Your Message here

This is Montis blog

This is montis blog you can see all solution

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

ANDROID ফোন দিয়ে TV কন্ট্রোল করুন আর সহজে আপনার ফোন কে করে ফেলুন Universal Remote.সাথে কন্ট্রোল করুন আপনার Air Conditioner,Set-top Box,Projector,DSLR camera,PS3,Xbox,Video Receiver, Sound System,DVD Player,Blu-ray & Streaming Player.

Name-Galaxy Universal Remote Licence-Pro Platform-Android Rating-4.3 এই এপপ দিয়ে সহজে আপনার Android ফোন কে TV রিমোট হিসাবে use করতে পারবেন।বেস্ট এপপ ফর use as tv রিমোট। এটা একটি অল IN ONE এপপ। এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন -your TV, your Set-top Box, your Audio Video Receiver, your Sound System, your Amplifier, your DVD Player, your Blu-ray Player, your Media or Streaming Player, your Air Conditioner, your Projector, your DSLR camera,...

ফ্রিতে প্রতিদিন যত খুশি তত ভিজিটর নিন আপনার ওয়েবসাইটে [সম্পূর্ণ টিউটোরিয়াল]

কীভাবে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন আপনার ওয়েবসাইটে ১০,০০০+ ভিজিটর পাবেন। বর্তমানে অনলাইনে অ্যাক্টিভ কিন্তু নিজের ওয়েবসাইট নেই এমন মানুষ হয়তো খুব কমই আছে। কিন্তু দুঃখের বিষয় হল ভালো কন্টেন্ট বা এসইও বা মার্কেটিং এর অভাবে সকলের ওয়েবসাইটে তেমন ভিজিটর থাকেনা।অনেকে বিভিন্ন ধরনের ট্রাফিক এক্সচেঞ্জ সাইট ব্যবহার করে ট্রাফিক নেয়ার চেষ্টা করেন তবে সেগুলো অনেক ভেজাল+ তেমন ভিজিটর পাওয়া জায়না তাই কয়েকদিন পর সেগুলোও বাদ দিয়ে দেন। তো নিজের চাহিদা মত ভিজিটর না পাওয়াতে...

এই নিন আপনার Super Hero। স্লো ইন্টারনেটকে হাই-স্পীড করতে ডাউনলোড করুন:SpeedConnect Internet Accelerator V8.0 | 2.4 MB ফুল ভার্সন

SpeedConnect Internet Accelerator একটি শক্তিশালী উইন্ডোজ অ্যাপ্লিকেশন, যা আপনার সব ধরনের নেটওয়ার্ক কানেকশন এবং ইন্টারনেট ভিত্তিক কার্যকলাপ অপ্টিমাইজ এবং গতি বৃদ্ধি করে আপনাকে দিবে ফাস্টার ইন্টারনেট কানেকশন, ফাস্টার ব্রাউজিং এবং ই-মেইল, ফাস্টার ডাউনলোড, ফাস্টার অনলাইন গেমিং, উন্নত স্কাইপ কানেকশনের এক অনন্য অভিজ্ঞতা। মূল ফিচারগুলো একনজরে দেখে নেওয়া যাক:* ফাস্টার ইন্টানেট কানেকশন* ফাস্টার ব্রাউজ* ফাস্টার ই-মেইল সেন্ড এবং রিসিভ* প্লে অনলাইন গেমিং...

ফেসবুক হ্যাক হতে পারে আপনার মোবাইল নাম্বার দিয়ে

আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে ফোন নম্বর দিয়ে থাকেন, তাহলে আজই সাবধান হোন। কারণ, ফেসবুকের নয়া প্রাইভেসি সেটিংস মোতাবেক যে কোনও ব্যক্তি ‘সার্চ বার’ -এ আপনার ফোন নম্বর দিলেই আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। সাইবার ক্রিমিনালরা সেই তথ্য নিয়ে অসাদুপায় অবলম্বন করতে পারে।বিশ্বাস না হলে নিজে করে দেখুন- ফেসবুকের উপরে যেখানে ‘সার্চ’ অপশন রয়েছে (অর্থাৎ যেখানে কোনও বন্ধুর নাম লিখে তাঁর প্রোফাইল খোঁজেন) সেখানে একটি চেনা ফোন নম্বর টাইপ করুন। দেখুন, যার ফোন নম্বর টাইপ করেছে, তাঁর প্রোফাইলটি খুলে যাবে সঙ্গে সঙ্গে। কোনও নাম লিখে ‘সার্চ’ করতে হচ্ছে না। অবশ্য...

এবার র‍্যাম পরিষ্কার হবে প্রতি এক মিনিটে তাও আবার স্বয়ংক্রিয় ভাবে।

প্রিয় বন্ধুরা,  আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো। আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন এক টিউন নিয়ে,নতুন একটি এপস নিয়ে,মনে মনে হয়তো এরকম এপই খুজছিলেন। প্রথমেই বলে রাখি যদি এই রকম টিউন এর আগে কেও করে থাকে তাহলে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমি যেই এপ নিয়ে কথা বলবো তার নাম AutoKiller.apk এই এপের মূল কাজ হলো আপনার ফোনের Background এ চালিত সকল এপ্স বন্ধ রাখা,অর্থাত যেই এপ গুলো আপনি...

Highly Compressed Zip File করার জন্য একটি অন্যতম Software PC এর জন্য Registration Key সহ

আজ আপনাদের মাঝে নিয়ে এলাম  Highly Compressed Zip File করার জন্য একটি অন্যতম Software PC এর জন্য Registration Key সহ Software টির বৈশিষ্ট্য : Windows : XP/ 7 /8 /8.1 Size : 60 MB RAR File (Latest Version) Registration Key সহ Download here Instalation Download and Install Winzip Open Winzip Navigate to Buy Now > Register Using Key And, Enter the Details Given Below Click Activate Done, Enjoy...

ডাউনলোড করে নিন ফেছবুক মেসেঞ্জার এবং সেয়ার ইট আপনার পিসির জন্য।

আন্ড্রয়েড মোবাইল এর মতো মেসেঞ্জার এটি আপনার পিসি তে ডাইরেক্ট রান করাতে পারবেন। এখান থেকে কল এবং ভিডিও কল দুটিই করতে পারবেন।  অনেক প্রয়জনিয় একটি সফটওয়ার। আর সেয়ার ইট এর মাধ্যমে আপনার পিসি বা ল্যাপটপে যদি ওয়াইফাই থাকে তাহলে সব কিছু সেয়ার করতে পারবেন আপনার কম্পিউটার থেকে। মোবাইল অথবা কম্পিউটার এ।দ্রুত গতিতে। দুটোই খু ব প্রয়জনিয় সফটওয়ার তাই ডাউনলোড করে নিন এখনি। মেসেঞ্জার ডাউনলোড লিংক এখানে। সেয়ার ইট ডাউনলোড লিংক এখানে। যদি কেউ...

গরম গরম ডাউনলোড করে নিন Kaspersky 2016, সাথে থাকছে 729 দিনের জন্য লাইসেন্স করার পূর্নাংগ গাইডলাইন

আপনাদের সাথে লেটেস্ট Kaspersky 2016 শেয়ার করতে যাচ্ছি। সাথে বোনাস হিসেবে থাকছে প্রায় দুই বছরের জন্য লাইসেন্স কি একদম বিনামূল্যে। আমি জানি এই কথা শুনার পর আপনি লাফিয়ে উঠছেন  এতো লাফানোর কিছু নাই, আগে ঠিকমত কাজটা করে নিন।প্রথমে নিচের লিঙ্ক থেকে প্রয়োজনীয় ফাইলগুলো নামিয়ে নিন- সেট-আপ ফাইল নামাতে এখানে ক্লিক করুন প্যাচ ফাইল নামাতে এখানে ক্লিক করুন   আশা করি সফলভাবে ফাইলদুটো নামাতে পেরেছেন, কোনো সমস্যা হলে আমাকে...

মেমোরি কার্ড/পেন ড্রাইভ নষ্ট হয়ে গেছে|| ফেলে দেবার আগে একবার দেখে নিন আপনার কাজে লাগতে পারে।।

আমরা সবাই কম বেশি মেমোরি কার্ড/পেন ড্রাইভ এর সাথে পরিচিত। আমরা এগুলোতে অনেক কিছু সংরক্ষন করে রাখি। কিন্তু দেখা যায়। হঠাত করে এই মেমোরি কার্ড/পেন ড্রাইভ কাজ করা বন্ধ করে দেয়। তখন আমরা এটাকে ঠিক করা চেষ্টা না করে। ফেলে দেয়। আমিও অনেক মেমোরি ফেলে দিয়েছি। কিন্তু আমি আজ আপনাদের এমন একটি সফটওয়্যার সাথে পরিচয় করিয়ে দেবো যেটা দিয়ে আপনার আপনাদের মেমোরি কার্ড/পেন ড্রাইভ গুলো ঠিক করতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।। Download Nowডাউনলোড হয়ে গেলে। ফাইল ডাউনলোড করার পর র‌্যার বা জিপ আকারে থাকবে। এটিকে আগে আনজিপ করে নিন। এখন...

চাকরি খুঁজেন? সফটওয়্যারে নিজের সিভি তৈরি করে নিন

ভাল ক্যারিয়ার এর জন্য সুন্দর একটি রিজিউম প্রয়োজন কারণ সুন্দর একটি রিজিউম চাকরী পাওয়ার ক্ষেত্রে প্রতিদ্ধন্দী থেকে এক কদম এগিয়ে রাখে। কারণ চাকরীদ্বাতা সাধারণত যে কোন রিজিউম দেখতে গড়ে ৫/৭ সেকেন্ড এর বেশী সময় দেয়না। তাই এই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে তুলে ধরতে হবে আপনার যোগ্যতা, অভিজ্ঞতা বা আরো বেশী কিছু যদি থেকে থাকে আর তা হতে হবে দৃষ্টিনন্দন এবং নির্ভূল যা অনেক ক্ষেত্রে রিজিউম তৈরী করার পর সেটা সঠিক এবং নির্ভূল হলো কিনা তা নিয়ে শংকায় ভূগী। এ সমস্যা থেকে সমাধান দিতে Resume Maker Pro v.11 সফটওয়ারটি হতে পারে একটি সহজ সমাধান। এতে বেশকিছু প্রয়োজনীয়...

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫

এবার google পেজ হবে নিজের নামে

বন্ধুরা আজ আপনাদের সাথে ছোট ও মজার একটি জিনিষ শেয়ার করবো, সাধারনত আমরা যখন ব্রাউজারে http://www.google.com লিখি তখন আমাদের সামনে ভেসে আসে পুরনো ও আমাদের সবার পরিচিত এই পেজটি……… হাঁ এবার একটু ভাবুনতো যদি উপরে google লিখাটির জায়গায় আপনার পছন্ধ করা নাম হত তাহলে কেমন লাগতো? কোন ভাবনার দরকার নাই এবার নিজের নামেই করুন আপনার google পেজটি, প্রথমে এই লিঙ্কে যান, নিচের মত একটি ছবি আসবে……… এখানে step 1 সমান...

ফেসবুক (Facebook) হ্যাক করুন সফ্টওয়ারের মাধ্যমে 100% গেরান্টি সহকারে।

বর্তমানে প্রায় সবারই একটা পার্সনাল কম্পিউটার থাকে। হোক সেটা ডেস্কটপ, লেপটপ, নোটবুক। যেটাই হোক আমরা যারা IBM সিরিজের পিসি ব্যবহার করি তারা প্রায় সবাই Windows ব্যবহার করেন। তাই আজকের ট্রিক্সটা Windows এর জন্য। [আগেই বলে নেই। আমার দেয়া ট্রিক দারা কেও কারোর ক্ষতি করবেন না ] প্রথমে আপনাকে একটি সফ্টওয়ার ডাউনলোড করতে হবে। Facebook Password Hacker/Sniper ডাউনলোড এখন সফ্টওয়ার টি রান কর। এটি রান করতে গেলে dotNetFx40_Full_setup টি আগে ইন্সট্রল...

পিসি তে লক করা ফাইল বা যে কোন ফাইল মুহুর্তের মধ্যেই(১ সেকেন্ড) খুজে বের করুন ছোট্ট একটা সফটওয়ার দিয়ে……।

প্রথমে সকল প্রযুক্তি্প্রিয় ভাই দের জানাই আমার শুভেচ্ছা। এটা আমার প্রথম টিউন। লেখালেখি আমার কোনো দিন ই তেমন আসে না, করতে ও পারি না। তাই আশা করি সবাই আমার ভূল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টিটি পড়ছি ২ বছর ধরে। অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা টিউন করার, অনেক ঝাড়াই বাছাই করার পর  আজ এই টিউন টা করার জন্য বসে পড়লাম। আশা করি ভাল লাগবে...। এবার কাজের কথায় আসা যাক। আমারা যদি কম্পিউটারের কনো কিছু খুজতে চাই, আর আমাদের যদি মনে না থাকে  যে...

এবার তেলাপোকা, মাকড়সা আর রোবট এর হাতে আপনার উইনডো

এটা আমার 3য় টিউন। এখানে আমি কিছু দিব যা আপনাদের পিসি টে কাজে লাগবে এর কাজে লাগবে। আমি আপনাদের সাথে আজ শেয়ার করব কিছু সফটওয়্যার যা দিয়ে দেখবেন আপনার উনডোটে তেলাপোকা, মাকড়সা, রোবট ঘোরবে .েএগুলো মুলুত ফানি সফট। এবং খুবই ইন্টারেসটিকং, ই ফইলটিরসাইয াত্র 14 এর মত, তইলে এখনে নিয়ে নিন আমি নিয়মিত টাইপ করি না তাই ভুল হলে ক্ষমা করবেন আজআর নয়। আর কিছু বলার নেই নিচে ডাইনলোড লিন্ক দেওয়া হল http://bit.ly/1PV2AQo এটা আমার 3য় টিউন। এখানে আমি কিছু দিব যা আপনাদের পিসি টে কাজে লাগবে এর কাজে লাগবে। আমি আপনাদের সাথে আজ শেয়ার করব কিছু সফটওয়্যার যা দিয়ে...

ডিএসএলআর ক্যামেরার স্বাদ নিন গুগলের নতুন “ Android M ” ক্যামেরা অ্যাপ ব্যবহার করে। [DsLR+Candy]

১। সবার আগে যে বিষয়টি লক্ষ করবেন সেটি হল এর ফোকাস অ্যানিমেশন।২। আগের থেকে অনেক গুন দ্রুত আধুনিক HDR অপশন।৩। পাবেন নতুন অ্যানিমেশন ভিউইং অপশন যখন কোন ইমেজ ফোকাস করবেন।৪। সর্বশেষ তোলা ছবিটি উপরে ডান পাসে ভিউ হবে (লাইক নোটিফিকেশন)।৫। পুরনো লো লাইট এবং নরমাল অপশনটি বাতিল করে দেয়া হয়েছে।৬। সুপার ফাস্ট ছবি তোলার ক্ষমতা সাথে প্রায় জিরো হাং কন্ট্রোল। এতো এতো প্রশংসা শোনার পর নিশ্চই আপনার এখন ক্যামেরা অ্যাপটি ব্যবহার করতে ইচ্ছে করছে? তবে আর দেরি...

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

iCloud Bypass / iCloud Real Removal iPhone 4 iOS 7 and Jailbreak

Bypass any iCloud Activation Lock go to: youtube video  https://www.youtube.com/watch?v=LquR4bazaJ0software  Link : https://plus.google.com/116947007555803380657/posts/Nb8oHxFba...

বুধবার, ১২ আগস্ট, ২০১৫

iphone all solution and information

http://www.unlockboot.c...

সফটওয়্যার ছাড়া ইউটিউব থেকে ডাউনলোড করুন !

সফটওয়্যার ছাড়া ইউটিউব থেকে ডাউনলোড করুন ! ( যার না জানেন তাদের জন্য ) জনপ্রিয় ভিডিও দেখার সাইট Youtube সম্পর্কে জানি না এমন কেউ খুজে পাওয়া খুব কঠিন। তবে youtube থেকে ডাউনলোড করা কিছুটা কঠিন। এখান থেকে ডাউনলোড করতে কোন না কোন সফটওয়ার দরকার হয়। কিন্তু আজ আমার আলোচনার বিষয় হচ্ছে সফটওয়্যার ছাড়া ইউটিউব থেকে ডাউনলোড করুন ! তাহলে দেরি না করে চলুন কৌশলটা শিখে ফেলি। ১) প্রথমে যে ভিডিওটা ডাউনলোড করতে চান সেটিতে প্রবেশ করুন। ২) Url...

নষ্ট মেমোরি কার্ড ঠিক করুন এক নিমিষে একটি ছোট সফটওয়্যার ব্যবহার করে।

আমাদের অনেকের ই মেমোরি কার্ড নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা মেমোরি গুলো ঠিক না করে বাইরে ফেলে দিচ্ছি কখনও হয়ত ঠিক করার চেষ্টা ও করি নি। তাই আমি আজ আপনাদের একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটি ব্যবহার করে নষ্ট মেমোরি কার্ড ঠিক করতে পারবেন। প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। *** ডাউনলোড করুন *** উপড়ের ছবিটির মতঃ Capacity, Drive Letter or, Refresh Drives, Volume সিলেক্ট করে Format MMC ক্লিক করুন। অ্যাপটির সাইজ মাত্র 27.59 KB, আশা করি কোন সমস্যা হবে...

ব্লক করুন অপ্রয়োজনীয় ইমেইল অ্যাড্রেস

আমি এস, এম, রাসেল। আজ আমি দেখাব কিভাবে অপ্রয়োজনীয় ইমেইল অ্যাড্রেস ব্লক করবেন। (ছবি সহ) আপনার হয়ত আপনদের ইমেইল অ্যাড্রেস দিয়ে অনেক ওয়েব সাইট এ বিভিন্ন কারনে সাইন আপ করে থাকেন, কিন্তু এক সময় দেখা যায় এই সব সাইট থেকে প্রতি দিনে আপনাকে অনেক অপ্রয়োজনীয় মেইল পাঠাচ্ছে (যেমনঃ বিভিন্ন বিজ্ঞাপন, নোটিফিকেশান ইত্যাদি)। আবার হয়ত আপনাকে কেউ কোন একটি মেইল অ্যাড্রেস থেকে আজেবাজে মেইল পাঠাচ্ছে, যেটা খুব বিরক্তিকর। এখন আপনি কি করবেন? হ্যা আপনি...

AVG PC TuneUp Utilities 2015 আপনার পিসিকে দিন দুরন্ত গতি! By B Islam - Feb 6, 2015 30 4

উইন্ডোজ সহ বিশ্বের বড় বড় কম্পিউটার বিশেষজ্ঞদের অভিমত পিসিকে দ্রুত কাজ করার উপযোগী করা সিস্টেমকে সব সময় সমস্যামুক্ত রাখতে এবং কর্মক্ষম করারজন্য টিউনআপ পিসি ইউটিলিটি হল সবথেকে নিরাপদ কার্যকারী এবং শক্তিশালী একটি সফটওয়্যার। এটা এমন এক সফটওয়্যার যার একটি মাত্র ক্লিকে (AVG 1-Click Maintenance) আপনার পিসি হয়েযাবে সুপার ফাস্ট! এই সফটওয়্যারের যে কত সুবিধা সেটা বলে শেষকরা যাবেনা। যারা এটা এর আগেও ব্যাবহার করেছেন তার ভাল জানেন। আর হা এই সফটওয়্যারটির বর্তমান...

COMPUTER এর মাদারবোর্ডের CD DRIVER হারিয়েছেন ? কোনো সমস্যা নেই!

এ টিউনে আপনাদের জন্য রয়েছে , COMPUTER এর মাদারবোর্ডের CD বা DRIVER হারিয়েছেন,কোনো সমস্যা নেই।দেখে নিন।যারা জানেনা তাদের জন্য। সাধারণত COMPUTER কেনার সময় COMPUTER এর সঙ্গে মাদারবোর্ডের একটি DRIVER SOFTWARE সিডিতে ভরে দেওয়া হয়। COMPUTER এর অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর মাদারবোর্ডের সিডি ইনস্টল করতে হয় , তাহলে সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি আসে। কিন্তু মাদারবোর্ডের সিডি যদি হারিয়ে যায় , তখন অনেক সমসায় পড়তে হয়। মাঝে মধ্যে একই...

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

ANDROID ফোন দিয়ে TV কন্ট্রোল করুন আর সহজে আপনার ফোন কে করে ফেলুন Universal Remote.সাথে কন্ট্রোল করুন আপনার Air Conditioner,Set-top Box,Projector,DSLR camera,PS3,Xbox,Video Receiver, Sound System,DVD Player,Blu-ray & Streaming Player.

Name-Galaxy Universal Remote
Licence-Pro
Platform-Android
Rating-4.3
এই এপপ দিয়ে সহজে আপনার Android ফোন কে TV রিমোট হিসাবে use করতে পারবেন।বেস্ট এপপ ফর use as tv রিমোট। এটা একটি অল IN ONE এপপ। এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন -your TV, your Set-top Box, your Audio Video Receiver, your Sound System, your Amplifier, your DVD Player, your Blu-ray Player, your Media or Streaming Player, your Air Conditioner, your Projector, your DSLR camera, your PS3, your Xbox, and more!
হু যা পড়ছেন true পড়ছেন।it possible. No external hardware required. No network connection required. No permissions required.
Features
  •  Save each one of your devices so that you can easily access them later.
  •  Control all of your devices from just one screen, by creating your own custom remote, where you can add buttons from different devices in a single tab!
  •  Customize your remote control by changing the number of tabs, the layout, the colors, the style of each button, and more.
  •  Save a sequence of actions (macro) to be executed one by one. For example you can turn on your TV, turn on your cable box, wait 1 second, go to channel 100 and turn up the volume. All of these actions saved in a single button.
  •  Send your own custom IR code and save it to a button.
  •  If your device is not listed in the app, you can use the scan mode to automatically test all brands and models in order to find a compatible one.
  •  Back up and restore all your saved devices and remotes so that you can easily transfer them to another phone.
  •  Add widgets at your home screen to control your devices without even opening the app.
  •  Transfer your remotes to your Android Wear Smartwatch, so that you control all your devices directly through your watch.
  • This application works with phones or tablets that have an IR blaster
more info-Playstore

DOWNLOAD HERE ALTERNATIVE LINK


ফ্রিতে প্রতিদিন যত খুশি তত ভিজিটর নিন আপনার ওয়েবসাইটে [সম্পূর্ণ টিউটোরিয়াল]

কীভাবে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন আপনার ওয়েবসাইটে ১০,০০০+ ভিজিটর পাবেন।
বর্তমানে অনলাইনে অ্যাক্টিভ কিন্তু নিজের ওয়েবসাইট নেই এমন মানুষ হয়তো খুব কমই আছে। কিন্তু দুঃখের বিষয় হল ভালো কন্টেন্ট বা এসইও বা মার্কেটিং এর অভাবে সকলের ওয়েবসাইটে তেমন ভিজিটর থাকেনা।অনেকে বিভিন্ন ধরনের ট্রাফিক এক্সচেঞ্জ সাইট ব্যবহার করে ট্রাফিক নেয়ার চেষ্টা করেন তবে সেগুলো অনেক ভেজাল+ তেমন ভিজিটর পাওয়া জায়না তাই কয়েকদিন পর সেগুলোও বাদ দিয়ে দেন। তো নিজের চাহিদা মত ভিজিটর না পাওয়াতে অনেকেই হতাশ হয়ে ওয়েবসাইট বাদ দিয়ে দেন। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি ট্রাফিক এক্সচেঞ্জ ওয়েবসাইট যা দিয়ে আপনি কোন কাজ ছাড়াই প্রতিদিন সম্পূর্ণ ফ্রিতে ১০,০০০+ ভিজিটর পাবেন।

প্রথমেই বলে রাখি, আগে সম্পূর্ণ টিউন পড়ে ট্রাই করবেন, তার আগে কেউ কোন বাজে কথা বলবেন না। এটা সম্পূর্ণ পরীক্ষিত এবং আমি নিজেই এর মাধ্যমে ট্রাফিক নেই।
তো চলুন কাজ শুরু করে দেই-

* প্রথমে এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করুন
* তারপর নিচের মত করে Email, Username, Password, Repeat Password এর ঘর গুলোতে প্রয়োজনীয় তথ্য পূরণ করে  এর ঘরে একটা টিক দিয়ে Sign Up এ ক্লিক করুন।
* Registration was Successful দেখাবে। এরপর নিজের ইমেইল এ গিয়ে দেখবেন একটা কনফারমেসন মেইল আছে, ঐ মেইলে প্রবেশ করে  কনফারমেসন লিংকে ক্লিক করে আপনার  ইমেইল ভেরিফাই করতে হবে।
* মেইল ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টে Log In করতে বলবে।
* অ্যাকাউন্টে Log in করলে My Websites ট্যাবে গিয়ে Add New Website এ ক্লিক করে নিজের ওয়েবসাইট অ্যাড করুন।
 *এরপর Traffic Exchange ট্যাবে গিয়ে Download HitLeap Viewer এ ক্লিক করে HitLeap Viewer সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড কমপ্লিট হলে সফটওয়্যারটি ইন্সটল দিন [ ভয় নেই, এটি কোন ভাইরাস বা আপনার ক্ষতি করবে এমন কোন সফটওয়্যার নয়]
* Install কমপ্লিট হলে সফটওয়্যারটি ওপেন করে আপনার রেজিস্ট্রেশান করা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
ব্যাস আমাদের কাজ শেষ। এবার সফটওয়্যারটি অটোমেটিক বিভিন্ন ওয়েবসাইট সার্ফ করবে আর আপনার অ্যাকাউন্টে মিনিট জমা হবে। ঐ সফটওয়্যারটি যতক্ষণ আপনার পিসিতে রানিং থাকবে আপনি তত মিনিট পাবেন। এরপর সেই মিনিট গুলো অটোমেটিক আপনার ওয়েবসাইটের ভিজিটরে কনভার্ট হবে এবং আপনি আপনার সাইটে ভিজিটর পাওয়া শুরু করবেন। এভাবে প্রতিদিন আপনি যদি ঐ সফটওয়্যারটি ৫-৬ ঘণ্টা চালু রাখেন তাহলে আপনি প্রায় ২৫০০ ভিজিটর পাবেন, মোটকথা আপনি যত বেশি সময় সফটওয়্যারটি চালু রাখবেন ততবেশি ওয়েবসাইটে ভিজিটর পাবেন।
এই ভিজিটর দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড বসিয়েও উপার্জন করতে পারবেন। এই বিষয়ে প্রয়োজনে পরবর্তীতে আরেকটি টিউন করবো।

এই নিন আপনার Super Hero। স্লো ইন্টারনেটকে হাই-স্পীড করতে ডাউনলোড করুন:SpeedConnect Internet Accelerator V8.0 | 2.4 MB ফুল ভার্সন

SpeedConnect Internet Accelerator একটি শক্তিশালী উইন্ডোজ অ্যাপ্লিকেশন, যা আপনার সব ধরনের নেটওয়ার্ক কানেকশন এবং ইন্টারনেট ভিত্তিক কার্যকলাপ অপ্টিমাইজ এবং গতি বৃদ্ধি করে আপনাকে দিবে ফাস্টার ইন্টারনেট কানেকশন, ফাস্টার ব্রাউজিং এবং ই-মেইল, ফাস্টার ডাউনলোড, ফাস্টার অনলাইন গেমিং, উন্নত স্কাইপ কানেকশনের এক অনন্য অভিজ্ঞতা।
মূল ফিচারগুলো একনজরে দেখে নেওয়া যাক:
* ফাস্টার ইন্টানেট কানেকশন
* ফাস্টার ব্রাউজ
* ফাস্টার ই-মেইল সেন্ড এবং রিসিভ
* প্লে অনলাইন গেমিং ফাস্টার
* উন্নত স্কাইপ কানেকশন
* নতুন কোন হার্ডওয়্যার যোগ করার দরকার নাই
* সব ধরনের ইন্টারনেট সংযোগই এটা অপ্টিমাইজ করে
* ইউজার ফ্রেন্ডলী
* কুইক অপ্টিমাইজেশন অপশন
* কানেকশন অ্যানালাইজার

ইন্সটল করার পর অপ্টিমাইজেশন করতে হলে প্রথমে Analyze Settings এ ক্লিক করুন। অ্যানালাইজ শেষ হলে Optimize বাটনে এবং এরপর Apply Changes বাটনে ক্লিক করুন। ব্যস, এটাই হলো কুইক অপটিমাইজেশন। এছাড়াও, ম্যানুয়ালি চারধাপে আপনি নিজে প্যারামিটার দিয়ে অপটিমাইজ করতে পারবেন।

আর, এটা হলো কানেকশন টেস্টার। সঠিকভাবে আপনার ইন্টারনেট সংযোগ টেস্ট করে এর স্কোরিং, লেটেন্সি, স্পীড ইত্যাদি জানতে পারবেন।
বিখ্যাত পিসি ম্যাগজিন কর্তৃক পরীক্ষিত এই অ্যাপ্লিকেশনটির রেজাল্ট দেখুন। পীক আওয়ারে http://www.microsoft.com এর লোডিং স্পীড বৃদ্ধির হার:
CBS Software - SpeedConnect Internet Accelerator 8 = 58.1%
Speedlane, Inc. Speedlane Internet Optimizer = 35.1%
inKline Global Modem Booster = 12%
BONZI Software InternetBOOST = 3.6%
ডাউনলোড করুন লেটেস্ট:

SpeedConnect Internet Accelerator V8.0 | 2.4 MB ফুল ভার্সন 

একদম সহজ ইন্সটলেশন পদ্ধতি ডাউনলোড প্যাকের সাথেই দেওয়া আছে। এরপরও কোন সমস্যা হলো জানাবেন। সবাইকে ধন্যবাদ।
আপডেট: আপনারা যারা SpeedConnect Internet Accelerator V8.0 ইন্সটল করার পর সমস্যায় পড়েছেন তাদের জন্য সমাধান: শুধুমাত্র এক্সপি ইউজারগণই এই সমস্যায় পড়েছেন। আপনাদের সিস্টেমে .net framwork 2.0 নেই বিধায় সমস্যা হয়েছে। এটা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে হবে: Download Microsoft .net framwork 2.0
Windows 7 ব্যবহারকারীদের এটা দরকার নেই। আপনার অসুবিধার জন্য দু:খিত। সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

ফেসবুক হ্যাক হতে পারে আপনার মোবাইল নাম্বার দিয়ে

আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে ফোন নম্বর দিয়ে থাকেন, তাহলে আজই সাবধান হোন। কারণ, ফেসবুকের নয়া প্রাইভেসি সেটিংস মোতাবেক যে কোনও ব্যক্তি ‘সার্চ বার’ -এ আপনার ফোন নম্বর দিলেই আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। সাইবার ক্রিমিনালরা সেই তথ্য নিয়ে অসাদুপায় অবলম্বন করতে পারে।
বিশ্বাস না হলে নিজে করে দেখুন- ফেসবুকের উপরে যেখানে ‘সার্চ’ অপশন রয়েছে (অর্থাৎ যেখানে কোনও বন্ধুর নাম লিখে তাঁর প্রোফাইল খোঁজেন) সেখানে একটি চেনা ফোন নম্বর টাইপ করুন। দেখুন, যার ফোন নম্বর টাইপ করেছে, তাঁর প্রোফাইলটি খুলে যাবে সঙ্গে সঙ্গে। কোনও নাম লিখে ‘সার্চ’ করতে হচ্ছে না। অবশ্য তখনই কারও প্রোফাইল দেখতে পারবেন, যখন ওই ব্যক্তির মোবাইল নম্বরটি ফেসবুকের সঙ্গে লিঙ্কড করা থাকবে।
ডেইলি মেলে প্রকাশিত এক খবরে দাবি করা হয়েছে, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ফেসবুক ইউজাররাও অহরহ এই সমস্যায় ভুগছেন। নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, “নিরাপত্তায় এরকম বড় গোলযোগ থাকলে যে কোনও অচেনা ব্যক্তিও আপনার বহু ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে।” বিশেষজ্ঞরাও এও বলছেন, “ক্রেডিট কার্ড হাতিয়ে নেওয়ার থেকেও এখন ট্যুইটার ও ফেসবুক প্রোফাইল হ্যাক করাটা দুষ্কৃতীদের কাছে অধিক লাভনজক।”

এবার র‍্যাম পরিষ্কার হবে প্রতি এক মিনিটে তাও আবার স্বয়ংক্রিয় ভাবে।

প্রিয় বন্ধুরা,  আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।
আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন এক টিউন নিয়ে,নতুন একটি এপস নিয়ে,মনে মনে হয়তো এরকম এপই খুজছিলেন। প্রথমেই বলে রাখি যদি এই রকম টিউন এর আগে কেও করে থাকে তাহলে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।
আজ আমি যেই এপ নিয়ে কথা বলবো তার নাম AutoKiller.apk এই এপের মূল কাজ হলো আপনার ফোনের Background এ চালিত সকল এপ্স বন্ধ রাখা,অর্থাত যেই এপ গুলো আপনি ব্যবহার করছেন না,সেইগুলো স্বয়ংক্রিয় ভাবে বন্ধ করাই এই এপের মূল এবং প্রধান কাজ।আর এই এপের সব থেকে বিশেষ একটি ফিচার হলো টাইম ইন্টারভেল,এর মাধ্যমে আপনি টাইম নির্ধারন করে দিতে পারবেন যার মাধ্যমে প্রতি এক মিনিট পর পর অপ্রয়োজনীয় এপ্স Automatically বন্ধ হয়ে যাবে,যদিও আপনি আপনার মন মতো এর ইন্টারভেল টাইম বাড়াতে কিংবা কমাতে পারবেন,তো আর দেরী কেন?এখুনি নিচ থেকে ডাউনলোড করে ফেলুন এপটি,আর র‍্যাম খাদক এপ্সদের দেখিয়ে দিন বুড়ো আঙ্গুল,আর আপনি হয়ে যান বস।
App Name: AutoKill Task Manager.apk
Size:411kb
এপটি ডাউনলোড হলে ইন্সটল করুন।আর RAM ফ্রী রাখুন!আর টিউন ভালো লেগে থাকলে লাইক/টিউমেন্ট দিতে ভুলবেন না,কেননা আপনার একটি মাত্র লাইক নতুন টিউন করার অনুপ্রেরণা যোগায়।সবাই ভালো থাকবেন।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় টেকটিউনস এর সাথেই থাকুন।

Highly Compressed Zip File করার জন্য একটি অন্যতম Software PC এর জন্য Registration Key সহ

আজ আপনাদের মাঝে নিয়ে এলাম  Highly Compressed Zip File করার জন্য একটি অন্যতম Software PC এর জন্য
Registration Key সহ

Software টির বৈশিষ্ট্য :
Windows : XP/ 7 /8 /8.1
Size : 60 MB RAR File (Latest Version)
Registration Key সহ


Instalation
  • Download and Install Winzip
  • Open Winzip
  • Navigate to Buy Now > Register
  • Using Key And,
  • Enter the Details Given Below
  • Click Activate
  • Done, Enjoy

ডাউনলোড করে নিন ফেছবুক মেসেঞ্জার এবং সেয়ার ইট আপনার পিসির জন্য।

আন্ড্রয়েড মোবাইল এর মতো মেসেঞ্জার এটি আপনার পিসি তে ডাইরেক্ট রান করাতে পারবেন। এখান থেকে কল এবং ভিডিও কল দুটিই করতে পারবেন।  অনেক প্রয়জনিয় একটি সফটওয়ার।
আর সেয়ার ইট এর মাধ্যমে আপনার পিসি বা ল্যাপটপে যদি ওয়াইফাই থাকে তাহলে সব কিছু সেয়ার করতে পারবেন আপনার কম্পিউটার থেকে। মোবাইল অথবা কম্পিউটার এ।দ্রুত গতিতে।
দুটোই খু ব প্রয়জনিয় সফটওয়ার তাই ডাউনলোড করে নিন এখনি।
মেসেঞ্জার ডাউনলোড লিংক এখানে
সেয়ার ইট ডাউনলোড লিংক এখানে
যদি কেউ ডাউনলোড করতে না পারেন তাহলে নিছের চিত্র দেখে ডাউনলোড করে নিন।
যেভাবে ডাউনলোড করবেন না পারলে ঃ
লিংক এ ক্লিক করার পর এমন আসলে মার্ক করা যায়গা থেকে ক্লোজ করে দিন।

তার পর এমন দেখতে পাবেন। এখানে আপনাকে ৫ সেকেন্ড ওয়েট করতে বলবে না বললে নাই।
নিছের চিত্র তে মার্ক করা যায়গায় ক্লিক করুন।
অন্য দিকে ডাউনলোড লিংক এ খেয়াল না করে মার্ক করা যায়জায় ক্লিক করুন।


তারপর এমন একটি পেজ পাবেন। লেখা দেখাবে Your Ip address use in 24 hour  এতো কিছুর কথা না ভেবে আপনি মার্ক করা যায়গায়
ক্লিক করুন।

তার পর আইডিএম থাকলে ওপেন হবে ডাউনলোড করুন। ব্রাউজার থেকেও ডাউনলোড হবে।

গরম গরম ডাউনলোড করে নিন Kaspersky 2016, সাথে থাকছে 729 দিনের জন্য লাইসেন্স করার পূর্নাংগ গাইডলাইন

আপনাদের সাথে লেটেস্ট Kaspersky 2016 শেয়ার করতে যাচ্ছি। সাথে বোনাস হিসেবে থাকছে প্রায় দুই বছরের জন্য লাইসেন্স কি একদম বিনামূল্যে। আমি জানি এই কথা শুনার পর আপনি লাফিয়ে উঠছেন :) এতো লাফানোর কিছু নাই, আগে ঠিকমত কাজটা করে নিন।
প্রথমে নিচের লিঙ্ক থেকে প্রয়োজনীয় ফাইলগুলো নামিয়ে নিন-
সেট-আপ ফাইল নামাতে এখানে ক্লিক করুন 
প্যাচ ফাইল নামাতে এখানে ক্লিক করুন 
  
আশা করি সফলভাবে ফাইলদুটো নামাতে পেরেছেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন:)
এবার সেট-আপ ফাইল ইনস্টল দিন
 
এবার Kaspersky এর Protection Pause করুন - এজন্য টাস্কবারে গিয়ে Kaspersky এর উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করলেই Pause protction.. নামে একটা অফশন পাবেন।

এবার Self Defense অপশনটা অফ করুন- এজন্য প্রথমে Kaspersky ওপেন করুন, তারপর Setting এ যান, তারপর Additional এ যান, তারপর Self-Defence > Uncheck করে বেরিয়ে পরুন।
 
এবার প্যাচ ফাইলটা Extract করুন, তারপর Kaspersky ওপেন করে সেটিং(General) এ যান, তারপর Manage Settings এ গিয়ে Import setting এ ক্লিক করে extract করা Setting KIS 2016.cfg ফাইলটা দেখিয়ে দিয়ে ওকে করুন।
 
অবশেষে টাস্কবারে গিয়ে kaspersky Exit করে দিন।
এবার Extract করা ফোল্ডারে গিয়ে HostBlocker ফাইলটা ওপেন করুন(অবশ্যই Run as a Admin).
ঐ প্রোগ্রামটা চালু হওয়ার পর, KRT ফাইলতা ওপেন করুন, চালু হওয়ার পর Ctrl+Alt একসাথে চেপে ধরুন। তাহলে নিচের মতো দেখতে পারবেন-
 
এবার Active এ ক্লিক করুন।
Now, you are Done !!
আগামি ৭২৯ দিন আপনাকে আর kaspersky নিয়ে কোনো চিন্তা করতে হবেনা। 
কারো সমস্য হলে ভিডিও দেখে নিতে পারেন-
আমার মতো যারা টাকার অভাবে kaspersky ব্যবহার করননা, তারা নিশ্চিন্তে ব্যবহার করতে থাকুন kaspersky. আর পারলে একটা চকোলেট কিনা খাইয়েন আমার নামে-

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বুঝতে কোনো সমস্যা হলে টিউমেন্ট করতে পারন। আর ভালো লাগলে অবশ্যই ধন্যবাদ দিতে কিপটামি করবেননা।

মেমোরি কার্ড/পেন ড্রাইভ নষ্ট হয়ে গেছে|| ফেলে দেবার আগে একবার দেখে নিন আপনার কাজে লাগতে পারে।।

আমরা সবাই কম বেশি মেমোরি কার্ড/পেন ড্রাইভ এর সাথে পরিচিত। আমরা এগুলোতে অনেক কিছু সংরক্ষন করে রাখি। কিন্তু দেখা যায়।
হঠাত করে এই মেমোরি কার্ড/পেন ড্রাইভ কাজ করা বন্ধ করে দেয়। তখন আমরা এটাকে ঠিক করা চেষ্টা না করে। ফেলে দেয়। আমিও অনেক মেমোরি ফেলে দিয়েছি।
কিন্তু আমি আজ আপনাদের এমন একটি সফটওয়্যার সাথে পরিচয় করিয়ে দেবো যেটা দিয়ে আপনার আপনাদের মেমোরি কার্ড/পেন ড্রাইভ গুলো ঠিক করতে পারবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।।

Download Nowডাউনলোড হয়ে গেলে। ফাইল ডাউনলোড করার পর র‌্যার বা জিপ আকারে থাকবে। এটিকে আগে আনজিপ করে নিন।

এখন সফটওয়্যারটি সেটআপ দিন...
তারপর মেমোরি ঢুকান সফটওয়্যাটি Open করুন।
তারপর আপনার মেমোরি সিলেক্ট করে NTFS সিলেক্ট করুন। তারপর Quick Format সিলেক্ট করুন।
তারপর Start বাটন ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন কাজ হয়ে গেছে।
যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্ট করতে পারেন। আর যদি কাজ না করে তাহলে নিজগুণে ক্ষমা করবেন।
টিউনে কোন প্রকার ভুল থাকলে আবারো আপনাদের নিকট ক্ষমা চাইছি।
ধন্যবাদ।

চাকরি খুঁজেন? সফটওয়্যারে নিজের সিভি তৈরি করে নিন

ভাল ক্যারিয়ার এর জন্য সুন্দর একটি রিজিউম প্রয়োজন কারণ সুন্দর একটি রিজিউম চাকরী পাওয়ার ক্ষেত্রে প্রতিদ্ধন্দী থেকে এক কদম এগিয়ে রাখে। কারণ চাকরীদ্বাতা সাধারণত যে কোন রিজিউম দেখতে গড়ে ৫/৭ সেকেন্ড এর বেশী সময় দেয়না। তাই এই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে তুলে ধরতে হবে আপনার যোগ্যতা, অভিজ্ঞতা বা আরো বেশী কিছু যদি থেকে থাকে আর তা হতে হবে দৃষ্টিনন্দন এবং নির্ভূল যা অনেক ক্ষেত্রে রিজিউম তৈরী করার পর সেটা সঠিক এবং নির্ভূল হলো কিনা তা নিয়ে শংকায় ভূগী। এ সমস্যা থেকে সমাধান দিতে Resume Maker Pro v.11 সফটওয়ারটি হতে পারে একটি সহজ সমাধান। এতে বেশকিছু প্রয়োজনীয় অপশন বিল্ট-ইন আছে। বিভিন্ন ধরণের পেশার জন্য কয়েকশ সেম্পল রিজিউম যেখান থেকে আপনার পছন্দমতটি বেছে নিয়ে আপনার মত করে তৈরী করতে পারবেন, গ্রামার ও স্পিলিং অটোকারেক্ট, যে কোন ধরণের পদের জন্য যোগ্যতা এবং স্যালারী ভিত্তিক অনলাইন জব সার্চ, যে কোন ওয়েব সাইটে সরাসরি রিজিউম সাবমিট করা, সরাসরি মেইল করা, প্রিন্ট নেয়া ইত্যাদি।

ডাউনলোড লিংকঃ
Click This Link

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫

এবার google পেজ হবে নিজের নামে

বন্ধুরা আজ আপনাদের সাথে ছোট ও মজার একটি জিনিষ শেয়ার করবো, সাধারনত আমরা যখন ব্রাউজারে http://www.google.com লিখি
তখন আমাদের সামনে ভেসে আসে পুরনো ও আমাদের সবার পরিচিত এই পেজটি………
হাঁ এবার একটু ভাবুনতো যদি উপরে google লিখাটির জায়গায় আপনার পছন্ধ করা নাম হত তাহলে কেমন লাগতো? কোন ভাবনার দরকার নাই
এবার নিজের নামেই করুন আপনার google পেজটি, প্রথমে এই লিঙ্কে যান, নিচের মত একটি ছবি আসবে………
এখানে step 1 সমান লিখুন আপনার পছন্ধ করা নাম, মানে যে নামে আপনি আপনার google পেজটি বানাবেন।
step 2 সমান আপনি আপনার লিখাটিকে যে স্টাইলে দেখতে চান সেই স্টাইল সিলেক্ট করুন।
এবং সর্বশেষ crate my search engine এ ক্লিক করুন, ব্যাস হয়ে গেল আপনার নামে google হোম পেজটি
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেয।

ফেসবুক (Facebook) হ্যাক করুন সফ্টওয়ারের মাধ্যমে 100% গেরান্টি সহকারে।

বর্তমানে প্রায় সবারই একটা পার্সনাল কম্পিউটার থাকে। হোক সেটা ডেস্কটপ, লেপটপ, নোটবুক। যেটাই হোক আমরা যারা IBM সিরিজের পিসি ব্যবহার করি তারা প্রায় সবাই Windows ব্যবহার করেন। তাই আজকের ট্রিক্সটা Windows এর জন্য।
[আগেই বলে নেই। আমার দেয়া ট্রিক দারা কেও কারোর ক্ষতি করবেন না ]
প্রথমে আপনাকে একটি সফ্টওয়ার ডাউনলোড করতে হবে।

Facebook Password Hacker/Sniper

ডাউনলোড

এখন সফ্টওয়ার টি রান কর। এটি রান করতে গেলে dotNetFx40_Full_setup টি আগে ইন্সট্রল করে নিতে হবে।
এবার সফ্টওয়ার ওপেন করুন এবং মজা নি।
কেমন লাগল টিউমেন্ট জানাতে ভূলবেন না কিন্তু।
[এডমিন ভাই যদি টিউন টি নিতিমালার বাহিরে হয়ে থাকে তবে টিঊনটি ডিলেট করে দিয়েন। দয়া করে আইডিটি স্থগিতকইরেন না]
সৌজন্যে ও প্রথমে প্রকাশিত: বিডিটিউনস(bdTunes.com) এ।

পিসি তে লক করা ফাইল বা যে কোন ফাইল মুহুর্তের মধ্যেই(১ সেকেন্ড) খুজে বের করুন ছোট্ট একটা সফটওয়ার দিয়ে……।

প্রথমে সকল প্রযুক্তি্প্রিয় ভাই দের জানাই আমার শুভেচ্ছা। এটা আমার প্রথম টিউন। লেখালেখি আমার কোনো দিন ই তেমন আসে না, করতে ও পারি না। তাই আশা করি সবাই আমার ভূল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টিটি পড়ছি ২ বছর ধরে। অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা টিউন করার, অনেক ঝাড়াই বাছাই করার পর  আজ এই টিউন টা করার জন্য বসে পড়লাম। আশা করি ভাল লাগবে...।
এবার কাজের কথায় আসা যাক। আমারা যদি কম্পিউটারের কনো কিছু খুজতে চাই, আর আমাদের যদি মনে না থাকে  যে ফাইল টা কথায় আছে তাহলে আমাদের সেটা খুজতে এক্টু বেগ পেতেই হয়। আর আমারা যদি এই সফট টা দিয়া খুজি তাহলে সবাই দেখেই নিন  না  সুবিধা টা কথায়।

এখান থেকে  ডাউনলোড করে নিন 

এবার আসা  যাক হ্যাক এর কথায়।
আমরা  lockdir.exe ফোল্ডার লক সম্পর্কে কম বেশি সবাই জানি।
তবে আসল কথা হলো এই  যে সফট টা দিয়ে আমরা যখন কোন ফোল্ডার লক করি তখন সফট টি কিছু বিদঘুটে ফোল্ডার এর ভিতর ওই নির্দিস্ট ফাইল গুল কে লুকিয়ে রাখে যা windows explorer রিড করতে পারে না। ফোল্ডার এর নাম গুলো নিন্মে পর্যায় ক্রমে দেওয়া হল
  • G:\Personal\যে ফোল্ডার লক করতে হবে\Thumbs.ms\com1.{d3e34b21-9d75-101a-8c3d-00aa001a1652}\ã..\LastF\দরকারি ফাইল গুলো
এখান থেকে আমারা দেখতে পারছি আমাদের দরকারি ফাইল গুল থাকে LastF নামক এই ফোল্ডার টির ভিতরে। এখন আমরা যদি ওই সফট টা দিয়ে LastF নামে search দেই তাহলে আমরা কাঙ্ক্ষিত ফোল্ডার টা পেয়ে যাব without input any password. আসল কথা হল, আপনার কম্পিউটারের এর ভিতর  যা ই থাকুক না কেন, সেই নামে বা তার কাছাকাছি নামে এই search engine টা দিয়ে search দিলে ই কেল্লা ফাতে।।
এবার আপনাদের কাছে ছেড়ে দিলাম, পরের দ্বায়িত্ব আপনাদের।
বি.দ্রঃ কেউ এটা নিয়ে টিউন করে থাকলে সেটা আমার সম্পূর্ন অগোচর এবং আমার জন্য খুব ই অনাআকাঙ্ক্ষিত। আশা করি ক্ষমা করবেন। ও আর একটা  কথা,আশা করি কার ক্ষতির জন্য এটি ব্যবহার করবেন না

ডাউনলোড করতে  ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লর ইউস করুন।

ডাউনলোড করতে কোন সমস্যা হলে এই লিঙ্ক এ ক্লিক করুন

এবার তেলাপোকা, মাকড়সা আর রোবট এর হাতে আপনার উইনডো

এটা আমার 3য় টিউন। এখানে আমি কিছু দিব যা আপনাদের পিসি টে কাজে লাগবে এর কাজে লাগবে। আমি আপনাদের সাথে আজ শেয়ার করব কিছু সফটওয়্যার যা দিয়ে দেখবেন আপনার উনডোটে তেলাপোকা, মাকড়সা, রোবট ঘোরবে .েএগুলো মুলুত ফানি সফট। এবং খুবই ইন্টারেসটিকং, ই ফইলটিরসাইয াত্র 14 এর মত, তইলে এখনে নিয়ে নিন আমি নিয়মিত টাইপ করি না তাই ভুল হলে ক্ষমা করবেন আজআর নয়। আর কিছু বলার নেই নিচে ডাইনলোড লিন্ক দেওয়া হল

এটা আমার 3য় টিউন। এখানে আমি কিছু দিব যা আপনাদের পিসি টে কাজে লাগবে এর কাজে লাগবে। আমি আপনাদের সাথে আজ শেয়ার করব কিছু সফটওয়্যার যা দিয়ে দেখবেন আপনার উনডোটে তেলাপোকা, মাকড়সা, রোবট ঘোরবে .েএগুলো মুলুত ফানি সফট। এবং খুবই ইন্টারেসটিকং, ই ফইলটিরসাইয াত্র 14 এর মত, তইলে এখনে নিয়ে নিন আমি নিয়মিত টাইপ করি না তাই ভুল হলে ক্ষমা করবেন আজআর নয়। আর কিছু বলার নেই নিচে ডাইনলোড লিন্ক দেওয়া হল
এটা আমার 3য় টিউন। এখানে আমি কিছু দিব যা আপনাদের পিসি টে কাজে লাগবে এর কাজে লাগবে। আমি আপনাদের সাথে আজ শেয়ার করব কিছু সফটওয়্যার যা দিয়ে দেখবেন আপনার উনডোটে তেলাপোকা, মাকড়সা, রোবট ঘোরবে .েএগুলো মুলুত ফানি সফট। এবং খুবই ইন্টারেসটিকং, ই ফইলটিরসাইয াত্র 14 এর মত, তইলে এখনে নিয়ে নিন আমি নিয়মিত টাইপ করি না তাই ভুল হলে ক্ষমা করবেন আজআর নয়। আর কিছু বলার নেই নিচে ডাইনলোড লিন্ক দেওয়া হল
এটা আমার 3য় টিউন। এখানে আমি কিছু দিব যা আপনাদের পিসি টে কাজে লাগবে এর কাজে লাগবে। আমি আপনাদের সাথে আজ শেয়ার করব কিছু সফটওয়্যার যা দিয়ে দেখবেন আপনার উনডোটে তেলাপোকা, মাকড়সা, রোবট ঘোরবে .েএগুলো মুলুত ফানি সফট। এবং খুবই ইন্টারেসটিকং, ই ফইলটিরসাইয াত্র 14 এর মত, তইলে এখনে নিয়ে নিন আমি নিয়মিত টাইপ করি না তাই ভুল হলে ক্ষমা করবেন আজআর নয়। আর কিছু বলার নেই নিচে ডাইনলোড লিন্ক দেওয়া হল
এটা আমার 3য় টিউন। এখানে আমি কিছু দিব যা আপনাদের পিসি টে কাজে লাগবে এর কাজে লাগবে। আমি আপনাদের সাথে আজ শেয়ার করব কিছু সফটওয়্যার যা দিয়ে দেখবেন আপনার উনডোটে তেলাপোকা, মাকড়সা, রোবট ঘোরবে .েএগুলো মুলুত ফানি সফট। এবং খুবই ইন্টারেসটিকং, ই ফইলটিরসাইয াত্র 14 এর মত, তইলে এখনে নিয়ে নিন আমি নিয়মিত টাইপ করি না তাই ভুল হলে ক্ষমা করবেন আজআর নয়। আর কিছু বলার নেই নিচে ডাইনলোড লিন্ক দেওয়া হল

ডিএসএলআর ক্যামেরার স্বাদ নিন গুগলের নতুন “ Android M ” ক্যামেরা অ্যাপ ব্যবহার করে। [DsLR+Candy]

১। সবার আগে যে বিষয়টি লক্ষ করবেন সেটি হল এর ফোকাস অ্যানিমেশন।
২। আগের থেকে অনেক গুন দ্রুত আধুনিক HDR অপশন।
৩। পাবেন নতুন অ্যানিমেশন ভিউইং অপশন যখন কোন ইমেজ ফোকাস করবেন।
৪। সর্বশেষ তোলা ছবিটি উপরে ডান পাসে ভিউ হবে (লাইক নোটিফিকেশন)।
৫। পুরনো লো লাইট এবং নরমাল অপশনটি বাতিল করে দেয়া হয়েছে।
৬। সুপার ফাস্ট ছবি তোলার ক্ষমতা সাথে প্রায় জিরো হাং কন্ট্রোল।
এতো এতো প্রশংসা শোনার পর নিশ্চই আপনার এখন ক্যামেরা অ্যাপটি ব্যবহার করতে ইচ্ছে করছে? তবে আর দেরি কেন?  এখনি নিচে দেয়া লিংকে যেয়ে ডাউনলোড করে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের পছন্দ হবে।

ডাউনলোড লিঙ্ক -  এখানে ক্লিক করুন।

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

iCloud Bypass / iCloud Real Removal iPhone 4 iOS 7 and Jailbreak

Bypass any iCloud Activation Lock go to:


youtube video  https://www.youtube.com/watch?v=LquR4bazaJ0
software  Link : https://plus.google.com/116947007555803380657/posts/Nb8oHxFbar8

বুধবার, ১২ আগস্ট, ২০১৫

iphone all solution and information

http://www.unlockboot.com

সফটওয়্যার ছাড়া ইউটিউব থেকে ডাউনলোড করুন !

সফটওয়্যার ছাড়া ইউটিউব থেকে ডাউনলোড করুন ! ( যার না জানেন তাদের জন্য ) জনপ্রিয় ভিডিও দেখার সাইট Youtube সম্পর্কে জানি না এমন কেউ খুজে পাওয়া খুব কঠিন। তবে youtube থেকে ডাউনলোড করা কিছুটা কঠিন। এখান থেকে ডাউনলোড করতে কোন না কোন সফটওয়ার দরকার হয়। কিন্তু আজ আমার আলোচনার বিষয় হচ্ছে সফটওয়্যার ছাড়া ইউটিউব থেকে ডাউনলোড করুন ! তাহলে দেরি না করে চলুন কৌশলটা শিখে ফেলি। ১) প্রথমে যে ভিডিওটা ডাউনলোড করতে চান সেটিতে প্রবেশ করুন। ২) Url দিকে খেয়াল করুন দেখুন www.youtube এর পরে আরো কিছু লেখা আছে।mukto-moncho02৩) এবার Url টি ইডিট করে www. এর পরে অতিরিক্ত দুইটা ss যুক্ত করুন। যেমন-www.ssyoutubeকিছু একটা, দিয়ে এন্টার দিন।mukto-moncho03৪) এবার নিচের মতো একটা উইনডো আসবে, সেখান থেকে ভিডিও ফরমেট সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করুন।mukto-moncho04আশা করছি আপনি আপনার পছন্দের যে কোন ভিডিও ডাউনলোড করতে পারবেন। কোন প্রকার সমস্যা হলে টিউমেন্টস করুন। সবাই ভালো থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ভালো থাকুন , সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো শেষ করছি। বিদ্র: টিউনটি ভালো লাগলে একবার আমার সাইট থেকে ঘুরে 

নষ্ট মেমোরি কার্ড ঠিক করুন এক নিমিষে একটি ছোট সফটওয়্যার ব্যবহার করে।

আমাদের অনেকের ই মেমোরি কার্ড নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা মেমোরি গুলো ঠিক না করে বাইরে ফেলে দিচ্ছি কখনও হয়ত ঠিক করার চেষ্টা ও করি নি। তাই আমি আজ আপনাদের একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটি ব্যবহার করে নষ্ট মেমোরি কার্ড ঠিক করতে পারবেন। প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
উপড়ের ছবিটির মতঃ Capacity, Drive Letter or, Refresh Drives, Volume সিলেক্ট করে Format MMC ক্লিক করুন।
অ্যাপটির সাইজ মাত্র 27.59 KB, আশা করি কোন সমস্যা হবে না, তবে সমস্যা হলে জানাবেন সমাধান করার চেষ্টা করবো। আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

ব্লক করুন অপ্রয়োজনীয় ইমেইল অ্যাড্রেস

আমি এস, এম, রাসেল। আজ আমি দেখাব কিভাবে অপ্রয়োজনীয় ইমেইল অ্যাড্রেস ব্লক করবেন। (ছবি সহ)
আপনার হয়ত আপনদের ইমেইল অ্যাড্রেস দিয়ে অনেক ওয়েব সাইট এ বিভিন্ন কারনে সাইন আপ করে থাকেন, কিন্তু এক সময় দেখা যায় এই সব সাইট থেকে প্রতি দিনে আপনাকে অনেক অপ্রয়োজনীয় মেইল পাঠাচ্ছে (যেমনঃ বিভিন্ন বিজ্ঞাপন, নোটিফিকেশান ইত্যাদি)। আবার হয়ত আপনাকে কেউ কোন একটি মেইল অ্যাড্রেস থেকে আজেবাজে মেইল পাঠাচ্ছে, যেটা খুব বিরক্তিকর। এখন আপনি কি করবেন? হ্যা আপনি ইচ্ছা করলেই এই বিরক্তিকর মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করতে পারেন খুব সহজেই। কিভাবে করবেন তা নিম্নে ছবি সহ ধাপে ধাপে বর্ননা করা হল। আজ দেখাব শুধু মাত্র জিমেইলের জন্য।
ধাপ ১ঃ
প্রথমে আপনার একাউন্ট এ লগইন করুন।
তারপর উপরের ডান দিকের, Settings এ ক্লিক করুন।
ধাপ ২ঃ
Settings এ ক্লিক করলে একটি পেজ আসবে, সেখানে Filters এ ক্লিক করে Create a new filter এ ক্লিক করুন।
এবার নতুন একটি পেজ আসবে তাতে From এর স্থানে বিরক্তিকর ইমেইল অ্যাড্রেসটি দিন। (যেমনঃ joe@yahoo.com)
এবং Create filter with this search>> এ ক্লিক করুন।
ধাপ ৩ঃ
এবার Delete it এ টিক দিয়ে Create filter এ ক্লিক করুন।
সব ঠিক থাকলে নিচের পেজের মত আসবে।
আজকের টিউন এই পর্যন্তই। পরবর্তী টিউনে দেখাব কিভাবে ইয়াহু মেইল থেকে ইমেইল অ্যাড্রেস ব্লক করবেন।
ততদিনের জন্য বিদায়।
আল্লাহ্‌ হাফেয।

AVG PC TuneUp Utilities 2015 আপনার পিসিকে দিন দুরন্ত গতি! By B Islam - Feb 6, 2015 30 4

উইন্ডোজ সহ বিশ্বের বড় বড় কম্পিউটার বিশেষজ্ঞদের অভিমত পিসিকে দ্রুত কাজ করার উপযোগী করা সিস্টেমকে সব সময় সমস্যামুক্ত রাখতে এবং কর্মক্ষম করারজন্য টিউনআপ পিসি ইউটিলিটি হল সবথেকে নিরাপদ কার্যকারী এবং শক্তিশালী একটি সফটওয়্যার। এটা এমন এক সফটওয়্যার যার একটি মাত্র ক্লিকে (AVG 1-Click Maintenance) আপনার পিসি হয়েযাবে সুপার ফাস্ট! এই সফটওয়্যারের যে কত সুবিধা সেটা বলে শেষকরা যাবেনা। যারা এটা এর আগেও ব্যাবহার করেছেন তার ভাল জানেন। আর হা এই সফটওয়্যারটির বর্তমান মূল্য এক বৎসরের জন্য ৪০/$ ইউএস ডলার!  বাংলাদেশী টাঁকায় প্রায় ৩২০০/৳ টাঁকা। কিন্তু একমাত্র পিসি হেল্পলাইন বিডির ভিজিটরদের কোন টাঁকা দিতে হবে না। আপনাদের জন্য সম্পূর্ণ সফটওয়্যারটি লাইফ টাইমের জন্য একদম ফ্রি !!!
এই সফটওয়্যার সম্পর্কে আরও জানতে আমার আগের একটি পোস্ট দেখে আসতে পারেন।>>  (বিশ্ব বিখ্যাত কম্পিউটার অপটিমাইজেশন সফটওয়্যার TuneUp Utilities 2014 ভার্সন! শুধু মাত্র আপনাদের জন্য একদম ফ্রি) <<
AVG PC TuneUp 2015 1
এই সফটওয়্যার দিয়ে আপনি ডিক্স ডিফ্রাগমেন্ট, স্টার্টআপ ম্যানেজার, রেজিস্ট্রি ডিফ্রাগমেন্ট, মেইনটেন্স, শটকাট ক্লিনার, রেজিস্ট্রি ক্লিনার, মেমোরি অপ্টিমাইজার, স্পিড অপ্টিমাইজার, আন-ইনস্টলার, আন-ডিলেটর, স্টাইলার, সিস্টেম কন্ট্রোল, প্রোসেস ম্যানেজার, রিপেয়ার সহ আরও অনেক অনেক সুবিধা পাবেন। আরও একটি কথা, এখন এই সফটওয়্যারের নাম শুধু AVG PC TuneUp 2015। কারন এটার মালিকানা এখন বিখ্যাত এন্টিভাইরাস কোম্পানি এভিজির হাতে তাই নামের সাথে #AVG যুক্ত হয়েছে, এবং হয়েছে আগের থেকে আরও বেশি শক্তিশালী ।
তাহলে নিচে দেখেনিন AVG PC TuneUp Utilities 2015 ভার্সনে নতুন কি আছে
AVG PC TuneUp 2015 (BIM)
আর বেশি কিছু বলতে হবে বলে মনে করছিনা। তার পরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে এখনি ডাউনলোড করে নিন যত দ্রুত সম্ভব। কারন ইদানিং ফাইল শেয়ারিং সাইটগুলা ভালই সমস্যা করতেছে। সফটওয়্যারটি মাত্র ৮০ MB এর মত।
B Islam
রার ফাইল ওপেন করার পর ভিতরে ক্রাক ফাইল পাবেন। ওখানের টেক্সট ডকুমেন্টটিতে নিয়ম বলে দেয়া আছে কেমন করে AVG PC TuneUp 2015 একটিভ করবেন।
আজ তাহলে এই পর্যন্ত, আমার জন্য দোয়া করবেন এবং ভাল থাকবেন সবাই এবং ভাল রাখবেন সবাইকে আল্লাহ্‌ হাফেয ।

COMPUTER এর মাদারবোর্ডের CD DRIVER হারিয়েছেন ? কোনো সমস্যা নেই!

এ টিউনে আপনাদের জন্য রয়েছে , COMPUTER এর মাদারবোর্ডের CD বা DRIVER হারিয়েছেন,কোনো সমস্যা নেই।দেখে নিন।যারা জানেনা তাদের জন্য।
সাধারণত COMPUTER কেনার সময় COMPUTER এর সঙ্গে মাদারবোর্ডের একটি DRIVER SOFTWARE সিডিতে ভরে দেওয়া হয়।









COMPUTER এর অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর মাদারবোর্ডের সিডি ইনস্টল করতে হয় , তাহলে সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি আসে।
কিন্তু মাদারবোর্ডের সিডি যদি হারিয়ে যায় , তখন অনেক সমসায় পড়তে হয়।
মাঝে মধ্যে একই কোম্পানির অন্য কোনো মাদার বোর্ডের সিডি থেকে আলাদাভাবে সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি SOFTWARE(Driver) ইনস্টল করলে তখন সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি আসে , তবে তা সব মাদারবোর্ডের ক্ষেত্রে নয়।
মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন বা মাদারবোর্ডের নাম , মডেল নম্বর , সিরিয়াল নম্বর ভুলে গেছেন?
তাহলে প্রথমে Start থেকে Run-এ ক্লিক করুন।
তারপর Run-এ WMIC লিখে Ok তে ক্লিক করুন।
প্রথমবারের মতো এই অপশনটি রান করলে লেখা আসবে এটি ইনস্টল হচ্ছে।
ইনস্টল হওয়ার পর Command Prompt টিতে লেখা আসবে wmic:rootcli> এখন মাদারবোর্ডের তথ্যের জন্য baseboard লিখে কিবোর্ড থেকে এন্টার চাপুন।
তাহলে আপনার COMPUTER এর মাদারবোর্ডের সিডির মডেল নম্বর , সিরিয়াল নম্বর ইত্যাদি জানতে পারবেন।
এখন ওই মাদারবোর্ডের নাম এবং মডেল নম্বর লিখে গুগলে সার্চ দিলেই সেই মাদারবোর্ডের SOFTWARE পেয়ে যাবেন।
সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো , যেখানে মাদারবোর্ডের SOFTWARE পাওয়া যায়।
 এখান থেকে দেখে নিন।