Your Message here

This is Montis blog

This is montis blog you can see all solution

রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

মুভি,গান বা ছবি-আজ থেকে দেখুন অন্য মাত্রায়!! এর আগে এমন অভিজ্ঞতা আপনার হয় নি, এইটুকুই বলতে পারি।

আজ আমি তোমাদের এমন একটি মাল্টিমিডিয়া ম্যানেজার এর সাথে পরিচয় করিয়ে দিব যা তোমার পিসি তে থাকা Movie, Music, Picture সবগুলোর দায়িত্ব নিয়ে নিবে। তোমাকে শুধু দেখিয়ে দিতে হবে। বাকী কাজ এই সফটওয়্যার এর। তুমি বুঝতে পারবে এটা ব্যবহার করলে। বাকী জীবন আর কোনো সফটওয়্যার ব্যবহার করতে মন চাইবে না! তবে বন্ধু, ইন্টারনেট কানেকশান কিন্তু লাগব!! ভয় পাবার কিছু নাই! এটা চালাতে ইন্টারনেট কানেকশান লাগবে না, লাগবে তোমার মুভি লাইব্রেরি, মিউজিক লাইব্রেরি আপডেট করতে। এইবার...

IDM এর patch নিয়ে নিন fake serial এর ঝামেলা ছাড়া ১০০% গ্যারান্টি সহ :)

বিসমিল্লাহির রাহমানির রাহিম সবার উপর পরম করুণাময়য় ও অসীম দয়ালু সৃষ্টিকর্তার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক  (আগের টিউন এর দেয়া লিঙ্কটা সমস্যা করায় একই টিউন আবার করলাম।।) সবার আগে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করুন বেশি কথা বলা আমি সবসময় অপছন্দ করি।। আজও তারবেতিক্রম নয়।। আজাইরা প্যাঁচাল শুরু করে বিরক্ত করবো না।। সরাসরি কাহিনীতে চলে যাই  অনেক দিন ধরেই  IDM  এর নতুন ঝামেলা  fake serial  থেকে...

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

Google Play Store Error 498 এর কারন:

স্মার্টফোন ব্যবহারকরীদের জটিল সমস্যা ও তার ৫টি প্যারাসিটামল সমাধান ! By tejr43 - আগস্ট 10, 2015 2938 0 Google Play Store থেকে অনেক সময় কোন গেমস্ বা এপস্ Download করার সময় আমারা Error 498 দেখি । অর্থাৎ “Error 498 has occurred while communicating with the server“ এমন একটি মেসেজ দেখা যায়। অনেকবার চেষ্টা করেও এই Error 498 এর কারনে কোন কিছুই ডাউনলোড করা সম্ভব হয় না । আজকের আলোচনার বিষয় Error 498 এর কারন ও তার ৫টি সমাধান। চলুন...

ফেসবুক থেকে ভুল করে ডিলিট হওয়া মেসেজ, ছবি, ভিডিও, ফ্রেন্ডলিষ্ট ফিরিয়ে আনুন !

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারন অনেক দিন তেমন কোন ট্রিকস দিতে পারিনি। তবে আজ আমি আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে এলাম। সেটি হলো ফেসবুক ট্রিকস। হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না। যারা না জানেন তাদের জন্য এই ট্রিকস। আজ আমি আপনাদের দেখাবো ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ছবি, ভিডিও ইত্যাদি কিভাবে ফিরিয়ে আনা যায়। আসল কথা হলো এটা ফেসবুকেরই একটা অংশ যা অনেকেই জানেন না।আমরা অনেক সময় ইচ্ছায় অথবা ভুল করে অনেক ছবি, মেসেজ বা অন্যকিছু ডিলিট করে ফেলি।...

ফেসবুক (Facebook) হ্যাক করুন সফ্টওয়ারের মাধ্যমে 100% গেরান্টি সহকারে।

বর্তমানে প্রায় সবারই একটা পার্সনাল কম্পিউটার থাকে। হোক সেটা ডেস্কটপ, লেপটপ, নোটবুক। যেটাই হোক আমরা যারা IBM সিরিজের পিসি ব্যবহার করি তারা প্রায় সবাই Windows ব্যবহার করেন। তাই আজকের ট্রিক্সটা Windows এর জন্য। [আগেই বলে নেই। আমার দেয়া ট্রিক দারা কেও কারোর ক্ষতি করবেন না ] প্রথমে আপনাকে একটি সফ্টওয়ার ডাউনলোড করতে হবে। Facebook Password Hacker/Sniper ডাউনলোড এখন সফ্টওয়ার টি রান কর। এটি রান করতে গেলে dotNetFx40_Full_setup টি আগে ইন্সট্রল...

চোখ কে রক্ষা করুন কম্পিউটার থেকে।এমনি একটি অসাধারন টুলস যেটা ব্যবহার না করলে বোঝা যাবে না।

এই সফটওয়ার টা সমন্ধে অনেকে জানেন হয়তো যারা যানেন না তাদের জন্য।এই সফটওয়ার টা সমন্ধে অনেকে জানেন হয়তো যারা যানেন না তাদের জন্য। চোখ আমাদের অনেক মূল্যবান সম্পদ। আর এই চোখে যদি না না রকম সমস্যা দেখা দেয় কম্পিউটার, মোবাইল ফোন এসব এর কারনে। তাহলে বিষয় টি দারায় কোন টা সেরে কোন টা রাখি। কিন্তু আপনি যদি একটু সচেতন হন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আপনি যখন দীর্ঘ সময় ধরে কম্পিউ টার এ কাজ করেন তাহলে চোখ এ দেখা দিবে না না রকম প্রব্লেম আর দেখা...

শুধু সার্চ বক্সে মুভির নাম লিখবেন আর HD ফরম্যাটে ডাউনলোড করবেন!

আমরা যারা মুভি দেখার পাগল, নতুন কোন মুভি রিলিজ হলেই গুগলে সার্চ করা শুরু করে দেই। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মুভির ডাউনলোড লিঙ্ক সহজে পাই না। ডাউনলোড লিঙ্ক পেতে গেলে এই বিজ্ঞাপন-সেই বিজ্ঞাপন, এই সার্ভে-সেই সার্ভে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়। ফলাফল মুল্যবান সময় গুলো নষ্ট। তাই বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সফটওয়্যার যার সাহায্যে আপনি ইংলিশ মুভি, হিন্দি মুভি, টিভি শো, অ্যাডাল্ট কন্টেন্ট ইত্যাদি MKV, AVI, mp4 ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন,...

কম মেগাবাইট খরচ করে মোবাইলে টিভি দেখার এপস।[পব-১]

You can use this apps using 2G, 3G,4G, WiFi and any Internet connection. You can also use External play to see TV channels. List of the TV channels which is present in this apps: ● ATN Bangla:ATN Bangla is a first Bengali language 24-hour mix Entrainment…… ●ATN Islamic TV:ATN Islamic TV is the first 3G Based Online Islamic…… ●ATN Music:ATN Music, is a First Biggest Bangla Musical 3G…… ●ATN News:ATN News is the first 24-hour news oriented television channel…… ●Bangla TV UKBangla Tv Britain’s First Satellite Bangla Channel Serving Over Two…… ●Bangla21TVBangla21...

মাত্র ৫ মিনিটে হ্যাক করুন ফেইসবুক একাউন্ট। ভিডিও টিউটিরিয়াল সহ।

আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ফেইসবুক অ্যকাউন্ট হ্যাক করতে হয়।ভিডিও টিউটিরিয়াল সহ। আপনারা এটাকে খারাপ পথে ব্যবহার করবেন না। তাহলে মূল আলোচনায় আসা যাক। আপনাকে এর জন্য একটি সফটওয়্যার এর সাহায্য নিতে হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে Facebook hacker v1.9 n . সফটওয়্যারটির এখান থেকে ডাউনলোড করুন।- এখান থেকে দেওয়া লিনং থেকে ডাউনলোড করুন অথবা গুগল থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটির ডাউনলোড করে অপেন করুন। এখন আপনার ভিক্টিম এর বলতে যার অ্যকাউন্ড হ্যাক করতে চান তার অ্যকাউন্ড এর URL লিংক দিন। তারপর hack account এ ক্লিক করুন। কিছু...

নিয়ে নিন পিসির জন্য ৪৫$ মুল্যের ফাইল ও ফোল্ডার লকার একদম ফ্রি (সিরিয়াল কি সহ)

বর্তমান এই প্রযুক্তির যুগে কম বেশি সবাই আমরা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকি। তাই অনেক সময়ে আমাদের ফোল্ডার লক করার প্রয়োজন হয়, কারন ভাইরাস-এর জালায় অথবা ডিলিট হয়ে যাওয়ার ভয়ে। আজ পর্যন্ত কোন অপারেটিং সিস্টেম ফোল্ডার লকার উইন্ডোজ প্যাক এর সাথে দেয়নি। এমনকি গুগলে খুজলেও তেমন কোন ভাল ফাইল লকার পাওয়া যাবেনা। ফ্রি যেগুলো পাওয়া জায়,তাও ঠিক মত কাজ করেনা। আমি নিজেও অনেক দিন থেকে প্রিমিয়াম এই ফাইল লকারের খোঁজে ছিলাম। অবশেষে পেয়ে গেলাম ৪৫$ মুল্যের এই সফটওয়্যার টি।তাই শেয়ার করতে ইচ্ছে হল আপনাদের সাথে। অনেক সময় নষ্ট হল কথায় কথায়। এবার সফটওয়্যার নিয়ে...

ডাউলোড করুন পিসির জন্য অসাধারন এক Software, আর পিসির সাথে মজা করুন আনলিমিটেড! (non-stop-tune)

স্কিন শুটঃ-    ২ টি কথা বলবো। এটা হচ্ছে পিসির জন্য অতন্ত্য মজাদার একটি software! এটা দিয়ে আপুনিঃ- পিসিকে পিপড়া ছেড়ে গুলি করতে পারবেন, হাতুড়ে দিয়ে পিসির গ্লাস ভাংতে পারবেন, তাছাড়া, এটা দিয়ে আপুনি আরো অনেক কিছু করতে পারবেন  নিচের স্কিন শুট গুলা দেখেন কিভাবে এটা ব্যবহার করবেন? খুব সুজা এটা ব্যবহার করা, প্রথম আপুনি এখান থেকে সফট টা ডাউনলোড করুন , তারপর  সাধারন ভাবে ইন্সটোল করুন, এখন...

পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে আপনি আপনার ফেসবুক এর নাম সিংঙ্গেল নামে পরিবর্তন করুন শুধু মাত্র একটি এপ্স এর মাধ্যমে

আসসালামুআলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার টিউন। টিউনটি মূলত কিভাবে ফেসবুক এর নাম শুধু একটি নামে পরিবর্তন করা যায়। ফেসবুক সাধারণত সিঙ্গেল নাম করার স্বাধীনতা দেয় না। বিভিন্ন proxy ব্যবহার করে করতে হয়।প্রায় অনেকেই Indonesian Proxy ইউজ করে এই কাজটি করে থাকে। অনেক proxy আবার কাজ নাও করতে পারে। সেজন্য নতুন নতুন Proxy গুগল এ চার্জ অনেক খোজাখুজি করে বের করতে হয়। তারপর proxy সেটিং এর জন্য নির্দিষ্ট ব্রাউজার প্রয়োজন হয়। সবকিছু ঠিকঠাক...

নিয়ে নিন Advance System Care 8.4 এবং IObit Driver Booster 2.4 সাথে Giveaway Original সিরিয়াল কী !!!

আজ আপনাদের মাঝে এলাম Advance System Care 8.4 এবং IObit Driver Booster 2.4 সাথে ফ্রী Serial Key নিয়ে !!  Advance System Care আর IObit Driver Booster দুইটার সাথেই আপনারা ভাল ভাবে পরিচিত। Advance System Care ব্যবহার করা হয় পিসি এর Performance ভাল রাখার জন্যে। আর IObit Driver Booster ব্যবহার করা হয় পিসি এর বিভিন্ন Driver গুলাকে Update করার জন্যে। আপনার Motherboard এর জন্যে আসলে কোন Driver টা লাগবে সেটা অনেকের পক্ষেই খুজে বের করা অনেক কঠিন...

Hot tune যাদের ফোনে OTG সাপোর্ট করেনা‬ ‪তারা OTG সাপোর্ট করিয়ে নিন‬

আজকে আপনাদের সাথে একটা সফটওয়্যার এর পরিচয় করিয়ে দিব >>সফটওয়্যার টি কাজের কি না তা মাত্র ১ মেগাবাইট দিয়ে দেখতে পারেন।।।।বর্তমানে OTG Cable Supported ফোনব্যাপক সারা ফেলেছে। কিন্তু দুখেরবিষয় বেশি দামী এবং লেটেস্টফোনগুলা ছাড়া আর কোনো ফোনেOTG সাপোর্ট করেনা।কিন্তু আজ আপনাদের এমন একটাসফ্টওয়ার দিতে যাচ্ছি যেটা আপনারOTG Cable ইনেবল করে দিবে। এবংআপনি পাবেন OTG এর আসল স্বাদআপনার কমদামী ফোনেই।সফ্টওয়ারটটির নাম - USB OTG Connector.apkএটির দাম প্লেস্টোরে23$কিন্তু আমি যতদিন আপনাদের সাথেআছি আপনাদের কোনো চিন্তা করারদরকার নেই।এপটি নিচ থেকে Pro Version...

রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

মুভি,গান বা ছবি-আজ থেকে দেখুন অন্য মাত্রায়!! এর আগে এমন অভিজ্ঞতা আপনার হয় নি, এইটুকুই বলতে পারি।

আজ আমি তোমাদের এমন একটি মাল্টিমিডিয়া ম্যানেজার এর সাথে পরিচয় করিয়ে দিব যা তোমার পিসি তে থাকা Movie, Music, Picture সবগুলোর দায়িত্ব নিয়ে নিবে। তোমাকে শুধু দেখিয়ে দিতে হবে। বাকী কাজ এই সফটওয়্যার এর। তুমি বুঝতে পারবে এটা ব্যবহার করলে। বাকী জীবন আর কোনো সফটওয়্যার ব্যবহার করতে মন চাইবে না! তবে বন্ধু, ইন্টারনেট কানেকশান কিন্তু লাগব!! ভয় পাবার কিছু নাই! এটা চালাতে ইন্টারনেট কানেকশান লাগবে না, লাগবে তোমার মুভি লাইব্রেরি, মিউজিক লাইব্রেরি আপডেট করতে।
এইবার কিছু ছবি দেই, কি বলো? আগে দরশন ধারী তারপর গুন বিচারী!



কি মনে হয়? ভাল লাগছে?
এইবার এর গুন গুলো জানা যাক।
এর গুন আসলে অনেক। ব্যবহার করলেই বুঝবে। তারপরেও কিছু কিছু বলি। প্রথমে মুভি। এটা তোমার পিসি তে থাকা সব মুভি গুলোকে সুন্দর করে সাজাবে। IMDB rating, Movie genre, Story line, Duration, Movie poster, Fanart etc. আর একটা কথা, এটা মুভি চলার সময় সাবটাইটেল নিজে নিজে নামিয়ে নেয়। অর্থাৎ তোমাকে কিছু নিয়ে চিন্তা করতে হবে না।
মিউজিক এর বেলায় ও তাই। Lyric, Artist, Music fanart সব কিছু ও করে দেবে।
Kodi™ (formerly known as XBMC™) is an award-winning free and open source (GPL) software media center for playing videos, music, pictures, games, and more. Kodi runs on Linux, OS X, Windows, iOS, and Android, featuring a 10-foot user interface for use with televisions and remote controls. It allows users to play and view most videos, music, podcasts, and other digital media files from local and network storage media and the internet.

এইবার লিঙ্ক এর পালা।
এর Windows, Linux & Android সব version আছে। আমি Windows এবং Android এর লিঙ্ক দিচ্ছি।

ও ভালো কথা, সফটওয়্যার এর নাম টাই তো বলা হয়নি! এর নাম “Kodi”
তো এবার ঝটপট নামিয়ে নিন আর জানান কেমন লাগলো।

Kodi Download: http://kodi.tv/download
এবার কিছু বোনাস সফটওয়্যার দেই, কি বলো?

Splash player pro ex

Austrologics Boost speed 
Driver pro
BS Player Pro
Connectify Hotspot 2015
সবগুলোই প্রো ভারসন!

IDM এর patch নিয়ে নিন fake serial এর ঝামেলা ছাড়া ১০০% গ্যারান্টি সহ :)

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সবার উপর পরম করুণাময়য় ও অসীম দয়ালু সৃষ্টিকর্তার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক :)
(আগের টিউন এর দেয়া লিঙ্কটা সমস্যা করায় একই টিউন আবার করলাম।।)
সবার আগে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করুন


বেশি কথা বলা আমি সবসময় অপছন্দ করি।। আজও তার
বেতিক্রম নয়।। আজাইরা প্যাঁচাল শুরু করে বিরক্ত করবো না।। সরাসরি কাহিনীতে চলে যাই :)
অনেক দিন ধরেই  IDM  এর নতুন ঝামেলা  fake serial  থেকে মুক্তির উপায় খুজছিলাম।। আজ পেয়ে গেলাম আর আপনাদের  জন্য নিয়েও আসলাম :) IDM এর নতুন ভার্সন ও পেয়ে যাবেন এখানেই তাই আর অন্য কোথাও যাওয়া লাগবে না।। তবে পিসি তে যদি অন্য  patch দিয়ে ইন্সটল করা IDM থাকে তাহলে তা সম্পূর্ণ রূপে রিমুভ করে নিতে হবে। তা না হলে  সমস্যা হতেই থাকবে :P লিঙ্ক লিখার মধ্যেই লুকানো আছে কষ্ট করে খুজে নেন :D :D :D

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

Google Play Store Error 498 এর কারন:


স্মার্টফোন ব্যবহারকরীদের জটিল সমস্যা ও তার ৫টি প্যারাসিটামল সমাধান !



2938

0
Google Play Store থেকে অনেক সময় কোন গেমস্ বা এপস্ Download করার সময় আমারা Error 498 দেখি । অর্থাৎ “Error 498 has occurred while communicating with the server“ এমন একটি মেসেজ দেখা যায়। অনেকবার চেষ্টা করেও এই Error 498 এর কারনে কোন কিছুই ডাউনলোড করা সম্ভব হয় না । আজকের আলোচনার বিষয় Error 498 এর কারন ও তার ৫টি সমাধান। চলুন তাহলে দেখে নেওয়া যাক-

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড সমস্যা? নিয়ে নিন তার ৫টি সমাধান !
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড সমস্যা? নিয়ে নিন তার ৫টি সমাধান !

Google Play Store Error 498 এর কারন:

০১। এই সমস্যার পিছনে বেশ কিছু কারন রয়েছে। তার মধ্যে সব থেকে কমন হলো ডিভাইসের ক্যাশে পার্টিশন। আপনি তখনই এই সমস্যাটি দেখতে পাবেন যখন আপনার এপস্ এর সাইজ ডিভাইসের ক্যাশ পার্টিশন থেকে বেশি হবে ।
উদাহরন: আপনার ক্যাশ পার্টিশন ৩০ এমবি এবং আপনি যেটি Download করতে চাচ্ছেন তার সাইজ ৩৫ এমবি তখনই আপনি এই সমস্যা দেখতে পাবেন।
০২। আর একটি গুরুত্বপূর্ন কারন হলো গুগল সার্ভিস। আপনি যখন কোন ফাইল Download করার চেষ্টা করছেন তখন সেটি আন্ডার মেইনট্যানেন্স থাকতে পারে। সুতরাং যখন আপনি সেই ফাইলটি Download করার চেষ্টা করবেন তখন সেখানে Error 498 মেসেজ পেতে পারেন। এটা কোন বড় সমস্যা নয়, অপেক্ষা করুন এবং আবার চেষ্টা করুন।

Google Play Store Error 498 এর সমাধান:

সমাধান ০১: ক্যাশ ক্লিয়ার করুন:
আপনার ক্যাশের জন্যই এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তাই আপনার ডিভাইসের ক্যাশ ক্লিয়ার করুন।
সমাধান ০২: Download করতে Wifi ব্যবহার করুন:
অনেক সময় ইচ্ছাকৃত ভাবে ইন্টারনেট সংযোগ কারীরা এই সমস্যা সৃষ্টি করে থাকে। সুতরাং ডাউনলোড করার ক্ষেত্রে Wifi সংযোগ করে নিন।
সমাধান ০৩: নতুন Play Store একাউন্ট ব্যবহার করুন:
Error 498 সমাধানের জন্য আপনি আপনার আগের একাউন্টি মুছেফেলে নতুন একাউন্ট যুক্ত করুন। এটি করার জন্য আপনাকে যেতে হবে Settings > Accounts > Add New Account > Click on Google > Next > Enter email > Done । নতুন একাউন্ট সংযোগ করে আবার Download করতে চেষ্টা করুন।
সমাধান ০৪: কম্পিউটারে সংযোগ করুন:
আপনার মোবাইলকে USB Cable দিয়ে কম্পিউটার বা ল্যাপটপে সংযোগ দিন। Chrome বা FireFox অথবা আপনার পছন্দের যে কোন ব্রাউজার দিয়ে Google Play Store এ প্রবেশ করুন। সেখান থেকে নতুন করে আপনার পছন্দের ফাইলটি ডাউনলোড করুন এবং আপনার স্মার্টফোনটিকে দেখিয়ে দিন। আশা করছি এই সমস্যা দুর হবে।
সমাধান ০৫: Google Play store Uninstall করুন ও পুনরায় Install করুন।
সব শেষে কোন সমাধান খুজে না পাওয়া গেলে আপনার Google Play Store টি আপনার ডিভাইস থেকে Uninstall দিন ও আপনার ডিভাইস রিস্টার্ট দিয়ে আবার Install করুন। আশা করছি আপনি এর সমাধান পাবেন।

ফেসবুক থেকে ভুল করে ডিলিট হওয়া মেসেজ, ছবি, ভিডিও, ফ্রেন্ডলিষ্ট ফিরিয়ে আনুন !

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারন অনেক দিন তেমন কোন ট্রিকস দিতে পারিনি। তবে আজ আমি আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে এলাম। সেটি হলো ফেসবুক ট্রিকস। হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না। যারা না জানেন তাদের জন্য এই ট্রিকস। আজ আমি আপনাদের দেখাবো ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ছবি, ভিডিও ইত্যাদি কিভাবে ফিরিয়ে আনা যায়। আসল কথা হলো এটা ফেসবুকেরই একটা অংশ যা অনেকেই জানেন না।
আমরা অনেক সময় ইচ্ছায় অথবা ভুল করে অনেক ছবি, মেসেজ বা অন্যকিছু ডিলিট করে ফেলি। যেহেতু ফেসবুকে কোন Undo অপশন নেই তাই ডিলিট হয়ে গেলে তা আমরা সারাজীবনের জন্যই হারিয়ে ফেলি।
একটু ওয়েট, একটা গোপন কথা বলি “আপনার কোন কিছুই হারায়নি” কারন আপনি যখন কোন কিছু ফেসবুকে থেকে ডিলিট করেন তখন সেটি ফেসবুকের Archive এ জমা হয়ে। আপনি খুব সহজেই সেখান থেকে ফ্রি ডউনলোড করে নিতে পারেন।
facebook-tricks-MuktoMoncho2

ফেসবুক ট্রিকস : যেভাবে ফিরিয়ে আনবেন:

ধাপ: ০১
প্রথমেই আপনাকে যেতে হবে ফেসবুকের Settings থেকে General অপশনে। ক্লিক করুন
ধাপ: ০২
General Settings ওপেন হওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন Download a copy of your Facebook data এটিতে ক্লিক করুন।
ধাপ: ০৩
Download Your Information নামে একটা পেজ আসবে। সেখানে আপনি দেখতে পাবেন Start My Archive। ক্লিক করেলে ফেসবুক সিকুরিটির জন্য আপনার কাছে আইডি ও পাসওয়ার্ড জানতে চাইবে। সঠিক ভাবে আইডি পাসওয়ার্ড দিন।
ধাপ:০৪
আ ই ডি পাসওয়ার্ড দেওয়ার পর Submit এ ক্লিক করুন। পরবর্তিতে একটি Download Link দেখতে পারবেন। কিছু সময় পরে (অনেক সময় ২৪ ঘন্টা সময় লাগতে পারে) আপনার সকল ডাটা আপনার ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে যে ইমেইলটি আপনি ফেসবুক একটাউন্ট করতে ব্যবহার করেছিলেন।
ধাপ: ০৫
আপনার Email চেক করুন। দেখবেন ফেসবুক থেকেএকটি ইমেইল আসবে সেখানে ডউনলোড লিংক দেওয়া থাকবে। লিংকে ক্লিক করে Download Archive থেকে আপনি ডউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোড করার সময় পাসওযার্ড চাইবে।
ধাপ: ০৬
ফাইলটি ডাউনলোড করার পরে একটা Zip ফইল পাবেন, ফাইলটি মাইসের রাইট বাটন ক্লিক করে Extrace All করুন। আনজিপ করার পর আপনার মেসেজ, ভিডিও, ছবি, পক, ফ্রেন্ডলিষ্ট ইত্যাদি দেখতে পারবেন। ফাইল গুলো অবশ্য .html ফরমেটে দেওয়া থাকবে। যে কোন একটি ফাইলের উপর ডাবল ক্লিক করে আপনার পছন্দের ব্রাউজার সিলেক্ট করে ওপেন করুন।
ভিডিওটি দেখলে আরো ভালো করে শিখতে পারবেন : ভিডিও লিংক

ফেসবুক (Facebook) হ্যাক করুন সফ্টওয়ারের মাধ্যমে 100% গেরান্টি সহকারে।

বর্তমানে প্রায় সবারই একটা পার্সনাল কম্পিউটার থাকে। হোক সেটা ডেস্কটপ, লেপটপ, নোটবুক। যেটাই হোক আমরা যারা IBM সিরিজের পিসি ব্যবহার করি তারা প্রায় সবাই Windows ব্যবহার করেন। তাই আজকের ট্রিক্সটা Windows এর জন্য।
[আগেই বলে নেই। আমার দেয়া ট্রিক দারা কেও কারোর ক্ষতি করবেন না ]
প্রথমে আপনাকে একটি সফ্টওয়ার ডাউনলোড করতে হবে।

Facebook Password Hacker/Sniper

ডাউনলোড

এখন সফ্টওয়ার টি রান কর। এটি রান করতে গেলে dotNetFx40_Full_setup টি আগে ইন্সট্রল করে নিতে হবে।
এবার সফ্টওয়ার ওপেন করুন এবং মজা নি।
কেমন লাগল টিউমেন্ট জানাতে ভূলবেন না কিন্তু।

চোখ কে রক্ষা করুন কম্পিউটার থেকে।এমনি একটি অসাধারন টুলস যেটা ব্যবহার না করলে বোঝা যাবে না।

এই সফটওয়ার টা সমন্ধে অনেকে জানেন হয়তো যারা যানেন না তাদের জন্য।এই সফটওয়ার টা সমন্ধে অনেকে জানেন হয়তো যারা যানেন না তাদের জন্য।
চোখ আমাদের অনেক মূল্যবান সম্পদ। আর এই চোখে যদি না না রকম সমস্যা দেখা দেয় কম্পিউটার, মোবাইল ফোন এসব এর কারনে।
তাহলে বিষয় টি দারায় কোন টা সেরে কোন টা রাখি। কিন্তু আপনি যদি একটু সচেতন হন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
আপনি যখন দীর্ঘ সময় ধরে কম্পিউ টার এ কাজ করেন তাহলে চোখ এ দেখা দিবে না না রকম প্রব্লেম আর দেখা দিবে না না রকম সাইড ইফেক্ট।
যেমন ঃ মাথ ধরা, খিটখিটে মেজাজ এসব।
কিন্তু আমাদের অনেক সময় দিতে হয় কম্পিউটার এর পেছনে। তাহলে কি এভাবে চলতে থাকবে।
না এর থেকে মুক্তি পাওয়ার নানা রকম উপায় আছে। আমি যতটুকু বুঝতে জানতে পেরেছি সেটাই সেয়ার করলাম।
এই ঝামেলা থেকে মুক্তি পেতে আপনি ব্যবহার করুন  F.lux নামে এই সফটওয়ার টি যেটা আপনাকে দিবে অসাধারন শান্তি।
এটি সূর্যের মতো। দুপুর বেলা যেমন রোদ বেশি হয় আমরা বাহিরে কম বের হই কারন রোদ বেশি।
বিকেল বেলা রোদ কম হয়ে গেলে আমরা বাহিরে বের হই তখন আমাদের অনুভুতি টা বদলে যায়।
ঠিক সেভাবেই F.lux নামে এই সফটওয়ার টি কাজ করে কম্পিউটার এর রশ্মি থেকে।  ২৪ ঘন্টা আপনাকে দিবে প্রসান্তি। কম্পিউটার ব্যবহার এ আপনি আর ক্লান্ত হবেন না
সফটওয়ার টি এক বার ডাউনলোড করে ব্যবহার করে দেখেন। আমার মনে হয় আপনি এটাই খুজতেছিলেন মনে মনে। আপনার কম্পিউটার এর
কালার নিয়ন্ত্রণ করে এটি ২৪ ঘন্টা ধরে। আপনার যখন যেই রকম কালার দরকার তেমন কালার করে দিবে। যা আপনার চোখ,গুম মাথা বাথা
দূর করবে। আপনি ২৪ আওয়ার কম্পিউটার ব্যবহার করতে পারবেন। অনেক ফ্রিলাঞ্ছার রা এটা ব্যবহার করে।
আমি নিজেও ব্যবহার করি এটি।
কিছু স্কিন সর্ট দিলাম দেখেন ...
Video Tutorial on YouTube: http://youtu.be/tLPW9iIffMs

সফটওয়ার টি ডাউনলোড করুন এখান থেকে ডাউনলোড লিংক। সাথে সেয়ার ইট ফর উইন্ডোজ পিসি।
এখনি ডাউনলোড করুন আর সেট আপ দিন দেখুন ম্যাজিক/
ধন্যবাদ।

শুধু সার্চ বক্সে মুভির নাম লিখবেন আর HD ফরম্যাটে ডাউনলোড করবেন!

আমরা যারা মুভি দেখার পাগল, নতুন কোন মুভি রিলিজ হলেই গুগলে সার্চ করা শুরু করে দেই। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মুভির ডাউনলোড লিঙ্ক সহজে পাই না। ডাউনলোড লিঙ্ক পেতে গেলে এই বিজ্ঞাপন-সেই বিজ্ঞাপন, এই সার্ভে-সেই সার্ভে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়। ফলাফল মুল্যবান সময় গুলো নষ্ট।
তাই বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সফটওয়্যার যার সাহায্যে আপনি ইংলিশ মুভি, হিন্দি মুভি, টিভি শো, অ্যাডাল্ট কন্টেন্ট ইত্যাদি MKV, AVI, mp4 ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, কোন রকম ঝামেলা ছাড়াই তাও আবার HD কোয়ালিটিতে।
সফটওয়্যারটি ডাউনলোড করতেঃ এখানে ক্লিক করুন।
ডাউনলোড হয়ে গেলে ইন্সটল দিন
***ইন্সটল করার সময় অবশ্যই নেট চালু রাখতে হবে***
***ইন্সটল হতে ৫ থকে ১০ মিনিট সময় নিবে ভয় পাবার কিছু নেই, এটা কোন ভাইরাস না***
ইন্সটল হয়ে গেলে "Launch Graboid" এ ক্লিক করুন
gegamovie4
তাহলে নিচের মত করে সফটওয়্যারটি ওপেন হবে। তারপর "Create Free Account" এ ক্লিক করতে হবে
gegamovie5
তাহলে নিচের মত একটা পেজ ওপেন হবে। সব গুলো তথ্য সঠিক ভাবে পুরন করে "Create Free Account" এ ক্লিক করুন
gegamovie6
তারপর আপনার ইমেইল ইনবক্স চেক করে দেখুন, নিচের মত একটি ইমেইল এসেছে। "Verify My Email Address" এ ক্লিক করুন
6 copy
তাহলে নিচের মত আসবে, "Start" বাটনে ক্লিক করুন ব্যাস কাজ শেষ
gegamovie8
বিস্তারিত নিচের চিত্রে দেখলেই বুঝবেন...
7 copy
এখন শুধু আপনার কাঙ্ক্ষিত মুভিটির নাম ঠিক ভাবে সার্চ বক্সে লিখুন আর মজা নিন।
ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন।
ধন্যবাদ

কম মেগাবাইট খরচ করে মোবাইলে টিভি দেখার এপস।[পব-১]

You can use this apps using 2G, 3G,4G, WiFi and any Internet connection.
You can also use External play to see TV channels.
List of the TV channels which is present in this apps:
● ATN Bangla:
ATN Bangla is a first Bengali language 24-hour mix Entrainment……
●ATN Islamic TV:
ATN Islamic TV is the first 3G Based Online Islamic……
●ATN Music:
ATN Music, is a First Biggest Bangla Musical 3G……
●ATN News:
ATN News is the first 24-hour news oriented television channel……
●Bangla TV UK
Bangla Tv Britain’s First Satellite Bangla Channel Serving Over Two……
●Bangla21TV
Bangla21 TV is a First web Based Online Television from……
●Banglavision
BanglaVision, a satellite TV channel, is owned by Shamol Bangla……
●Bijoy TV
Bijoy TV is a new television channel in Bangladesh.They started……
●Btv World
Bangladesh Television (BTV), a state-owned national TV station began its……
●Channel i BD
Channel i is a privately owned Television network in Bangladesh…….
●Channel i Europe
Channel i is a privately owned Television network in Bangladesh……
●Channel S UK
Channel S Television the UK Based Bangla Language television channel……
●Ekattor TV
Ekattor TV or Ekattor news Television is the fourth news……
●Ekushey TV
Ekushey Television (ETV) is a private terrestrial channel in Bangladesh,…….
●GaanBangla TV
Gaan Bangla Television, the new HD music channel in……
●Independent TV
Independent Television is a private satellite 24 hours news channel……
●Jamuna Television
Jamuna Television Limited an associate company of the Jamuna Group,……
●MillenniumTV (Bangladesh)
Millennium TV, a satellite TV channel From Bangladesh, is owned……
●Mohona TV
Mohona TV is a satellite television channel broadcast from Bangladesh…….
●Movie BanglaTV
MOVIE BANGLAis a first and 24/7 Free to air movie……
●My TV
My Tv is being established on 20th December 2010 as a……
●Natunsomoy TV
Natunsomoy TV is an info-entertainment Web Based private TV channel……
●Ntv
NTV is first automation based private satellite TV channel in……
●Ntv Europe
Ntv Europe is a pioneering and leading satellite TV channel that……
●SA TV (Bangladesh)
S. A. Television Channel is a new private satellite TV……
●SA TV (Europe)
S. A. TV(South Asian Television) is a privately owned ‘infotainment’……
●Sktv Bangla
SKtv Television 24/7 Free to air Online Based Entertainment channel……
●Somoy News
Somoy News is one of the pioneering 24-hour news oriented…… TBN 24 TV
TBN24 TV “A global voice of NRB” was established in……
●Universal Vision
Universal Vision is an Online based Television channel.
Don’t late to Download this apps.

মাত্র ৫ মিনিটে হ্যাক করুন ফেইসবুক একাউন্ট। ভিডিও টিউটিরিয়াল সহ।

আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ফেইসবুক অ্যকাউন্ট হ্যাক করতে হয়।ভিডিও টিউটিরিয়াল সহ। আপনারা এটাকে খারাপ পথে ব্যবহার করবেন না।
তাহলে মূল আলোচনায় আসা যাক। আপনাকে এর জন্য একটি সফটওয়্যার এর সাহায্য নিতে হবে।
সফটওয়্যারটির নাম হচ্ছে Facebook hacker v1.9 n .

সফটওয়্যারটির এখান থেকে ডাউনলোড করুন।-

এখান থেকে দেওয়া লিনং থেকে ডাউনলোড করুন
অথবা গুগল থেকে সার্চ দিয়ে ডাউনলোড করে নিন।
এবার সফটওয়্যারটির ডাউনলোড করে অপেন করুন। এখন আপনার ভিক্টিম এর বলতে যার অ্যকাউন্ড হ্যাক করতে চান তার অ্যকাউন্ড এর URL লিংক দিন। তারপর hack account এ ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করুন।
এবার দেখুন মজা আপনার ভিক্টিম এর ইমেইল এবং পাসওয়ার্ড আপনার সামনে।এখন কি করতে হবে মনে হয় আপনাদের বলে দিতে হবে না।
আপনার কাজ শেষ এখন শুধু ঐ ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন হয়ে পাসওয়ার্ডটি বদলে দিন। ”হয়ে গেল হ্যাক ”
ভাল করে বুঝার জন্য ভিডিও টিউটিরিয়াল টি দেখুন।

ভিডিও

নিয়ে নিন পিসির জন্য ৪৫$ মুল্যের ফাইল ও ফোল্ডার লকার একদম ফ্রি (সিরিয়াল কি সহ)

বর্তমান এই প্রযুক্তির যুগে কম বেশি সবাই আমরা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকি। তাই অনেক সময়ে আমাদের ফোল্ডার লক করার প্রয়োজন হয়, কারন ভাইরাস-এর জালায় অথবা ডিলিট হয়ে যাওয়ার ভয়ে। আজ পর্যন্ত কোন অপারেটিং সিস্টেম ফোল্ডার লকার উইন্ডোজ প্যাক এর সাথে দেয়নি। এমনকি গুগলে খুজলেও তেমন কোন ভাল ফাইল লকার পাওয়া যাবেনা। ফ্রি যেগুলো পাওয়া জায়,তাও ঠিক মত কাজ করেনা। আমি নিজেও অনেক দিন থেকে প্রিমিয়াম এই ফাইল লকারের খোঁজে ছিলাম। অবশেষে পেয়ে গেলাম ৪৫$ মুল্যের এই সফটওয়্যার টি।তাই শেয়ার করতে ইচ্ছে হল আপনাদের সাথে। অনেক সময় নষ্ট হল কথায় কথায়। এবার সফটওয়্যার নিয়ে কিছু না বললেই নয়।
সফটওয়্যার ইন্সটল করার কোন ঝামেলা নেই।সাধারন যে কোন সফটওয়্যার এর মতই ইন্সটল করা যাবে এটি। এর পর সফটওয়্যার টি ওপেন করলে এমন ইন্টারফেস দেখা যাবে। ইন্সটল করার সময় অবশ্যই নেট কানেকশন বন্ধ এবং এন্টি ভাইরাস ডিজেবেল করে নিতে ভুলবেন না।
কিভাবে ব্যবহার করবেনঃ
ইন্সটল হবার পর ওপেন করে আপনার ইচ্ছা মত একটি পাসওয়ার্ড দিয়ে OK বাটনে ক্লিক করুন।
টেনে এনে যেকোন ফাইল বা ফোল্ডার ছেড়ে দিলেই হয়ে যাবে।কিংবা বাংলা নিয়মেও ফাইল এখানে ইনপুট করতে পারেন।
এরপর ফাইলের উপর ক্লিক করে লক বাটনে ক্লিক করলেই কাজ শেষ।
আবার UNLOCK করার জন্যও একি ভাবে UNLOCK বাটনে ক্লিক করতে হবে।
আমি আবারো মনে করিয়ে দিচ্ছি ইন্সটল করার সময় অবশ্যই নেট কানেকশন বন্ধ এবং এন্টি ভাইরাস ডিজেবেল করে নিতে ভুলবেন না।
এবার ডাউনলোড করে নিন নিচের ফাইল দুটি।

ডাউলোড করুন পিসির জন্য অসাধারন এক Software, আর পিসির সাথে মজা করুন আনলিমিটেড! (non-stop-tune)

স্কিন শুটঃ- Screenshot_136 Screenshot_137 Screenshot_138
২ টি কথা বলবো। এটা হচ্ছে পিসির জন্য অতন্ত্য মজাদার একটি software! এটা দিয়ে আপুনিঃ- পিসিকে পিপড়া ছেড়ে গুলি করতে পারবেন, হাতুড়ে দিয়ে পিসির গ্লাস ভাংতে পারবেন, তাছাড়া, এটা দিয়ে আপুনি আরো অনেক কিছু করতে পারবেন 😀 নিচের স্কিন শুট গুলা দেখেন
Screenshot_149

কিভাবে এটা ব্যবহার করবেন?

খুব সুজা এটা ব্যবহার করা, প্রথম আপুনি এখান থেকে সফট টা ডাউনলোড করুন , তারপর  সাধারন ভাবে ইন্সটোল করুন, এখন মাউস এর রাইট বটনে ক্লিক করুন, এখন কাজ নিজে দেখুন, এটা থেকে বের হতে কি বোড থেকে esc ক্লিক করুন,

পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে আপনি আপনার ফেসবুক এর নাম সিংঙ্গেল নামে পরিবর্তন করুন শুধু মাত্র একটি এপ্স এর মাধ্যমে

আসসালামুআলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার টিউন। টিউনটি মূলত কিভাবে ফেসবুক এর নাম শুধু একটি নামে পরিবর্তন করা যায়। ফেসবুক সাধারণত সিঙ্গেল নাম করার স্বাধীনতা দেয় না। বিভিন্ন proxy ব্যবহার করে করতে হয়।প্রায় অনেকেই Indonesian Proxy ইউজ করে এই কাজটি করে থাকে। অনেক proxy আবার কাজ নাও করতে পারে। সেজন্য নতুন নতুন Proxy গুগল এ চার্জ অনেক খোজাখুজি করে বের করতে হয়। তারপর proxy সেটিং এর জন্য নির্দিষ্ট ব্রাউজার প্রয়োজন হয়। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবার   ফেসবুক এর ভাষা পরিবর্তন করে ইন্দোনেশিয়ান ভাষা সিলেক্ট করতে হয়। উফ কি ঝামেলা এতে করে প্রচুর সময় নষ্ট হয়। ব্যাস্ততার দিনে এতো সময় পাব কোথায়। এসব ঝামেলা ধাক্কা মেরে ফেলে দেন পিছনে এবং আমার সাথে চলুন। আমি আপনাদের দেখাব শুধু মাত্র একটি এপ্স ব্যবহার করে কিভাবে খুব সহজেই আপনি আপনার নাম সিংঙ্গেল নামে পরিবর্তন করবেন। আমার টিউনটি মূলত এন্ড্রয়ড ব্যবহার কারিদের জন্য।

তাহলে চলুন কথা না বাড়িয়ে টিউন এ চলে যায়।

প্রথমে আপনার এন্ড্রয়ড মোবাইল দিয়ে এপ্সটি Play Store থেকে ডাউনলোড করে নিন।

Play store থেকে ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড করা শেষ হলে Install দিয়ে ওপেন করুন। ওপেন করার পর Refresh হবে। এখানে Proxy এবং দেশের নাম সহ ১০০টার মত লিস্ট দেখতে পাবেন। এখান থেকে  Indonesian প্রক্সিতে ক্লিক করে I trust this application এ ঠিক মার্ক দিয়ে নিচে Connect এ ক্লিক করেন।


Connect হওয়ার পর নিচে দেখুন Enjoy লেখা আসছে।

এখন হোম বাটনে চেপে মিনিমাইজ করে বের হয়ে আসুন। এবার দেখুন Notification বার এ vpn টি active হয়েছে। ব্যাস এটার কাজ শেষ।

এখন নাম পরিবর্তন করার পালা। সেজন্য আপনার প্রয়োজন যেকোন একটি Uc Browser দিয়ে আপনার ফেবুতে লগইন করুন। অন্য ব্রাউজার দিয়ে হবে কিনা আমি অবশ্য চেষ্টা করিনি। আপনারা চেষ্টা করে দেখতে পারেন।

লগইন কারার পর আপনার account এর একেবারে নিচে settings & privacy তে গিয়ে General গিয়ে Name এ ক্লিক করেন।

তার পর সব গুলা বক্স ক্লিয়ার করে শুধু প্রথম বক্স টা তে আপনার ইচ্ছা মত একটি মাত্র নাম লেখেন। যেমন: সাদ্দাম হোসাইন শিশির কেটে দিয়ে শুধু সাদ্দাম লিখে review change এ ক্লিক করেন।

এরপর আপনার পাসওয়ার্ড দিয়ে সেভ করে বের হয়ে আসুন। ব্যাস কাজ খতম।

এবার দেখুন আপনি কত সহজেই ফেবুতে আপনার নাম সিংঙ্গেল নামে পরিবর্তন করতে পেরেছেন।

আশা করি যারা ফেবুতে সিংঙ্গেল নাম করতে পারেন না তারা এই টিউনটির মাধ্যমে খুব সহজেই সিংঙ্গেল নাম করতে পারবেন।

আপনাদের সুবিধার্তে নিচের ভিডিও টি দেখতে পারেন।

নিয়ে নিন Advance System Care 8.4 এবং IObit Driver Booster 2.4 সাথে Giveaway Original সিরিয়াল কী !!!

আজ আপনাদের মাঝে এলাম Advance System Care 8.4 এবং IObit Driver Booster 2.4 সাথে ফ্রী Serial Key নিয়ে !! 
Advance System Care আর IObit Driver Booster দুইটার সাথেই আপনারা ভাল ভাবে পরিচিত। Advance System Care ব্যবহার করা হয় পিসি এর Performance ভাল রাখার জন্যে। আর IObit Driver Booster ব্যবহার করা হয় পিসি এর বিভিন্ন Driver গুলাকে Update করার জন্যে। আপনার Motherboard এর জন্যে আসলে কোন Driver টা লাগবে সেটা অনেকের পক্ষেই খুজে বের করা অনেক কঠিন হয়ে যায়। তারা খুব সহজেই ১ ক্লিক এ আপনার Driver ইন্সটল করে নিতে পারবেন।
আর কথা বারাইলাম না। কাজের কথায় চলে যাই।
http://www.iobit.com/tpl/images/home/main_pro_asc.png

Advance System Care 8.4

ডাউনলোড লিঙ্কঃ
১. Advance System Care 8.4.0.811 Free Offline Installer ডাউনলোড করতে [৪৭.০০ এমবি]
এখানে ক্লিক করুন (ক্লিক করে ৪/৫ সেকেন্ড অপেক্ষা করুন ডাউনলোড শুরু হয়ে যাবে)
২. Advance System Care 8.4.0.811 এর Serial Key ডাউনলোড করতে
TXT Document এ ২ টা Serial Key (১২০ দিন) দেয়া আছে। যার মেয়াদ আজ থেকে ৯৫ দিন পর্যন্ত। ২ টাই Giveaway Original Key. তাই Net Connection থাকলেও Activation এ কোন সমস্যা হবে না।

যেভাবে অ্যাক্টিভ করবেনঃ

১. আগের ভার্সন ইন্সটল করা থাকলে আনইন্সটল করুন অথবা নতুন ভার্সনে আপডেট করুন অথবা ওপরের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে ইন্সটল করুন।
২. এবার Advance System Care রান করুন।

৩. নিচে  "Activate" লেখা দেখতে পাবেন তার নিচে ছোট করে লেখা আছে "I Have a License" . এখানে ক্লিক করুন।
৩. Serial Key টেক্সট ডকুমেন্ট থেকে আপনার পছন্দ মত একটি সিরিয়াল Copy করে "License Key" ঘরে বসিয়ে দিন।
৪. "Register Now" ক্লিক করুন।
Screenshot:
--

http://www.iobit.com/tpl/images/home/main_pro_db.png

IObit Driver Booster 2.4

ডাউনলোড লিঙ্কঃ
১.  IObit Driver Booster 2.4.0.19 Free Offline Installer ডাউনলোড করতে [১১.০০ এমবি]
এখানে ক্লিক করুন (ক্লিক করে ৪/৫ সেকেন্ড অপেক্ষা করুন ডাউনলোড শুরু হয়ে যাবে)
২. IObit Driver Booster 2.4.0.19 এর Serial Key ডাউনলোড করতে
TXT Document এ ৩ টা Serial Key (১২০ দিন) দেয়া আছে। যার মেয়াদ আজ থেকে যথাক্রমে ১০০, ১০৬ এবং ১১ দিন পর্যন্ত। ৩ টাই Giveaway Original Key. তাই Net Connection থাকলেও Activation এ কোন সমস্যা হবে না। একটি Lifetime Serial Key ও দেয়া আছে যেটি Net Connection দিলেই Expire হয়ে যাবে।

যেভাবে অ্যাক্টিভ করবেনঃ

১. আগের ভার্সন ইন্সটল করা থাকলে আনইন্সটল করুন অথবা নতুন ভার্সনে আপডেট করুন অথবা ওপরের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে ইন্সটল করুন।
২. এবার IObit Driver Booster রান করুন।

৩. নিচে  "Activate" লেখা দেখতে পাবেন। ক্লিক করুন।
৩. Serial Key টেক্সট ডকুমেন্ট থেকে আপনার পছন্দ মত একটি সিরিয়াল Copy করে "License Key" ঘরে বসিয়ে দিন।
৪. "Register Now" ক্লিক করুন।
Screenshot:
 
--
আশা করি আপনাদের কাজে লাগবে।
আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন।

Hot tune যাদের ফোনে OTG সাপোর্ট করেনা‬ ‪তারা OTG সাপোর্ট করিয়ে নিন‬

আজকে আপনাদের সাথে একটা সফটওয়্যার এর পরিচয় করিয়ে দিব >>
সফটওয়্যার টি কাজের কি না তা মাত্র ১ মেগাবাইট দিয়ে দেখতে পারেন।।।।
বর্তমানে OTG Cable Supported ফোন
ব্যাপক সারা ফেলেছে। কিন্তু দুখের
বিষয় বেশি দামী এবং লেটেস্ট
ফোনগুলা ছাড়া আর কোনো ফোনে
OTG সাপোর্ট করেনা।
কিন্তু আজ আপনাদের এমন একটা
সফ্টওয়ার দিতে যাচ্ছি যেটা আপনার
OTG Cable ইনেবল করে দিবে। এবং
আপনি পাবেন OTG এর আসল স্বাদ
আপনার কমদামী ফোনেই।


সফ্টওয়ারটটির নাম - USB OTG Connector.apk
এটির দাম প্লেস্টোরে
23$

কিন্তু আমি যতদিন আপনাদের সাথে
আছি আপনাদের কোনো চিন্তা করার
দরকার নেই।
এপটি নিচ থেকে Pro Version সহ
ডাউনলোড করুন একদম Free তে।
[প্রথমেই বলে রাখি ফোনটা অবশ্যই
Rooted হতে হবে]
1 . এপটি ইনস্টল করে ওপেন করুন। রুট
পারমিশন চাইবে গ্র্যান্ট করে দিন।
2. এবার দেখুন আপনার ফোনের কিছু
বর্ণনা দেওয়া আছে। একদম নিচে
দেখুন Mount এবং Unmount নামে দুটি
বাটন আছে।
3. এবার OTG Cable টি লাগিয়ে Mount
এ ক্লিক করুন।
প্রোসেসিং হতে কিছু সময় নিবে।
এবার যদি উপরে লেখা আসে OTG
Found তাহলে আপনার কপাল ভাল।
এবার এপটি মিনিমাইজ করে OTG
মামারে কুপাইতে থাকেন। আর যদি
লেখা আসে No Device Found এক্ষেত্রে
আমি সত্যিই খুব দুঃখিত এটা আসলে
আপনার ফোনে কাজ হবেনা।
তবে আমি এই সফ্টওয়ার দিয়ে Symphony
W85, Symphony 68Q, এবং Symphony W71i,
Walton Primo D3 তে চেক করেছি। কাজ
করে।

Download now 
(Collected)