Your Message here

This is Montis blog

This is montis blog you can see all solution

বুধবার, ১২ আগস্ট, ২০১৫

ব্লক করুন অপ্রয়োজনীয় ইমেইল অ্যাড্রেস

আমি এস, এম, রাসেল। আজ আমি দেখাব কিভাবে অপ্রয়োজনীয় ইমেইল অ্যাড্রেস ব্লক করবেন। (ছবি সহ) আপনার হয়ত আপনদের ইমেইল অ্যাড্রেস দিয়ে অনেক ওয়েব সাইট এ বিভিন্ন কারনে সাইন আপ করে থাকেন, কিন্তু এক সময় দেখা যায় এই সব সাইট থেকে প্রতি দিনে আপনাকে অনেক অপ্রয়োজনীয় মেইল পাঠাচ্ছে (যেমনঃ বিভিন্ন বিজ্ঞাপন, নোটিফিকেশান ইত্যাদি)। আবার হয়ত আপনাকে কেউ কোন একটি মেইল অ্যাড্রেস থেকে আজেবাজে মেইল পাঠাচ্ছে, যেটা খুব বিরক্তিকর। এখন আপনি কি করবেন? হ্যা আপনি...

AVG PC TuneUp Utilities 2015 আপনার পিসিকে দিন দুরন্ত গতি! By B Islam - Feb 6, 2015 30 4

উইন্ডোজ সহ বিশ্বের বড় বড় কম্পিউটার বিশেষজ্ঞদের অভিমত পিসিকে দ্রুত কাজ করার উপযোগী করা সিস্টেমকে সব সময় সমস্যামুক্ত রাখতে এবং কর্মক্ষম করারজন্য টিউনআপ পিসি ইউটিলিটি হল সবথেকে নিরাপদ কার্যকারী এবং শক্তিশালী একটি সফটওয়্যার। এটা এমন এক সফটওয়্যার যার একটি মাত্র ক্লিকে (AVG 1-Click Maintenance) আপনার পিসি হয়েযাবে সুপার ফাস্ট! এই সফটওয়্যারের যে কত সুবিধা সেটা বলে শেষকরা যাবেনা। যারা এটা এর আগেও ব্যাবহার করেছেন তার ভাল জানেন। আর হা এই সফটওয়্যারটির বর্তমান...

COMPUTER এর মাদারবোর্ডের CD DRIVER হারিয়েছেন ? কোনো সমস্যা নেই!

এ টিউনে আপনাদের জন্য রয়েছে , COMPUTER এর মাদারবোর্ডের CD বা DRIVER হারিয়েছেন,কোনো সমস্যা নেই।দেখে নিন।যারা জানেনা তাদের জন্য। সাধারণত COMPUTER কেনার সময় COMPUTER এর সঙ্গে মাদারবোর্ডের একটি DRIVER SOFTWARE সিডিতে ভরে দেওয়া হয়। COMPUTER এর অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর মাদারবোর্ডের সিডি ইনস্টল করতে হয় , তাহলে সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি আসে। কিন্তু মাদারবোর্ডের সিডি যদি হারিয়ে যায় , তখন অনেক সমসায় পড়তে হয়। মাঝে মধ্যে একই...

পাবলিক ওয়াইফাই জোনে একাই রাজত্ব করুন Android App দিয়ে!

বাংলাদেশের ইন্টারনেটের অবস্থা কেমন সেটা সবাই জানে। সবার পক্ষে ইন্টারনেট কিনে চালানো সম্ভব হয় না। আর যারা আমার মত ডাউনলোড পাগলা তাদের তো কথাই নেই। তাই অনেকেই আশে পাশের কোন ফ্রী ওয়াইফাই জোন পেলেই ওয়াইফাই ব্যবহার করে। বেশি ইউজার হওয়ার কারনে পাবলিক ওয়াইফাই এর অবস্থা খুবি শোচনীয় একটা পেজ খুলতেই দিন পার হয় যায়। ধরুন আপনার emergency কোন মেইল check করা প্রয়োজন বা কোন article  or book ডাউনলোড করা প্রয়োজন কিন্তু আপনার কাছে মেগাবাইট নেই so আপনি গেলেন...

কোন Software DOWNLOAD না করে কমেন্ট cmd দিয়ে Laptop কে করে ফেলুন WIFI-HOTSPOT

অনেক পোস্ট দেখেছি laptop কে ওয়াইফাই বানানোর পোস্ট কিন্তু সব গুলুতে software ডাউনলোড করতে হয়। Software ছাড়া WIFI-HOTSPOT করার একটা উপায় । কজের ধাপ গুলু হল- step 1: open CMD as Administrator (cmd ওপেন করন Administrator হিসাবে) step2: এবার নিচের মত করে লিখুন netsh wlan show driver (লিখে enter দিন ) অনেক লিখা আসবে এর মধ্যে Hosted net YES এই লিখা টা খুজে বের করুন । এই লিখাটা আসার পরে netsh wlan set hostednetwork mode=allow ssid=(যেকোনো নাম যেমন = RED) key=(wifi password আপনার ইচ্চামত ) লিখে enter @পরে wifi id create হয়ে যাবে । এর পরে স্টার্ট...

দেখুন কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে হয়

ধরুন, আপনার কম্পিউটারটি ঠিকই ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছে কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা অ্যাডমিন গোপনভাবে আপনার ডিভাইসে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে যাতে আপনি অন্য কাউকে পাসওয়ার্ড না দিতে পারেন অথবা অন্য কোন ডিভাইস কানেক্ট করতে না পারেন। এখন আপনি চাচ্ছেন আপনার বন্ধুও যেন এই ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হতে পারে অথবা আপনি আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে চাচ্ছেন। তো এমতাবস্থায় আপনার কাছে উপায় রয়েছে ২টি। তবে আপনি চাইলেই কমান্ড প্রম্পট ওপেন করে একটি...

স্মার্টফোন ব্যবহারকরীদের জটিল সমস্যা ও তার ৫টি প্যারাসিটামল সমাধান !

Google Play Store থেকে অনেক সময় কোন গেমস্ বা এপস্ Download করার সময় আমারা Error 498 দেখি । অর্থাৎ “Error 498 has occurred while communicating with the server“ এমন একটি মেসেজ দেখা যায়। অনেকবার চেষ্টা করেও এই Error 498 এর কারনে কোন কিছুই ডাউনলোড করা সম্ভব হয় না । আজকের আলোচনার বিষয় Error 498 এর কারন ও তার ৫টি সমাধান। চলুন তাহলে দেখে নেওয়া যাক- গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড সমস্যা? নিয়ে নিন তার ৫টি সমাধান ! Google Play Store Error 498 এর কারন: ০১। এই...

বলিউড তারকাদের পিচ্চিবেলার ৩০টি অদেখা বিরল প্রজাতির ছবি

ছোট্ট বেলার শাহরুখ বা আমির খানের ছবি প্রায় সকলেই দেখেছেন, কিন্তু দেখেছেন কি একদম ছোটবেলার অমিতাভ বচ্চন বা সালমান খানকে? ঐশ্বরিয়া রাইয়ের ছেলেবেলার ছবি প্রায় সকলের দেখা, কিন্তু জনপ্রিয় নায়িকা কাজল ছোটবেলায় কেমন ছিলেন দেখতে সেটা জানেন কি? কেমন ছিলেন দুই/আড়াই বছরের দীপিকা পাডুকোন কিংবা স্রীদেবী?ছোট্ট বেলার সালমান খান,দেখেছেন কি একদম  ছোটবেলার জন আব্রাহাম, ঋত্বিক রোশন, সাইফ আলী খান বা তুষার কাপুরকে? আলিয়া ভাটের ছেলেবেলার ছবি প্রায় সকলের দেখা,...

ইউটিউব ব্যবহারের আপনার না যানা ৬ টা গোপন কৌশল জেনে নিন এক্কারে ফ্রেতে

ইন্টারনেট ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব দেশে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। আর এটি ব্যবহারের কিছু কৌশল রয়েছে, যা অনেক পুরনো ব্যবহারকারীও জানেন না। এ লেখায় থাকছে তেমন কিছু কৌশল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।১. টিভিতে ইউটিউবটিভিকে কম্পিউটার মনিটর বানিয়ে তাতে ইউটিউবের ভিডিও দেখা অনেকেরই বেশ পছন্দ। কিন্তু টিভি সাধারণত দূর থেকে দেখা হয় আর এতে টিভি দেখা গেলেও কম্পিউটারের মাউস কার্সর খুঁজে পাওয়া যায় না। এছাড়া আইকনগুলোও...

নিয়ে নিন এক্কারে মাগনা Latest $69.95 মূল্যর Data Recovery সফটওয়্যার EaseUS Data Recovey 😀 Wizard Profession

al. Posted:2015-08-01 14:49:47 UTC-07:00 আমরা অনেক সময় ভুলে অথবা শখের বসে আমাদের হার্ডডিস্ক বা ফ্লাস ড্রাইভ ফরম্যাট করে ফেলি। তখন আমাদের কষ্টের দুখেঃ কোন শেষ থাকে না। এখন আপনাদের আর চিন্তা করতে হবে না। আপনাদের জন্য নিয়ে এলাম অত্যন্ত শক্তিশালী ও ভয়নক একটি ডাটা রিকভেরি সফটওয়্যার। এটি আপনার ডিলিট হওয়া সকল ডাটা ফিরিয়ে দিতে সক্ষম। এটি দিয়ে আপনি আপনার হার্ড ডিক্স,পেন-ড্রপ,মেমোরি কার্ড থেকে ডাটা ডিসকভার করতে পারবেন।এটির কিছু ফিউচার দেখে নেই  😯Recover...

মাত্র চারদিনেই ফ্রী সংগ্রহ করলাম $10 ডলার এর আইটিউন্স গিফট কার্ড (ছবি সহ), অ্যাপল ইউজারদের কেউ মিস করবেন না।

যা যা থাকা লাগবেঃ আইফোন/আইপেড/আইপড/অ্যান্ড্রএড, Wifi বা Unlimited Cellular Data Freemyapps: freemyapps এর মাদ্ধমে Sponsord Apps ডাউনলোড করে আপনাকে credit জমাতে হবে। 3000 credits  জমা হলেই আপনি হলে আপনি $10 ডলার মূলের মূল্যের আইটিউন্স গিফট কার্ড, গুগল প্লে, অ্যামাজন গিফট কার্ড সহ এমনকি ভিসা প্রিপেইড কার্ডও সংগ্রহ করতে পারবেন। আমি নিজে মাত্র চার দিনেই আমি$10 ডলা্রের আইটিউন্স গিফট  কার্ড সংগ্রহ করেছি। নিচে...

বুধবার, ১২ আগস্ট, ২০১৫

ব্লক করুন অপ্রয়োজনীয় ইমেইল অ্যাড্রেস

আমি এস, এম, রাসেল। আজ আমি দেখাব কিভাবে অপ্রয়োজনীয় ইমেইল অ্যাড্রেস ব্লক করবেন। (ছবি সহ)
আপনার হয়ত আপনদের ইমেইল অ্যাড্রেস দিয়ে অনেক ওয়েব সাইট এ বিভিন্ন কারনে সাইন আপ করে থাকেন, কিন্তু এক সময় দেখা যায় এই সব সাইট থেকে প্রতি দিনে আপনাকে অনেক অপ্রয়োজনীয় মেইল পাঠাচ্ছে (যেমনঃ বিভিন্ন বিজ্ঞাপন, নোটিফিকেশান ইত্যাদি)। আবার হয়ত আপনাকে কেউ কোন একটি মেইল অ্যাড্রেস থেকে আজেবাজে মেইল পাঠাচ্ছে, যেটা খুব বিরক্তিকর। এখন আপনি কি করবেন? হ্যা আপনি ইচ্ছা করলেই এই বিরক্তিকর মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করতে পারেন খুব সহজেই। কিভাবে করবেন তা নিম্নে ছবি সহ ধাপে ধাপে বর্ননা করা হল। আজ দেখাব শুধু মাত্র জিমেইলের জন্য।
ধাপ ১ঃ
প্রথমে আপনার একাউন্ট এ লগইন করুন।
তারপর উপরের ডান দিকের, Settings এ ক্লিক করুন।
ধাপ ২ঃ
Settings এ ক্লিক করলে একটি পেজ আসবে, সেখানে Filters এ ক্লিক করে Create a new filter এ ক্লিক করুন।
এবার নতুন একটি পেজ আসবে তাতে From এর স্থানে বিরক্তিকর ইমেইল অ্যাড্রেসটি দিন। (যেমনঃ joe@yahoo.com)
এবং Create filter with this search>> এ ক্লিক করুন।
ধাপ ৩ঃ
এবার Delete it এ টিক দিয়ে Create filter এ ক্লিক করুন।
সব ঠিক থাকলে নিচের পেজের মত আসবে।
আজকের টিউন এই পর্যন্তই। পরবর্তী টিউনে দেখাব কিভাবে ইয়াহু মেইল থেকে ইমেইল অ্যাড্রেস ব্লক করবেন।
ততদিনের জন্য বিদায়।
আল্লাহ্‌ হাফেয।

AVG PC TuneUp Utilities 2015 আপনার পিসিকে দিন দুরন্ত গতি! By B Islam - Feb 6, 2015 30 4

উইন্ডোজ সহ বিশ্বের বড় বড় কম্পিউটার বিশেষজ্ঞদের অভিমত পিসিকে দ্রুত কাজ করার উপযোগী করা সিস্টেমকে সব সময় সমস্যামুক্ত রাখতে এবং কর্মক্ষম করারজন্য টিউনআপ পিসি ইউটিলিটি হল সবথেকে নিরাপদ কার্যকারী এবং শক্তিশালী একটি সফটওয়্যার। এটা এমন এক সফটওয়্যার যার একটি মাত্র ক্লিকে (AVG 1-Click Maintenance) আপনার পিসি হয়েযাবে সুপার ফাস্ট! এই সফটওয়্যারের যে কত সুবিধা সেটা বলে শেষকরা যাবেনা। যারা এটা এর আগেও ব্যাবহার করেছেন তার ভাল জানেন। আর হা এই সফটওয়্যারটির বর্তমান মূল্য এক বৎসরের জন্য ৪০/$ ইউএস ডলার!  বাংলাদেশী টাঁকায় প্রায় ৩২০০/৳ টাঁকা। কিন্তু একমাত্র পিসি হেল্পলাইন বিডির ভিজিটরদের কোন টাঁকা দিতে হবে না। আপনাদের জন্য সম্পূর্ণ সফটওয়্যারটি লাইফ টাইমের জন্য একদম ফ্রি !!!
এই সফটওয়্যার সম্পর্কে আরও জানতে আমার আগের একটি পোস্ট দেখে আসতে পারেন।>>  (বিশ্ব বিখ্যাত কম্পিউটার অপটিমাইজেশন সফটওয়্যার TuneUp Utilities 2014 ভার্সন! শুধু মাত্র আপনাদের জন্য একদম ফ্রি) <<
AVG PC TuneUp 2015 1
এই সফটওয়্যার দিয়ে আপনি ডিক্স ডিফ্রাগমেন্ট, স্টার্টআপ ম্যানেজার, রেজিস্ট্রি ডিফ্রাগমেন্ট, মেইনটেন্স, শটকাট ক্লিনার, রেজিস্ট্রি ক্লিনার, মেমোরি অপ্টিমাইজার, স্পিড অপ্টিমাইজার, আন-ইনস্টলার, আন-ডিলেটর, স্টাইলার, সিস্টেম কন্ট্রোল, প্রোসেস ম্যানেজার, রিপেয়ার সহ আরও অনেক অনেক সুবিধা পাবেন। আরও একটি কথা, এখন এই সফটওয়্যারের নাম শুধু AVG PC TuneUp 2015। কারন এটার মালিকানা এখন বিখ্যাত এন্টিভাইরাস কোম্পানি এভিজির হাতে তাই নামের সাথে #AVG যুক্ত হয়েছে, এবং হয়েছে আগের থেকে আরও বেশি শক্তিশালী ।
তাহলে নিচে দেখেনিন AVG PC TuneUp Utilities 2015 ভার্সনে নতুন কি আছে
AVG PC TuneUp 2015 (BIM)
আর বেশি কিছু বলতে হবে বলে মনে করছিনা। তার পরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে এখনি ডাউনলোড করে নিন যত দ্রুত সম্ভব। কারন ইদানিং ফাইল শেয়ারিং সাইটগুলা ভালই সমস্যা করতেছে। সফটওয়্যারটি মাত্র ৮০ MB এর মত।
B Islam
রার ফাইল ওপেন করার পর ভিতরে ক্রাক ফাইল পাবেন। ওখানের টেক্সট ডকুমেন্টটিতে নিয়ম বলে দেয়া আছে কেমন করে AVG PC TuneUp 2015 একটিভ করবেন।
আজ তাহলে এই পর্যন্ত, আমার জন্য দোয়া করবেন এবং ভাল থাকবেন সবাই এবং ভাল রাখবেন সবাইকে আল্লাহ্‌ হাফেয ।

COMPUTER এর মাদারবোর্ডের CD DRIVER হারিয়েছেন ? কোনো সমস্যা নেই!

এ টিউনে আপনাদের জন্য রয়েছে , COMPUTER এর মাদারবোর্ডের CD বা DRIVER হারিয়েছেন,কোনো সমস্যা নেই।দেখে নিন।যারা জানেনা তাদের জন্য।
সাধারণত COMPUTER কেনার সময় COMPUTER এর সঙ্গে মাদারবোর্ডের একটি DRIVER SOFTWARE সিডিতে ভরে দেওয়া হয়।









COMPUTER এর অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর মাদারবোর্ডের সিডি ইনস্টল করতে হয় , তাহলে সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি আসে।
কিন্তু মাদারবোর্ডের সিডি যদি হারিয়ে যায় , তখন অনেক সমসায় পড়তে হয়।
মাঝে মধ্যে একই কোম্পানির অন্য কোনো মাদার বোর্ডের সিডি থেকে আলাদাভাবে সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি SOFTWARE(Driver) ইনস্টল করলে তখন সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি আসে , তবে তা সব মাদারবোর্ডের ক্ষেত্রে নয়।
মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন বা মাদারবোর্ডের নাম , মডেল নম্বর , সিরিয়াল নম্বর ভুলে গেছেন?
তাহলে প্রথমে Start থেকে Run-এ ক্লিক করুন।
তারপর Run-এ WMIC লিখে Ok তে ক্লিক করুন।
প্রথমবারের মতো এই অপশনটি রান করলে লেখা আসবে এটি ইনস্টল হচ্ছে।
ইনস্টল হওয়ার পর Command Prompt টিতে লেখা আসবে wmic:rootcli> এখন মাদারবোর্ডের তথ্যের জন্য baseboard লিখে কিবোর্ড থেকে এন্টার চাপুন।
তাহলে আপনার COMPUTER এর মাদারবোর্ডের সিডির মডেল নম্বর , সিরিয়াল নম্বর ইত্যাদি জানতে পারবেন।
এখন ওই মাদারবোর্ডের নাম এবং মডেল নম্বর লিখে গুগলে সার্চ দিলেই সেই মাদারবোর্ডের SOFTWARE পেয়ে যাবেন।
সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো , যেখানে মাদারবোর্ডের SOFTWARE পাওয়া যায়।
 এখান থেকে দেখে নিন।

পাবলিক ওয়াইফাই জোনে একাই রাজত্ব করুন Android App দিয়ে!

বাংলাদেশের ইন্টারনেটের অবস্থা কেমন সেটা সবাই জানে। সবার পক্ষে ইন্টারনেট কিনে চালানো সম্ভব হয় না। আর যারা আমার মত ডাউনলোড পাগলা তাদের তো কথাই নেই। তাই অনেকেই আশে পাশের কোন ফ্রী ওয়াইফাই জোন পেলেই ওয়াইফাই ব্যবহার করে। বেশি ইউজার হওয়ার কারনে পাবলিক ওয়াইফাই এর অবস্থা খুবি শোচনীয় একটা পেজ খুলতেই দিন পার হয় যায়। ধরুন আপনার emergency কোন মেইল check করা প্রয়োজন বা কোন article  or book ডাউনলোড করা প্রয়োজন কিন্তু আপনার কাছে মেগাবাইট নেই so আপনি গেলেন ফ্রি ওয়াইফাই জোনে, গিয়ে দেখলেন খাইসে এইখনে তো ফ্রী ইউজার এর অভাব নাই আপনার একটা পেজ খুলতেই ১২ টা বেজে যাচ্ছে। এখন আপনি যদি Android মোবাইল ব্যাবহার করেন এবং আপনার মোবাইল যদি Root করা থাকে তাহলে আপনি ভাগ্যবান, শুধুমাত্র একটি App দিয়ে পুরো স্পীড আপনি একাই উপভোগ করুন !
কিভাবে????
কেমন হয় যদি আপনি সেখানে একাই ওয়াইফাই ব্যবহার করতে পারেন এবং বাকিরা disconnected হয়ে যায়?  স্বপ্ন না এটা সত্যি। আপনি চাইলেই আপনার connected ওয়াইফাই তে বাকিদের disconnected করে দিতেfreewifi-logoপারবেন এবং একাই রাজত্ব করতে পারবেন।

তো চলুন দেখি কিভাবে করবেন
যা যা লাগবেঃ
Android মোবাইল (Rooted, minimum 4.0.4) (মোবাইল রুট করা না থাকলে কাজে কোন আসবে না)
প্রথমে অ্যাপ টি উপরের লিংক থেকে ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করুন
এবার কোন ওয়াইফাই জোনে connect করুন
wifi kill অ্যাপ টি ওপেন করুন অ্যাপ ওপেন হলে সেখানে একটি প্লে বাটন দেখতে পাবেন সেটাটে টাচ করুন এবার Wifi kill Root Parmission চাইবে so অ্যাপ টিকে Allow করুন. সবকিছু ঠিকমত হয়েগেলে নিচে অনেক গুলো IP show করবে । এরাই বর্তমানে আপনার মত Wifi ব্যাবহার করছে (এরা কোন সাইট ভিজিট করছে সেটাও দেখতে পারবেন :p) privacy বলতে কিছু রাখলেন না।
এদেরকে Disconnect করার জন্য নিচে grab all বাটনটি টাচ করুন এবার  সব গুলো Grab হয়েগেলে kill all বাটনে টাচ করু্ন আর মজা দেখুন.
এখন কথা হল সবার ইন্টারনেট ব্যবহার করার সমান অধিকার আছে So শুধু শুধু এই Android অ্যাপ টি ব্যাবহার করবেন না।

কোন Software DOWNLOAD না করে কমেন্ট cmd দিয়ে Laptop কে করে ফেলুন WIFI-HOTSPOT

অনেক পোস্ট দেখেছি laptop কে ওয়াইফাই বানানোর পোস্ট কিন্তু সব গুলুতে software ডাউনলোড করতে হয়। Software ছাড়া WIFI-HOTSPOT করার একটা উপায় । কজের ধাপ গুলু হল-
step2: এবার নিচের মত করে লিখুন
netsh wlan show driver (লিখে enter দিন )
অনেক লিখা আসবে এর মধ্যে Hosted net YES এই লিখা টা খুজে বের করুন । এই লিখাটা আসার পরে netsh wlan set hostednetwork mode=allow ssid=(যেকোনো নাম যেমন = RED) key=(wifi password আপনার ইচ্চামত ) লিখে enter
@পরে wifi id create হয়ে যাবে । এর পরে স্টার্ট করুন
@netsh wlan start hostednetwork
@সুবিধার জন্য cmd লিখা গুলু একসঙ্গে দিতেছি ।
@netsh wlan show driver
@netsh wlan set hostednetwork mode=allow ssid=red key=password
@netsh wlan start hostednetwork।
@এবার আপনার network and shearing center এ জান
@local are network a click করুন
@এর পরে broadband /wireless (আপনি যে ধরনের net user করেন) এ জান গিয়ে properties এ ক্লিক করুন
পরের window তে shearing এ ক্লিক করুন
@এখানে allow other network user to connect through this computers internet connection . টিক দিন
@Home network connection এ গিয়ে local area connection *10 (number change হতে পার) ক্লিক করে ওকে করে বেরিয়ে আসুন ।

দেখুন কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতে হয়

ধরুন, আপনার কম্পিউটারটি ঠিকই ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছে কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা অ্যাডমিন গোপনভাবে আপনার ডিভাইসে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে যাতে আপনি অন্য কাউকে পাসওয়ার্ড না দিতে পারেন অথবা অন্য কোন ডিভাইস কানেক্ট করতে না পারেন। এখন আপনি চাচ্ছেন আপনার বন্ধুও যেন এই ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হতে পারে অথবা আপনি আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে চাচ্ছেন। তো এমতাবস্থায় আপনার কাছে উপায় রয়েছে ২টি।
তবে আপনি চাইলেই কমান্ড প্রম্পট ওপেন করে একটি সহজ কমান্ড ব্যবহার করে নিজেই জেনে নিতে পারেন আপনার কানেক্টেড ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড।
এই টেকনিকটি ম্যাক এবং উইন্ডোজ উভয়ের জন্যে কাজ করবে।
উইন্ডোজে যেভাবে পাসওয়ার্ড বের করবেন:
প্রথমেই উইন্ডোজ সার্চ বারে টাইপ করুন cmd এবং Run as Administrator হিসেবে কমান্ড প্রম্পট চালু করুন। এরপর নিচের কমান্ডটি লিখে ফেলুন।
netsh wlan show profile name=”SSID” key=clear
তবে কমান্ডটি রান করার আগে অবশ্যই “SSID” লেখাটিকে আপনার বর্তমান Wifi SSID দিয়ে পরিবর্তন করে নিন।। এটা হল আপনার বর্তমান নেটওয়ার্ক, যার সাথে আপনি কানেক্টেড রয়েছেন।
এর পর কমান্ডটি রান করুন। পাসওয়ার্ডটি Security Settings সেকশনে দৃশ্যমান হয়ে যাবে।
aa
বিঃ দ্রঃ যদি আপনি আপনার পাসওয়ার্ড না পেয়ে থাকেন তাহলে খুব সম্ভবত আপনি কমান্ড প্রম্পট Run as Administrator হিসেবে চালু করেননি।
ম্যাক অপারেটিং সিস্টেমে যেভাবে পাসওয়ার্ড বের করবেন:
ম্যাক আপনার ওয়াইফাই এর কনফিগারেশন ডিটেইলস সংরক্ষণ করার জন্য কীচেইন (Keychain) ব্যবহার করে এবং আমরা BSD এর Security কমান্ড ব্যবহার করে কীচেইনে পাসওয়ার্ড সহ আর কী কী সংরক্ষিত আছে সব দেখে নিতে পারি।
প্রথমেই স্পটলাইট ওপেন করুন (cmd+space) এবং terminal ওপেন করার জন্যে terminal টাইপ করুন এবং এন্টার (Enter) প্রেস করুন। একটি টার্মিনাল উইন্ডো ওপেন হবে। এখন টার্মিনাল অথবা কমান্ড লাইনে নিচের কমান্ডটি টাইপ করুন।
security find-generic-password -ga “SSID”
এক্ষেত্রেও SSID লেখার স্থলে আপনার বর্তমান Wifi SSID দিয়ে পরিবর্তন করে নিন। এরপর আপনার ম্যাক ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে কীচেইন এ প্রবেশ করুন। তৎক্ষণাৎ আপনি আপনার Wifi Password কমান্ড লাইনের নিচের দিকে দেখতে পারবেন।
bbStart WLAN AutoConfig (Wlansvc Service)
উইন্ডোজের ক্ষেত্রে এই টেকনিকটি ব্যবহার করতে গেলে যদি ইরর ম্যাসেজ দেখায় ( The Wireless AutoConfig Service (wlansvc) is not running ) তাহলে উইন্ডোজের স্টার্ট মেনুতে গিয়ে টাইপ করুন ‘services.msc’ এবং WLAN AutoConfig সার্ভিসে ঢুকে চেক করুন স্ট্যাটাসটি চালু আছে কিনা। যদি না থাকে তাহলে The Wireless AutoConfig Service এ রাইট ক্লিক করুন এবং প্রপার্টি সিলেক্ট করে ডিপেন্ডেন্সিতে প্রবেশ করুন, চেক করুন সবগুলো ডিপেন্ডেন্সি চালু আছে কিনা। যদি না থাকে তাহলে চালু করে নিন।

স্মার্টফোন ব্যবহারকরীদের জটিল সমস্যা ও তার ৫টি প্যারাসিটামল সমাধান !

Google Play Store থেকে অনেক সময় কোন গেমস্ বা এপস্ Download করার সময় আমারা Error 498 দেখি । অর্থাৎ “Error 498 has occurred while communicating with the server“ এমন একটি মেসেজ দেখা যায়। অনেকবার চেষ্টা করেও এই Error 498 এর কারনে কোন কিছুই ডাউনলোড করা সম্ভব হয় না । আজকের আলোচনার বিষয় Error 498 এর কারন ও তার ৫টি সমাধান। চলুন তাহলে দেখে নেওয়া যাক-
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড সমস্যা? নিয়ে নিন তার ৫টি সমাধান !
গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড সমস্যা? নিয়ে নিন তার ৫টি সমাধান !

Google Play Store Error 498 এর কারন:

০১। এই সমস্যার পিছনে বেশ কিছু কারন রয়েছে। তার মধ্যে সব থেকে কমন হলো ডিভাইসের ক্যাশে পার্টিশন। আপনি তখনই এই সমস্যাটি দেখতে পাবেন যখন আপনার এপস্ এর সাইজ ডিভাইসের ক্যাশ পার্টিশন থেকে বেশি হবে ।
উদাহরন: আপনার ক্যাশ পার্টিশন ৩০ এমবি এবং আপনি যেটি Download করতে চাচ্ছেন তার সাইজ ৩৫ এমবি তখনই আপনি এই সমস্যা দেখতে পাবেন।
০২। আর একটি গুরুত্বপূর্ন কারন হলো গুগল সার্ভিস। আপনি যখন কোন ফাইল Download করার চেষ্টা করছেন তখন সেটি আন্ডার মেইনট্যানেন্স থাকতে পারে। সুতরাং যখন আপনি সেই ফাইলটি Download করার চেষ্টা করবেন তখন সেখানে Error 498 মেসেজ পেতে পারেন। এটা কোন বড় সমস্যা নয়, অপেক্ষা করুন এবং আবার চেষ্টা করুন।

Google Play Store Error 498 এর সমাধান:

সমাধান ০১: ক্যাশ ক্লিয়ার করুন:
আপনার ক্যাশের জন্যই এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তাই আপনার ডিভাইসের ক্যাশ ক্লিয়ার করুন।
সমাধান ০২: Download করতে Wifi ব্যবহার করুন:
অনেক সময় ইচ্ছাকৃত ভাবে ইন্টারনেট সংযোগ কারীরা এই সমস্যা সৃষ্টি করে থাকে। সুতরাং ডাউনলোড করার ক্ষেত্রে Wifi সংযোগ করে নিন।
সমাধান ০৩: নতুন Play Store একাউন্ট ব্যবহার করুন:
Error 498 সমাধানের জন্য আপনি আপনার আগের একাউন্টি মুছেফেলে নতুন একাউন্ট যুক্ত করুন। এটি করার জন্য আপনাকে যেতে হবে Settings > Accounts > Add New Account > Click on Google > Next > Enter email > Done । নতুন একাউন্ট সংযোগ করে আবার Download করতে চেষ্টা করুন।
সমাধান ০৪: কম্পিউটারে সংযোগ করুন:
আপনার মোবাইলকে USB Cable দিয়ে কম্পিউটার বা ল্যাপটপে সংযোগ দিন। Chrome বা FireFox অথবা আপনার পছন্দের যে কোন ব্রাউজার দিয়ে Google Play Store এ প্রবেশ করুন। সেখান থেকে নতুন করে আপনার পছন্দের ফাইলটি ডাউনলোড করুন এবং আপনার স্মার্টফোনটিকে দেখিয়ে দিন। আশা করছি এই সমস্যা দুর হবে।
সমাধান ০৫: Google Play store Uninstall করুন ও পুনরায় Install করুন।
সব শেষে কোন সমাধান খুজে না পাওয়া গেলে আপনার Google Play Store টি আপনার ডিভাইস থেকে Uninstall দিন ও আপনার ডিভাইস রিস্টার্ট দিয়ে আবার Install করুন। আশা করছি আপনি এর সমাধান পাবেন।

বলিউড তারকাদের পিচ্চিবেলার ৩০টি অদেখা বিরল প্রজাতির ছবি

ছোট্ট বেলার শাহরুখ বা আমির খানের ছবি প্রায় সকলেই দেখেছেন, কিন্তু দেখেছেন কি একদম ছোটবেলার অমিতাভ বচ্চন বা সালমান খানকে? ঐশ্বরিয়া রাইয়ের ছেলেবেলার ছবি প্রায় সকলের দেখা, কিন্তু জনপ্রিয় নায়িকা কাজল ছোটবেলায় কেমন ছিলেন দেখতে সেটা জানেন কি? কেমন ছিলেন দুই/আড়াই বছরের দীপিকা পাডুকোন কিংবা স্রীদেবী?ছোট্ট বেলার সালমান খান,দেখেছেন কি একদম 
Aishwariya

ছোটবেলার জন আব্রাহাম, ঋত্বিক রোশন, সাইফ আলী খান বা তুষার কাপুরকে? আলিয়া ভাটের ছেলেবেলার ছবি প্রায় সকলের দেখা, কিন্তু জনপ্রিয় নায়িকা সোনাক্ষি সিনহা বা বিপাশা বাসু ছোটবেলায় কেমন ছিলেন দেখতে সেটা জানেন কি? কেমন ছিলেন পিচ্চি আনুশকা শর্মা? দেখতে চাইলে দেখে নিন এই ফটো অ্যালবামটি। এই অ্যালবামে আপনি পাবেন আপনার প্রিয় সব বলিউড তারকাদের একদম ছেলেবেলার এমন বিরল কিছু ছবি যা আপনি আগে কখনোই দেখেন নি!
310377-childrens-day-spl-rare-childhood-pics-of-stars
47869706d761878367246ed5e5b26d811370428395_413561370428396_100781370428396_385311370428396_656861370428396_878541370428397_143371370428397_496111370428397_66980AamirAbhishekAishwariyaAmitabhBobbybollywood_121_12bollywoodcelebrities12Child-32childhood-17deepikakajalKareenaKatrina kaifLets-rare-childhood-pics-celebs-stumbledPriyankasaif-soha-sabaSanjay dattshahrukh khanSrideviThenandnowpicActress_14

ইউটিউব ব্যবহারের আপনার না যানা ৬ টা গোপন কৌশল জেনে নিন এক্কারে ফ্রেতে


ইন্টারনেট ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব দেশে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। আর এটি ব্যবহারের কিছু কৌশল রয়েছে, যা অনেক পুরনো ব্যবহারকারীও জানেন না। এ লেখায় থাকছে তেমন কিছু কৌশল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

১. টিভিতে ইউটিউব
টিভিকে কম্পিউটার মনিটর বানিয়ে তাতে ইউটিউবের ভিডিও দেখা অনেকেরই বেশ পছন্দ। কিন্তু টিভি সাধারণত দূর থেকে দেখা হয় আর এতে টিভি দেখা গেলেও কম্পিউটারের মাউস কার্সর খুঁজে পাওয়া যায় না। এছাড়া আইকনগুলোও দেখতে সমস্যা হয়। এ সমস্যার সমাধানে ইউটিউবের ভালো একটি সমাধান রয়েছে।
এজন্য ইউটিউবের এ অংশে ক্লিক করলেই সমাধান পাওয়া যাবে- https://www.youtube.com/tv
এখানে টিভি থেকে দেখার জন্য বড় আকারে দেখানো হয় সব প্রিভিউ ও লেখা। এছাড়া কিবোর্ডের ‘এস’ ও ‘জি’ কি-তে ক্লিক করলেই সার্চ ও পরবর্তী কলাম দৃশ্যমান হয়।
২. বিরক্তিকর অ্যানোটেশন অফ করা
আপনি কোনো ইউটিউব ভিডিওতে যদি একটু সামনের দিকে ক্লিক করেন তাহলে তা অনেকটা বাফারিং স্টাইলে দেরি করে। এতে মাঝে মাঝে বিরক্ত হয়ে দেখাই বন্ধ করে দেন অনেকে। যদিও বিষয়টি অধিকাংশ ক্ষেত্রে অ্যানোটেশন অফ করেই সমাধান করা যায়। এজন্য ইউটিউব ভিডিওর নিচের ডান পাশে গিয়ার চিহ্নটিতে ক্লিক করুন। এরপর "Annotations" অফ করে দিন।
উপরের কাজটি শুধু একটি ভিডিওর ক্ষেত্রেই প্রযোজ্য। যদি একে ডিফল্ট করতে চান তাহলে আপনার প্রোফাইল থেকে উপরের ডান কোনে গিয়ার আইকনে ক্লিক করুন। এরপর ইউটিউব সেটিংস-এ যান। সেখানে বাম কোনে রয়েছে "Annotations and interactivity" ও তার ভেতর "Playback." এখানেই "Show annotations ..." -এ গিয়ে তা আনচেক করে দিতে হবে। সবশেষে সেভ করতে ভুলবেন না।
৩. ভিডিও স্পিড পরিবর্তন
ফাস্ট ফরোয়াড করে যদি ভিডিও দেখতে চান তাহলে তার উপায়ও রয়েছে ইউটিউবে। এজন্য যে কোনো ভিডিও চালু করে তার নিচে ডান পাশের গিয়ার বাটনটিতে ক্লিক করুন। এরপর ড্রপ ডাউন বক্স থেকে স্পিড খুঁজে বের করুন। এখান থেকেই গতি নিয়ন্ত্রণ করা সম্ভব।
৪. মসৃণ স্ট্রিমিং
ইন্টারনেটের কানেকশনের ওপর নির্ভর করে ভিডিও কোয়ালিটি সেটিংস ঠিক করে নেওয়া যায়। এতে ইন্টারনেট বাফারিংয়ের বিষয়টিও অনেকখানি নিয়ন্ত্রণ করা যায়। ফলে মসৃণ স্ট্রিমিংয়ে ভিডিও দেখা সম্ভব। তবে আপনার ইন্টারনেট স্পিড যদি স্থিতিশীল না হয় তাহলে বিষয়টি ঝামেলা করতে পারে। এক্ষেত্রে যে কোনো ভিডিও চালু করে তার নিচে ডান পাশের গিয়ার বাটনটিতে ক্লিক করুন। এরপর কোয়ালিটিতে ক্লিক করুন। এখানে যদি ১০৮০ পি থাকে তাহলে তা কমিয়ে ৭২০ করুন। আপনার ইন্টারনেটের গতি কম হলে এটি কমিয়ে দিন। ফলে কম ব্যান্ডউইথ ব্যবহার করবে এবং মসৃণ ভিডিও পাওয়া যাবে।
৫. রাইট টাইমে ভিডিও শেয়ার
ফেসবুকে ভিডিও শেয়ারের পর প্রায় তিন মিনিট সময় লাগে তা চালু হতে। আপনার যদি দ্রুত ভিডিও শেয়ার করা প্রয়োজন হয় তাহলে সেজন্য একটি সমাধান রয়েছে। এজন্য আপনার ভিডিওটি সিলেকশনের শুরুতে রাখুন। এরপর ভিডিওটিতে রাইট ক্লিক করে "Get video URL at current time"-এ ক্লিক করুন। এরপর সেখান থেকে লিংকটি কপি ও পেস্ট করুন।
৬. অটোপ্লে
সম্প্রতি ইউটিউবে অটোপ্লে যোগ করা হয়েছে। এতে আপনার একটি ভিডিও চলা শেষ হলে পরবর্তী ভিডিও চলতে শুরু করবে। এজন্য ভিডিওর নিচের গিয়ার আইকনে ক্লিক করুন। এরপর অটোপ্লে বাটনটি খুঁজে বের করুন। এর মাধ্যমেই নিয়ন্ত্রণ করতে পারবেন বিষয়টি।

নিয়ে নিন এক্কারে মাগনা Latest $69.95 মূল্যর Data Recovery সফটওয়্যার EaseUS Data Recovey 😀 Wizard Profession

al.

Posted:2015-08-01 14:49:47 UTC-07:00
আমরা অনেক সময় ভুলে অথবা শখের বসে আমাদের হার্ডডিস্ক বা ফ্লাস ড্রাইভ ফরম্যাট করে ফেলি। তখন আমাদের কষ্টের দুখেঃ কোন শেষ থাকে না। এখন আপনাদের আর চিন্তা করতে হবে না। আপনাদের জন্য নিয়ে এলাম অত্যন্ত শক্তিশালী ও ভয়নক একটি ডাটা রিকভেরি সফটওয়্যার। এটি আপনার ডিলিট হওয়া সকল ডাটা ফিরিয়ে দিতে সক্ষম। এটি দিয়ে আপনি আপনার হার্ড ডিক্স,পেন-ড্রপ,মেমোরি কার্ড থেকে ডাটা ডিসকভার করতে পারবেন।
এটির কিছু ফিউচার দেখে নেই  😯
Recover unlimited types of files with no amount limitation.

Fully recover image, document, video, audio, email and more.
Recover data due to deleting, formatting, partition loss, improper operation etc.
High files recovery quality, trusted by millions.
Completely safe, quick and easy-to-use.

এবার কিছু স্ক্রীন শর্ট দেখে নেয়া যাক



তাহলে দেরি না করে কাম সেরে ফেলুন মানে ডাউনলোড করুন

ডাউনলোড সাইজ -10mb+2mb

     ডাউনলোড তালা

     ডাউনলোড তালার চাবি

মাত্র চারদিনেই ফ্রী সংগ্রহ করলাম $10 ডলার এর আইটিউন্স গিফট কার্ড (ছবি সহ), অ্যাপল ইউজারদের কেউ মিস করবেন না।

যা যা থাকা লাগবেঃ আইফোন/আইপেড/আইপড/অ্যান্ড্রএড, Wifi বা Unlimited Cellular Data
Freemyapps: freemyapps এর মাদ্ধমে Sponsord Apps ডাউনলোড করে আপনাকে credit জমাতে হবে। 3000 credits  জমা হলেই আপনি হলে আপনি $10 ডলার মূলের মূল্যের আইটিউন্স গিফট কার্ড, গুগল প্লে, অ্যামাজন গিফট কার্ড সহ এমনকি ভিসা প্রিপেইড কার্ডও সংগ্রহ করতে পারবেন। আমি নিজে মাত্র চার দিনেই আমি$10 ডলা্রের আইটিউন্স গিফট  কার্ড সংগ্রহ করেছি।
নিচে দেয়া ছবিগুলোতে দেখুন আমি ৩০০০ ক্রেডিটস freemyapps এ জমানোর পর $10 এর আইটিউন্স গিফট Card রিডিম করেছি।তারপর App Store থেকে  Modern Combat Action Pack $7.99 ডলার দিয়ে কিনে  ডাউনলোড করছি। সব শেষ ছবিতে দেখুন  Purchase করার পর এখনো আমার একাউন্টে $1.33 ডলার ক্রেডিট জমা আছে :-)
কিভাবে করবেনঃ
১. প্রথমে আপনার ডিভাইসের (Android/iPhone/iPad/iPod) Safari Browser থেকে এই লিঙ্কে  প্রবেশ করুন
২.Profile ইন্সটল করতে বলা হলে সেটি ইন্সটল করুন। চিন্তা করবেন না এটা Verified.
৩.উপরের ছবির মতো Safari থেকে  Freemyapps ওপেন করার পর দেখবেন App offer এর ভিতর কত গুলো অ্যাপ আছে এবং তার পাশে credits দেয়া আছে। আর সেই অ্যাপ ডাউনলোড করার পর ৩০/৬০ সেকেন্ড শুধু আপনাকে খেলতে/ইউজ করতে হবে।যার মাধ্যমে আপনার Credits জমা হবে। তবে আগেই বলে রাখি আপনি যদি আগে কখনও ওই অ্যাপটি ডাউনলোড করে থাকেন তাহলে কোণো Credit পাবেন না। Credit পাওয়ার পর উক্ত অ্যাপটি ডিলিট করে দিলেও কোন প্রবলেম নেই। আর এভাবেই অ্যাপ ডাউনলোড করে করে আপনি Credit সংগ্রহ করবেন। Freemyappps এ প্রতিটি অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে মোটামূটি ১০০/২০০ Credits দিয়ে থাকে।
৪. App offer এর পয়েন্ট নিতান্তই কম হলে আপনারা অ্যাপ স্টোর থেকে যেকোনো VPN Apps ইন্সটল করে IP change করে Canada বা USA এর IP ইউজ করতে পারেন, তাহলে আপনি অনেক ভাল APP Offer পাবেন। আমি নিজেও U.S.A ‘র  IP (ইন্টারনেট প্রটোকল) বেবহার করি। VPN এর জন্য F-secure Freedom বা SurfEasy VPN Apps অনেক ভাল কাজ করে, এগুলো আপনারা AppStore এ খুজলেই পাবেন।আর সবসময় VPN App ইউজ করতে না চাইলে সেক্ষেত্রে just Feature Points apps ওপেন করার পুরবে VPN Apps Connect করে নিবেন।
৫. App offer যেহেতু সবসময় থাকে না তাই দিনে ২/১ বার Safari থেকেhttps://m.freemyapps.com/ ঢুকে চেক করবেন আর App Offer থাকলে ডাউনলোড করেবন। আর হ্যাঁ https://m.freemyapps.com/ আপনার সাফারিতে বুকমারক করে রাখবেন সবসময় এর জন্য। আপনি আপনার বন্ধুকে রেফার করেও ২০০ Credits সংগ্রহ করতে পারেন।
যারা এখনো কনফিউজ়ড তারা গুগল এ Freemyapps দিয়ে সার্চ দিন তাহলেই বুঝবেন লক্ষ লক্ষ মানুষ freemyapps ব্যাবহার করে। চাইলে ফেসবুকেও দেখতে পারেন এখনে ক্লিক করে। প্রায় একই বিষয়ে করা আমার আগের টিউন দেখতে চাইলে ক্লিক করুন এই দুটি লিঙ্ক এ লিঙ্ক -১  ও  লিঙ্ক – ২
আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। এই কামনায়…………………………………..আল্লাহ্‌ হাফেয