Your Message here

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

Walton Primo ZX বাজার কাঁপাতে যাচ্ছে


বাংলাদেশের বাজারে শীঘ্রই আসতে যাচ্ছে দেশী ব্র্যান্ড ওয়ালটনের Walton Primo ZX মোবাইলটি। যদিও ওয়ালটন এর তরফ থেকে অফিশিয়ালভাবে রিলিজ ডেট বা পুরো স্পেসিফিকেশনের ঘোষণা দেয়া হয়নি তবে এবারের বানিজ্য মেলায় ওয়ালটনের স্টলে স্মার্টফোনটির দেখা মিলে।


এই ডিভাইসটি এমন সব ফিচার নিয়ে আসতে যাচ্ছে যা অনেকে বিশ্বাসই করতে চাচ্ছে না। যেমন ৩ জিবি RAM. যা সম্প্রতি Samsung Galaxy Note 3 তে দেখা গিয়েছে। কিন্তু অন্যান্য হাই কোয়ালিটি স্মার্টফোন যেমন HTC One, Samsung Galaxy S4 বা LG G2 তেও ২ জিবির বেশি RAM দেখা যায়নি। প্রশ্ন করতে পারেন ৩ জিবি RAM এর সুবিধা কি? সুবিধা হলো যেকোনো HD, 3D বা হাই কোয়ালিটি গেম কোনো ধরনের lagging ছাড়াই স্বচ্ছন্দে খেলতে পারবেন। এরপরে আসছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সাথে HDR, Panorama, LED Flash এর মত ফিচার যা দিয়ে বিভিন্ন স্টাইলে এবং আলোতে চমত্কার ছবি তোলা যাবে। থাকছে ৩২ জিবি ইন্টারনাল মেমরি। যাতে ইচ্ছেমত অ্যাপ, গেম, গান, ভিডিও আর ছবি রাখার পরেও মেমরি ফুল হয়ে যাবার চিন্তা থাকবে না। ১৯২০ x ১০৮০ পিক্সেলের ৫.৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে ব্রাউস করে, গেম খেলে আর ভিডিও দেখে, এমনকি পিডিএফ বই পড়েও চমত্কার মজা পাওয়া যাবে। থাকছে ২.২৬ গিগাহার্জের সুপার ফাস্ট কোয়াড কোর প্রসেসর, লং টাইম চার্জের জন্য শক্তিশালী ২৫০০ mAh ব্যাটারী, থ্রীজি নেটওয়ার্ক, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা দিয়ে করা যাবে HD ভিডিও কল এবং আরো অনেক ফিচার।
স্মার্টফোনটির বাজার মুল্য হতে পারে ৩২ হাজার টাকার মত

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৪

Walton Primo ZX বাজার কাঁপাতে যাচ্ছে


বাংলাদেশের বাজারে শীঘ্রই আসতে যাচ্ছে দেশী ব্র্যান্ড ওয়ালটনের Walton Primo ZX মোবাইলটি। যদিও ওয়ালটন এর তরফ থেকে অফিশিয়ালভাবে রিলিজ ডেট বা পুরো স্পেসিফিকেশনের ঘোষণা দেয়া হয়নি তবে এবারের বানিজ্য মেলায় ওয়ালটনের স্টলে স্মার্টফোনটির দেখা মিলে।


এই ডিভাইসটি এমন সব ফিচার নিয়ে আসতে যাচ্ছে যা অনেকে বিশ্বাসই করতে চাচ্ছে না। যেমন ৩ জিবি RAM. যা সম্প্রতি Samsung Galaxy Note 3 তে দেখা গিয়েছে। কিন্তু অন্যান্য হাই কোয়ালিটি স্মার্টফোন যেমন HTC One, Samsung Galaxy S4 বা LG G2 তেও ২ জিবির বেশি RAM দেখা যায়নি। প্রশ্ন করতে পারেন ৩ জিবি RAM এর সুবিধা কি? সুবিধা হলো যেকোনো HD, 3D বা হাই কোয়ালিটি গেম কোনো ধরনের lagging ছাড়াই স্বচ্ছন্দে খেলতে পারবেন। এরপরে আসছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সাথে HDR, Panorama, LED Flash এর মত ফিচার যা দিয়ে বিভিন্ন স্টাইলে এবং আলোতে চমত্কার ছবি তোলা যাবে। থাকছে ৩২ জিবি ইন্টারনাল মেমরি। যাতে ইচ্ছেমত অ্যাপ, গেম, গান, ভিডিও আর ছবি রাখার পরেও মেমরি ফুল হয়ে যাবার চিন্তা থাকবে না। ১৯২০ x ১০৮০ পিক্সেলের ৫.৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে ব্রাউস করে, গেম খেলে আর ভিডিও দেখে, এমনকি পিডিএফ বই পড়েও চমত্কার মজা পাওয়া যাবে। থাকছে ২.২৬ গিগাহার্জের সুপার ফাস্ট কোয়াড কোর প্রসেসর, লং টাইম চার্জের জন্য শক্তিশালী ২৫০০ mAh ব্যাটারী, থ্রীজি নেটওয়ার্ক, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা দিয়ে করা যাবে HD ভিডিও কল এবং আরো অনেক ফিচার।
স্মার্টফোনটির বাজার মুল্য হতে পারে ৩২ হাজার টাকার মত

কোন মন্তব্য নেই: