সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
Home »
» পেন ড্রাইভ বুটাবেল করুন খুব সহজে কোন প্রকার সফটওয়্যার ছাড়া
পেন ড্রাইভ বুটাবেল করুন খুব সহজে কোন প্রকার সফটওয়্যার ছাড়া
Related Posts:
ফ্রিতে আপনার Windows 10 অ্যাকটিভ করে নিন এখনই। আসসালামু আলাইকুম আশাকরি সবাই ভাল আছেন। আমি ও আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় ভাল আছি। আজ আমি আপনারে সাথে চরম একটি টি্উন শেয়ার করব যা আপনি হয়ত এত দিনে খুজে খুজে প্রায় হয়রান হয়েগেছেন। তা হল Windows 10 অ্যাকটিভ করার নিয়ম। আমর… Read More
OTG আছে কিনা চেক করে নিন, অনেক ফোনে রুট করেও OTG সাপোর্ট করানো যায়, দেখুন তো আপনার ও হয় কিনা সকল প্রশংসা মহান আল্লাহ্ তায়ালার। পরম করুণাময় মহান আল্লাহ্র নাম নিয়ে আমার আজকের টিউন শুরু করছি। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছোট, বড় ভাই-বোনেরা।আশা নয়, বিশ্বাস আল্লাহ্র রহমতে খুব ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ্… Read More
যাদের টাইপিং এ সমস্যা হচ্ছে টাইপিং করতে পারছেন না তো নিয়ে যান সুন্দর একটি software নিয়ে যান আর টাইপিং বারিয়ে নিন আর টাইপিং এ হয়ে যান এক্সপার্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমা তুল্লাহি ওয়াবারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন দোয়া করি মহান আল্লাহ পাক সবাই কে ভালো রাখুক আমিও আপনাদের দোয়ায় ও মহান আল্লহ তায়ালার রহমতে ভালোই আছি দোয়া করবেন যাতে মহান আল্লাহ ত… Read More
পুরানো সাদা-কালো নষ্ট খারাপ ছিঁড়ে যাওয়া ছবিকে ৫ মিনিটে নতুন আর কালার ফুল করে তুলুন ম্যজিকের মত, আর চমকে দিন সবাই কে পুরানো সাদা-কালো নষ্ট খারাপ ছিঁড়ে যাওয়া ছবিকে ৫ মিনিটে নতুন আর কালার ফুল করে তুলুন ম্যজিকের মত, আর চমকে দিন সবাই কে। আছে নাকি নষ্ট ছবি? যার অনেক টা নষ্ট হয়ে গেছে, কিংবা সাদা কালো ছবি যাতে আছে অনেক দাগ বা অনেকটাই খারাপ হয়ে… Read More
ওয়াইফাই “না” এবার ওয়াইফাই রাউটার হ্যাক করুন। How To Hack Wifi router আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও উপস্থিত হলাম আজ কে আপনাদের মাঝে….আশা করি আপনারা সবাই ভালো আছেন, কাজের কথায় আসি……. শুধু ওয়াইফাই না…এইবার ওয়াইফাই রাউটার হ্যাক করুন আমাদের… Read More
সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
পেন ড্রাইভ বুটাবেল করুন খুব সহজে কোন প্রকার সফটওয়্যার ছাড়া
প্রথমে আপনার পেন ড্রাইভটিকে কম্পিউটার-এর সাথে যুক্ত করুন। তারপর RUN মুড- যান।
Run মুডে যাওয়ার জন্য নিচের ছবিতে দেওয়া বাটন গুলো চাপুন।
এখন রান মুডে cmd লিখে Enter বাটন চাপুন।
নিচের ছবির মত দেখাবে। তাতে "diskpart" কথাটি লিখে Enter চাপুন।
তারপর যে উইন্ডোটা আসবে তাতে লিখুন "list disk" এবং এন্টার চাপুন।
এখন দুটো ডিস্ক দেখাবে। আপনি ডিস্ক ১ টি সিলেক্ট করবেন। ডিস্ক ১ সিলেক্ট করার জন্য আপনাকে এই লাইনটি লিখতে হবে "select disk 1" এবং এন্টার চাপতে হবে।
এখন আপনার পেন ড্রাইভটি সিলেক্ট অবস্থায় আছে। এবার আপনাকে লিখতে হবে "clean"
তারপর এন্টার চাপতে হবে।
ক্লিন করার পর আপনাকে প্রাইমারি পার্টিশন তৈরি করতে হবে। তার জন্য আপনাকে এই লাইনটি লিখতে হবে "create partition primary" তারপর এন্টার চাপলে আপনার পার্টিশন তৈরি হয়ে যাবে।
এবার আপনি পার্টিশনটি সিলেক্ট করুন এভাবে "select partition 1"
পার্টিশটি সিলেক্ট করার পর পার্টিশনটি ফরম্যাট করতে হবে। তার জন্য আপনাকে এই লাইনটি লিখতে হবে "format=fs ntfs quick" এবং এন্টার কী চাপতে হবে।
ফরম্যাট হতে কিছু সময় নিবে। এই ধরুন ১০-২০ সেকেন্ড। ফরম্যাট হওয়ার পর "active" কথাটি লিখে এন্টার চাপতে হবে। আপনার পেন ড্রাইভটি বুটাবেল হয়ে গেল।
Active করার পর "exit" লিখে CMD মুড থেকে বেরিয়ে আসবেন এবং আপনার পছন্দের উইন্ডোজটির সেট আপ ফাইল কপি করে আপনার বুটাবেল করা পেন ড্রাইভ-এ পেস্ট করে দিন। কাজ শেষ, এখন শুধু বাকী আপনার যে কম্পিউটার-এ উইন্ডোজ সমস্যা করছে তাতে পেন ড্রাইভটি লাগিয়ে সেট আপ দিয়ে দেওয়া।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন