Your Message here

This is Montis blog

This is montis blog you can see all solution

This is montis blog you can see all solutioon

This is montis blog you can see all solution

This is

This is montis blog you can see all solution

This is montis blog you can see all solution

This is montis blog .you can see all solution

This is montis blog you can see all solution

বুধবার, ১২ আগস্ট, ২০১৫

কিভাবে এন্ড্রয়েড থেকে আইফোনে খুব দ্রুত ফাইল সেন্ড করবেন !

 তাহলে নিচে থেকে দেখে নিন কিভাবে কি করবেন ।


iPhone-to-Android


আইফোন এর জন্য এখানে এবং এন্ড্রয়েড এর জন্য এখন থেকে   থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন আপনার এন্ড্রয়েড বা আইফোন মোবাইলে এবার সাধারন ভাবেই ইন্সটল করুন । এবার ওপেন করুন নিচের মত দেখতে পাবেন আপনার মোবাইলে

IMG_6039


এবার অ্যাপস গুল ওপেন করুন এবং connect friends এ ক্লিক করুন এবং যুক্ত করে নিন ।

IMG_60401


আইফোন এবং এন্ড্রয়েড মোবাইল কানেক্ট হয়েগেলে আপনি উপরের ফটোতেই দেখুন ফটো , ভিডিও মিউজিক ইত্যাদি সেন্ড করতে পারবেন খুব সহজে এবং দ্রুত । তাছাড়া আপনি একি ভাবে খুব সহজে এন্ড্রয়েড থেকে এন্ড্রয়েড ও খুব সহজে কানেক্ট করে বিভিন্ন অ্যাপস ভিডিও ইত্যাদি সেন্ড করতে পারবেন ।

তাহলে আজকের মত এই পর্যন্ত খুব ছোট্ট একটি পোস্ট আশাকরি আপনাদের ভাল লেগেছে ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।

সোমবার, ২০ জুলাই, ২০১৫

Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন একটি অ্যাপস, যা লিখবেন সবই সেভ হয়ে থাকবে.

আজ আপনাদেরকে যে অ্যাপসটি উপহার দিবো তার নাম হচ্ছে টাইপ মেশিন। এই অ্যাপসটি আপনার Android ডিভাইসে ইন্সটল করা থাকলে, ডিভাইসে যা লেখা হবে সবই সেভ হয়ে থাকবে। আপনার প্রিয় Android ডিভাইসটি দিয়ে হয়তো অনেক গুরুত্বপূর্ণ লেখা-লেখি করে থাকেন। অনেক সময় দেখা যায়, লেখা-লেখি সময় হঠাৎ করে ডিভাইস হ্যং হতে পারেন, অ্যাপস ক্রাশ করতে পারে বা ভুল বশত লেখাটি মুছেও যেতে পারে, সে ক্ষেত্রে আপনার মূল্যবান সময় এবং কষ্ট করে লেখা দুটোই বিফলে যাবে। কিন্তু টাইপ মেশিন অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনি সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং অ্যাপসটি ওপেন করেই আপনার সেই গুরুত্বপূর্ণ লেখাটি পেতে পারবেন। প্লে স্টোরে অ্যাপসটির রেটিং 4.7 এবং মূল্য $2.07।

Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন একটি অ্যাপস, যা লিখবেন সবই সেভ হয়ে থাকবে.

আজ আপনাদেরকে যে অ্যাপসটি উপহার দিবো তার নাম হচ্ছে টাইপ মেশিন। এই অ্যাপসটি আপনার Android ডিভাইসে ইন্সটল করা থাকলে, ডিভাইসে যা লেখা হবে সবই সেভ হয়ে থাকবে। আপনার প্রিয় Android ডিভাইসটি দিয়ে হয়তো অনেক গুরুত্বপূর্ণ লেখা-লেখি করে থাকেন। অনেক সময় দেখা যায়, লেখা-লেখি সময় হঠাৎ করে ডিভাইস হ্যং হতে পারেন, অ্যাপস ক্রাশ করতে পারে বা ভুল বশত লেখাটি মুছেও যেতে পারে, সে ক্ষেত্রে আপনার মূল্যবান সময় এবং কষ্ট করে লেখা দুটোই বিফলে যাবে। কিন্তু টাইপ মেশিন অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনি সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং অ্যাপসটি ওপেন করেই আপনার সেই গুরুত্বপূর্ণ লেখাটি পেতে পারবেন। প্লে স্টোরে অ্যাপসটির রেটিং 4.7 এবং মূল্য $2.07। অ্যাপসটি সম্পর্কে আরোও বিস্তারিত প্লে স্টোর থেকে দেখে নিতে পারেন।
<a href='http://ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=af86e48e&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=794&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=af86e48e' border='0' alt='' /></a>
ডাউনলোড ফাইল পেতে নিচে ক্লিক করুন
ফ্রি ডাউনলোড লিংক

বিদায় অটোরান ও শর্টকাট ভাইরাস

কম্পিউটার ব্যবহার করেন, আর শর্টকাট বা অটোরান ভাইরাসের কবলে পরেননি এমন কাউকে খুজে পাওয়া অসম্ভব।আপনারা হয়তবা অনেক ধরনের আন্টি ভাইরাস ব্যবহার করেন, কিন্তু আন্টি ভাইরাস এ এইসব ভাইরাস রিমুভ করা যায় না। আসলে এটি এক ধরনের লেটেন্ট (সুপ্ত) ভাইরাস।তাই অ্যান্টি ভাইরাস সফটওয়ার দিয়ে এইসব ভাইসাস রিমুভ করা সম্ভব হয় না। অনেকেই দেখা যায় তাদের কম্পিউটার এসব ভাইরাসে আওতাভুক্ত হলে চোখ বন্ধ করে উইন্ডোজ সেটআপ দেয়া ছাড়া আর কোন উপায় খুজে পান না।
<a href='http://ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=af86e48e&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=794&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=af86e48e' border='0' alt='' /></a>

আবার মাঝে মাঝে হয়তবা দেখেন, আপনার পেন্ড্রাইব এ অনেক ফাইল থাকলেও আপনি কোন ফাইল দেখছেন না। শুধু দেখতে পাচ্ছেন কিছু শর্টকাট ফাইল আপনার সামনে ভেসে উঠেছে। ঠিক তাদের জন্য আমার আজকের টিউন। এই শর্টকাট ভাইরাস রিমুভের জন্য লাগবে একটি সফটওয়ার। সফটওয়ারটির নাম usbfix এবং সাইজও মাত্র ৩ মেগা বাইট। এটি একটি ফ্রি সফটওয়ার।
সফটওয়ার টি ডাওনলোড করতে এখানে ক্লিক করুন।।
size : 2.8 mb
এটির নাম usbfix। এটি দেখে মনে করার কোন কারন নাই যে এটি শুধু আপনার USB তে কাজ হবে। আসলে এই সফটওয়ারটি দিয়ে আপনি আপনার কম্পিউটারের অটোরান বা শর্টকাট ভাইরাস দূর করতে পারবেন।
১। আপনার কম্পিউটারে পেনড্রাইভ বা মেম্রি কার্ড সংযোগ করুন। সফটওয়ারটি ওপেন করুন এবং clean বাটনে ক্লিক করুন। দেখবেন কিছুক্ষন এর মধ্যে সফটওয়ারটি কম্পিউটার এর স্ক্যান শুরু করে দিয়েছে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। স্ক্যান শেষ হয়ে গেলে সফটওয়ার টি ইন্টারফেস মোডে ফিরে যাবে।
২। এই অপশন টি ব্যবহার করে আপনি চাইলে আপনার মেমুরি কার্ড ও ইউএসবি মডেম vaccinate করতে পারবেন।
এই ছিল আমার আজকের টিউন। টিউনটি ভাল লাগলে শেয়ার করবেন।

আপনার Android মোবাইল চার্জ হবে এত দ্রুত যে আপনি অবাক হয়ে যাবেন। নিয়ে নিন ছোট একটি Software।

আমি এখন আপনাদের সাথে যে এপটি শেয়ার করতে যাচ্ছি তা আসলেই খুব কাজের। এই এপ যদি আপনার মোবাইলে থাকে, তাহলে আপনার মোবাইলের চার্জ এত দ্রুত ফুল হয়ে যাবে আপনি অবাক হয়ে যাবেন। এক্ষেত্রে আপনার মোবাইলের কুনো রকম সমস্যা হবে না। এটা আসলে আপনার মোবাইলের কিছু কিছু সার্ভিস নিয়ন্ত্রণ করে। অপরদিকে আপনার বেটারির মানে আপনার মোবাইলের বেটারির ধারণ ক্ষমতা বাড়িয়ে দেবে কয়েকগুণ। তাহলে নিশ্চই বুঝতে পেরেছেন এটা কি ধরণের এপ। আর এটা কত প্রয়োজনিয়।

 Software Name:Fast Battery Charger + Saver.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।

শনিবার, ১৮ জুলাই, ২০১৫

internet title bar like radio, celcias dhaka search etc

http://free.internetspeedtracker.com/index.jhtml?partner=^BBQ^xdm007&gclid=CKL4rrzg48YCFUEljgodC_4Mug

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫

নিয়ে নিন Avast Free antivirus every year সিরিয়াল কি freeeeeeeeeeee

Avast Free antivirus 2015 এর 1 বছরের সিরিয়াল কি আপনারা অনেকে 20 বছর 50 বছর এর কি বব্যহার করেন।কিন্তু কোন এতে কোন লাভ নেই।


এতে ভাইরাস যায় না বরং আরো ধরে। এখন আসি কাজের কথায় কিভাবে 1 বছরের সিরিয়াল কি পাবেন। প্রথমে  এখানে যান  http://www.avast.com/registration-free-             antivirus এখানে নিচের মত দেখতে পাবেন।

এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে পুরন করুন 30 মিনিট পরে আপনার ইমেল চেক করুন ,দেখবেন 1 বছরের সিরিয়াল  কি  ওরা পাঠিয়ে দিয়েছ। এবার আপনার ‍Avast ফ্রি এন্টিভাইরাস open করুন  এরপর সেটিং এখান থেকে  Registration এ ক্লিক করুন ।এরপরে ক্লিক offline Registrstion এখন আপনি যে সিরিয়াল কি পেযেছেন তা এখানে পেস্ট করে এক্টিভ করুন
reg

শুক্রবার, ২৬ জুন, ২০১৫

jailbreak for iPhone, iPad or iPod touch on iOS 8.3 – iOS 8.1.3

You can then follow our guide to jailbreak your iPhone, iPad or iPod touch on iOS 8.3 – iOS 8.1.3.
➤ How to Jailbreak iOS 8.3, iOS 8.2, iOS 8.1.3 with TaiG 2.0

Balance Check or USSD problem SOLVED! EASIEST WAY...for iphone

This process worked for my iPhone 6 plus. hopefully will also work for iPhone 4S/5/5s/6/6 Plus.

For this your phone must be jailbroken.

Steps:
1. Open Cydia.
2. Tap Sources.

3. Tap Edit.

4. Tap Add.

5. Now enter the URL- bovor.net/ios
6. After adding the source, go to the source and then all package
7. Then go to "Fix USSD IOS8.x" (for IOS 8 users)
8. Install it.
9. DONE!

AFTER RESTARTING YOUR PHONE, PLEASE CHECK YOUR BALANCE. IT SHOULD DEFINITELY WORK!

N.B: Currently I'm using iPhone 6 plus, running IOS 8.1.2. I'm also using the r-sim 9+ nano cloud. It worked smoothly on my device. Hope it'll also work on your too.

বুধবার, ২৪ জুন, ২০১৫

রুট করুন আপনার Android smart phone এর সকল মডেল এটি একাই একশো

রুট নিয়ে অনেক টিউন আছে কেউ কেউ উপকৃত হয়েছেন কারো আবার পশ্চাৎদেহের গহিন ছৃদ্রে গেছে আছোলা বাঁশ। তাই, যে রুট করবেন বেকআপ নিয়ে তার পর করেন। আসলে রুট কী? মোবাইল রুট করলে কি কি সুবিধা পাওয়া যায়? এসব প্রশ্নের সহজ উত্তর—-
রুট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক, একটি পারমিশন বা অনুমতি। এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন।
# Latest and most powerful root solutions guarantee highest success rate.
যাই হোক কাজের কথায় আসি। এ কাজের জন্য আপনার দুটি জিনিস দরকার হবে
১ কম্পিউটার
২ ইন্টারনেট
প্রথমেই আপনার ফোনের settings এ যান, Developer options এ যান, USB debugging enable করুন। এখন CLICK HERE এখান থেকে Nirjhar android root All in one নামক এপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তারপর কম্পিউটার এ সেটাপ দিন এবার এপ্লিকেশনটি ওপেন করে মোবাইল কানেক্ট করুন। আপনাকে অবশ্যই নেট কানেক্টেড থাকতে হবে। এখন ড্রাইভার ডাউনলোড শুরু হবে।

ড্রাইভার ডাউনলোড শেষ হলে নতুন একটি পেইজ আসবে যেখানে রুট বাটন দেখাবে রুট বাটনে ক্লিক করে বসে থাকুন যতক্ষন না পর্যন্ত আপনার পিসির স্কিনে successfully rooted দেখায়। এর মাঝে আপনার ফোন কয়েকবার রিবুট করবে। আপনি কিছুই করবেন না successfully rooted দেখানোর আগে পর্যন্ত। সম্পূর্ণ কাজে নেট কানেক্টেড রাখবেন। নাহলে সমস্যা দিতে পারে।

# The easiest and fastest one click apk to root your Android.
হ্যাঁ এটা দিয়ে সরাসরি মোবাইল থেকে রুট করতে পারবেন অ্যাপ্স টি ডাউনলড
করে ইন্সটল করুন।
অ্যাপ্স টি ওপেন করে রুট বাটনে ক্লিক করুন।

বাজারে আসার আগেই ব্যবহার করুন Windows 9 স্কিন প্যাক । মিস করবেন না…

মাইক্রোসফট কম্পানি গ্রাহক দের মন টিকিয়ে রাখার জন্য একের পর এক ভার্সন তৈরি করে যাচ্ছে Windows 8, Windows 8.1, Windows 8.1 আপডেট 1 এবং নতুন খবর হল Windows 9 শিগ্রই রিলিজ দিতে পারে  Windows 9 এ থাকবে অনেক নতুন কিছু আজ আপনাদের জন্য থাকছে Windows 9 স্কিন প্যাক এটি ব্যবহার করার যলে আপনার পিসি সহজেই Windows 9 এ পরিবর্তন হবে মারাত্যক দেখতে ব্যবহার করে দেখতে পারেন । আপনার পিসি স্লও হবেনা । সাইজ ১২.৩০ মেগাবাইট ।
.
.
কি কি পাবেন Windows 9 স্কিন প্যাকে
Windows 8, Windows 8.1 থেকেও আরো ভাল মানের করা হয়েছে এইটাতে । যারা ম্যকবুক ব্যবহার করেছেন তারা লক্ষ্য করবেন যে পিসির একটা ট্যেব থেকে অন্যট্যেবে উপর থাকতে একটা শ্যেডো থাকে । এইটাতেও এমন থাকবে । এই ছবিটার মতন লক্ষ্য করুন । যা দেখতে মারাত্যক লাগে । ব্যবহার করে দেখতে পারে । আশা করি ভালই লাগবে ।
আরো থাকবে মেট্রোস্টাইল স্টাট মেনু পিসি অন হওয়ার সময় নতু্ন ধরনের এনিমেটেট স্কিন । এছাড়াও আরো কত কি !!
স্কিন শর্ট দেখে নিন
Windows 9  1Windows 9  3
Windows 9  2
ll
 ..
ll
Windows 9 স্কিন প্যাকটি Windows 7, Windows 8,8.1 এ চলবে। সাইজ 12.30 MB
Win8: Download
Win7: Download

অজানা তথ্য ফেইসবুকের (Mega Post)

১৯৮৪ সালে নিউ ইয়র্কে জন্ম নেওয়া কম্পিউটার প্রোগ্রামার মার্ক জুকারবার্গ ফেইসবুক প্রতিষ্ঠা করেন ২০০৪ সালের ফেব্রুয়ারী মাসে। ২০০৪ হলো ফেবুকের প্রতিষ্ঠা সাল।
২০০৩ সালের ২৮ অক্টোবর মার্ক এলিয়ট জুকারবার্গ ফেইসম্যাশ ডট কম নামে একটি সাইট প্রতিষ্ঠা করে। এই ফেইসম্যাশ সাইটের কাজ তেমন ভালো ছিলো না। এই সাইটে দুইটা ছবি পাশাপাশি রাখা হত। এই দুই ছবি থেকে ভিজিটররা কে “হট” আর কে “হট না/নট” তা তুলনা করতো।
মার্ক জুকারবার্গ স্কুল পড়া শেষ করে ভর্তি হন হার্ভার্ড কলেজে। ফেইসম্যাশ সেই সময়কার কথা। হার্ভার্ড কলেজের ডাটাবেজ হ্যাক করে স্টুডেন্টদের ছবি নিয়ে তা ফেইসম্যাশে ব্যবহার করে ভিজিটরদের “হট” অথবা “নট” বের করার সুযোগ দেন।
পরে কলেজের স্টুডেন্টরা এই সাইট বন্ধ করতে তাকে বাধ্য করে। এ ব্যপারে মার্ক জুকারবার্গ বলেছিলো;
“ একটা ব্যপার পরিষ্কার এই সাইট বানানোর জন্য আমি একটা জার্ক! যাই হোক, কেউ না কেউ এটা এমনেই করতো। ”
হাউজসিস্টেম নামে হার্ভার্ড কলেজে একটা ওয়েব সার্ভিস ছিলো। এরপর ঐ বছরই “দি ফেসবুক” কনসেপ্ট আসে এই হাউজ সিস্টেমের একটা নতুন ফিচার হিসেবে। ২০০৩ সালের ১৩ সেপ্টেম্বর এরন গ্রীন্সপ্যান নামে এক স্টুডেন্ট আনেন এটি।
জুকারবার্গ পরে হার্ভার্ড কানেকশন নামে একটা সাইটে তার কিছু বন্ধুর ( ক্যামেরুন, টেলর,ডিভিয়া ) জন্য কাজ করা শুরু করেন।
মার্ক জুকারবার্গ ২০০৪ সালের ১১ই জানুয়ারী দি ফেইসবুক ডট কম ডোমেইন কিনে নেন। দি ফেসবুক ডট কমের চেহারা অনেকটা এরকমঃ
the_facebook_dot_com
দি ফেসবুক ডট কম চালুর ২৪ ঘন্টার মধ্যে জুকারবার্গ ১২০০ জন স্টুডেন্ট এর রেজিস্ট্রেশন দেখতে পান। এখানে তার সাথে কাজ করেন তার রুমমেট এডুয়ারড সারভেরিন,আন্ড্রো ম্যাক্কোলাম, ডাস্টিন মস্কভিটয। মূলত হার্ভার্ড কানেশন ডট কমে কাজ করার সময়কার ফিচার এই দি ফেসবুক ডট কম। তাই জুকারবার্গ এর সেই বন্ধুরা ( ক্যামেরুন, টেলর,ডিভিয়া ) ছয় দিনের মাথায় তার বিরুদ্ধে আইডিয়া চুরির অভিযোগ আনে।
এদিক দিয়ে ফেইসবুকের ইউজার সংখ্যা খুব দ্রুত গতিতে বাড়তে থাকে। ২ মাসের মাথায় হার্ভার্ড ছড়াও আরো বেশ কিছু কলেজে দি ফেইসবুক পরিচিতি পায়। জুন মাসের মধ্যে সাইটে প্রায় দেড় লাখ ( ১৫০,০০০ ) ইউজার প্রোফাইল খুলে। দি ফেইসবুকের সম্ভাবনা দেখে ওই মাসেই পেপাল এর ফাউন্ডার ফেইসবুকের ১০ দশমিক ২ পারসেন্ট এর শেয়ার কিনে নেয় পাঁচ লাখ ইউ এস ডলারে।
কিন্তু সেপ্টেম্বার মাসে এসে জেগে উঠে সেই পুরনো সমস্যা। ক্যামেরুন, টেলর ও ডিভিয়া মামলা করে বসে দি ফেইসবুকের নামে। যদিও সেই বছর ডিসেম্বারেই ১ মিলিয়ন ইউজার হয়ে যায় দি ফেইসবুকে।
২০০৫ এর মে মাসে এক্সেল পারটনারস ১২ দশমিক ৭ মিলিয়ন ডলার ইনভেস্ট করে দি ফেইসবুক ডট কমে।
২০০৬ সালে দেখা যায় গতবছর অর্থাৎ ২০০৫ সালে ফেইসবুক সাড়ে তিন মিলিয়ন ডলারের উপরে লস করে। এরপর ২০০৬ এর সেপ্টেম্বারে ১৩ বছর বয়সের উপরে সবার জন্য ফেসবুক ওপেন করে দেওয়া হয়।
২০০৭ সালে ফেসবুকে আরো বিশাল অঙ্কের দুটি ইনভেস্টমেন্ট দেখা যায়। হং কং এর এক লোক ষাট মিলিয়ন ডলার ও মাইক্রোসফট ২৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে ফেইসবুকের এক দশমিক ছয় পারসেন্ট কিনে নেয়।
২০০৮ এ এসে ফেইসবুক আইনগত সমস্যাগুলো সমাধান করে এবং প্রায় পাঁচ বিলিয়ন ডলারের কোম্পানীতে রুপ নেয়। ২০০৯ এসে দেখা যায় মাই স্পেস ডট কমকে পেছনে ফেলে দিয়েছে ফেইসবুক।
এরপর ফেইসবুককে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১২ সালে দেখা যায় মার্ক জুকারবার্গ এর সম্পত্তির পরিমান প্রায় সাড়ে নয় বিলিয়ন ডলার। জুকারবার্গ নিজ যোগ্যতায় হওয়া পৃথিবীর দ্বিতীয় কনিষ্ঠ বিলিনিয়র।
২০১১ তে এসে ফেইসবুকে ১০০ বিলিয়নের বেশি ছবি আপলোড করেছে ইউজাররা। এরপর ওই বছরই ফেইসবুকে ভিডিও কল এর জন্য স্কাইপির সাথে চুক্তি করে ফেইসবুক।
অক্টোবর ২০১২ তে ফেসবুকে ১ বিলিয়ন ইউজার রেজিস্ট্রেশন করে। এবং ২০১২ তেই মার্ক জুকারবার্গ বিয়ে করেন প্রিসিলা চ্যানকে। ২০১০ সালে টাইম ম্যাগাজিনের পারসোন অব দি ইয়ার হন ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ!

জেনে নিন কিভাবে .ISO ফাইল বানাতে হয় ।

জেনে নিন কিভাবে .ISO ফাইল বানাতে হয় ।
আজকের আপনাদের দেখাব কিভাবে .iso ফাইল বানাতে হয় । পেনড্রাইভ থেকে উইন্ডোজ ইনস্টল করার সময় .iso ফাইল দরকার লাগে , নেট থেকে উইন্ডোজ ডাউনলোড করলে তা .iso ফাইলে পাওয়া যায় । কিন্তু cd/dvd থেকে ফাইল গুলো কপি করে তা আবার পেনড্রাইভ বুটেবল করা যায় না । বুটেবল করতে .iso ফাইল দরকার পড়ে । cd/dvd থেকে ফাইল গুলো কপি করা ফাইলগুলো সরাসরি নিবে না । যা অনেক টিটেরিয়ালে এই কথাটি বলে না কিভাবে .iso ফাইল পাওয়া যাবে , শুধু লেখা থাকে ডাউনলোড করে নিন । সবার ত আর এই বড় সাইজের ফাইল ডাউনলোড করা সমভব হয়না ।
আর ডাউনলোড নয় এবার WinISO সফটওয়্যার দিয়ে এই কাজটি করতে পারবেন সহজে , এই জন্য উইন্ডোজ ডাউনলোড না করে বন্ধুর পিসি দিয়ে cd/dvd থেকে ফাইল গুলো কপি করে আনুন এবং আমার দেয়া এই WinISO সফটওয়্যার দিয়ে .iso ফাইল বানান । এবং সহজে বুটেবল বানিয়ে উইন্ডোজ সেটাপ দিন ।
এছাড়াও আরো অনেক দরকারে পরে .iso ফাইল । এই সফটওয়্যারটি শুধু যে এই কাজ তা নয় , আরো অনেক কাজ করতে পারবেন । আজ শুধু দেখে নিন কিভাবে cd/dvd থেকে ফাইল গুলো কপি করে .iso ফাইল বানাতে হয় ।
বিস্তারিত+ডাউনলোড- http://www.pchelplinebd.com/archives/111943
++++++++++++
লাইক,কমেন্ট,শেয়ার করে একটিভ থাকুন
‪#‎pchelplinebd‬
++++++++++++

এবার PC ও Laptop এর জন্য নিয়ে নিন ShareIt আর ফাইল Transfer করুন গুলির বেগে

আমরা Android এ সাধারণত দ্রুতগতিতে File Transfer এর জন্য ShareIt ব্যবহার করি। এ সফটওয়্যারটি WiFi Protucall  ব্যবহার করে File Transfer করে।
এবার আপনাদের জন্য নিয়ে এলাম ShareIt এর PC Version
Download Link- ShareIt
আশা করি এ সফটওয়্যারটি আপনাদের কাজে লাগবে।
আর এ সফটওযারটি Andorid Version ও Iphone Version এও পাওয়া যাচ্ছে। আপনারা এটি আপনার Android কিংবা Iphone এও ব্যবহার করতে পারেন। এটি আপনাকে দিবে দ্রুতগতিতে File Transfer এর সুবিধা।
সবাই ভাল থাকবেন।

এখন PC/LAPTOP এ android এর গেম খেলুন বা অ্যাপ চালান

এখন PC/LAPTOP এ android এর গেম খেলুন বা অ্যাপ চালান (100% working)
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন । আজ আমি আপনাদের কাছে পিসির জন্য এমন একটি সফটওয়্যার নিয়ে এলাম যা দিয়ে আপনারা আপনাদের pc/laptop এ androoid গেম খেলা বা অন্যান্য অ্যাপ চালাতে পারবেন । আপনারা নিশ্চয় বিশ্বাস ই করতে পারছেন না
। কিন্তু এটাই সম্ভব করে দেখিয়েছে ১৩  mb এর এই সফটওয়্যার টি । আমি অনেকদিন থেকে এটা দিয়ে গেম খেলছি । আজ আপনাদের জন্য শেয়ার করছি । সময়ের অভাবে বেশি কিছু লিখতে পারছি না । কিন্তু কাজ করবে  ১০০%।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
size : 12.9 mb
file
ইন্সটল ফাইল খুব বেশি হবে না কিন্তু আপনাকে ইন্সটল করার সময় সেই drive এ ২ gb এর উপর ফাকা থাকতে হবে
আশা করি উপক্রিত হবেন । সমস্যা হলে জানবেন ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ডাউনলোড করে নিন IDM v7.2 ফুল ভার্সন সফটওয়্যার ।$29.95 ডলার সাশ্রয় করুন

ডাউনলোড করে নিন IDM  ফুল ভার্সন সফটওয়্যার ।$29.95 ডলার সাশ্রয় করুন
download (3)
অনেকেই আই.ডি.এম (Internet Download
Manager) নাম কম বেশী শুনেছেন।
ইন্টারনেট ডাউনলোড মেনেজার
সবচাইতে ভাল কাজ করে মজিলা ফায়ারফক্স এ । কারন মজিলায় IDM এর একটি এডঅন লোড
হয়। আর যারা সবসময় ইন্টারনেট ব্যবহার করেন না কিন্তু এমন সব
সফ্টওয়্যার আছে যেগুলো নেট থেকে সরাসরি ডাউনলোড হয় কিন্তু
ডাউনলোড ফাইল থাকে না। ওই ফাইলটি নিজ থেকেই IDM
ডাউনলোড শুরু করে দেয়। যারা ব্যবহার করেন তারা তো ভালভাবেই জানেন এর
সুবিধা।কিন্তু বেশিভাগ রাই ক্রাক ভার্সন ব্যবহার করেন।  কিন্তু ক্রাক ভার্সনে অনেক সমস্যা হয়।  তাই এই ফুল ভার্সন ব্যবহার করুন যা রেজিস্ট্রেসন করার দরকার নাই    আর যারা ব্যবহার করেন না তাদের জন্য এর ফিচারগুলো আমি তুলে ধরব
ডাউনলোড লিঙ্ক:-  IDM ফুল ভার্সন সফটওয়্যার  ।।
Internet Download Manager Feature:
১। আপনি কোন ভিডিও টিউটোরিয়াল দেখছেন কোন ওয়েবসাইট এ সেটি আপনি ডাউনলোড করতে চাইলেন দেখলেন যে ডাউনলোড দেওয়া নেই। কি করবেন তাই না? চিন্তা নেই আপনার যদি IDM থাকে তাহলে দেখবেনযে অটোমেটিক আপনার ইউআরএল এডাউনলোড লিংক এসে গেছে।
২। আপনি একটা ফাইল ডাউনলোড করছেন তাতে রিজিউম সাপোর্ট নেই। ফাইলটি ডাউনলোড করতে করতে কোন কারন বশত বন্ধ হয়ে গেল কি করবেন তাই না? যদি IDM থাকে তাহলে সহজেই আপনি রিজিউম করতে পারবেন।
আপনি যে ফাইলটি ডাউনলোড দিয়েছিলেন সেই ফাইলটির
ডাউনলোড লিংকটি পুনরায় নিয়ে (অর্থাৎ যেখান থেকে ডাউনলোড দিয়েছিলেন) বন্ধ হওয়া ফাইলটির Properties
টি গিয়ে Address এ শুধু পেষ্ট করে দিন। তারপর রিজিউম লেখাতে ক্লিক করুন।দেখবেন
ফাইলটি আবার ডাউনলোড শুরু হয়ে গেছে।
৩। গ্রাব্যার প্রজেষ্ট যার মাধ্যমে আপনি একটি ওয়েব সাইটের সমস্ত ফাইল অর্থাৎভিডিও,অডিও,টেক্সট
ইত্যাদি একটি ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।
৪। Scheduler এর মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সময়ে আপনার পূর্বের বন্ধ করা ডাউনলোড ফাইল শুরু করতে পারবেন কিংবা নির্দিষ্ট সময়ে তা বন্ধ করতে পারবেন। শুধু তাই না একটি নির্দিষ্ট সময়ে আপনি আপনার কম্পিউটারটাও
বন্ধ করে দিতে পারবেন।
৫। যেকোন নতুন ব্রাউজার এড করলে তা সাথে সাথে IDM এর সাথে কানেকটেক্ট হয়ে যাবে। এবং ইচ্ছা করলে আপনি আপনার ডাউনলোডকৃত ফাইলের লিষ্টটা এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি কি কি ফাইল অটোমেটিকলি ডাউনলোডন করবেন তার লিষ্ট ।
৬। অটোমেটিক এন্টি ভাইরাস চেকিং এর মাধ্যমে আপনার ডাউনলোড করা ফাইলটি কে ভাইরাস
সম্পকে সচেতন করে।

ডাউনলোড লিঙ্ক:-  এখানে ক্লিক করুন  ।।

ইন্টারনেট দিয়ে এন্ড্রোয়েড মোবাইল থেকে দেশের যে কোন অপারেটোরে ফ্রী কল করুন

ইন্টারনেট দিয়ে এন্ড্রোয়েড মোবাইল থেকে দেশের যে কোন অপারেটোরে ফ্রী কল করুন
আসসালামুয়ালাইকুম আসা করি সবাই ভাল আছেন।এই পোস্টটি আমি আগেও দিয়েছিলাম কিন্তু সমইয়ের অভাবে বিস্তারিত লিখতে পারি নাই । আজকে বিস্তারিত লিখছি।
আজকে আপনাদেরকে ফ্রি কল করার জন্য একটি এন্ড্রয়েড সফটওয়ার দেব যা দিয়ে আপনি দেশের যে কন অপারেটরে কল করতে পারবেন এবং আপনার নম্বরের যায়গায় বিদেশি নম্বর উঠবে।আপনারা ভাবছেন viber skype দিয়েও তোএটা করা যায় ।না এটা এদের মত নয় ।কারন ভিবের skype তে যে কল দেবে এবং যে কল রিছিভ করবে উভয়েরই ইন্টারনেট কানেকশন দরকার । কিন্তু আমি যে সফটওয়ারটি দেব এর প্রধান সুবিধা হল যাকে ফোন করবেন তার ইন্টারনেট কানেকসনের দরকার নাই । এর নাম হল voxex ।
ডাউনলোড করুন এখান থেকে
download
ইনস্টল করুন এবং ওপেন করুন
shot_000003

sign up এ ক্লিক করুন তারপর একটি পেজ আসবে
shot_000004
সাইন আপ শেষ হলে ইমেইল varify করেন
মোবাইল নম্বরে একটা কোড যাবে সেটা varify করলে  পেজ আসবে
shot_000005
আপনি এখন কল করার জন্য প্রস্তুত।
গুরুত্বপূর্ণ ঃ
আপনাকে শুরুতে ১ ইউ এস ডলার দেয়া হবে যা দিয়ে আপনি প্রায় ২৫ মিনিট কল করতে পারবেন।
প্রতি ১ মাস পর আপনার ক্রেডিট রিসেট হবে । তারপর ও কল করতে log out করে এবার অন্য নম্বর দিয়ে রেজিস্ট্রেশান করুন।
কোন সমস্যা হবে না । রেজি হতে একটু সময় লাগতে পারে কিন্তু আমি নিজে ৬ মাস থেকে ব্যবহার করছি।আসা করি উপক্রিত হবেন । ধন্যবাদ।
ডাউনলোড করার নিয়ম
download লিংক এ প্রবেশ করার পর get ling এ প্রবেশ করতে হবে। তারপর একটা capcha আসবে ।ফাকা ঘর capcha লেখা দিয়ে পুরোন করলে download link পাবেন ।সেখানেই click করলে ডাউনলোড হবে।
Capture
কোন সাহায্য লাগলে বলবেন ।
১০০% কাজ করবে । কোন সমস্যা হলে বলবেন ।

ফেইসবুকের সব গ্রুপ কে বিদায় মাত্র এক ক্লিকে!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের জনপ্রিয়তাকে কাজে লাগাতে নানান ধরণের গ্রুপ তৈরি করেন অনেকে। এগুলোর মধ্যে কোনটি আপনার কাজে লাগে, কোনটি আবার বিরক্তি তৈরি করে। প্রয়োজন হতে পারে ভেবে কখনও হয়ত গ্রুপের সদস্য হয়েছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে অহেতুক ভুরি ভুরি পোস্টের নোটিফিকেশন ঝামেলা তৈরি করছে।
এ ছাড়া ব্যবহারকারীদের না জানিয়েও অনেকে তাদের ফেইসবুক গ্রুপে অন্যদের এড করে নেয়।
এমন পরিস্থিতিতে আপনি চাইলে সবগুলো গ্রুপ থেকে বিদায় নিতে পারবেন। তবে একে একে প্রতিটি গ্রুপে গিয়ে ‘লিভ মি’ বাটনে ক্লিক করাটা বেশ সময় সাপেক্ষ কাজ। অথচ একটি কৌশল জানা থাকলে অনায়াসে কয়েক ক্লিকে ফেইসবুকের সব গ্রুপ থেকে বিদায় নেওয়া যায়।
প্রথমেই আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে এ অ্যাডঅনটি ইন্সটল করতে হবে।
2

এরপর ফেইসবুকে লগইন করে ব্রাউজারের উপর দিকে ডান কোনায় ওই ইন্সটল দেওয়া অ্যাড অন আইকনটিতে ক্লিক করতে হবে।
3
এরপর উপরের ‘ Leave All Groups Except The One Iam Admin In’ এ অপশনটিতে ক্লিক করে  ‘I AGREE, Leave Me From All Groups’ অপশনে ক্লিক করতে হবে।
তাহলে সব গ্রুপকে টা টা বলতে পারবেন। আর অহেতুক নোটিফিকেশনের ঝামেলা পোহাতে হবে না।

iOS ডিভাইসের লাইটনিং ক্যাবল ছিড়ে যাওয়া সমস্যার অদ্ভুত সহজ সমাধান

iOS ডিভাইসের লাইটনিং ক্যাবলটি বেশ নরম হওয়ার কারনে প্রায় সকলেরই কেবলটি খুব সহজে ছিড়ে যাওায়া বা নষ্ট হওয়ার বিপাকে পড়তে হয়।আথচ খুব সহজ একটি ট্রিক ইউজ করে আপনারা  iOS ডিভাইসের লাইটনিং ক্যাবল ছিড়ে যাওয়া থেকে রক্ষা করতে পারেন।
এজন্য আপনার একটি স্প্রিং লাগবে শুধু :-)  যেটা আপনি বাজারে যে কোন টিপটপ কলমের মধ্যে পেয়ে যাবেন আশা করি :-) স্প্রিংটি সংগ্রহ করে লাইটনিং কেবলের  চার্জিংপ্রান্তে স্প্রিংটি আলতো করে পেচিয়ে  পেচিয়ে ক্যাবলটিকে জড়িয়ে রাখুন।স্প্রিং করার কারনে  আপনার  iOS ডিভাইসের লাইটনিং ক্যাবলের চার্জিংপ্রান্তে আগের মতো আর  চাপ পড়বে না ফলে আপনি দীর্ঘদিন ক্যাবলটি ব্যাবহার করতে পারবেন।
স্প্রিংটি কিভাবে ব্যবহার করবেন আরও ভালো ভাবে বুঝতে চাইলে ভিডিওটি দেখুন

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

personal information

montiahmed7.blogspot.com
montiahmed7@gmail.com
montiahmed@yahoo.com

বুধবার, ১২ আগস্ট, ২০১৫

কিভাবে এন্ড্রয়েড থেকে আইফোনে খুব দ্রুত ফাইল সেন্ড করবেন !

 তাহলে নিচে থেকে দেখে নিন কিভাবে কি করবেন ।


iPhone-to-Android


আইফোন এর জন্য এখানে এবং এন্ড্রয়েড এর জন্য এখন থেকে   থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন আপনার এন্ড্রয়েড বা আইফোন মোবাইলে এবার সাধারন ভাবেই ইন্সটল করুন । এবার ওপেন করুন নিচের মত দেখতে পাবেন আপনার মোবাইলে

IMG_6039


এবার অ্যাপস গুল ওপেন করুন এবং connect friends এ ক্লিক করুন এবং যুক্ত করে নিন ।

IMG_60401


আইফোন এবং এন্ড্রয়েড মোবাইল কানেক্ট হয়েগেলে আপনি উপরের ফটোতেই দেখুন ফটো , ভিডিও মিউজিক ইত্যাদি সেন্ড করতে পারবেন খুব সহজে এবং দ্রুত । তাছাড়া আপনি একি ভাবে খুব সহজে এন্ড্রয়েড থেকে এন্ড্রয়েড ও খুব সহজে কানেক্ট করে বিভিন্ন অ্যাপস ভিডিও ইত্যাদি সেন্ড করতে পারবেন ।

তাহলে আজকের মত এই পর্যন্ত খুব ছোট্ট একটি পোস্ট আশাকরি আপনাদের ভাল লেগেছে ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।

সোমবার, ২০ জুলাই, ২০১৫

Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন একটি অ্যাপস, যা লিখবেন সবই সেভ হয়ে থাকবে.

আজ আপনাদেরকে যে অ্যাপসটি উপহার দিবো তার নাম হচ্ছে টাইপ মেশিন। এই অ্যাপসটি আপনার Android ডিভাইসে ইন্সটল করা থাকলে, ডিভাইসে যা লেখা হবে সবই সেভ হয়ে থাকবে। আপনার প্রিয় Android ডিভাইসটি দিয়ে হয়তো অনেক গুরুত্বপূর্ণ লেখা-লেখি করে থাকেন। অনেক সময় দেখা যায়, লেখা-লেখি সময় হঠাৎ করে ডিভাইস হ্যং হতে পারেন, অ্যাপস ক্রাশ করতে পারে বা ভুল বশত লেখাটি মুছেও যেতে পারে, সে ক্ষেত্রে আপনার মূল্যবান সময় এবং কষ্ট করে লেখা দুটোই বিফলে যাবে। কিন্তু টাইপ মেশিন অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনি সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং অ্যাপসটি ওপেন করেই আপনার সেই গুরুত্বপূর্ণ লেখাটি পেতে পারবেন। প্লে স্টোরে অ্যাপসটির রেটিং 4.7 এবং মূল্য $2.07।

Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন একটি অ্যাপস, যা লিখবেন সবই সেভ হয়ে থাকবে.

আজ আপনাদেরকে যে অ্যাপসটি উপহার দিবো তার নাম হচ্ছে টাইপ মেশিন। এই অ্যাপসটি আপনার Android ডিভাইসে ইন্সটল করা থাকলে, ডিভাইসে যা লেখা হবে সবই সেভ হয়ে থাকবে। আপনার প্রিয় Android ডিভাইসটি দিয়ে হয়তো অনেক গুরুত্বপূর্ণ লেখা-লেখি করে থাকেন। অনেক সময় দেখা যায়, লেখা-লেখি সময় হঠাৎ করে ডিভাইস হ্যং হতে পারেন, অ্যাপস ক্রাশ করতে পারে বা ভুল বশত লেখাটি মুছেও যেতে পারে, সে ক্ষেত্রে আপনার মূল্যবান সময় এবং কষ্ট করে লেখা দুটোই বিফলে যাবে। কিন্তু টাইপ মেশিন অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনি সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং অ্যাপসটি ওপেন করেই আপনার সেই গুরুত্বপূর্ণ লেখাটি পেতে পারবেন। প্লে স্টোরে অ্যাপসটির রেটিং 4.7 এবং মূল্য $2.07। অ্যাপসটি সম্পর্কে আরোও বিস্তারিত প্লে স্টোর থেকে দেখে নিতে পারেন।
<a href='http://ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=af86e48e&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=794&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=af86e48e' border='0' alt='' /></a>
ডাউনলোড ফাইল পেতে নিচে ক্লিক করুন
ফ্রি ডাউনলোড লিংক

বিদায় অটোরান ও শর্টকাট ভাইরাস

কম্পিউটার ব্যবহার করেন, আর শর্টকাট বা অটোরান ভাইরাসের কবলে পরেননি এমন কাউকে খুজে পাওয়া অসম্ভব।আপনারা হয়তবা অনেক ধরনের আন্টি ভাইরাস ব্যবহার করেন, কিন্তু আন্টি ভাইরাস এ এইসব ভাইরাস রিমুভ করা যায় না। আসলে এটি এক ধরনের লেটেন্ট (সুপ্ত) ভাইরাস।তাই অ্যান্টি ভাইরাস সফটওয়ার দিয়ে এইসব ভাইসাস রিমুভ করা সম্ভব হয় না। অনেকেই দেখা যায় তাদের কম্পিউটার এসব ভাইরাসে আওতাভুক্ত হলে চোখ বন্ধ করে উইন্ডোজ সেটআপ দেয়া ছাড়া আর কোন উপায় খুজে পান না।
<a href='http://ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=af86e48e&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=794&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=af86e48e' border='0' alt='' /></a>

আবার মাঝে মাঝে হয়তবা দেখেন, আপনার পেন্ড্রাইব এ অনেক ফাইল থাকলেও আপনি কোন ফাইল দেখছেন না। শুধু দেখতে পাচ্ছেন কিছু শর্টকাট ফাইল আপনার সামনে ভেসে উঠেছে। ঠিক তাদের জন্য আমার আজকের টিউন। এই শর্টকাট ভাইরাস রিমুভের জন্য লাগবে একটি সফটওয়ার। সফটওয়ারটির নাম usbfix এবং সাইজও মাত্র ৩ মেগা বাইট। এটি একটি ফ্রি সফটওয়ার।
সফটওয়ার টি ডাওনলোড করতে এখানে ক্লিক করুন।।
size : 2.8 mb
এটির নাম usbfix। এটি দেখে মনে করার কোন কারন নাই যে এটি শুধু আপনার USB তে কাজ হবে। আসলে এই সফটওয়ারটি দিয়ে আপনি আপনার কম্পিউটারের অটোরান বা শর্টকাট ভাইরাস দূর করতে পারবেন।
১। আপনার কম্পিউটারে পেনড্রাইভ বা মেম্রি কার্ড সংযোগ করুন। সফটওয়ারটি ওপেন করুন এবং clean বাটনে ক্লিক করুন। দেখবেন কিছুক্ষন এর মধ্যে সফটওয়ারটি কম্পিউটার এর স্ক্যান শুরু করে দিয়েছে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। স্ক্যান শেষ হয়ে গেলে সফটওয়ার টি ইন্টারফেস মোডে ফিরে যাবে।
২। এই অপশন টি ব্যবহার করে আপনি চাইলে আপনার মেমুরি কার্ড ও ইউএসবি মডেম vaccinate করতে পারবেন।
এই ছিল আমার আজকের টিউন। টিউনটি ভাল লাগলে শেয়ার করবেন।

আপনার Android মোবাইল চার্জ হবে এত দ্রুত যে আপনি অবাক হয়ে যাবেন। নিয়ে নিন ছোট একটি Software।

আমি এখন আপনাদের সাথে যে এপটি শেয়ার করতে যাচ্ছি তা আসলেই খুব কাজের। এই এপ যদি আপনার মোবাইলে থাকে, তাহলে আপনার মোবাইলের চার্জ এত দ্রুত ফুল হয়ে যাবে আপনি অবাক হয়ে যাবেন। এক্ষেত্রে আপনার মোবাইলের কুনো রকম সমস্যা হবে না। এটা আসলে আপনার মোবাইলের কিছু কিছু সার্ভিস নিয়ন্ত্রণ করে। অপরদিকে আপনার বেটারির মানে আপনার মোবাইলের বেটারির ধারণ ক্ষমতা বাড়িয়ে দেবে কয়েকগুণ। তাহলে নিশ্চই বুঝতে পেরেছেন এটা কি ধরণের এপ। আর এটা কত প্রয়োজনিয়।

 Software Name:Fast Battery Charger + Saver.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।

শনিবার, ১৮ জুলাই, ২০১৫

internet title bar like radio, celcias dhaka search etc

http://free.internetspeedtracker.com/index.jhtml?partner=^BBQ^xdm007&gclid=CKL4rrzg48YCFUEljgodC_4Mug

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫

নিয়ে নিন Avast Free antivirus every year সিরিয়াল কি freeeeeeeeeeee

Avast Free antivirus 2015 এর 1 বছরের সিরিয়াল কি আপনারা অনেকে 20 বছর 50 বছর এর কি বব্যহার করেন।কিন্তু কোন এতে কোন লাভ নেই।


এতে ভাইরাস যায় না বরং আরো ধরে। এখন আসি কাজের কথায় কিভাবে 1 বছরের সিরিয়াল কি পাবেন। প্রথমে  এখানে যান  http://www.avast.com/registration-free-             antivirus এখানে নিচের মত দেখতে পাবেন।

এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে পুরন করুন 30 মিনিট পরে আপনার ইমেল চেক করুন ,দেখবেন 1 বছরের সিরিয়াল  কি  ওরা পাঠিয়ে দিয়েছ। এবার আপনার ‍Avast ফ্রি এন্টিভাইরাস open করুন  এরপর সেটিং এখান থেকে  Registration এ ক্লিক করুন ।এরপরে ক্লিক offline Registrstion এখন আপনি যে সিরিয়াল কি পেযেছেন তা এখানে পেস্ট করে এক্টিভ করুন
reg

শুক্রবার, ২৬ জুন, ২০১৫

jailbreak for iPhone, iPad or iPod touch on iOS 8.3 – iOS 8.1.3

You can then follow our guide to jailbreak your iPhone, iPad or iPod touch on iOS 8.3 – iOS 8.1.3.
➤ How to Jailbreak iOS 8.3, iOS 8.2, iOS 8.1.3 with TaiG 2.0

Balance Check or USSD problem SOLVED! EASIEST WAY...for iphone

This process worked for my iPhone 6 plus. hopefully will also work for iPhone 4S/5/5s/6/6 Plus.

For this your phone must be jailbroken.

Steps:
1. Open Cydia.
2. Tap Sources.

3. Tap Edit.

4. Tap Add.

5. Now enter the URL- bovor.net/ios
6. After adding the source, go to the source and then all package
7. Then go to "Fix USSD IOS8.x" (for IOS 8 users)
8. Install it.
9. DONE!

AFTER RESTARTING YOUR PHONE, PLEASE CHECK YOUR BALANCE. IT SHOULD DEFINITELY WORK!

N.B: Currently I'm using iPhone 6 plus, running IOS 8.1.2. I'm also using the r-sim 9+ nano cloud. It worked smoothly on my device. Hope it'll also work on your too.

বুধবার, ২৪ জুন, ২০১৫

রুট করুন আপনার Android smart phone এর সকল মডেল এটি একাই একশো

রুট নিয়ে অনেক টিউন আছে কেউ কেউ উপকৃত হয়েছেন কারো আবার পশ্চাৎদেহের গহিন ছৃদ্রে গেছে আছোলা বাঁশ। তাই, যে রুট করবেন বেকআপ নিয়ে তার পর করেন। আসলে রুট কী? মোবাইল রুট করলে কি কি সুবিধা পাওয়া যায়? এসব প্রশ্নের সহজ উত্তর—-
রুট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক, একটি পারমিশন বা অনুমতি। এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন।
# Latest and most powerful root solutions guarantee highest success rate.
যাই হোক কাজের কথায় আসি। এ কাজের জন্য আপনার দুটি জিনিস দরকার হবে
১ কম্পিউটার
২ ইন্টারনেট
প্রথমেই আপনার ফোনের settings এ যান, Developer options এ যান, USB debugging enable করুন। এখন CLICK HERE এখান থেকে Nirjhar android root All in one নামক এপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তারপর কম্পিউটার এ সেটাপ দিন এবার এপ্লিকেশনটি ওপেন করে মোবাইল কানেক্ট করুন। আপনাকে অবশ্যই নেট কানেক্টেড থাকতে হবে। এখন ড্রাইভার ডাউনলোড শুরু হবে।

ড্রাইভার ডাউনলোড শেষ হলে নতুন একটি পেইজ আসবে যেখানে রুট বাটন দেখাবে রুট বাটনে ক্লিক করে বসে থাকুন যতক্ষন না পর্যন্ত আপনার পিসির স্কিনে successfully rooted দেখায়। এর মাঝে আপনার ফোন কয়েকবার রিবুট করবে। আপনি কিছুই করবেন না successfully rooted দেখানোর আগে পর্যন্ত। সম্পূর্ণ কাজে নেট কানেক্টেড রাখবেন। নাহলে সমস্যা দিতে পারে।

# The easiest and fastest one click apk to root your Android.
হ্যাঁ এটা দিয়ে সরাসরি মোবাইল থেকে রুট করতে পারবেন অ্যাপ্স টি ডাউনলড
করে ইন্সটল করুন।
অ্যাপ্স টি ওপেন করে রুট বাটনে ক্লিক করুন।

বাজারে আসার আগেই ব্যবহার করুন Windows 9 স্কিন প্যাক । মিস করবেন না…

মাইক্রোসফট কম্পানি গ্রাহক দের মন টিকিয়ে রাখার জন্য একের পর এক ভার্সন তৈরি করে যাচ্ছে Windows 8, Windows 8.1, Windows 8.1 আপডেট 1 এবং নতুন খবর হল Windows 9 শিগ্রই রিলিজ দিতে পারে  Windows 9 এ থাকবে অনেক নতুন কিছু আজ আপনাদের জন্য থাকছে Windows 9 স্কিন প্যাক এটি ব্যবহার করার যলে আপনার পিসি সহজেই Windows 9 এ পরিবর্তন হবে মারাত্যক দেখতে ব্যবহার করে দেখতে পারেন । আপনার পিসি স্লও হবেনা । সাইজ ১২.৩০ মেগাবাইট ।
.
.
কি কি পাবেন Windows 9 স্কিন প্যাকে
Windows 8, Windows 8.1 থেকেও আরো ভাল মানের করা হয়েছে এইটাতে । যারা ম্যকবুক ব্যবহার করেছেন তারা লক্ষ্য করবেন যে পিসির একটা ট্যেব থেকে অন্যট্যেবে উপর থাকতে একটা শ্যেডো থাকে । এইটাতেও এমন থাকবে । এই ছবিটার মতন লক্ষ্য করুন । যা দেখতে মারাত্যক লাগে । ব্যবহার করে দেখতে পারে । আশা করি ভালই লাগবে ।
আরো থাকবে মেট্রোস্টাইল স্টাট মেনু পিসি অন হওয়ার সময় নতু্ন ধরনের এনিমেটেট স্কিন । এছাড়াও আরো কত কি !!
স্কিন শর্ট দেখে নিন
Windows 9  1Windows 9  3
Windows 9  2
ll
 ..
ll
Windows 9 স্কিন প্যাকটি Windows 7, Windows 8,8.1 এ চলবে। সাইজ 12.30 MB
Win8: Download
Win7: Download

অজানা তথ্য ফেইসবুকের (Mega Post)

১৯৮৪ সালে নিউ ইয়র্কে জন্ম নেওয়া কম্পিউটার প্রোগ্রামার মার্ক জুকারবার্গ ফেইসবুক প্রতিষ্ঠা করেন ২০০৪ সালের ফেব্রুয়ারী মাসে। ২০০৪ হলো ফেবুকের প্রতিষ্ঠা সাল।
২০০৩ সালের ২৮ অক্টোবর মার্ক এলিয়ট জুকারবার্গ ফেইসম্যাশ ডট কম নামে একটি সাইট প্রতিষ্ঠা করে। এই ফেইসম্যাশ সাইটের কাজ তেমন ভালো ছিলো না। এই সাইটে দুইটা ছবি পাশাপাশি রাখা হত। এই দুই ছবি থেকে ভিজিটররা কে “হট” আর কে “হট না/নট” তা তুলনা করতো।
মার্ক জুকারবার্গ স্কুল পড়া শেষ করে ভর্তি হন হার্ভার্ড কলেজে। ফেইসম্যাশ সেই সময়কার কথা। হার্ভার্ড কলেজের ডাটাবেজ হ্যাক করে স্টুডেন্টদের ছবি নিয়ে তা ফেইসম্যাশে ব্যবহার করে ভিজিটরদের “হট” অথবা “নট” বের করার সুযোগ দেন।
পরে কলেজের স্টুডেন্টরা এই সাইট বন্ধ করতে তাকে বাধ্য করে। এ ব্যপারে মার্ক জুকারবার্গ বলেছিলো;
“ একটা ব্যপার পরিষ্কার এই সাইট বানানোর জন্য আমি একটা জার্ক! যাই হোক, কেউ না কেউ এটা এমনেই করতো। ”
হাউজসিস্টেম নামে হার্ভার্ড কলেজে একটা ওয়েব সার্ভিস ছিলো। এরপর ঐ বছরই “দি ফেসবুক” কনসেপ্ট আসে এই হাউজ সিস্টেমের একটা নতুন ফিচার হিসেবে। ২০০৩ সালের ১৩ সেপ্টেম্বর এরন গ্রীন্সপ্যান নামে এক স্টুডেন্ট আনেন এটি।
জুকারবার্গ পরে হার্ভার্ড কানেকশন নামে একটা সাইটে তার কিছু বন্ধুর ( ক্যামেরুন, টেলর,ডিভিয়া ) জন্য কাজ করা শুরু করেন।
মার্ক জুকারবার্গ ২০০৪ সালের ১১ই জানুয়ারী দি ফেইসবুক ডট কম ডোমেইন কিনে নেন। দি ফেসবুক ডট কমের চেহারা অনেকটা এরকমঃ
the_facebook_dot_com
দি ফেসবুক ডট কম চালুর ২৪ ঘন্টার মধ্যে জুকারবার্গ ১২০০ জন স্টুডেন্ট এর রেজিস্ট্রেশন দেখতে পান। এখানে তার সাথে কাজ করেন তার রুমমেট এডুয়ারড সারভেরিন,আন্ড্রো ম্যাক্কোলাম, ডাস্টিন মস্কভিটয। মূলত হার্ভার্ড কানেশন ডট কমে কাজ করার সময়কার ফিচার এই দি ফেসবুক ডট কম। তাই জুকারবার্গ এর সেই বন্ধুরা ( ক্যামেরুন, টেলর,ডিভিয়া ) ছয় দিনের মাথায় তার বিরুদ্ধে আইডিয়া চুরির অভিযোগ আনে।
এদিক দিয়ে ফেইসবুকের ইউজার সংখ্যা খুব দ্রুত গতিতে বাড়তে থাকে। ২ মাসের মাথায় হার্ভার্ড ছড়াও আরো বেশ কিছু কলেজে দি ফেইসবুক পরিচিতি পায়। জুন মাসের মধ্যে সাইটে প্রায় দেড় লাখ ( ১৫০,০০০ ) ইউজার প্রোফাইল খুলে। দি ফেইসবুকের সম্ভাবনা দেখে ওই মাসেই পেপাল এর ফাউন্ডার ফেইসবুকের ১০ দশমিক ২ পারসেন্ট এর শেয়ার কিনে নেয় পাঁচ লাখ ইউ এস ডলারে।
কিন্তু সেপ্টেম্বার মাসে এসে জেগে উঠে সেই পুরনো সমস্যা। ক্যামেরুন, টেলর ও ডিভিয়া মামলা করে বসে দি ফেইসবুকের নামে। যদিও সেই বছর ডিসেম্বারেই ১ মিলিয়ন ইউজার হয়ে যায় দি ফেইসবুকে।
২০০৫ এর মে মাসে এক্সেল পারটনারস ১২ দশমিক ৭ মিলিয়ন ডলার ইনভেস্ট করে দি ফেইসবুক ডট কমে।
২০০৬ সালে দেখা যায় গতবছর অর্থাৎ ২০০৫ সালে ফেইসবুক সাড়ে তিন মিলিয়ন ডলারের উপরে লস করে। এরপর ২০০৬ এর সেপ্টেম্বারে ১৩ বছর বয়সের উপরে সবার জন্য ফেসবুক ওপেন করে দেওয়া হয়।
২০০৭ সালে ফেসবুকে আরো বিশাল অঙ্কের দুটি ইনভেস্টমেন্ট দেখা যায়। হং কং এর এক লোক ষাট মিলিয়ন ডলার ও মাইক্রোসফট ২৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে ফেইসবুকের এক দশমিক ছয় পারসেন্ট কিনে নেয়।
২০০৮ এ এসে ফেইসবুক আইনগত সমস্যাগুলো সমাধান করে এবং প্রায় পাঁচ বিলিয়ন ডলারের কোম্পানীতে রুপ নেয়। ২০০৯ এসে দেখা যায় মাই স্পেস ডট কমকে পেছনে ফেলে দিয়েছে ফেইসবুক।
এরপর ফেইসবুককে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১২ সালে দেখা যায় মার্ক জুকারবার্গ এর সম্পত্তির পরিমান প্রায় সাড়ে নয় বিলিয়ন ডলার। জুকারবার্গ নিজ যোগ্যতায় হওয়া পৃথিবীর দ্বিতীয় কনিষ্ঠ বিলিনিয়র।
২০১১ তে এসে ফেইসবুকে ১০০ বিলিয়নের বেশি ছবি আপলোড করেছে ইউজাররা। এরপর ওই বছরই ফেইসবুকে ভিডিও কল এর জন্য স্কাইপির সাথে চুক্তি করে ফেইসবুক।
অক্টোবর ২০১২ তে ফেসবুকে ১ বিলিয়ন ইউজার রেজিস্ট্রেশন করে। এবং ২০১২ তেই মার্ক জুকারবার্গ বিয়ে করেন প্রিসিলা চ্যানকে। ২০১০ সালে টাইম ম্যাগাজিনের পারসোন অব দি ইয়ার হন ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ!

জেনে নিন কিভাবে .ISO ফাইল বানাতে হয় ।

জেনে নিন কিভাবে .ISO ফাইল বানাতে হয় ।
আজকের আপনাদের দেখাব কিভাবে .iso ফাইল বানাতে হয় । পেনড্রাইভ থেকে উইন্ডোজ ইনস্টল করার সময় .iso ফাইল দরকার লাগে , নেট থেকে উইন্ডোজ ডাউনলোড করলে তা .iso ফাইলে পাওয়া যায় । কিন্তু cd/dvd থেকে ফাইল গুলো কপি করে তা আবার পেনড্রাইভ বুটেবল করা যায় না । বুটেবল করতে .iso ফাইল দরকার পড়ে । cd/dvd থেকে ফাইল গুলো কপি করা ফাইলগুলো সরাসরি নিবে না । যা অনেক টিটেরিয়ালে এই কথাটি বলে না কিভাবে .iso ফাইল পাওয়া যাবে , শুধু লেখা থাকে ডাউনলোড করে নিন । সবার ত আর এই বড় সাইজের ফাইল ডাউনলোড করা সমভব হয়না ।
আর ডাউনলোড নয় এবার WinISO সফটওয়্যার দিয়ে এই কাজটি করতে পারবেন সহজে , এই জন্য উইন্ডোজ ডাউনলোড না করে বন্ধুর পিসি দিয়ে cd/dvd থেকে ফাইল গুলো কপি করে আনুন এবং আমার দেয়া এই WinISO সফটওয়্যার দিয়ে .iso ফাইল বানান । এবং সহজে বুটেবল বানিয়ে উইন্ডোজ সেটাপ দিন ।
এছাড়াও আরো অনেক দরকারে পরে .iso ফাইল । এই সফটওয়্যারটি শুধু যে এই কাজ তা নয় , আরো অনেক কাজ করতে পারবেন । আজ শুধু দেখে নিন কিভাবে cd/dvd থেকে ফাইল গুলো কপি করে .iso ফাইল বানাতে হয় ।
বিস্তারিত+ডাউনলোড- http://www.pchelplinebd.com/archives/111943
++++++++++++
লাইক,কমেন্ট,শেয়ার করে একটিভ থাকুন
‪#‎pchelplinebd‬
++++++++++++

এবার PC ও Laptop এর জন্য নিয়ে নিন ShareIt আর ফাইল Transfer করুন গুলির বেগে

আমরা Android এ সাধারণত দ্রুতগতিতে File Transfer এর জন্য ShareIt ব্যবহার করি। এ সফটওয়্যারটি WiFi Protucall  ব্যবহার করে File Transfer করে।
এবার আপনাদের জন্য নিয়ে এলাম ShareIt এর PC Version
Download Link- ShareIt
আশা করি এ সফটওয়্যারটি আপনাদের কাজে লাগবে।
আর এ সফটওযারটি Andorid Version ও Iphone Version এও পাওয়া যাচ্ছে। আপনারা এটি আপনার Android কিংবা Iphone এও ব্যবহার করতে পারেন। এটি আপনাকে দিবে দ্রুতগতিতে File Transfer এর সুবিধা।
সবাই ভাল থাকবেন।

এখন PC/LAPTOP এ android এর গেম খেলুন বা অ্যাপ চালান

এখন PC/LAPTOP এ android এর গেম খেলুন বা অ্যাপ চালান (100% working)
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন । আজ আমি আপনাদের কাছে পিসির জন্য এমন একটি সফটওয়্যার নিয়ে এলাম যা দিয়ে আপনারা আপনাদের pc/laptop এ androoid গেম খেলা বা অন্যান্য অ্যাপ চালাতে পারবেন । আপনারা নিশ্চয় বিশ্বাস ই করতে পারছেন না
। কিন্তু এটাই সম্ভব করে দেখিয়েছে ১৩  mb এর এই সফটওয়্যার টি । আমি অনেকদিন থেকে এটা দিয়ে গেম খেলছি । আজ আপনাদের জন্য শেয়ার করছি । সময়ের অভাবে বেশি কিছু লিখতে পারছি না । কিন্তু কাজ করবে  ১০০%।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
size : 12.9 mb
file
ইন্সটল ফাইল খুব বেশি হবে না কিন্তু আপনাকে ইন্সটল করার সময় সেই drive এ ২ gb এর উপর ফাকা থাকতে হবে
আশা করি উপক্রিত হবেন । সমস্যা হলে জানবেন ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ডাউনলোড করে নিন IDM v7.2 ফুল ভার্সন সফটওয়্যার ।$29.95 ডলার সাশ্রয় করুন

ডাউনলোড করে নিন IDM  ফুল ভার্সন সফটওয়্যার ।$29.95 ডলার সাশ্রয় করুন
download (3)
অনেকেই আই.ডি.এম (Internet Download
Manager) নাম কম বেশী শুনেছেন।
ইন্টারনেট ডাউনলোড মেনেজার
সবচাইতে ভাল কাজ করে মজিলা ফায়ারফক্স এ । কারন মজিলায় IDM এর একটি এডঅন লোড
হয়। আর যারা সবসময় ইন্টারনেট ব্যবহার করেন না কিন্তু এমন সব
সফ্টওয়্যার আছে যেগুলো নেট থেকে সরাসরি ডাউনলোড হয় কিন্তু
ডাউনলোড ফাইল থাকে না। ওই ফাইলটি নিজ থেকেই IDM
ডাউনলোড শুরু করে দেয়। যারা ব্যবহার করেন তারা তো ভালভাবেই জানেন এর
সুবিধা।কিন্তু বেশিভাগ রাই ক্রাক ভার্সন ব্যবহার করেন।  কিন্তু ক্রাক ভার্সনে অনেক সমস্যা হয়।  তাই এই ফুল ভার্সন ব্যবহার করুন যা রেজিস্ট্রেসন করার দরকার নাই    আর যারা ব্যবহার করেন না তাদের জন্য এর ফিচারগুলো আমি তুলে ধরব
ডাউনলোড লিঙ্ক:-  IDM ফুল ভার্সন সফটওয়্যার  ।।
Internet Download Manager Feature:
১। আপনি কোন ভিডিও টিউটোরিয়াল দেখছেন কোন ওয়েবসাইট এ সেটি আপনি ডাউনলোড করতে চাইলেন দেখলেন যে ডাউনলোড দেওয়া নেই। কি করবেন তাই না? চিন্তা নেই আপনার যদি IDM থাকে তাহলে দেখবেনযে অটোমেটিক আপনার ইউআরএল এডাউনলোড লিংক এসে গেছে।
২। আপনি একটা ফাইল ডাউনলোড করছেন তাতে রিজিউম সাপোর্ট নেই। ফাইলটি ডাউনলোড করতে করতে কোন কারন বশত বন্ধ হয়ে গেল কি করবেন তাই না? যদি IDM থাকে তাহলে সহজেই আপনি রিজিউম করতে পারবেন।
আপনি যে ফাইলটি ডাউনলোড দিয়েছিলেন সেই ফাইলটির
ডাউনলোড লিংকটি পুনরায় নিয়ে (অর্থাৎ যেখান থেকে ডাউনলোড দিয়েছিলেন) বন্ধ হওয়া ফাইলটির Properties
টি গিয়ে Address এ শুধু পেষ্ট করে দিন। তারপর রিজিউম লেখাতে ক্লিক করুন।দেখবেন
ফাইলটি আবার ডাউনলোড শুরু হয়ে গেছে।
৩। গ্রাব্যার প্রজেষ্ট যার মাধ্যমে আপনি একটি ওয়েব সাইটের সমস্ত ফাইল অর্থাৎভিডিও,অডিও,টেক্সট
ইত্যাদি একটি ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।
৪। Scheduler এর মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সময়ে আপনার পূর্বের বন্ধ করা ডাউনলোড ফাইল শুরু করতে পারবেন কিংবা নির্দিষ্ট সময়ে তা বন্ধ করতে পারবেন। শুধু তাই না একটি নির্দিষ্ট সময়ে আপনি আপনার কম্পিউটারটাও
বন্ধ করে দিতে পারবেন।
৫। যেকোন নতুন ব্রাউজার এড করলে তা সাথে সাথে IDM এর সাথে কানেকটেক্ট হয়ে যাবে। এবং ইচ্ছা করলে আপনি আপনার ডাউনলোডকৃত ফাইলের লিষ্টটা এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি কি কি ফাইল অটোমেটিকলি ডাউনলোডন করবেন তার লিষ্ট ।
৬। অটোমেটিক এন্টি ভাইরাস চেকিং এর মাধ্যমে আপনার ডাউনলোড করা ফাইলটি কে ভাইরাস
সম্পকে সচেতন করে।

ডাউনলোড লিঙ্ক:-  এখানে ক্লিক করুন  ।।

ইন্টারনেট দিয়ে এন্ড্রোয়েড মোবাইল থেকে দেশের যে কোন অপারেটোরে ফ্রী কল করুন

ইন্টারনেট দিয়ে এন্ড্রোয়েড মোবাইল থেকে দেশের যে কোন অপারেটোরে ফ্রী কল করুন
আসসালামুয়ালাইকুম আসা করি সবাই ভাল আছেন।এই পোস্টটি আমি আগেও দিয়েছিলাম কিন্তু সমইয়ের অভাবে বিস্তারিত লিখতে পারি নাই । আজকে বিস্তারিত লিখছি।
আজকে আপনাদেরকে ফ্রি কল করার জন্য একটি এন্ড্রয়েড সফটওয়ার দেব যা দিয়ে আপনি দেশের যে কন অপারেটরে কল করতে পারবেন এবং আপনার নম্বরের যায়গায় বিদেশি নম্বর উঠবে।আপনারা ভাবছেন viber skype দিয়েও তোএটা করা যায় ।না এটা এদের মত নয় ।কারন ভিবের skype তে যে কল দেবে এবং যে কল রিছিভ করবে উভয়েরই ইন্টারনেট কানেকশন দরকার । কিন্তু আমি যে সফটওয়ারটি দেব এর প্রধান সুবিধা হল যাকে ফোন করবেন তার ইন্টারনেট কানেকসনের দরকার নাই । এর নাম হল voxex ।
ডাউনলোড করুন এখান থেকে
download
ইনস্টল করুন এবং ওপেন করুন
shot_000003

sign up এ ক্লিক করুন তারপর একটি পেজ আসবে
shot_000004
সাইন আপ শেষ হলে ইমেইল varify করেন
মোবাইল নম্বরে একটা কোড যাবে সেটা varify করলে  পেজ আসবে
shot_000005
আপনি এখন কল করার জন্য প্রস্তুত।
গুরুত্বপূর্ণ ঃ
আপনাকে শুরুতে ১ ইউ এস ডলার দেয়া হবে যা দিয়ে আপনি প্রায় ২৫ মিনিট কল করতে পারবেন।
প্রতি ১ মাস পর আপনার ক্রেডিট রিসেট হবে । তারপর ও কল করতে log out করে এবার অন্য নম্বর দিয়ে রেজিস্ট্রেশান করুন।
কোন সমস্যা হবে না । রেজি হতে একটু সময় লাগতে পারে কিন্তু আমি নিজে ৬ মাস থেকে ব্যবহার করছি।আসা করি উপক্রিত হবেন । ধন্যবাদ।
ডাউনলোড করার নিয়ম
download লিংক এ প্রবেশ করার পর get ling এ প্রবেশ করতে হবে। তারপর একটা capcha আসবে ।ফাকা ঘর capcha লেখা দিয়ে পুরোন করলে download link পাবেন ।সেখানেই click করলে ডাউনলোড হবে।
Capture
কোন সাহায্য লাগলে বলবেন ।
১০০% কাজ করবে । কোন সমস্যা হলে বলবেন ।

ফেইসবুকের সব গ্রুপ কে বিদায় মাত্র এক ক্লিকে!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের জনপ্রিয়তাকে কাজে লাগাতে নানান ধরণের গ্রুপ তৈরি করেন অনেকে। এগুলোর মধ্যে কোনটি আপনার কাজে লাগে, কোনটি আবার বিরক্তি তৈরি করে। প্রয়োজন হতে পারে ভেবে কখনও হয়ত গ্রুপের সদস্য হয়েছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে অহেতুক ভুরি ভুরি পোস্টের নোটিফিকেশন ঝামেলা তৈরি করছে।
এ ছাড়া ব্যবহারকারীদের না জানিয়েও অনেকে তাদের ফেইসবুক গ্রুপে অন্যদের এড করে নেয়।
এমন পরিস্থিতিতে আপনি চাইলে সবগুলো গ্রুপ থেকে বিদায় নিতে পারবেন। তবে একে একে প্রতিটি গ্রুপে গিয়ে ‘লিভ মি’ বাটনে ক্লিক করাটা বেশ সময় সাপেক্ষ কাজ। অথচ একটি কৌশল জানা থাকলে অনায়াসে কয়েক ক্লিকে ফেইসবুকের সব গ্রুপ থেকে বিদায় নেওয়া যায়।
প্রথমেই আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে এ অ্যাডঅনটি ইন্সটল করতে হবে।
2

এরপর ফেইসবুকে লগইন করে ব্রাউজারের উপর দিকে ডান কোনায় ওই ইন্সটল দেওয়া অ্যাড অন আইকনটিতে ক্লিক করতে হবে।
3
এরপর উপরের ‘ Leave All Groups Except The One Iam Admin In’ এ অপশনটিতে ক্লিক করে  ‘I AGREE, Leave Me From All Groups’ অপশনে ক্লিক করতে হবে।
তাহলে সব গ্রুপকে টা টা বলতে পারবেন। আর অহেতুক নোটিফিকেশনের ঝামেলা পোহাতে হবে না।

iOS ডিভাইসের লাইটনিং ক্যাবল ছিড়ে যাওয়া সমস্যার অদ্ভুত সহজ সমাধান

iOS ডিভাইসের লাইটনিং ক্যাবলটি বেশ নরম হওয়ার কারনে প্রায় সকলেরই কেবলটি খুব সহজে ছিড়ে যাওায়া বা নষ্ট হওয়ার বিপাকে পড়তে হয়।আথচ খুব সহজ একটি ট্রিক ইউজ করে আপনারা  iOS ডিভাইসের লাইটনিং ক্যাবল ছিড়ে যাওয়া থেকে রক্ষা করতে পারেন।
এজন্য আপনার একটি স্প্রিং লাগবে শুধু :-)  যেটা আপনি বাজারে যে কোন টিপটপ কলমের মধ্যে পেয়ে যাবেন আশা করি :-) স্প্রিংটি সংগ্রহ করে লাইটনিং কেবলের  চার্জিংপ্রান্তে স্প্রিংটি আলতো করে পেচিয়ে  পেচিয়ে ক্যাবলটিকে জড়িয়ে রাখুন।স্প্রিং করার কারনে  আপনার  iOS ডিভাইসের লাইটনিং ক্যাবলের চার্জিংপ্রান্তে আগের মতো আর  চাপ পড়বে না ফলে আপনি দীর্ঘদিন ক্যাবলটি ব্যাবহার করতে পারবেন।
স্প্রিংটি কিভাবে ব্যবহার করবেন আরও ভালো ভাবে বুঝতে চাইলে ভিডিওটি দেখুন

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫

personal information

montiahmed7.blogspot.com
montiahmed7@gmail.com
montiahmed@yahoo.com