Your Message here

রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

ডাউনলোড Windows 7 USB/DVD Download Toolsযেভাবে তৈরী করবেন Valid ISO ফাইল

নাম দেখে আবার কেউ ভাববেন না যে এটা দিয়ে শুধু ডাউনলোড করা যায় এবং শুধু উইন্ডোজ ৭ এর জন্য। আসলে এটা মাইক্রোসফটের নতুন যে কোন সংস্করনে চলে (এক্সপির ব্যাপারটা আমি জানিনা)। যাদের শুধু টুলসটি দরকার তারা ডাউনলোড করে নিন। সাইজটা কিন্তু বিশাল, ভালো ভাবে সাইজ খেয়াল করুন তারপর আপনার সাধ্যের মধ্যে থাকলে ডাউনলোড করুন! ব্যবহার জানলে ব্যবহার বিধি না দেখলেও হবে।

Microsoft USB/DVD Tools | Size: 2.54MB
যেভাবে ব্যবহার করবেন

প্রথমে ডাউনলোড করা ফাইলটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন এবং যথারীতি ওপেন করুন। আমি প্রত্যেকটি ধাপ একটির পর একটি দেখিয়ে দিচ্ছি, কোন সমস্যা হবেনা।
  • প্রথম ধাপঃ টুলসটি ওপেন করুন তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন

  • দ্বিতীয় ধাপঃ এখন Browse অপশন থেকে আপনার ISO ফাইলটিকে সিলেক্ট করুন এবং Next বাটন চাপুন। তাহলে নিচের মতো উইন্ডো আসবে।

  • তৃতীয় ধাপঃ এখন আপনি যদি USB ডিফাইস বুটেবল করতে চান তাহলে USB device বাটন প্রেস করুন।

  • চতূর্থ ধাপঃ আপনার USB ডিভাইস সিলেক্ট করে Begin Copying বাটনটি প্রেস করুন। তাহলে কপি শুরু হয়ে যাবে। ছবি দেখলেই বুঝতে পারবেন।

  • পঞ্চম ধাপঃ সব কাজ যদি ভালো ভাবে করে থাকেন তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন। তারমানে আপনার কাজ হয়ে গেছে।

  • শেষ ধাপঃ আর যদি DVD বুটেবল করতে চান তাহলে তৃতীয় ধাপে গিয়ে DVD সিলেক্ট করুন বাকি কাজ একই ভাবে করুন।
টিউনের এ পর্যন্ত আমরা দেখলাম একটি ISO ফাইলকে কিভাবে USB / DVD তে বুটেবল করতে হয়। কিন্তু এই ISO ফাইলটিকে কিভাবে তৈরী করবেন সেটা এখনো আপনাদের জানানো হয়নি। তাহলে চলুন জেনে নিই কিভাবে ISO ফাইল তৈরী করতে হয়।

যেভাবে তৈরী করবেন Valid ISO ফাইল

আপনি যখন ইমেজ ফাইল তৈরী করবেন তখন অনেক সময় সেটাতে সমস্যা থাকে। যা মাইক্রোসফটের এই টুলটি সাপোর্ট করেনা। এ কারনে এই টুলটি দিয়ে কোন কিছু বুট করতে হলে আপনার ISO ফাইলটিকে অবশ্যই Valid হতে হবে। আমি ISO ফাইল তৈরী করার জন্য অনেক সফটওয়ার ব্যবহার করেছি। কিন্তু তার মধ্যে Image Burn কে আমার সেরা মনে হয়েছে। এর কারন এটি অপারেটিং সিস্টিম ফাইল সনাক্ত করে স্পেশালভাবে ইমেজ ফাইল তৈরী করে। তো আর দেরি কেন? নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন।
ব্যবহার করার জন্য আপনি যে ফাইলগুলোকে ISO এ রূপান্তরিত করতে চান তাদের কে একটা ফোল্ডারে রাখুন এবং ফোল্ডার টু ইমেজ ফাইল সিলেক্ট করে Burn করে ফেলুন। ব্যাস, আপনার কাজ শেষ। এবার সব সময় নাকে তেল দিয়ে ঘুমান।

বিঃদ্রঃ আপনি যে শুধু ফোল্ডার থেকেই ইমেজ বার্ন করতে পারবেন এরকম কিছুনা। তবে আমি দেখেছি ফোল্ডার থেকে ইমেজ বার্ন করাতেই বেশি সুবিধা। তবে আপনারা চাইলে চিত্রে দেখানো যে কোন সোর্স থেকে ইমেজ ফাইল অথবা সিডি বার্ন করতে পারবেন।

শেষ কথা

রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

ডাউনলোড Windows 7 USB/DVD Download Toolsযেভাবে তৈরী করবেন Valid ISO ফাইল

নাম দেখে আবার কেউ ভাববেন না যে এটা দিয়ে শুধু ডাউনলোড করা যায় এবং শুধু উইন্ডোজ ৭ এর জন্য। আসলে এটা মাইক্রোসফটের নতুন যে কোন সংস্করনে চলে (এক্সপির ব্যাপারটা আমি জানিনা)। যাদের শুধু টুলসটি দরকার তারা ডাউনলোড করে নিন। সাইজটা কিন্তু বিশাল, ভালো ভাবে সাইজ খেয়াল করুন তারপর আপনার সাধ্যের মধ্যে থাকলে ডাউনলোড করুন! ব্যবহার জানলে ব্যবহার বিধি না দেখলেও হবে।

Microsoft USB/DVD Tools | Size: 2.54MB
যেভাবে ব্যবহার করবেন

প্রথমে ডাউনলোড করা ফাইলটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন এবং যথারীতি ওপেন করুন। আমি প্রত্যেকটি ধাপ একটির পর একটি দেখিয়ে দিচ্ছি, কোন সমস্যা হবেনা।
  • প্রথম ধাপঃ টুলসটি ওপেন করুন তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন

  • দ্বিতীয় ধাপঃ এখন Browse অপশন থেকে আপনার ISO ফাইলটিকে সিলেক্ট করুন এবং Next বাটন চাপুন। তাহলে নিচের মতো উইন্ডো আসবে।

  • তৃতীয় ধাপঃ এখন আপনি যদি USB ডিফাইস বুটেবল করতে চান তাহলে USB device বাটন প্রেস করুন।

  • চতূর্থ ধাপঃ আপনার USB ডিভাইস সিলেক্ট করে Begin Copying বাটনটি প্রেস করুন। তাহলে কপি শুরু হয়ে যাবে। ছবি দেখলেই বুঝতে পারবেন।

  • পঞ্চম ধাপঃ সব কাজ যদি ভালো ভাবে করে থাকেন তাহলে নিচের মতো চিত্র দেখতে পাবেন। তারমানে আপনার কাজ হয়ে গেছে।

  • শেষ ধাপঃ আর যদি DVD বুটেবল করতে চান তাহলে তৃতীয় ধাপে গিয়ে DVD সিলেক্ট করুন বাকি কাজ একই ভাবে করুন।
টিউনের এ পর্যন্ত আমরা দেখলাম একটি ISO ফাইলকে কিভাবে USB / DVD তে বুটেবল করতে হয়। কিন্তু এই ISO ফাইলটিকে কিভাবে তৈরী করবেন সেটা এখনো আপনাদের জানানো হয়নি। তাহলে চলুন জেনে নিই কিভাবে ISO ফাইল তৈরী করতে হয়।

যেভাবে তৈরী করবেন Valid ISO ফাইল

আপনি যখন ইমেজ ফাইল তৈরী করবেন তখন অনেক সময় সেটাতে সমস্যা থাকে। যা মাইক্রোসফটের এই টুলটি সাপোর্ট করেনা। এ কারনে এই টুলটি দিয়ে কোন কিছু বুট করতে হলে আপনার ISO ফাইলটিকে অবশ্যই Valid হতে হবে। আমি ISO ফাইল তৈরী করার জন্য অনেক সফটওয়ার ব্যবহার করেছি। কিন্তু তার মধ্যে Image Burn কে আমার সেরা মনে হয়েছে। এর কারন এটি অপারেটিং সিস্টিম ফাইল সনাক্ত করে স্পেশালভাবে ইমেজ ফাইল তৈরী করে। তো আর দেরি কেন? নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন।
ব্যবহার করার জন্য আপনি যে ফাইলগুলোকে ISO এ রূপান্তরিত করতে চান তাদের কে একটা ফোল্ডারে রাখুন এবং ফোল্ডার টু ইমেজ ফাইল সিলেক্ট করে Burn করে ফেলুন। ব্যাস, আপনার কাজ শেষ। এবার সব সময় নাকে তেল দিয়ে ঘুমান।

বিঃদ্রঃ আপনি যে শুধু ফোল্ডার থেকেই ইমেজ বার্ন করতে পারবেন এরকম কিছুনা। তবে আমি দেখেছি ফোল্ডার থেকে ইমেজ বার্ন করাতেই বেশি সুবিধা। তবে আপনারা চাইলে চিত্রে দেখানো যে কোন সোর্স থেকে ইমেজ ফাইল অথবা সিডি বার্ন করতে পারবেন।

শেষ কথা

কোন মন্তব্য নেই: