Your Message here

This is Montis blog

This is montis blog you can see all solution

বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

আপনার পিসির স্কিন একই রকম আর কতদিন চালাবেন?এদিকে আসুন ডাউনলোড লিঙ্ক দেয়া আছে নিয়ে যান চার টি অসাধারন স্কিন প্যাক দেখুন কুনটা ভালো লাগে

আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন দোয়া করি মহান আল্লাহ পাক সবাই কে ভালো রাখুক আমিও আপনাদের দোয়ায় ও মহান আল্লহ তায়ালার রহমতে ভালোই আছি দোয়া করবেন যাতে মহান আল্লাহ তায়ালা আমাকে এবং আপনাদের সবাই কে ভালো রাখেন এবং আপ নাদের মাঝে ভালো কিছু নিয়ে হাজির হতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দেয়। যাই হোক কাজের কথায় আসি আমরা অনেকেই পিসি বা ল্যাপটপ চালাই বিভিন্ন জন বিভিন্ন রকম windows চালাই যখন যে windows চালাই সেই windows এর থিম স্কিন...

এবার আপনিও হবেন সাধারণ জ্ঞানের জাহাজ। ২০১৬ সালের আপডেটসহ সাধারণ জ্ঞানের বিশাল কালেকশান।

বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক ভালো ভাল অাছেন।সাধারণ জ্ঞানের কতটা প্রয়োজন যারা স্টুডেন্টস বা চাকরি প্রতাশী তারা খুব ভালোভাবেই জানেন। প্রতিটি পরীক্ষায় কম পক্ষে ২৫% নাম্বার থাকে সাধারণ জ্ঞানের উপর। তাই ইবুক কালেকশান এর আজকে থাকছে সাধারণ জ্ঞানের উপর বিশাল বইয়ের সংগ্রহ। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের উপর ২০১৬ পর্যন্ত বাজারে থাকা প্রায় সকল ইবুক। জব পরীক্ষা ছাড়াও নিজে জানার জন্য এই বই সংগ্রহে রাখুন। কোন না কোন সময় প্রয়োজন লাগতে পারে।। তাছাড়া টেক্সট...

সফটওয়ারের Serial বের করার কয়েকটি ওয়েবসাইট

আমাদের দেশ উন্নয়নশীল হওয়ায় আমাদের দেশের প্রায় সকলকেই পাইরেটস সফটওয়ার ব্যবহার করতে হয় । কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করলে অনেক সময় আমরা সিরিয়াল কে খুজে পাই না । আবার crack বা keygen এর মধ্যে প্রচুর পরিমানে ভাইরাস থাকে । যা কম্পিউটারের মারাত্বক ক্ষতি সাধন করে । তাই সিরিয়াল ব্যবহার বেশী নিরাপদ । আমি আপনাদের কয়েকটি ওয়েবসাইটের নাম বলব যেখান থেকে অসংখ্য সফটওয়ারের সিরিয়াল আপনি বের করতে পারবেন । ১ . http://www.disabilityuk.com/software/serials/fast/a4.htm ২...

এতো সুন্দর লকস্ক্রিন আপনি হয়তো জীবনেও দেখেন নি,৫০ মিলিয়ন ডাউনলোড এবং সর্বচ্চ রেটিং প্রাপ্ত এই অ্যাপটি।আর সাথে অসাধারন কিছু পেইড থিম তো থাকছেই।

আমরা কে না চাই আমাদের ফোন হোক সবার থেকে আলাদা।আর একরকম লকস্ক্রিন দেখতে আর কয়দিন ভাল লাগে বলুন? আজ আমি যে লকস্ক্রিন অ্যাপটি দিবো তা প্লেস্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া লকস্ক্রিন অ্যাপ। কথা বারাবো না শুধু বলবো স্ক্রিনশট গুলো দেখুন। প্রথমে এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন এবং উপরের ছবি গুলোর মতো যদি আপনার লকস্ক্রিন করতে চান তবে এই লিংকে ক্লিক করে থিম ডাউনলোড করুন। ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য ইউসি ব্রাউজার ব্যবহার করুন তারপর...

উইন্ডোজের ড্রাইভার সমস্যা থেকে চিরমুক্তি নিয়ে নিন [100% working]

আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি, তারা কখনো ড্রাইভার সমস্যায় পড়িনি একথা বলা যাবে না। উইন্ডোজের ড্রাইভার সমস্যা একটি বড় সমস্যা। কারণ সঠিক ড্রাইভারটি খুঁজে পাওয়া না গেলে সংশ্লিষ্ট ডিভাইস ঠিকমতো কাজ করবে অথবা একেবারেই কাজ করবে না। সাধারণত কমপিউটারের যেকোনো ডিভাইস কেনা হলে তার সাথে সিডি বা ডিভিডিতে করে ড্রাইভার দিয়ে দেয়া হয়। কিন্তু কোনো কারণে তা হারিয়ে গেলে অথবা অপারেটিং সিস্টেম পরিবর্তন করার ফলে যদি আগের ড্রাইভার কাজ না করে তাহলেই সমস্যার শুরু।...

এবারে আপনার এন্ড্রয়েড ফোনকে মাউস বা কী-বোর্ড হিসেবে ইউস করুন [মেগাটিউন]

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছে।কিছুসিন থেকে ভাবছিলাম কিছু নিয়ে লিখব।  অনেক দিন পর আবার লিখতে বসলাম। আজ আপনাকে দেখাবো কিভাবে  আপনার এন্ড্রয়েড ফোনকে মাউস বা কী-বোর্ড হিসেবে ইউস করবেন। বেশী কথা না বলে কাজের কথায় আসি। আজ আমি আপনাদের এমন এক অ্যাপ দেব যা দিয়ে আপনারা আপনাদের  এন্ড্রয়েড ফোনকে মাউস বা কী-বোর্ড হিসেবে ইউস করতে পারবেন। ডাউনলোড লিঙ্কঃ WiFi Mouse Pro v1.7.0 Apk (7.8 MB) / Mirror Features Mouse curser...

এখন থেকে রাস্তা খুজতে সমস্যা হবে না আপনাদের। নিয়ে নিন ছোট একটি Android Software।

এই এপটি এমন একটি এপ যার সাহায্যে আপনি খুব সহজেই রাস্তা খুজে বের করতে পারবেন। ছোট ছোট রাস্তা মানা একেবারে ছোট রাস্তা বা গলি বলতে পারেন সেগুলো ঠিকমত বুঝতে না পারলেও বড় বড় রাস্তাগুলো খুব সহজেই খুজে পাবেন। ট্রেন এবং ড্রাইভিং এর রাস্তা খুব সহজেই খুজে পাবেন। আমি বেশি কথা বলব না। আপনারা নিজেরাই দেখে নিবেন। এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন। Software Name: GPS Route Finder.Apk প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান। প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে...

সব চেয়ে সহজ ভাবে রুট করুন আপনার এন্ড্রয়েড (Android) ফোন এর চেয়ে সহজ আর কোন পদ্দতি নাই

রুট কিঃ শব্দটি এতোই প্রচলিত হয়ে গেছে যে, রুট ইউজার বলার বদলে সবাই এটিকে সরাসরি রুট বলে থাকে। সবচেয়ে সহজ শব্দে বলা যায়, রুট হচ্ছে অ্যাডমিনিষ্ট্রেটর বা প্রশাসক। যদিও এর বাংলা অর্থ গাছের শিকড়, লিনাক্সের জগতে রুট বলতে সেই পারমিশন বা অনুমতিকে বোঝায়, যা ব্যবহারকারীকে সর্বময় ক্ষমতার অধিকারী করে তোলে। রুট হচ্ছে একটি অ্যাডমিনিষ্ট্রেশন পারমিশন বা অনুমতি। এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে...

কিভাবে আপনি আপনার ফেসবুক গ্রুপের সকল মেম্বার একসাথে এক ক্লিকে রিমুভ করবেন ?

সবাই কেমন আছেন ? দীর্ঘ তিন মাস পর আবার টেকটিউনস এ নতুন একটি টিউন আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। এটা টেকটিউনস এ আমার ১১তম টিউন।  আশা করি আমার এই টিউনটি আপনাদের সবার কাছে ভাল লাগবে। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে এক ক্লিকেই আপনি আপনার গ্রুপের সকল মেম্বারদের রিমুভ করতে পারেন। দুইভাবে এই কাজটি করা যায়। আমি আপনাদেরকে দুইভাবেই শিখাবো। অবশ্যই কাজটি আপনাকে কম্পিউটার দ্বারা করতে হবে। প্রথম পদ্ধতিঃ প্রথমে নিচের থেকে একটি...

কেও কি আপনার কম্পিউটার আপনার অজান্তে ব্যবহার করছে তাইলে নিয়ে নিন এই সফটওয়্যার টি আর এর মাধ্যমে আপনি ভিডিও রেকর্ডিং ও করতে পারবেন

আমাদের মাঝে অনেকের এই কম্পিউটার আছে। বর্তমানে কম্পিউটার একটা আবশ্যিক বিসয় হয়ে গিয়েছে। আমাদের প্রতিয়টা ক্ষেত্রে এখন কম্পিউটার ব্যবহার হচ্ছে। এখন আর কাজের জন্য অফিসে জেতে হয় না একটা কম্পিউটার থাকলে আপনার অফিস বারিতেই আর আপনি সেই অফিসার বস। আমরা সবাই নিজেদের কম্পিউটার ব্যবহার করি। কিন্তু অনেক সময় দেখা যাই আপনার অজান্তে আপনার কম্পিউটারে অন্য কেও ব্যবহার করছে। তাই আপ্ন আদের জন্য নিয়ে আসলাম এই সফটওয়্যার টি এর মাধ্যমে আপনি ধরতে পারবেন আপনার কম্পিউটার আপনি...

ডাউনলোড করুন ডাটা রিকভারির জগতে সবচেয়ে শক্তিশালি এবং পাওয়ারফুল ডাটা রিকভারি সফটওয়্যার With Serial key। (Latest Version)

সবাইকে আমার সালাম, আসসালামুআলাইকুম। আশা করি সাবাই নিশ্চই ভাল  আছেন। আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সাবাই সব সময় ভাল থাকতে পারেন। যাই হোক আজ আমি আপনাদের মাঝে একটি অসাধারন এবং চমৎকার একটি Software শেয়ার করবো।  এই Software টি হল বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে শক্তিশালি ডাটা রিকভারি Software। এই Software টি দ্বারা আপনি আপনার হার্ডডিস্ক, পেনড্রাইপ, মেমরি কার্ড ইত্যাদি ডিলেট বা হারিয়ে যাওয়া ফাইল অতি সহজেই ফিরিয়ে আনতে পারবেন। এই Software টির নাম হল - EASEUS Data Recovery Wizard Full Version.exe । প্রথমে...

ফ্রিতে আপনার Laptop কে বানিয়ে ফেলুন WiFi Router, সবাই পারবেন।

আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভাল আছেন, আমিও আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় ভাল আছি। আমরা আজ সবাই ইন্টারনেট প্রযুক্তি যগতে বসবাস করতেছি। আমরা সবাই মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকি। যার ফলে অনেক টাকা খরছ করতে হচ্ছে। দেখা গেছে আমাদের মধ্য অনেকের বাসার মধ্য ল্যাপটপ আছে এবং Broadband ইন্টারনেট ব্যবহার করে থাকি, Broadband ইন্টারনেট যদি আমরা মোবাইল দিয়ে ব্যবহার করতে পারতাম তাহলে অনেক খরছ কমে যেত। এতে করে আমাদের অনেক বন্দুরা ব্যবহার করতে পারত।...

যারা এন ড্রয়েড মোবাইল থেকে ভিডিও ডাউনলোড করতে পারছেন না। তাদের কে বলছি। এই আপ্স টি ব্যবহার করুন। এটি দিয়ে আপনি ডিফল্ট ইউটিউব এর মতো ভিডিও দেখে ডাউনলোড করতে পারবেন।

যারা এন ড্রয়েড মোবাইল থেকে ভিডিও  ডাউনলোড করতে পারছেন না। তাদের কে বলছি। এই আপ্স টি ব্যবহার করুন। এটি দিয়ে আপনি ডিফল্ট ইউটিউব এর মতো ভিডিও দেখে ডাউনলোড করতে পারবেন। আর যেকোন সাইজ এর ভিডিও ডাউনলোড হয় এটি দিয়ে। খুব সহজে এমন আপ্স মোবাইল এ না থাকলে কি হয় তাই এখনি ডাউনলোড করে নিন।  ডাউনল...

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

এবার একটি অ্যাপেই চলবে অনেকগুলো ফেসবুক আইডি,চ্যাট করার জন্য আলাদা অ্যাপের প্রয়োজন নাই।2$ মূল্যের অ্যাপটি এখনি নিয়ে নিন আর কম ডাটা খরচ করে ফেসবুক চালান। 0

আমরা কম বেশি সবাই ফেসবুক চালায়,কিন্তু ফেসবুক অ্যাপ থেকে চালাতে গেলে অনেক ডাটা খরচ হয় তাছাড়া চ্যাট করার জন্য আবার আলাদা ম্যাসেঞ্জারের প্রয়োজন হয়।কিন্তু আমি যে অ্যাপ দিবো তা দিয়ে আপনি কম ডাটা খরচেই ফেসবুক চালাতে পারবেন এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপের সকল সুবিধা পাবেন।এছাড়াও এই একটি অ্যাপেই আপনি অনেক গুলো ফেসবুক আইডি চালাতে পারবেন। চলুন দেখে নেয়া যাক অ্যাপটির সংখিপ্ত রিভিউ। কম ডাটা খরচ। অ্যাপ সাইজ ২ মেগাবাইট। ব্যাটারি চার্জ কম খায়। অনেক গুলো থিম...

একটি অ্যাপেই পাবেন হাজার হাজার ওয়ালপেপার,ইন্টারনেট কানেকশনের দরকার নাই।সম্পূর্ণ ম্যাটারিয়াল ডিজাইন,ফুল স্ক্রিন ওয়ালপেপার সহ ৩ মেগাবাইটের পেইড এই অ্যাপটি এখনি সংগ্রহে রাখুন

আমরা কে না চাই আমাদের ফোনের স্ক্রিনে থাকুক অসাধারন ওয়ালপেপার।সত্যি কথা বলতে কি ওয়ালপেপার ফোনের স্ক্রিনকে আরো সুন্দর করে তোলে।আর একটি ভাল মানের লাইভ ওয়ালপেপার যদি আপনার ফোনে সেট করেন তবে অনেক চার্জ খায়।তবে আমি যে অ্যাপ দিবো তা সম্পূর্ণ অফলাইন এবং জাস্ট ওয়ালপেপার অ্যাপ ফলে চার্জ খাওয়ার কোনই ভয় নাই।আর এই একটি অ্যাপেই থাকছে হাজার হাজার ওয়ালপেপার।এছাড়াও আপনি ইচ্ছা মতো ওয়ালপেপার ক্রিয়েট করে নিতে পারবেন। অ্যাপটি প্রিমিয়াম ভার্সন বলে অনেক ফিচার আনলক...

এন্ডয়েড দিয়ে ফ্রি তে কথা বলুন ওয়াইফাই এর ম্যাধমে(100 % Working Post)

সবাইর সাথে ফ্রি তে কথাবলুন আপনার কোন টাকা কাটবে না, প্রথমে নিচ থেকে Wi-fi Talkie Lite ডাউনলোড করে নেন Download Wifi Talkie Lite আপনাকে যে কাজ গুলো করতে হবে” 1st-wifi connect প্রথমে মোবাইলে wifi hotspot চালু করেনএবার ২য় মোবাইলের wifi যেয়ে connect করেন তারপর wi-fi talkie lite টা Install করেন দেখেন ip এসেছে এখন ১ম মোবাইলটা তে করেন মাথা সাদা অংশে আর Call Option লেখা আসবে ঐটা কে Click করেন আর ফ্রি কথা বলতে থাকেন download link ফিচারঃ Wi-Fi Talkie is...

কিভাবে আপনি আপনার কম্পিউটারটি Windows 7 থেকে Mac পিসিতে রুপ দিবেন?

সসামুয়ালাইকুম !! আশা করি সবাই ভালো আছেন! অনেক দিন পর টেকটিউন পরিবারে ফেরে আশা ! আসলে কাজের চাপে আশা হয় না। আজ সেই পেক্ষাপটে তেমন বড় কোন টিউন নিয়ে হাজির হয়নি। আমি বরাবরের মত বিশ্বাস করি পুরনো #টেকটিউন গুলো আবার নতুন ভাবে তুরে ধরলে নতুন প্রজন্মের টেক ভাই ভালা কিছু শিখতে পারবেন। বেশি কথা না বলে আমি শুরু করলাম আমার আজকের টিউন! আশা করি সবার উপকারে আসবে ... How to Change Your Windows 7 Computer To OS Mac 2016 by Habibur Rahman অনেক হয়তো জানেন  যে...

ব্যাটারি ব্যাকাপ খুব খারাপ? নিয়ে নিন সমাধান, এবার আর চার্জ যাবে না। খুব ভাল চার্জ থাকবে আপনার ফোনের

Greenify (Mode version) এবার আর চার্জ যাবে না। খুব ভাল চার্জ থাকবে আপনার ফোনের। নিয়ে এলাম তাই গ্রিনিফাই মোড ভারসন। same to গ্রিনিফাই। বাট এটা কিন্তু মোডেড। আর আপনারা তো জানেনই যে এটা কত টা কাজের। আর আমি বেশি বক বক করবো না।তাইলে আবার অনেক বেশি হয়ে যাবে। তাই অকে। নিয়ে নিন। এপ্স নামঃ Greenify (Mode version) সাইজঃ মাত্র 1.3 এম বি ডাউনলোডঃ Click here to download (বিশেষ দৃষ্টব্যঃ  Apps ডাউনলোড করতে  লিংকে গিয়ে  Download...

বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

আপনার পিসির স্কিন একই রকম আর কতদিন চালাবেন?এদিকে আসুন ডাউনলোড লিঙ্ক দেয়া আছে নিয়ে যান চার টি অসাধারন স্কিন প্যাক দেখুন কুনটা ভালো লাগে

আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন দোয়া করি মহান আল্লাহ পাক সবাই কে ভালো রাখুক আমিও আপনাদের দোয়ায় ও মহান আল্লহ তায়ালার রহমতে ভালোই আছি দোয়া করবেন যাতে মহান আল্লাহ তায়ালা আমাকে এবং আপনাদের সবাই কে ভালো রাখেন এবং আপ নাদের মাঝে ভালো কিছু নিয়ে হাজির হতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দেয়।
যাই হোক কাজের কথায় আসি আমরা অনেকেই পিসি বা ল্যাপটপ চালাই বিভিন্ন জন বিভিন্ন রকম windows চালাই যখন যে windows চালাই সেই windows এর থিম স্কিন এসব এ চালাই আর এসব চালাতে চালাতে একই স্কিন আর ভালো  লাগেনা ভাবি যদি একটু পরিবর্ত্ন হয় তো কেমন হয় খুব ভালো লাগতো তাই আমি আজ আপনাদের মাঝে কিছু স্কিন প্যাক নিয়ে হাজির হলাম যার প্রত্যেক টি তে আছে সুন্দর সুন্দর থিম সাউন্ড আইকন যা দেখে খুব ভালো লাগবে এবং যা আপনার পিসির সুন্দর্য আরো বারিয়ে দিবে র আপনার মনেও আনবে আনন্দ খুব মজা লাগবে পিসি টাকে চালাতে শুধু ডাউনলোড করে দেখুন মজা নিচে স্কিন শুট দিলাম তাহলে আর দেরি কেন ঝটপ্ট ডাউনলোড করে নিন।
uc browser দিয়ে ডাউনলোড করতে সুবিধা হবে
ডাউনলোড লিঙ্ক টিউমেন্ট বক্স এ দেয়া হলো।

SkinPack Alienred 4.0.exe



SkinPack Alienware Evolution 2.0.exe



SkinPack Jarvis Green.exe



SkinPack PS4.exe



ঝটপট ডাউনলোড করে নিন।
uc browser দিয়ে ডাউনলোড করতে সুবিধা হবে
ডাউনলোড লিঙ্ক টিউমেন্ট বক্স এ দেয়া হলো।

এবার আপনিও হবেন সাধারণ জ্ঞানের জাহাজ। ২০১৬ সালের আপডেটসহ সাধারণ জ্ঞানের বিশাল কালেকশান।

বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক ভালো ভাল অাছেন।সাধারণ জ্ঞানের কতটা প্রয়োজন যারা স্টুডেন্টস বা চাকরি প্রতাশী তারা খুব ভালোভাবেই জানেন। প্রতিটি পরীক্ষায় কম পক্ষে ২৫% নাম্বার থাকে সাধারণ জ্ঞানের উপর। তাই ইবুক কালেকশান এর আজকে থাকছে সাধারণ জ্ঞানের উপর বিশাল বইয়ের সংগ্রহ। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের উপর ২০১৬ পর্যন্ত বাজারে থাকা প্রায় সকল ইবুক।
জব পরীক্ষা ছাড়াও নিজে জানার জন্য এই বই সংগ্রহে রাখুন। কোন না কোন সময় প্রয়োজন লাগতে পারে।। তাছাড়া টেক্সট বই সবসময় সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন না কিন্তু এই ই-বুক যে কোন মুহূর্তে আপনার জ্ঞানের প্রয়োজন মিটাবে। তাছাড়া আপনার কাজে না লাগলেও। আপনার বন্ধু অথবা ছোট ভাইয়ের ১০০% কাজে লাগবে!

বইগুলো ডাউনলোড করতে বইয়ের নামের উপর ক্লিক করুন

সাধারণ জ্ঞান ২য় খন্ড আন্তর্জাতিক এমপি থ্রী পাবলিকেশন


৩৬ তম বিসিএস প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ


ওরাকল বিসিএস সাম্প্রতিক তথ্য ইবুক BCS ORACLE RECENT Information


বাংলা গালি অভিধান ইবুক - আব্দুল মান্নান স্বপন Bangla Gali Somber Ebook 2016


সহজ বাংলা বানান নিয়ম ইবুক Easy Bangla Banan Techniques


প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স সালতানামি ২০১৫ Saltanami 2015 Current Affairs


Bengali Proverb with English Translation

টিউনটি ভাল গেলে থাকলে শেয়ার করতে ভূলবেন না।
আপনি যদি এরকম আরো প্রয়োজনীয় বাংলা বই পিডিএফ আকারে পেতে চান তাহলে ভিজিট করুন Free Bangla Ebooks Download 
ব্লগটি যাতে পাবেন সব ধরনের বাংলা বই। যেমনঅনুবাদ বই, কম্পিউার বিষয়ে বই, ওয়েব ডেভেলপমেন্ট বই, মাইক্রোসফট অফিস বই, উপন্যাস গল্প, আরো অনেক বই।

সফটওয়ারের Serial বের করার কয়েকটি ওয়েবসাইট

আমাদের দেশ উন্নয়নশীল হওয়ায় আমাদের দেশের প্রায় সকলকেই পাইরেটস সফটওয়ার ব্যবহার করতে হয় । কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করলে অনেক সময় আমরা সিরিয়াল কে খুজে পাই না । আবার crack বা keygen এর মধ্যে প্রচুর পরিমানে ভাইরাস থাকে । যা কম্পিউটারের মারাত্বক ক্ষতি সাধন করে । তাই সিরিয়াল ব্যবহার বেশী নিরাপদ । আমি আপনাদের কয়েকটি ওয়েবসাইটের নাম বলব যেখান থেকে অসংখ্য সফটওয়ারের সিরিয়াল আপনি বের করতে পারবেন ।
১ . http://www.disabilityuk.com/software/serials/fast/a4.htm
২ . http://www.serialbay.com
3 . http://www.youserials.com
4 . http://filespump.com/index.php?q=all+software+key+or+serial+no
xdfg
আর crack বা keygen এর জন্যঃ
http://www.keygen.in
http://www.keygen.us
http://download-crack-serial.com/
আর আমার কাছে একটি word pad যার মধ্যে প্রায় ২৫০০০ এর অধিক সফটওয়ারের সিরিয়াল আছে । word pad টি ডিকশেনারির মত alphabetically ভাবে সাজানো তাই সিরিয়াল খুজতে বেশী কষ্ট হবে না । প্রয়োজন হলে অবশ্যই জানাবেন ।
আশা করি সবাই কখনও না কখনও উপকৃত হবেন । ভাল লাগলে অবশ্যই মন্তব্য করবেন । সকলকে ধন্যবাদ ...

এতো সুন্দর লকস্ক্রিন আপনি হয়তো জীবনেও দেখেন নি,৫০ মিলিয়ন ডাউনলোড এবং সর্বচ্চ রেটিং প্রাপ্ত এই অ্যাপটি।আর সাথে অসাধারন কিছু পেইড থিম তো থাকছেই।

আমরা কে না চাই আমাদের ফোন হোক সবার থেকে আলাদা।আর একরকম লকস্ক্রিন দেখতে আর কয়দিন ভাল লাগে বলুন? আজ আমি যে লকস্ক্রিন অ্যাপটি দিবো তা প্লেস্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া লকস্ক্রিন অ্যাপ। কথা বারাবো না শুধু বলবো স্ক্রিনশট গুলো দেখুন।

lck5 lck4 lck3 lck2 lck1


প্রথমে এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন এবং উপরের ছবি গুলোর মতো যদি আপনার লকস্ক্রিন করতে চান তবে এই লিংকে ক্লিক করে থিম ডাউনলোড করুন।





ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য ইউসি ব্রাউজার ব্যবহার করুন তারপর Download এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Download ক্লিক করুন।পরের পেজে Download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।তারপরেও সমস্যা হলে এই লিংক থেকে ভিডিওটা একবার দেখুন।

উইন্ডোজের ড্রাইভার সমস্যা থেকে চিরমুক্তি নিয়ে নিন [100% working]


আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি, তারা কখনো ড্রাইভার সমস্যায় পড়িনি একথা বলা যাবে না। উইন্ডোজের ড্রাইভার সমস্যা একটি বড় সমস্যা। কারণ সঠিক ড্রাইভারটি খুঁজে পাওয়া না গেলে সংশ্লিষ্ট ডিভাইস ঠিকমতো কাজ করবে অথবা একেবারেই কাজ করবে না। সাধারণত কমপিউটারের যেকোনো ডিভাইস কেনা হলে তার সাথে সিডি বা ডিভিডিতে করে ড্রাইভার দিয়ে দেয়া হয়। কিন্তু কোনো কারণে তা হারিয়ে গেলে অথবা অপারেটিং সিস্টেম পরিবর্তন করার ফলে যদি আগের ড্রাইভার কাজ না করে তাহলেই সমস্যার শুরু। খুব বেশি সমস্যা হয় যখন ৩২ বিট অপারেটিং সিস্টেম থেকে ৬৪ বিটের অপারেটিং সিস্টেমে পরিবর্তন করা হয়।
তবে এসব সমস্যার সমাধান করতে পারে ড্রাইভার ম্যাজিশিয়ান সফটওয়্যারটি। ড্রাইভার ম্যাজিশিয়ান প্রতিটি ডিভাইসের সঠিক ড্রাইভার খুঁজে বের করতে ও তা ইনস্টল করতে বেশ কার্যকর ভূমিকা রাখে। তবে ড্রাইভার ম্যাজিশিয়ান কিন্তু ফ্রী নয়, তবে আমি আপনাদের জন্য ফুল ভার্সনটি শেয়ার করবো।

Driver Mag-ician 4.6 Trial Setup (4.3 Mb) run it 1st
Driver Mag-ician Universal Keygen (1 mB) then run it
ফিচার
০১. সর্বমোট চারটি মোডে এই সফটওয়্যার ডিভাইস ড্রাইভারের ব্যাকআপ নিতে পারে।
০২. খুব সহজেই ড্রাইভার রোল ব্যাক করা বা পুরনো ড্রাইভারে ফিরে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
০৩. নিজে থেকেই ড্রাইভার আপডেট করতে পারে যাতে করে সিস্টেমের পারফরম্যান্স ও স্থায়িত্ব নিশ্চিত হয়।
০৪. খুব সহজেই ডিভাইসের ড্রাইভার আনইনস্টল করা যায়।
০৫. ডিভাইস ড্রাইভারের লাইভ আপডেটের ব্যবস্থা আছে।
০৬. পুরোপুরি অজানা ডিভাইসকে খুব সহজেই খুঁজে বের করতে পারে।
০৭. সিস্টেমের ডেস্কটপ ও মাই ডকুমেন্টস ফোল্ডার খুব সহজেই ব্যাকআপ নিতে পারে।
০৮. খুব সহজেই ব্যাকআপ নেয়া ফাইল ও ফোল্ডার রিস্টোর করতে পারে। ব্যাকআপ নেয়ার জন্য ফোল্ডার সিলেক্ট করে দিতে হয়। তাহলেই নিজে থেকেই ড্রাইভার ম্যাজিশিয়ান ব্যাকআপ নিয়ে নেবে।
০৯. নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য ড্রাইভারগুলোর ক্লোন করে রাখা যায়, যাতে পরবর্তী সেটআপের সময় ড্রাইভার ম্যাজিশিয়ান ইনস্টল না করেই কাজ করা যায় এবং এই ক্লোন এক্সিকিউটেবল ফাইল হিসেবে সেভ করে রেখে দেয়া যায়। শুধুই এক্সিকিউটেবল ফাইল নয়, ইনস্টলেশন শিল্ড উইজার্ড হিসেবেও ড্রাইভার সংরক্ষণ করা যায়।
তবে এই সফটওয়্যার যাতে ঠিকমতো কাজ করতে পারে সেজন্য সবার আগে সিস্টেমের ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক।
আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

এবারে আপনার এন্ড্রয়েড ফোনকে মাউস বা কী-বোর্ড হিসেবে ইউস করুন [মেগাটিউন]

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছে।কিছুসিন থেকে ভাবছিলাম কিছু নিয়ে লিখব।  অনেক দিন পর আবার লিখতে বসলাম। আজ আপনাকে দেখাবো কিভাবে  আপনার এন্ড্রয়েড ফোনকে মাউস বা কী-বোর্ড হিসেবে ইউস করবেন।
বেশী কথা না বলে কাজের কথায় আসি। আজ আমি আপনাদের এমন এক অ্যাপ দেব যা দিয়ে আপনারা আপনাদের  এন্ড্রয়েড ফোনকে মাউস বা কী-বোর্ড হিসেবে ইউস করতে পারবেন।
ডাউনলোড লিঙ্কঃ


WiFi Mouse Pro v1.7.0 Apk (7.8 MB) / Mirror
Features
  • Mouse curser movement
  •  left and right click support
  •  Middle mouse button scroll
  •  Remote keyboard input
  • Speech-to-text input for all languages
  •  Mouse & keyboard full screen
  •  Auto-connect on application startup
  •  Compatible with XP/Windows Vista/ Windows 7 / Mac OSX
Gestures
  •  Tap-to-click
  •  Two finger tap for right click
  •  Two finger scroll
  •  Pinch to zoom
  • Three finger drag or highlight
  •  Four finger swipe down to show desktop
  • Four finger swipe up to maximise current window
  •  Four finger swipe sideways to change current window focus
  •  Left handed mouse support (swap left and right mouse click)
What’s New
1, Add remote applications features(Must install v1.7 mouse server from wifimouse.necta.us)
2.Unlock remote desktop features.
3, Fix some bugs.
আরও কিছু জানতে এখানে ক্লিক করুন
How to Install?
  1. Download Apk (link below).
  2. On your Android device, go to settings > security > allow unknown sources.
  3. Find downloaded APK on your phone and install it.
  4. All Done. Enjoy!
Screenshots


পিসি তে ডাউনলোড করতে কোন সমস্যা হবে না, কিন্তু তাও কোন সমস্যা হলে ফায়ারফক্স ইউস করতে পারেন। মোবাইল থেকে ডাউনলোড করতে সমস্যা হলে uc browser থেকে ডাউনলোড করুন।  uc browser থেকে ডাউনলোড করতে কোন সমস্যা হবে না। চিত্রের যায়গায় ক্লিক করলেই ডাউনলোড হবে।

এখন থেকে রাস্তা খুজতে সমস্যা হবে না আপনাদের। নিয়ে নিন ছোট একটি Android Software।

এই এপটি এমন একটি এপ যার সাহায্যে আপনি খুব সহজেই রাস্তা খুজে বের করতে পারবেন। ছোট ছোট রাস্তা মানা একেবারে ছোট রাস্তা বা গলি বলতে পারেন সেগুলো ঠিকমত বুঝতে না পারলেও বড় বড় রাস্তাগুলো খুব সহজেই খুজে পাবেন। ট্রেন এবং ড্রাইভিং এর রাস্তা খুব সহজেই খুজে পাবেন। আমি বেশি কথা বলব না। আপনারা নিজেরাই দেখে নিবেন।
এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: GPS Route Finder.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।

প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download:GPS Route Finder

সব চেয়ে সহজ ভাবে রুট করুন আপনার এন্ড্রয়েড (Android) ফোন এর চেয়ে সহজ আর কোন পদ্দতি নাই

রুট কিঃ শব্দটি এতোই প্রচলিত হয়ে গেছে যে, রুট ইউজার বলার বদলে সবাই এটিকে সরাসরি রুট বলে থাকে। সবচেয়ে সহজ শব্দে বলা যায়, রুট হচ্ছে অ্যাডমিনিষ্ট্রেটর বা প্রশাসক। যদিও এর বাংলা অর্থ গাছের শিকড়, লিনাক্সের জগতে রুট বলতে সেই পারমিশন বা অনুমতিকে বোঝায়, যা ব্যবহারকারীকে সর্বময় ক্ষমতার অধিকারী করে তোলে। রুট হচ্ছে একটি অ্যাডমিনিষ্ট্রেশন পারমিশন বা অনুমতি। এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী অ্যাডমিনিষ্ট্রেটর প্রিভিলেজ ছাড়া সিস্টেম ফাইলগুলো নিয়ে কাজ করতে পারেন না। লিনাক্সেও তেমনি রুট পারমিশন প্রাপ্ত ইউজার ছাড়া সিস্টেম অ্যাডমিনিষ্ট্রেশনের কাজগুলো করা যায় না। যিনি লিনাক্স-চালিত কম্পিউটার বা সার্ভারে যা ইচ্ছে তাই করতে পারেন অথবা যার সব কিছু করার অনুমতি রয়েছে, তাকেই রুট ইউজার বলা হয়। নিচে আমি বর্ণনা করবো কিভাবে রুট করতে হয়।
দেখে নিন  প্রথম পদ্ধতী টেষ্ট করা কিছু  Samsung,Nexus,HTC,ZTE,SONY,LG,Huawei ডিভাইসের লিস্ট

প্রথম পদ্ধতী - মোবাইলের মাধ্যমে রুটঃ এ পদ্ধতীতে দেখাবো কিভাবে Kingroot অ্যাপ দিয়ে মোবাইলের মাধ্যমে খুব সহজে আপনার এন্ড্রয়েড ফোন রুট করবেন। এন্ড্রয়েড ফোন রুট করার জন্য বর্তমান সময়ে এটি খুবই সহজ এবং জনপ্রিয় একটি অ্যাপ। এটি শুরুর দিকে Chines Version ছিল। অল্প কিছু দিন হয়েছে এর English Version বের হয়েছে। এটি দিয়ে মাত্র এক ক্লিক করেই আপনার ফোনটি রুট করতে পারবেন। এটি দিয়ে অনেকট আপডেট ভার্সন পর্যন্ত রুট করা সম্ভব।

  • প্রথমে এখান থেকে (4.6.0 Updated) অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন।
  •  ইনস্টল হওয়ার পর অ্যাপটি অপেন করলে কিছুক্ষনের মধ্যে আপনার মোবাইলটি স্ক্যান হবে এবং নিচের চিত্রটি শো করবে। (নোটঃ কিছু কিছু মোবাইলে নেট কানেকশন লাগতে পারে। কাজেই নেট কানেকশন অন করে রাখাটা ভালো)।
  •  এখানের নীল রংয়ের Try it বাটনে ক্লিক করলে ফোনের রুট Status Verify শুরু করবে।
  • উপরের চিত্রে দেখুন ফোনের Root Status Verify করছে। 

  • উপরের চিত্রের নীল কালারের Start Root বাটনে ক্লিক করলে আপনার মোবাইল রুট হওয়া শুরু করবে।
  • উপরের চিত্রটিতে ১০০% না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি কমপ্লিট হতে ২/৩ মিনিট সময় নিতে পারে। ১০০% হয়ে গেলে নিচের চিত্রেরমত Success ম্যাসেজ শো করবে।
  • এখন আপনার মোবাইলটি Restart করুন। That's all.
    • এরপর শুধু KingUser টি রেখে বাকী সব Extra অ্যাপ Uninstall করতে পারেন।
দ্বিতীয় পদ্ধতী - মোবাইলের মাধ্যমে রুটঃ এই পদ্ধতীতে মোবাইলের মাধ্যমে এন্ড্রয়েড ফোন রুট করার জন্য আপনাকে Framaroot নামের এই অ্যাপটি ব্যবহার করতে হবে। এটি "আল্পাজেইন" নামক একজন এন্ড্রয়েড ডেভেলপার তৈরী করেছেন, যিনি XDA Forums এর একজন জনপ্রিয় এন্ড্রয়েড ডেভেলপার। মোবাইল রুট করার জন্য এটি একটি সহজ উপায়। কোন প্রকার ঝামেলা ছাড়াই বলতে গেলে মাত্র এক ক্লিকেই আপনার মোবাইল রুট করে নিতে পারবেন। এই অ্যাপটির মাধ্যমে এন্ড্রয়েড এর 2.00 থেকে 4.2 ভার্সন ব্যবহারকারীরা রুট করতে পারবেন। এর পরের ভার্সন ব্যবহারকারীরা এটি দিয়ে রুট করতে পারবেন না। তাই বলে হতাশ হবেন না। আমার টিউনটির ৩য় পদ্ধতীর মাধ্যমে যে কোন ভার্সন রুট করতে পারবেন।
  • প্রথমে এখান থেকে Framaroot (1.9.3 Updated) অ্যাপটি ডাউনলোড করে নেন।
  • তারপর আপনার কাঙ্খিত মোবাইলে অ্যাপটি ইনস্টল করুন।
  •  এরপর অপেন করে নিচের চিত্রে মত ‘Install SuperSU’ সিলেক্ট করে Gandalf এ ক্লিক করুন।
  • এখন কিছুক্ষণ অপেক্ষা করলে নিচের চিত্রের মত ম্যাসেজ শো করবে ''Success- Superuser and SU binary installed. You have to reboot your device'' তার মানে হচ্ছে আপনার রুট করা হয়েগেছে। এখন আপনার মোবাইল ফোনটি রিষ্টার্ট করতে হবে। 
  • এই হচ্ছে মোবাইলের মাধ্যমে এন্ড্রয়েড মোবাইল রুট করা একটি সহজতর উপায়।

 এখন আপনাদের দেখাবো কম্পিউটার এর মাধ্যমে কিভাবে এন্ড্রয়েড মোবাইল রুট করতে হয়।
 তৃতীয় পদ্ধতী - কম্পিউটারের মাধ্যমে রুটঃ আমি আগেই বলে দিয়েছি যাদের কম্পিউটার আছে তারা অবশ্যয় এই পদ্ধতিতে রুট করে নেবেন। কারণ এটি সম্পূর্ণ নিরাপদ অর্থাৎ মোবাইল ব্রিক করার কোন প্রকার ঝুকি নেই। এ পদ্ধতিতে এন্ড্রয়েড এর যে কোন ভার্সন-কে রুট করতে পারবেন। সর্বশেষ ললিপপ ভার্সন পর্যন্ত এটি অনায়াসে রুট করতে সক্ষম। তাহলে দেরী না করে কাজের কথায় আসি।
  • Kingo Android Root সফটওয়ারটি আপনার কম্পিউটার ডাউনলোড করে ইনস্টল করে নিন।
  • ইনস্টল করার পর সফটওয়ারটি রান করলে নিচের চিত্রের মত শো করবে।
  • এখন আপনাকে ছোট একটা কাজ করতে হবে। মোবাইলের Developer Options অন করে Enable USB Debugging এ ঠিক চিহ্ন দিতে হবে। এটি করার জন্য আপনার মোবাইলে Settings থেকে Developer Options যেতে হবে। নিচের চিত্রে দেখুন-

  • তারপর USB Cable এর মাধ্যমে আপনার মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
  • কানেক্ট হওয়ার পর এটি অটোমেটিক্যালি ড্রাইভার ডাউলোড করে ইনস্টল করে নেবে। এর জন্য অবশ্যয় আপনার কম্পিউটারটি ইন্টারনেট এর সাথে কানেক্টেট থাকতে হবে।
  • ড্রাইভার ইনস্টল হওয়ার পর মোবাইলটি কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।

  • এখানে শুধু ROOT এ ক্লিক করলেই আপনার মোবাইলটি রুট হতে শুরু করবে। এর মধ্যে আপনাকে কিছুই করতে হবে না। নিচের চিত্রের মত রুট হওয়ার অপশন শো করতে থাকবে। (রুট হওয়ার জন্য ২-৩ মিনিট সময় নিতে পারে)
  • রুট কমপ্লিট হওয়ার পর নিচের চিত্রের মত সাকসেছ ম্যাসেজ শো করলে Finish Button এ ক্লিক করতে হবে।

  • তারপর আপনার মোবাইলটি রিস্টার্ট করুন। That's All.
এখন থেকে আপনার মোবাইলটি রুটেড ডিভাইস। রিস্টার্ট হওয়া পর মোবাইলে SuperSU নামের একটি অ্যাপ দেখতে পাবেন। এটি হচ্ছে আপনার রুট অ্যাপ/ইউজার। আশা করি সবাই বুঝতে পারবেন। তারপরও যদি কারও বুঝতে অসুবিধা হয় কিংবা কোন প্রকার সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

কিভাবে আপনি আপনার ফেসবুক গ্রুপের সকল মেম্বার একসাথে এক ক্লিকে রিমুভ করবেন ?

সবাই কেমন আছেন ? দীর্ঘ তিন মাস পর আবার টেকটিউনস এ নতুন একটি টিউন আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। এটা টেকটিউনস এ আমার ১১তম টিউন।  আশা করি আমার এই টিউনটি আপনাদের সবার কাছে ভাল লাগবে। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে এক ক্লিকেই আপনি আপনার গ্রুপের সকল মেম্বারদের রিমুভ করতে পারেন।
দুইভাবে এই কাজটি করা যায়। আমি আপনাদেরকে দুইভাবেই শিখাবো। অবশ্যই কাজটি আপনাকে কম্পিউটার দ্বারা করতে হবে।

প্রথম পদ্ধতিঃ

প্রথমে নিচের থেকে একটি জাভাস্ক্রিপ্ট ডাউনলোড করে নিন।
Facebook Mass Delete Group Members - JS.rar
Rar File Password: akilashraful
RAR ফাইলটি এক্সট্রাক্ট করার সময় একটি পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ডটি দিয়ে তারপর এক্সট্রাক্ট করুন।
 এক্সট্রাক্ট করার পর একটি txt ফাইল দেখতে পাবেন। ওপেন করুন এবং জাভাস্ক্রিপ্টটি কপি করুন। এবার আপনি আপনার ব্রাউজার থেকে আপনার গ্রুপে যান। এরপর Members এ ক্লিক করুন। যেখানে আপনি আপনার গ্রুপের সকল মেম্বার দের এখানে দেখতে পাবেন। এবার ctrl+shift+J এখসাথে ক্লিক করুন।
এরপর ওপরের ছবির মত জাভাস্ক্রিপ্টটি Paste করুন, এবং এন্টার চাপুন।
দেখবেন আপনার গ্রুপ মেম্বার গুলো একটি একটি করে রিমুভ হয়ে যাচ্ছে।
অনেকেই আমার কথাগুলো নাও বুঝতে পারেন তাই তাদের জন্য ভিডিও আমার টিউটোরিয়ালঃ
এবার আসি ২য় পদ্ধতিতে

২য় পদ্ধতিঃ

প্রথম পদ্ধতির চেয়ে ২য় পদ্ধতি অনেক সোজা এবং খুব দ্রুত কাজ করে। আর এটাতে সময়ও কম লাগে।
প্রথমে আপনাকে আপনার ক্রোম অথবা ইউসি ব্রাউজার একটি এক্সটেনশন এড করতে হবে।
লিঙ্কঃ Facebook Group Member Removal
এড করার পর আপনি আপনার গ্রুপের মেম্বারস পেজ এ যান।
ব্রাউজার এর সাইডবারে এক্সটেনশনটির একটি আইকন দেখতে পাবেন। ওই আইকনটিতে ক্লিক করুন।
আইকন্টিতে ক্লিক করার পর ওপরের মত একটা বক্স দেখতে পাবেন। যেখানে আপানাকে আপনার গ্রপের URL (e.g. https://www.facebook.com/groups/f43ver) দিতে বলা হবে। সেখানে আপনার গ্রুপের ইউআরএল টি দিয়ে Terminate এ ক্লিক করুন। দেখবেন সাথে সাথে আপনার গ্রুপের মেম্বারগুলো রিমুভ হওয়া শুরু করেছে।
অনেকেই আমার কথাগুলো নাও বুঝতে পারেন তাই তাদের জন্য ভিডিও আমার টিউটোরিয়ালঃ
-
আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেনঃ

কেও কি আপনার কম্পিউটার আপনার অজান্তে ব্যবহার করছে তাইলে নিয়ে নিন এই সফটওয়্যার টি আর এর মাধ্যমে আপনি ভিডিও রেকর্ডিং ও করতে পারবেন

আমাদের মাঝে অনেকের এই কম্পিউটার আছে। বর্তমানে কম্পিউটার একটা আবশ্যিক বিসয় হয়ে গিয়েছে। আমাদের প্রতিয়টা
ক্ষেত্রে এখন কম্পিউটার ব্যবহার হচ্ছে। এখন আর কাজের জন্য অফিসে জেতে হয় না একটা কম্পিউটার থাকলে আপনার
অফিস বারিতেই আর আপনি সেই অফিসার বস। আমরা সবাই নিজেদের কম্পিউটার ব্যবহার করি। কিন্তু অনেক সময় দেখা
যাই আপনার অজান্তে আপনার কম্পিউটারে অন্য কেও ব্যবহার করছে। তাই আপ্ন আদের জন্য নিয়ে আসলাম এই সফটওয়্যার টি
এর মাধ্যমে আপনি ধরতে পারবেন আপনার কম্পিউটার আপনি ছাড়া অন্য কেও ব্যবহার করছে কিনা

ডাউনলোড করুন এখানে

How to Crack ?
  1. প্রথমে সফটওয়্যার টি ইন্সটল করেন
  2. Copy CCP.00 file from Crack folder to C:\ProgramData\CCP
  3. আর মজা নিন

Features
  • Keystroke logging :
    Records all typed keystrokes, passwords and hidden characters.
  • Browsers capturing :
    Records a log of all websites visited for all browsers.
  • Webcam recording :
    Periodically makes webcam pictures and stores them to log.
  • Email log delivery :
    Keylogger can send you recorded logs through e-mail delivery at set times – perfect for remote monitoring!
  • FTP delivery :
    Ardamax Keylogger can upload recorded logs through FTP delivery.
  • Microphone recording :
    Record voice from the microphone with real-time compression.
  • Network delivery :
    Sends recorded logs through via LAN.
  • Clipboard logging :
    Capture all text copied to the Windows Clipboard.
  • Invisible mode :
    Makes it absolutely invisible to anyone. Ardamax Keylogger is not visible in the task bar, system tray, everywhere.
  • Visual surveillance :
    Periodically makes screenshots and stores the compressed images to log.

ডাউনলোড করুন ডাটা রিকভারির জগতে সবচেয়ে শক্তিশালি এবং পাওয়ারফুল ডাটা রিকভারি সফটওয়্যার With Serial key। (Latest Version)

সবাইকে আমার সালাম, আসসালামুআলাইকুম। আশা করি সাবাই নিশ্চই ভাল  আছেন। আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা সাবাই সব সময় ভাল থাকতে পারেন। যাই হোক আজ আমি আপনাদের মাঝে একটি অসাধারন এবং চমৎকার একটি Software শেয়ার করবো।  এই Software টি হল বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে শক্তিশালি ডাটা রিকভারি Software। এই Software টি দ্বারা আপনি আপনার হার্ডডিস্ক, পেনড্রাইপ, মেমরি কার্ড ইত্যাদি ডিলেট বা হারিয়ে যাওয়া ফাইল অতি সহজেই ফিরিয়ে আনতে পারবেন। এই Software টির নাম হল - EASEUS Data Recovery Wizard Full Version.exe । প্রথমে নিচ থেকে Software টি ডাউনলোড করে নিন।
Click Here To Download
Software টি কিভাবে Full Version করতে হয় তার নিয়ম কানুন জানতে এবং সিরিয়াল কী পেতে নিচ থেকে Install.Notes.And.Serial.txt ফাইলটি ডাউনলোড করে নিন।
Download Now
চলুন এই Software টির কিছু  ফিচার দেখে নিই :-
• Hot! English & German language support.
• New! Support hard disk up to 8 TB.
• New! Windows 8.1 compatible – recover any data under Win 8.1.
• New! Brand-new user interface for more intuitive data recovery process.
• New! Faster scan lost files by skipping bad sectors automatically.
• New! Once you have purchased you do not have to download and search a second time.
• Recover deleted or lost files emptied from the Recycle Bin.
• File recovery after accidental format, even Windows reinstallation.
• Disk recovery after a hard disk crash.
• Get back files after a partitioning error.
• Get data back from RAW hard drives.
• Specify file types before file recovery to find lost files quickly.
• Recover office document, photo, image, video, music, email, etc.
• Recover from hard drive, USB drive, memory card, memory stick, camera card, Zip, floppy disk or other storage media.
• Support FAT12, FAT16, FAT32, NTFS/NTFS5 file systems.

ফ্রিতে আপনার Laptop কে বানিয়ে ফেলুন WiFi Router, সবাই পারবেন।

আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভাল আছেন, আমিও আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় ভাল আছি। আমরা আজ সবাই ইন্টারনেট প্রযুক্তি যগতে বসবাস করতেছি। আমরা সবাই মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকি। যার ফলে অনেক টাকা খরছ করতে হচ্ছে। দেখা গেছে আমাদের মধ্য অনেকের বাসার মধ্য ল্যাপটপ আছে এবং Broadband ইন্টারনেট ব্যবহার করে থাকি, Broadband ইন্টারনেট যদি আমরা মোবাইল দিয়ে ব্যবহার করতে পারতাম তাহলে অনেক খরছ কমে যেত। এতে করে আমাদের অনেক বন্দুরা ব্যবহার করতে পারত। আমি ইন্টারনেট অনেক খুজাখুজি করেছি কিন্তু ভাল কোন Software পায়নি। যে গুলোও পেয়েছিলাম তা ব্যবহার অনেক কঠিন এবং অনেক সময় কাজ করেনা। আবার দেখা গেছে সেগুলো Fullversion পাওয়া যায় না। যার ফলে আমরা ইন্টারনেট শেয়ার করতে পারিনা। আজ আমি আপনাদের সাথে চরম একটি Software শেয়ায় করতে যাচ্ছি ব্যবহার একদম সহজ এবং কোন টাকা দিয়ে কিনতে হয়না।
সফটওয়ারটি বৈশিষ্ট:
১। একদম Fullversion একটি সফটওয়ার।
২। ব্যহার একদম সহজ।
৩। যেকোন Windows এ ব্যবহার করা যাবে।
৪। একদম হালকা সফটওয়ার।
৫। মাসিক কোন বিল দিতে হয়না।
৬। ইচ্ছা মত পাসওয়াড দেওয়া যায়।
ভিডিও::  How to WiFi SeTup

যারা এন ড্রয়েড মোবাইল থেকে ভিডিও ডাউনলোড করতে পারছেন না। তাদের কে বলছি। এই আপ্স টি ব্যবহার করুন। এটি দিয়ে আপনি ডিফল্ট ইউটিউব এর মতো ভিডিও দেখে ডাউনলোড করতে পারবেন।

যারা এন ড্রয়েড মোবাইল থেকে ভিডিও  ডাউনলোড করতে পারছেন না। তাদের কে বলছি।
এই আপ্স টি ব্যবহার করুন। এটি দিয়ে আপনি ডিফল্ট ইউটিউব এর মতো ভিডিও দেখে ডাউনলোড করতে পারবেন। আর যেকোন সাইজ এর ভিডিও
ডাউনলোড হয় এটি দিয়ে। খুব সহজে এমন আপ্স মোবাইল এ না থাকলে কি হয়
তাই এখনি ডাউনলোড করে নিন।  ডাউনলোড

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

এবার একটি অ্যাপেই চলবে অনেকগুলো ফেসবুক আইডি,চ্যাট করার জন্য আলাদা অ্যাপের প্রয়োজন নাই।2$ মূল্যের অ্যাপটি এখনি নিয়ে নিন আর কম ডাটা খরচ করে ফেসবুক চালান। 0

আমরা কম বেশি সবাই ফেসবুক চালায়,কিন্তু ফেসবুক অ্যাপ থেকে চালাতে গেলে অনেক ডাটা খরচ হয় তাছাড়া চ্যাট করার জন্য আবার আলাদা ম্যাসেঞ্জারের প্রয়োজন হয়।কিন্তু আমি যে অ্যাপ দিবো তা দিয়ে আপনি কম ডাটা খরচেই ফেসবুক চালাতে পারবেন এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপের সকল সুবিধা পাবেন।এছাড়াও এই একটি অ্যাপেই আপনি অনেক গুলো ফেসবুক আইডি চালাতে পারবেন।

চলুন দেখে নেয়া যাক অ্যাপটির সংখিপ্ত রিভিউ।

fb

  • কম ডাটা খরচ।
  • অ্যাপ সাইজ ২ মেগাবাইট।
  • ব্যাটারি চার্জ কম খায়।
  • অনেক গুলো থিম ইউজের সুবিধা।
  • একসাথে অনেক গুলো আইডি ব্যবহারের সুবিধা।
  • অনেক ফাস্ট।
আরো অনেক ফিচার পাবেন।আর তাছাড়া অ্যাপটি সম্পূর্ণ প্রিমিয়াম বলে এডের কোন জন্ত্রনা নাই।শুধু বলবো ডাউনলোড করে নিন।

ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যবহার করুন তারপর Download Now তে ক্লিক করুন অন্য কোন পেজে গেলে ব্যাক বাটন চেপে আগের পেজে এসে→ Click Here to Downlod ক্লিক করুন তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে।অপেরা মিনি বা ইউসি ব্যবহার করলে ভাল হয়।


-:অ্যাপ ডাউনলোড লিংক ১ :-


-:অ্যাপ ডাউনলোড লিংক ২ :-


এই অ্যাপের লাইট ভার্সন ইউজ করতে চাইলে এই লিংকে ক্লিক করুন।

একটি অ্যাপেই পাবেন হাজার হাজার ওয়ালপেপার,ইন্টারনেট কানেকশনের দরকার নাই।সম্পূর্ণ ম্যাটারিয়াল ডিজাইন,ফুল স্ক্রিন ওয়ালপেপার সহ ৩ মেগাবাইটের পেইড এই অ্যাপটি এখনি সংগ্রহে রাখুন

আমরা কে না চাই আমাদের ফোনের স্ক্রিনে থাকুক অসাধারন ওয়ালপেপার।সত্যি কথা বলতে কি ওয়ালপেপার ফোনের স্ক্রিনকে আরো সুন্দর করে তোলে।আর একটি ভাল মানের লাইভ ওয়ালপেপার যদি আপনার ফোনে সেট করেন তবে অনেক চার্জ খায়।তবে আমি যে অ্যাপ দিবো তা সম্পূর্ণ অফলাইন এবং জাস্ট ওয়ালপেপার অ্যাপ ফলে চার্জ খাওয়ার কোনই ভয় নাই।আর এই একটি অ্যাপেই থাকছে হাজার হাজার ওয়ালপেপার।এছাড়াও আপনি ইচ্ছা মতো ওয়ালপেপার ক্রিয়েট করে নিতে পারবেন। অ্যাপটি প্রিমিয়াম ভার্সন বলে অনেক ফিচার আনলক পাবেন।

tapet

চলুন দেখে নেয়া যাক অ্যাপটির সংখিপ্ত রিভিউ।

  • রেটিং- ৪.৫
  • অনেক অনেক ওয়ালপেপার।
  • চাইলেই ওয়ালপেপার রেন্ডম করে রাখতে পারবেন।
  • চার্জ,সিপি ইউ,র‍্যামের উপর প্রভাব ফেলে না।]
  • সম্পূর্ণ অফলাইন।
আরো অনেক ফিচার পাবেন পেইড এই ভার্সনে।আমি নিজেও ইউজ করি তাই বলবো ডাউনলোড করে নিন আশাহত হবেন না।

ঝামেলাবিহীন ভাবে ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজার ব্যবহার করুন তারপর Download এর নিচে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।টিক চিহ্ন তুলে দিয়ে Download ক্লিক করুন।পরের পেজে Download লেখায় ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে। অন্য কোন পেজে গেলে ফোনের ব্যাক বাটন চেপে আগের পেজে আসুন।অপেরা মিনি বা ইউসি ব্যবহার করলে ভাল হয়।

 


-:অ্যাপ ডাউনলোড লিংক:-


আপনাদের জন্যই এতো কিছু করা তার বিনিময়ে কিছুই চাওয়ার নাই শুধু বলবো একটু সাথে থাকবেন তাহলেই অনেক।অ্যাপ গুলো খুজে বের করতে এবং টিউন লিখতে অনেক কষ্ট হয় তাই অবশ্যই  আপনার মূল্যবান মতামত দিবেন।আর কেও কপি পেষ্ট করলে প্লিজ ক্রেডিট টা দিতে ভুলবেন না।ভাল লাগলে সেয়ার করতেও ভুলবেন না কিন্তু।

এন্ডয়েড দিয়ে ফ্রি তে কথা বলুন ওয়াইফাই এর ম্যাধমে(100 % Working Post)

সবাইর সাথে ফ্রি তে কথাবলুন আপনার কোন টাকা কাটবে না, প্রথমে নিচ থেকে Wi-fi Talkie Lite ডাউনলোড করে
নেন Download Wifi Talkie Lite আপনাকে যে কাজ গুলো করতে হবে” 1st-wifi connect
প্রথমে মোবাইলে wifi hotspot চালু করেনএবার ২য় মোবাইলের wifi যেয়ে connect
করেন তারপর wi-fi talkie lite টা Install করেন দেখেন ip এসেছে এখন ১ম মোবাইলটা তে
করেন মাথা সাদা অংশে আর Call Option লেখা আসবে ঐটা কে Click করেন আর ফ্রি
কথা বলতে থাকেন
download link
ফিচারঃ

Wi-Fi Talkie is a communications app that lets you organize a voice chat, send and receive messages, files and folders within a Wi-Fi local network without any internet connection.
– Make a voice chat with your friends
– Send and receive files and folders over Wi-Fi at high speed
– Use group chat
– Send private messages
– Create your own Wi-Fi local network in one step
Ways to use the application:
– Communication into the open air
– Conversation in wireless networks of your office, dorm, university or school
– Get acquainted in a public Wi-Fi networks
– Bluetooth replacement for data transfer
– Baby monitor
– Talks in a loud environment
– Team talks in collective games (paintball, airsoft, and the like)
– Make a voice chat with your friends
– Send and receive files and folders over Wi-Fi at high speed
– Use group chat
– Send private messages
– Create your own Wi-Fi local network in one step

Wi-Fi Talkie Lite

Wi-Fi Talkie Lite-1Wi-Fi Talkie Lite-2
বিজ্ঞান ও প্রযুক্তির সাথে আপডেট থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিন আর আমাদের আরও ভাল ভাল টিউন করতে উতসাহ করুন লাইক দিতে এখানে যান

কিভাবে আপনি আপনার কম্পিউটারটি Windows 7 থেকে Mac পিসিতে রুপ দিবেন?

সসামুয়ালাইকুম !! আশা করি সবাই ভালো আছেন! অনেক দিন পর টেকটিউন পরিবারে ফেরে আশা ! আসলে কাজের চাপে আশা হয় না। আজ সেই পেক্ষাপটে তেমন বড় কোন টিউন নিয়ে হাজির হয়নি। আমি বরাবরের মত বিশ্বাস করি পুরনো #টেকটিউন গুলো আবার নতুন ভাবে তুরে ধরলে নতুন প্রজন্মের টেক ভাই ভালা কিছু শিখতে পারবেন। বেশি কথা না বলে আমি শুরু করলাম আমার আজকের টিউন! আশা করি সবার উপকারে আসবে ...

How to Change Your Windows 7 Computer To OS Mac 2016 by Habibur Rahman
অনেক হয়তো জানেন  যে  কিভাবে আপনি আপনার কম্পিউটারটি Windows 7 থেকে #Mac পিসিতে পরিনত করবেন?  আবার অনেকে জানেন না ! যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই টিউন! আমাদের অনেকের সাধ আছে একটি #Mac পিসি ব্যবহার করার কিন্তু সাধ থাকলেও এখনো সেই সাধ্য হয়নি ! তাই কিভাবে আপনার #Windows_7 পিসিকে আপনি #Mac নিয়ে পরিনত করতে পারবেন সেই নিয়ে আমার আজকের এই ভিডিও..

ভিডিও লিংকঃ এখানে

(নোটঃ কেন জানিনা টেকটিউনে ইউডিব ফ্রেম করা যাচ্ছে না)
ভিডিওটি শেয়ার করার জন্য সবার কাছে অনুরুধ করা যাচ্ছে ! ইনশাল্লাহ্ আগামী দিন গুলোতে আরো ভালো কিছু নিয়ে আসবো !
সর্বশেষ বলতে চাই আপনার খারাপ টিউমেন্ট এর জন্য একজন টিউনার টিউন বন্দ করে দিবে ! তাতে আপনার কিছুই হবে কিন্তু আর দশজন সাধারণ মানুষ নতুন কিছু শিখতে পারবে না ! আপনিও একদিন নতুন ছিলেন ...
#Old_is_Gold

ব্যাটারি ব্যাকাপ খুব খারাপ? নিয়ে নিন সমাধান, এবার আর চার্জ যাবে না। খুব ভাল চার্জ থাকবে আপনার ফোনের

Greenify (Mode version)

এবার আর চার্জ যাবে না। খুব ভাল চার্জ থাকবে আপনার ফোনের। নিয়ে এলাম তাই গ্রিনিফাই মোড ভারসন। same to গ্রিনিফাই। বাট এটা কিন্তু মোডেড। আর আপনারা তো জানেনই যে এটা কত টা কাজের। আর আমি বেশি বক বক করবো না।তাইলে আবার অনেক বেশি হয়ে যাবে। তাই অকে। নিয়ে নিন।

এপ্স নামঃ Greenify (Mode version)
সাইজঃ মাত্র 1.3 এম বি
ডাউনলোডঃ Click here to download
(বিশেষ দৃষ্টব্যঃ  Apps ডাউনলোড করতে  লিংকে গিয়ে  Download now তে ক্লিক করুন, পরের পেজে Click here to download এ ক্লিক করুন, তাইলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। কোন রকম ঝামেলা ছাড়া ডাউনলোড করতে অবশ্যই ফোনের ডিফল্ট ব্রাউজার ব্যবহার করুন।)