবাইল ফোন পানিতে ভিজে গেলে যা করণীয় আপনার!

সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম।আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই।আশা করি ভালই আছেন।ভাল থাকুন,সুস্থ থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের টিউন শুরু করছি।
বর্ষাকাল তো বটেই, অন্য সময়েও কিন্তু বিভিন্নভাবে সাধের মোবাইল ফোনটি পানিতে ভিজে যেতে পারে। দামি স্মার্টফোন পানিরোধি হলেও অধিকাংশ স্মার্টফোন কিংবা ফিচার ফোনেই এই সুবিধা নেই। আর তাই একবার পানিতে ভিজলে ফোনটির ভেতর পানি প্রবেশের সম্ভাবনাও প্রবল। তবে পানিতে ভিজে গেলে দ্রুতই যদি কিছু ব্যবস্থা নেওয়া যায়, তাহলে সাধের মোবাইল ফোনটিকে অকেজো হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব। কী সেগুলো? চলুন দেখে নেওয়া যাক-
১. ফোন বন্ধ করুন: স্মার্টফোনই হোক আর ফিচার ফোনই হোক, পানিতে ভিজে গেলে প্রথমেই ফোনটি বন্ধ করে ফেলুন। এর কারণ হলো ফোন চালু থাকলে এর ভেতরের সার্কিটগুলো সক্রিয় থাকে যার মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করে। তবে সেখানে পানি প্রবেশ করলে শর্ট সার্কিট হয়ে পুরো মাদারবোর্ড নষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে। আর এরকমটি হলে ফোনটি একেবারেই অচল হয়ে যাবে। তবে ফোনের ডিসপ্লে বন্ধ থাকা অবস্থায় যদি পানিতে ভিজে যায়, তাহলে পানি থেকে সরিয়ে প্রথমেই পাওয়ার বাটন চেপে ডিসপ্লে অন করুন এবং এরপর ফোন বন্ধ করুন।
২. বাতাসে শুকাতে দিন: ফোনের ব্যাটারি অপসারণযোগ্য হলে ব্যাটারিটি খুলে ফেলুন। এরপর ফোনটি বাতাসে শুকাতে দিন। সিম কার্ড কিংবা মাইক্রোএসডি কার্ড থাকলে তাও খুলে ফেলুন। অন্যান্য কাভার কিংবা ব্যাকপার্টটিও সরিয়ে নিন যাতে করে ফোনে বাতাস প্রবেশ করতে পারে।
৩. ড্রায়ার ব্যবহার করে শুকাবেন না: ফোনের ভেতরটা দ্রুত শুকাতে ড্রায়ার ব্যবহার করবেন না। এতে করে ড্রায়ারের গরম বাতাসে ভেতরর কমপোনেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে।
৪. চাল এবং সিলিকা ব্যবহার করুন: জলীয় পদার্থ শুষে নিতে চাল এবং সিলিকা জেল দারুণ কার্যকরী। তাই আপনার আর্দ্র ফোনটি এক বাটি চালের ভেতর গুঁজে রাখতে পারেন। এতে করে ফোনের ভেতরে থাকা পানি চাল শুষে নেবে। আর ভেতরে একেবারেই পানি থাকবে না। চালের পাশাপাশি চাইলে সিলিকা জেলও ব্যবহার করতে পারেন। চালের তুলনায় এটি এটি একটু বেশি কার্যকরী। উভয়ক্ষেত্রেই ভাল ফল পেতে চাইলে ২-৩ দিন ধরে চাল কিংবা সিলিকা জেলের মধ্যে ফোনটিকে রাখতে হবে।
৫. ফোন চালু করুন: ফোনের ভেতরের কোন কমপোনেন্ট যদি ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে এবার আপনার ফোনটি চালু হবে। আর যদি চালু না হয়, সেক্ষেত্রে ফোনটি সার্ভিসিংয়ের মাধ্যমে ঠিক করা যেতে পারে।

তৈরি করুন সুন্দর একটি ফ্রি ব্লগস্পট সাইট

আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি সাইট বানাবেন, যারা সি এস এস, আর এস এস, এইচ টি এম এল যানেন না তারাও খুব সুন্দরভাবে সাইট বানাতে পারবেন। আর এইসব কিছুর যতটুকু দরকার হবে ততটুকু আপনারা আশা করি আমার ধাপ বাই ধাপ টিউন পরলেই বুঝতে পারবেন।
এর যেহেতু আমি প্রথম থেকে শুরু করছি তাই আজ কে থাকছে কিভাবে আপনারা এইটি সাইট এর ফ্রি ডোমেইন নেবেন আর আপনার ফ্রি ওয়য়েবসাইট বানাবেন।

সাইট নির্বাচন 

আমরা যখন একটা ফ্রী সাইট বানাবো তখন আমাদের কে এটা নির্বাচন করতে হবে কোথায় থেকে আমরা এটা বানাবো। blogspot নাকি  wordpress ?
আগে এই দুই সাইট এর কিছু তুলনা দেখি
১। blogspot আর  wordpress দুটাই ফ্রী
২। দুটাই খুব জনপ্রিও
৩। wordpress এ অনেক ফিচার বেশি আর এটা বেশীর ভাগ ভাল সাইট ইউস করে। কিন্তু ফ্রি সাইট এর ক্ষেত্রে এটা কাস্টম টেমপ্লেট ডাউনলোড করতে দেয় না। আর সাথে আমরা ফ্রি সাইটে এইচ টী এম এল ইডিট করতে পারবো না।
৪। blogspot ফ্রি সাইট এর ক্ষেত্রে এটা কাস্টম টেমপ্লেট ডাউনলোড করতে দেয়। আর সাথে আমরা ফ্রি সাইটে এইচ টী এম এল ইডিট করতে পারবো।
আমি যেহেতু বেসিক html ইউস করে সুন্দর সাইট বানানো দেখাবো তাই আমি blogspot সাইট থেকেই বানানো দেখাবো।

সাইট বানানোর নিয়ম 

এর জন্য একটা জিমেইল একাউন্ট খুলুন। আশা করি যারা সাইট বানাবেন তাদের জিমেইল একাউন্ট আছে। থাকলে একাউন্ট করে নিন।

এখন অই একাউন্ট থেকে লগ ইন করে  ব্লগার একাউন্ট  এ প্রবেশ করুন। চিত্রের মত যায়গায় গিয়ে ইংলিশ english  সিলেক্ট করুন


create a limited profie picture এ ক্লিক করুন
এবারে আপনি যা নাম, মানে লেখকের নাম কি দিতে চান তা লিখে  continue এ ক্লিক করন, আমি আমার নাম দিলাম
এবারে new blog  এ ক্লিক করুন
এইবারে যে পেজ টি আসবে আপনারা সেখানে একটা title  set করুন। তারপর পরের  ঘরে address দিন। এটাই হবে আপনার সাইট এর address . যে address দেবেন তার সাথে  .blogspot.com যুক্ত হবে। এর পর  simple tamplate select করে create blog  এ ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ। আপনার সাইট তৈরি আমার সাইট টি কেমন দেখাবে তা দেখার জন্য যে address  দিয়েছিলেন সেই লিঙ্ক এ প্রবেশ করলেই দেখতে পারবেন। এছাড়া অপশন আসলে কিছু টিউন করতে পারেন
তো আজ এই পর্যন্ত।

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫

iPhone'এর গ্রুপে Download iOS firmware file for iPhone

http://www.iphonehacks.com/download-iphone-ios-firmware
http://www.ipswdownloader.com/
https://www.facebook.com/groups/186817654821230/

Advance Level এর ওয়েব পেইজ ডিজাইন করুন! খুব সহজেই Wireframing Tools এর সাথে।

আসালামওলাইকুম!
আশাকরি সবাই ভাল আছেন। এটা আমার প্রথম টিউন। ভুলগুলো ক্ষমার নজরে দেখবেন।
আমি শিখছি আর তা থেকে সবার সাথে শেয়ার করার চেষ্টা করছি। জানিনা এই টিউন আপনাদের কতটা
উপকারে আসবে। আর যদি এই রকম টিউন আগে কেউ করে থাকেন, তাহকে আমি তার কাছে ক্ষমাপার্তি।
আর কথা বাড়াচ্ছিনা, কাজের কথায় আসি।
Google এ search দিলে অনেক wireframe পাওয়া।
আমি আপনাদের একটা wirefram tools সাথে পরিচয় করিয়ে দেব, যেটা দিয়ে আপনারা খুব সহজেই একটি
সুন্দর এবং সেরা ওয়েব পেইজ বানিয়ে পেলতে পারেন।
Wireframe এর নাম হল Mockflow। Mockflow এখানে গিয়ে রেজিস্টেশন করে নিন।
Mockflow একটি Wireframe যেখানে আপনি আপনার চিন্তা-ভাবনা প্রয়োগ করে করে আপনিও বানাতে পারেন সেরা ওয়েব পেইজ।
Mockflow দিয়ে দুই ভাবে পেজ তৈ্রী করতে পারবেনঃ
  1. Mockflow >htm
Mockflow দিয়ে আপনার চিন্তা ভাবনাকে সরাসরি html এ coding করে রূপান্তর করেতে পারেন।
2.mockflow >photoshop >html
আপনার পেইজ কে আরো দৃষ্টিনন্দন করার জন্যে এ পদ্দতি আবল্মবন করতে পারেন।
প্রথমে mockflow দিয়ে আপনার সৃষ্টিকৃ্ত সব পটো, আইকন, লগো, বেনার ইত্যাতি দিয়ে সুন্দর একটি পেইজ আকবেন।
পরে photoshop দিয়ে আপনার সৃষ্টিকৃ্ত সব পটো, আইকন, লগো, বেনার ইত্যাতি add করে সেটা PSD file তৈ্রী করবেন। এর পর সেটাকে html এ রুপান্ত্ করবেন।
আপনেকে অবশ্যই PSD to HTML জানতে হবে।
Step By Step:

Login

লগইন করার পর। add project এ জান…

অল্প লোড করবে।

এখানে আপনার চিন্তা ভাবনা প্রয়োগ করুন…

আমার তৈরী করা wirefram and PSD file....




ব্যবহার করেন দেখুন ওয়েব পেইজ ডিজাইন আপনার কাছে কেমন সহজ লাগছে।
ভাল পেইজ বানাতে হলে আপনাকে HTML,CSS,CSS3,HTML5 and Bootstrap ভালভাবে জানতে হবে।
শুভকামনা রইল……

ফেসবুক থেকে খুব সহজে নিজের বা বন্ধুদের ফটো অ্যালবাম ডাউনলোড করুন 19

আপনি হয়ত বলবেন ফেসবুক থেকে ছবি ডাউনলোড করা এ আবার নতুন কি জিনিস !!! ছবির নিচে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করলেই তো হয় !! এভাবে আপনি হয়ত ফেসবুক অ্যালবাম এর প্রত্যেকটা ছবি আলাদা আলাদা ডাউনলোড করতে পারেন !!!  কিন্তু আপনি কি পুরো ফেসবুক ফটো অ্যালবাম একসাথে ডাউনলোড করতে পারেন ???   যারা পারেন না তাদের জন্য আমার আজকের টিপসটি ।
আসুন তাহলে দেড়ি না করে টিপস টি জেনে নেই । প্রথমে আপনাকে  facebook2zip.com নামে ওয়েবসাইট এ যেতে হবে ।
তারপর Login with facebook বাটন এ ক্লিক করুন । নিচের ছবি গুলোতে ধাপে ধাপে দেখানো হলঃ
তারপর ফেসবুক এ লগ ইন করে Go to app এ ক্লিক করুন ।
তারপর আপনি Choose a friend নামে একটি অপশন পাবেন । আপনার নিজের ফেসবুক অ্যালবাম পিকচার ডাউনলোড করতে নিজের নাম এ ক্লিক করুন ।
আর অন্য কোন বন্ধু দের ফটো অ্যালবাম ডাউনলোড করতে one your friends  এ আপনার ফেসবুক ফ্রেন্ড এর নাম লিখুন । তারপর Next এ ক্লিক করুন ।
তারপর আপনার অ্যালবাম সিলেক্ট করুন ।
CTRL চেপে একাধিক অ্যালবাম সিলেক্ট করতে পারবেন । অথবা Select all of your friends অপশন এ ক্লিক করে সব অ্যালবাম একত্রে সিলেক্ট করতে পারবেন । তারপর ডাউনলোড এ ক্লিক করুন ।
তারপর আপনার ডাউনলোড লিংক process হতে একটু সময় নিবে ।
অল্প সময়ের ভিতরে আপনার ডাউনলোড লিংক তৈরি হবে । তারপর Download এ ক্লিক করুন ।
তারপর আপনার কম্পিউটার এ সেভ করুন । সব অ্যালবাম একটি zip ফাইল আকারে সেভ হবে । তারপর Unzip করে নিন ।